নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

আমারব্লগ বাংলাদেশে বন্ধ বিধায় প্রেস রিলিজটি দেওয়া হল। কিসের আওয়ামী, কিসের বিএনপি!! কলম-কণ্ঠ-জীবনের প্রশ্নে দলকানা নয়, এক হতে হবে।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

আমারব্লগ ডট কমকে বাংলাদেশে নিষিদ্ধের খবর ও তিনজন ব্লগারের নিখোঁজ প্রসঙ্গে প্রেস রিলিজ



প্রিয় ব্লগার, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের বেশ কিছু ইন্টারনেট নেটওয়ার্ক থেকে আমারব্লগ দেখা যাচ্ছে না। আমরা এখনো বিটিআরসি কিংবা তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় কিংবা স্বরাষ্ট্রমন্ত্রনালয় থেকে কোন অফিসিয়াল চিঠি পাইনি তাই আদৌ বাংলাদেশ সরকার আমারব্লগ ব্লক করেছে কিনা অথবা করলেও ঠিক কি কারনে করা হয়েছে সেটি ও আমাদের জানা নেই।



আমরা আশা করেছিলাম আগামীকালের মধ্যে আমরা আসলেই কি হয়েছে সেটি জানতে পারবো। তবে এ বিভ্রান্তিকর এবং সর্বোপরি বিতর্কিত নিষিদ্ধের ঘটনার রেশ না কাটতেই খবর আসে-তিনজন প্রতিথযশা ব্লগারের আটক হবার সংবাদ!



১/ ব্লগার মশিউর রহমান বিপ্লব'কে ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে উনার স্ত্রী সানজিদা পারভিন রিতু'র সাথে যোগাযোগ করা হয়েছিলো। তিনি ও এই খবর নিশ্চিত করেছেন। এই পোস্ট লেখার পূর্বপর্যন্ত আর কোন খবর পাওয়া যায় নাই।



২/ব্লগার রাসেল পারভেজ ও ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে উনার স্ত্রী আসমা বেগম লিপি'র সাথে যোগাযোগ করা হয়েছিলো। তিনি ও এই খবর নিশ্চিত করেছেন। এই পোস্ট লেখার পূর্বপর্যন্ত আর কোন খবর পাওয়া যায় নাই।



৩/ব্লগার সুব্রত শুভ কে ও কে বা কাহার তার ঢাকা বিশ্ববিদ্যালয় এর হল এর সামনে থেকে উঠিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। এই ব্যাপারে আর কোন খবর পাওয়া যায় নাই।





আমারব্লগের বাক স্বাধীনতার উপরে হাত এসেছে বলে আমার সন্দেহ করছি- আমরা আরো সন্দেহ করি ব্লগারদের কোন কারন ছাড়া অন্তরীন করা হলে যে প্রতিবাদ আসবে তাকে সামাল দেবার জন্যই আমারব্লগকে বিভিন্ন উপায়ে আজকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে! এ নিষিদ্ধের কারন আমাদের জানা নেই যেমন জানা নেই কেন আমাদের ব্লগারদেরকে ডিবি পরিচয়ে তাদের বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে? উপরোক্ত সব গুলো ঘটনার তীব্র নিন্দা আমার ব্লগ করছে এবং আমারব্লগ আবারো সর্বসাধারনের অবগতির জন্য জানায়-আন্তর্জালে বাংলায় বাক স্বাধীনতা রক্ষায় শুরু থেকেই দায়বদ্ধ আমারব্লগ।





সেই দায়বদ্ধতা থেকে আমারব্লগ আটক করা সকল ব্লগারের নিঃশর্ত মুক্তি দাবী করে এবং আশা প্রকাশ করে যে বাংলা ব্লগে স্বাধীনতাবিরোধী যে কোনো প্রচারণা ও প্রকাশনার বিরুদ্ধে সদাতৎপর আমারব্লগ এবং তার ব্লগারদের হয়রানী করা অতিস্বত্তর বন্ধ হবে!আমরা অতি সত্বর বাংলাদেশ সরকারের আরো কাছে জানতে চাই আদৌ সরকার আমারব্লগ ডট কমে বাংলাদেশে ব্লক করেছে কিনা এবং কি কারনে করা হয়েছে তাও জানতে চাই।



সুব্রত শুভ একজন ব্লগার

রাসেল পারভেজ একজন ব্লগার

মশিউর রহমান বিপ্লব একজন ব্লগার



আমার উপরের সকল ব্লগারদের নিঃশর্ত মুক্তি দাবী করি!!





জয় বাংলা!!



"ভেদাভেদ, কাঁদা ছোড়াছুড়ি অনেক হয়েছে!!! আরও হবে!! কিন্তু ব্লগ ও ব্লগার এর অস্তিত্বের এই প্রশ্নে কেউ পিছপা হবেন না। আপনি বিএনপি, সে আওয়ামীলীগ, আমি নিরপেক্ষ, কিন্তু কণ্ঠ আমাদের সবার! আজ তার কণ্ঠ রোধ করা হচ্ছে, তাঁকে মেরে ফেলা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, পরশু আপনাকে নেওয়া হবে!! পরদিন আমাকে!!! সবাই সোচ্চার হোন এই ধরনের ঘৃণ্য সরকারী স্বেচ্ছাচারিতার। বিএনপি-জামাত আজ তামাশা দেখবে, দেশে বা দেশের মানুষের কিছু হলে রাজনীতিবিদদের কিছু হবে না, কিন্তু আমরা সাধারণ, সাধারনের প্রয়োজনে আমাদেরই থাকতে হবে। সরকার আস্তিক নাস্তিক চক্রান্তের ফাঁদে পা দিয়েছে!! এবং ভয়াবহভাবেই দিয়েছে। আজ আপনার পরিচয় তাই আর আস্তিক-বিএনপি-আওয়ামীলীগ হতে পারে না! আজ আপনি একজন ব্লগার, আপনার কমুনিটির উপরে হামলা হয়েছে!! এই সব ব্লগারদের জীবন আজ বিপন্ন হবার পথে, এদের সকলে নাস্তিক নয়!!! অমি পিয়াল নাস্তিক হলে আওয়ামীলীগ-বিএনপির সবগুলা ছাগল!!! সে কখনোই নাস্তিকতা প্রচার বা ধর্মবিদ্বেষ করে নাই! এরকম আরও অনেক নাম জুড়ে দিয়ে ফাঁসানো হচ্ছে!! ভাবুন, আপনিও ফেঁসে যেতে পারতেন, কারো স্বার্থে টান পড়লেই আপনাকে ফাসিয়ে দেওয়া হতো! প্রতিবাদে সোচ্চার হও ব্লগার!! আস্তিক নাস্তিক বিএনপি আওয়ামীলীগ পরে হবে, আগে কণ্ঠ আর কলম বাঁচাও!!"

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমি ব্লগিং করি এখন কি আমাকেও উঠিয়ে নিয়ে যাওয়া হবে? নাস্তিক ট্যাগ তো খাইছিই! এসব কি হচ্ছে! সরকারের হিপোক্রেসি কিভাবে মেনে নিবো?!

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সরকার কেন, কারই কোন অন্যায় কোনোদিন চুপ করে মেনে নেওয়া যাবে না আর এ তো অনেক বড় প্রশ্ন!! আমার অধিকার এর প্রশ্ন।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৮

দিশার বলেছেন: বাংলাদেশ য়ে আজ শকুন এর ছায়া পরেছে .

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লগ ও ব্লগার আক্রান্ত।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২

সাউন্ডবক্স বলেছেন: আমি আছি। দরকার হলে রাস্তায় নামব.।।। খালি জানান দিয়েন ব্লগ এ।।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সামুর উপরে আঘাত আসবে না তার নিশ্চয়তা কি!

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

রামন বলেছেন:
আমি অবশ্য ব্লগটি দেখতে পাচ্ছি। যাইহোক ব্লগারদের কি অপরাধে আটক করা হলো সেটা আইন প্রয়োগকারী সংস্থাকে অবশ্যই খোলসা করতে হবে।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার ব্লগ এর প্রেস রিলিজে বলা হয়েছে বাংলাদেশে দেখতে প্রবলেম হচ্ছে।

ব্লগ ও ব্লগার আক্রান্ত হলে আমাদেরই এগিয়ে যেতে হবে।

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

তুহিন সরকার বলেছেন: এমনটা ধারণা আগেই করেছিলাম, হল তাই।
এই হল আমাদের বাক স্বাধীনতা।
শাহবাগ প্রজন্ম চত্ত্বর।

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অপরাধ পরিষ্কার নয়, কেন ধরা হয়েছে তার পরিষ্কার ব্যাখ্যা চাই।

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

চলতি নিয়ম বলেছেন: আমার ফাকিস্থানের বিরুদ্ধে কেউ মানহানির মামলা কর্ছে না কেন???? X(( X((

ইভেন সামুর ও কোনো প্রতিবাদ দেখছি না। আজকেও সামুকে নিয়ে রিপোর্ট কর্ছে।

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সরকার এর কাছে সবাই বেসরকারি :( :( :( :(

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪

নাঈম বলেছেন: আমারব্লগ আমি দেখতে পাচ্ছিনা।

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন নেটওয়ার্কে অফ করা রয়েছে এবং চলছে কাজ।

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

বোকা_ছেলে বলেছেন: জয় বাংলা
আম্লিগের বিরুদ্ধে কিছু লিখা ছিল মনে হয়।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :| :|

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

সারোয়ার হাবিব বলেছেন: আজকের এই হাসিনা বন্ধ করে দিচ্ছে তোমার আমার মুখ, আগামী কালকের খালেদা ও সে জায়গা খুলবে না আশা করি। গতকাল ও আগামীকালের এ দুই gurbage- কে নিয়া আমার ১টা ছোট্ট মন্তব্য। আমার সন্দেহ হয় ,সংবিধান সম্পরকে এদের কোন ধারনাই নাই। বাবা ছাড়া মা হয়ে গেলে সন্তানের অস্তিত্ব নিয়ে সমাজে বিতর্কের সৃষ্টি হয়। সংবিধানের ১টা জায়গা নিয়া কিছু বলি।
সংবিধানের মৌলিক অধিকার অংশে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা সম্পর্কে
৩৯। (১)- বলা আছে, “প্রত্যেক নাগরিক কে তার চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল”। (২) এর “ক” তে বলা আছে , “প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের নিশ্চয়তা দান করা হইল”।

মানুষ যখন নক্ষত্র কে জয় করার সপ্নে জাতিকে জাগায়, তখন আগামীকাল আর গতকাল আমাদের ঘুম পাড়ানী মাসি পিসির গান শোনাচ্ছে ।
বিঃ দ্রঃ “শিশু কেন বিছানা ভেজায়। আমি শালা আসলেই অবাক”।


০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিজেদের সুবিধার্থে সংবিধান অবমাননায় কোন দলই কোনদিন পিছিয়ে ছিল না, আমাদের সংবিধান এর স্বার্থে এগিয়ে যেতে হবে জনগনকেই।

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার দেশ পত্রিকায় দেখলাম, সামহয়্যার ইন ব্লগ সম্পর্কে নাস্তিক তোষনের অভোযোগ এনেছে। হুমকি বেশ ভালোই আসছে। একতাবদ্ধ না হলে সব শেষ !

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দেশ তো আমার দেশই চালাচ্ছে যা বুঝতেছি।

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

আহলান বলেছেন: কি মুশ্কিল রে ভাই! কোথায় যে কি হচ্ছে ...!

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপ্নার তো ব্রেকড্যান্স দেওয়ার কথা!!

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

আমিনুর রহমান বলেছেন: দিকভ্রান্ত, আমি জানি আপনি আমাদের সকলের কথাই ভাবছেন, কিন্তু একটা কথা বলি প্রতিটি কথা বলার আগে একটু ভাবতে হয়, আমরা এমন একটা বিপদজনক সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি যে আমাদের অনেক ভাবনা চিন্তা করে পা ফেলতে হবে। না হলে সকলেই বিপদে পড়ে যাবো।

আজকে ১২ টায় গ্রেপ্তার হওয়া ব্লগারদের নিয়ে ডিবি মিডিয়ার সামনে ব্রিফিং দিবে। আগে দেখি তারা কি বলে।


আর আমার ব্লগ খোলা যাচ্ছে। আপনি কি মালেয়শিয়া থেকেও দেখছেন না !!!!!

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার জবাবটিই আগে দিলাম ভাই, এইটা আমার ব্লগেরই প্রেস রিলিজ! আমি কপি করেছি, আর বাংলাদেশ থেকে অনেকেই দেখতে পাচ্ছেন না। উপরের কমেন্টেই দেখুন।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

আফজালনবীনগর বলেছেন: এদের কারনেই মানুষ সব ব্লগারদের নাস্তিক ভাবে । দোষ করেছিল এই সকল নাস্তিকেরা আর দায় পড়ল সকল ব্লগারদের উপর । মুলত এদের গ্রেপ্তারে ব্লগারদের প্রতি মানুষের বিরুপ মনোভাব পরিবর্তন হবে ।তাই সকল নাস্তিক ব্লগারকে গ্রেপতারের জোর দাবী জানাই ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লগের একজন পরিচিত ছাগু। ম্যাতকার রিপোর্টেড।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই আজকের এই দশা আমাদের মতন কিছু অপরিণামদর্শী মানুষের কিছু অকামের জন্যই।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তবে আজ যা হচ্ছে তা কোনভাবেই ঠিক হচ্ছে না।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪

সরকার৮৪ বলেছেন: জাতীয়তাবাদী চিন্ডিকেট ভুল কয়, আমি আমু ব্লগের দালাল না |-)




















এখানে আবার মন্তব্য করব না অতএব গালি দিলেও ছমছ্যা নাই ;)

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

আমি বোকা মানুষ বলেছেন: আফজালনবীনগর এই নিকের উপর নজর রাখার জন্য ব্লগারদের অনুরোধ করছি।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

অয়োময় বলেছেন: যেসব ব্লগার ধর্ম নিয়ে কুটক্তি করে লিখেছে তাদের বিচার হোক কিন্তু তাই বলে ব্লগের উপর সরকারের হস্তক্ষেপ সহ্য করতে পারিনা।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল বলেছেন, এই বিষয়ে সোচ্চার থাকুন নিজ নিজ প্ল্যাটফরমে।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

আহমেদ রিজভী বলেছেন: এইবার তোমাগ পিছন দিয়া বাক স্বাধীনতার চাপ খুব অনুভূত হচ্ছে তাইনা ? কিন্ত তখন এই চাপ কোথায় ছিল যখন সোনারবাংলা ব্লগ বন্ধ করা হয় ! এই সামু আর ঐ আমার ব্লগ থেকে তখন ব্লগটির বিরুদ্ধে অভিরাম প্রচারণা চালানোর কথা কি ভূলে গেছ ? আর আরেকটা কথা বলি পৃথিবীর অধিকাংশ শাসক মানেই জালিম সবসময় চান্সে থাকে কখন কিভাবে জনতার জবান চেপে ধরা যায় আর যতটা সম্ভব মত প্রকাশের মাধ্যমগুলোকে স্তব্দ করা যায় ।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্বাধীনতা বিরোধী এবং মানুষখুনের পরিকল্পনাকারী ব্লগ এর পক্ষে কথা কইতে আইছ? ভাগলা!?

১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

ভাবনার মেশিন বলেছেন: কেন , যখন ফারাবি, সোনাব্লগ বন্ধ হইল, কই ছিলা। তোদের কেও ধরা দরকার। জামাত - শিবির আর ধর্ম বিদ্বেষী ধইরা ঠেঙ্গানো দরকার

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠেঙ্গানি দরকার তোমারেই। ফারাবি ইমামকে খুন করার ফতোয়া দিয়া কি ভাল কাম করছিল!

২০| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪

মামুন হতভাগা বলেছেন: ভাইজান, মাথা ঠাণ্ডা রাখেন।এখন তো জানেন কারে কেন গ্রেপ্তার করা হইছে।বাক স্বাধীনতা কথাটার অর্থ তো এটা না যে,আমি ইসলাম ধর্ম,হিন্দু ধর্ম,খ্রিষ্টান ধর্ম,বৌদ্ধ ধর্ম প্রভৃতি নিয়ে রং তামাশা করব আর আমারে আইনের আওতায় নিলে আবার বাক স্বাধীনতা নাই বলে লাফায় পড়ব। সকল ধর্ম অবমাননাকারিদের ভাল মত ডলা দেওয়া হউক।
আর আমার ব্লগ নিয়ে কি বলব,ঐখানে বীরকেষ্ট ব্লগার রা এডমিন হিসাবে আছে,যারা জাগরণ মঞ্চের ইস্যুটারে শেষ করছে মিডিয়ার সামনে নেতা গিরি ফলাতে যেয়ে।শহীদ রুমী স্কোয়াডের বিষয়টারেও শেষ করে দিচ্ছিল।আওয়ামী লীগ আমিও সমর্থন করি কিন্তু তাদের দালালী দেখলে আমার নিজের কাছেই খারাপ লাগত।ফাল পাঈড়্যা নেতা হইতে গেছে কিছু তো ত্যাগ স্বীকার তাদের করতে হবে তাইনা?অতি দালালির জন্যই আমার ব্লগের এই দশা।তারপরও আমার ব্লগ বন্ধ করার প্রতিবাদ করছি এবং আশা করি আমার ব্লগ দালালী বাদ দিয়ে সত্যিকারের ব্লগিং প্লাটফর্ম হিসেবে সামনে ফিরে আসবে।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খুব খুব ভাল বলেছেন মামুন ভাই, সহমত আছি। মাথাও ঠাণ্ডা আছে, সবে সজাগ সতর্ক।

২১| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

রুদ্র মানব বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: আমার দেশ পত্রিকায় দেখলাম, সামহয়্যার ইন ব্লগ সম্পর্কে নাস্তিক তোষনের অভোযোগ এনেছে। হুমকি বেশ ভালোই আসছে। একতাবদ্ধ না হলে সব শেষ !

এখন এক ব্লগ আরেক ব্লগের বিরোদ্ধে রেষারেষি বাদ দিয়া , আমরা ব্লগাররা একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করার সময় হয়ে গেছে । বাকস্বাধীনতার উপর অন্যায় মেনে নেওয়া যায় না ।

জয় বাংলা

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সকলে মিলে আওয়াজ তুলতে হবে। জয় বাংলা।

২২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০২

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব বেশামাল অবস্থা যাইতাছে !

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক কইছেন ভাই।

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

মিনেসোটা বলেছেন: আমার মজা লাগে যখন দেখি জামাতীরা সুর করে সোনারবাংলা ব্লগের জন্য কান্নাকাটি করে

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হাস্যকর লাগে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.