![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাতে করিনু দৃষ্টিপাত
দেখিনু তোমার আঁখি, খেয়ালে কাটিল রাত,
বিহনে তোমার আঁখি জল আর হবেনা নতুন প্রভাত।
এ ক্ষণে ত্যাগিয়া সকলি,
তোমারই পানে,
হেরিনু মেঘের সনে।
তুমি বিস্তৃত হও আমাতে প্রিয়া,
তোমা মাঝে অজান্তে হারায়েছি হিয়া
প্রান-মন সকলি দিয়েছি, সন্নিকটে রাখো ধরিয়া ।
পূর্ণতা দানে ধন্য করো জলধারা মোরে,
মৃদু মাথা রাখো বুকের পরে, কল্প শিয়রে,
হেথা নাই শয়ন যদিবা তোমার পরী, বেদনা দেখাবো কাহারে।
শুভ্র আঁধারে ডুবতে এলেম ও চোখে,
লোচনমাঝের নীল বেদন, আপন বিনে কে দেখে,
তাই হৃদয়ে হৃদয় রাখিয়া,
করিনু দৃষ্টিপাত,
দেখিনু তোমার আঁখি, খেয়ালে কাটিল রাত,
বিহনে তোমার আঁখিজল আর, হবেনা নতুন প্রভাত।
উর্বশী, শর্বরী, মায়া কিন্নরী,
ইন্দ্রাণী পরী, বোধহীন আমি ডাকিব কি করি,
বুঝিয়াছি সব যুঝিয়াছি আপন মনেতে, ফেরাতে পারিনি আঁখি পল তবু, কৃষ্ণলোচনে মরি।
ভিড়িয়াছি দেখো তোমারই দলে
খেলিয়াছি তোমারি জল-কল্লোলে,
হয়ত কল্পকথা! তবু মরিয়াছি লক্ষ-কোটিবার তোমার হাঁসিমুখ শতদলে।
তুমি সুষমা, প্রিয়া পরমা যাপিত ক্ষণের হাহাকার,
কালের ক্ষেপণ, মানে না তো মন, ফিরিয়া চাইছে বারেবার,
ওষ্ঠ রঙ্গিনে, তোমা মাঝে শুধু; বাকি সব বিনে, সাধ জাগে বড় মরিবার।
প্রথম লাইনের জননীকে উৎসর্গ করছি।
এবং মোনালিসার চোখ ধার করেছি।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বা রে! হাঁসেন কেনু?
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩
শুকনোপাতা০০৭ বলেছেন: বাহ.. সুন্দর লিখেছেন,একটা আলাদা আর্ট আছে লেখায়
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ, প্রসংশায় অনুপ্রেরনা পেলাম।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগলো কবিতাটা। কবিতা লিখতে পারি না তাই পড়ে যাই!
কবিতাটা দুবার পড়লাম।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তাই!! অনেক খুশী হলাম!! শত শুভকামনা রইলো।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
বোকামন বলেছেন:
ভিড়িয়াছি দেখো তোমারই দলে
খেলিয়াছি তোমারি জল-কল্লোলে,
ভালো লেগেছে সম্মানিত দিকভ্রান্ত*পথিক
শুভকামনা .....
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সম্মানিত নই, ভালবাসার হতে চাই
অনেক ভাল থাকুন, কোটি শুভেচ্ছা ও শুভকামনা।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২০
মামুন রশিদ বলেছেন: রবি কবি ভালোই ঝাঁকিয়া বসিয়াছেন মাথার উপর
উর্বশী, শর্বরী, মায়া, কিন্নরী, ইন্দ্রাণী- স্বর্গের অপ্সরা নর্তকীদের কী সব দারুন নাম- প্রেমে পড়ি বারবার
ভালো হইসে+++++++
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে তো সেই কবে থেকেই!!
অনেক ধন্যবাদ ভাইয়া, অনুপ্রেরনাটুকু নিলাম। এভাবে মাঝে মাঝেই ট্রাই করি, তবে সংকোচ থেকে শেয়ার করা হয় না।
ভাল থাকবেন, অনেক শুভকামনা।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭
shfikul বলেছেন: অনেক কষ্ট করেছেন ভাই।তবে আপনার কষ্ট বৃথা যায় নাই।কবিতাটি খুব সুন্দর।আমার খুব ভালো লেগেছে।+++
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ সময় করে পড়েছেন বলে, ভাল লাগা দিতে পারায় ধন্য মনে করছি!!
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: তুমি বিস্তৃত হও আমাতে প্রিয়া
রবি কবির যুগের সেই ফ্লেভার!!!
ভালো লাগলো অবশ্যই! ধন্যবাদ আমন্ত্রনের জন্য, লেখাটা পড়া হল।
চলুক নানা স্বাদের লেখা।
শুভকামনা রইলো।
১৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৪
স্বপনবাজ বলেছেন: বাহ বাহ !
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬
মেহেদী হাসান মানিক বলেছেন: ও ফাইন
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই!!
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১০
আমিই মিসিরআলি বলেছেন: কবিতার সাথে ছবিটাও দারুন হয়েছে +++++++++
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক থ্যাঙ্কস ভাই।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চলিত না সাধু?
ভাল লাগল।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাধু হবার ট্রাই করছি। :!> :!> :!>
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২০
যোগী বলেছেন:
এই ছেলেকে সাহিত্য নিয়া কিছু বললে বাঁকা চোখে তাকায়।
বুঝাইতে চায় সাহিত্য আমার বোঝার কথা না
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না ভাই আগের কবিতায় একটু অবাক হইছিলাম কারন পাইনা তো তেমন আপনারে এরকম পোস্ট এ
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কবি ৬ষ্ঠ ভাললাগা।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া!
১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০
স্পাইসিস্পাই001 বলেছেন: সুন্দর .. অনেক সুন্দর ++++++++++
পথিক ভাই ধন্যবাদ ..... ভাল থাকবেন.......
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা জানবেন।
১৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭
ইখতামিন বলেছেন:
আসলেই অনেক ভালো লাগলো.
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, লজ্জা দিলেন, চেষ্টার উপ্রেই তো আছি।
১৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ !
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০
শিপু ভাই বলেছেন:
রবীন্দ্র ফ্লেভারের কবিতা!!!
ভাল লাগলো বেশ। ছন্দ কাটে নাই!!! শব্দচয়ন চমৎকার!!!
+++++++++++++
কিপিটাপ!!!
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক উৎসাহ দিলেন সত্যি !!
অনেক অনেক ভাল থাকুন, শত শুভকামনা।
১৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
জাকারিয়া মুবিন বলেছেন:
কঠিন, সুন্দর, সুসজ্জিত, চমৎকার।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইয়া!!
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! ভালো লাগল। কবিতায় একটা পুরানো ফ্লেভার আছে।
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য কৃতজ্ঞতা সময় করে পড়ে যাবার জন্যে ভাইয়া।
২০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১
নিয়েল হিমু বলেছেন: হৃদয়ে হৃদয় রাখিয়া
ভাল লাগল খুব
১৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ হিমু ভাই!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০
কালোপরী বলেছেন: