নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣♣ কবিতাঃ রাত্রি-দ্বিপ্রহর বলছি ♣♣

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩





নিস্তব্ধ শেষ রাত বলছি আমি,

আমি শোক গাঁথা কোনো ঘুমহীন আত্মার,

নিরব চিৎকার যার শত প্রচন্ড ব্যথার গল্প শুধু।

শুধু একটু ঘুমের আকুতি যার চোখ জুড়ে

মন জুড়ে কোনো স্বপ্নের আহবান,

আমি তার শয্যা পাশে রয়েছি বসে।

সে শত যন্ত্রনায় রক্তাক্ত এক মস্তিস্ক,

নীল কষ্টেরা লিন হয়ে যে হৃদয় কুঁড়ে কুঁড়ে খায়,

বেদনা বিমর্ষ কোনো ক্লান্ত মানুষের গল্প আমি।

দিনের আলো ছোঁয় না যাকে কখনো,

সেই অন্ধকারে নিমজ্জিত বাসিন্দা

আর তাদের চিরচেনা দীর্ঘশ্বাস আমি।

আমি দিনের দুরাশাকে আচ্ছাদনে ঢেকে রাখার ব্যর্থতা,

কুয়াশা ঢাকা কোনো নির্জন উপত্যকা।

মনের অন্ধকার কোণের পাপ-ভাবনা,

নষ্ট জীবন প্রেরণা,

আর মৃত্যুর নির্মম আলিঙ্গন আমি।

তোমার মাঝের অশুভ প্রেতকে খুঁজতে যেওনা,

আমি ওর মাঝেই বসবাস করি,

সমস্ত ভয়াল রূপ নিয়ে, ওখানেই করি বিচরণ।

আমি রাতের শেষ প্রহর,

আমি অগুনিত হতাশ মনের জেগে থাকা সত্ত্বা,

আমি সেই সব প্রানের নিরব কানানাকানি, নির্বাক হাহাকার,

যাদের বিবর্ণ মুখে একরাশ ক্লান্তি আর মৃত্যর অপেক্ষা।

আমি লুপ্ত ঘুম তোমার,

তোমাতে অনুরনিত দ্বিধা।



হে ঘুমন্ত শত প্রান,

আমাকে খুঁজতে যেওনা,

আমি অভিশপ্ত এক পাপ বলছি,

যার বিষ-নি:স্বাস তোমাকে খুঁজে ফিরে।

রাতকে খুঁজোনা কভু,

খুঁজোনা তার ভয়ালতম শেষ প্রান্তকে।

দিবা তবে হয়ত ফুটবেনা আর,

আমি রাত্রি দ্বিপ্রহর,

দুরে থেক, হয়ত ফেরা হবে না তোমার,

ফিরতে দেবনা তোমায়।







উৎসর্গঃ ঘুমহীন রাতগুলোকে।





[ছবিঃ সংগৃহীত]

মন্তব্য ৩৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

আমিই মিসিরআলি বলেছেন: নির্ঘুমরাতে এক দিকভ্রান্ত পথিকের কাব্যিক দীর্ঘশ্বাস ভালোই লাগলো
প্রথম প্লাস

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই সুযোগ করে পড়েছেন এবং ভাল লাগা দিয়েছেন বলে। :)

২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:

প্রথম থেকে শেষ পর্যন্ত একটানে পড়লাম।

অসম্ভব সুন্দর!!!
ভালোলাগা রেখে গেলাম।

প্লাসায়িত ++++++++++

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভাল লেগেছে জেনে খুশী হলাম।

আপনার সময় সুন্দর হোক আর ভাল থাকুন সবসময়, এই শুভকামনা রইলো। :)

৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩

কাজী মামুনহোসেন বলেছেন: আমিই মিসিরআলি বলেছেন: নির্ঘুমরাতে এক দিকভ্রান্ত পথিকের কাব্যিক দীর্ঘশ্বাস ভালোই লাগলো
তৃতীয় প্লাস

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই অনেক ধন্যবাদ।

৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর কবিতা !

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই অনেক ধন্যবাদ আপনাকে!! :)

৫| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৬

স্বপনবাজ বলেছেন: ্বরাবরের মত অসাধারণ !

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই অনেক ধন্যবাদ আপনাকে!!

৬| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সকাল বেলা এত সুন্দর একটা কবিতা পড়ে খুবই ভালো লাগলো। :)
খুব সুন্দর হয়েছে। :) +++++++++++

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাতের কবিতা সকালে পড়েছ, কৃতজ্ঞতা শত শত! :)

৭| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

মামুন রশিদ বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন ব্রো..



দশম ভালোলাগা ।

১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাইয়া :) :)

৮| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫

বৃতি বলেছেন: চমৎকার!

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি অনেক ধন্যবাদ আপনাকে :)

৯| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।ভাল হয়েছে।নিশি জেগে থাকা কবি।

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাইয়াকে। :) :)

১০| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

আমিনুর রহমান বলেছেন:

এত ক্যাচালে মাঝে কবিতা ভালো হইছে ;)

++++

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা রইলো আমিনুর ভাই, সব সময় ভাল থাকবেন !!

১১| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার হয়েছে।++++

ভালোলাগার ডজন পূর্ন করলাম B-)

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থেঙ্কু ভাই সময় কইরা আইছেন! অনেক খুশী হইছি ভাই!! ভাল থাইক্কেন নতুন বছরের কামনা এইটা! ;)

১২| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

জাকারিয়া মুবিন বলেছেন: ১৩ নং প্লাস। :)

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই! :)

১৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

তারছেড়া লিমন বলেছেন: অনেক সুন্দর কবিতা....++++++++++++++++

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসংখ্য ধন্যবাদ লিমন ভাই!! :)

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

অপু তানভীর বলেছেন: আমি লুপ্ত ঘুম তোমার,
তোমাতে অনুরনিত দ্বিধা।

:):)

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শত ধন্যবাদ আপনাকে ভাইয়া, ভাল থাকবেন :)

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

নিয়েল হিমু বলেছেন: ভাল লেগেছে :)

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ হিমুভাই!

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শত কৃতজ্ঞতা ভাই।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

স্পাইসিস্পাই001 বলেছেন: পথিক ভাই বরাবরের মতই কবিতা সুন্দর হয়েছে......+++

ধন্যবাদ ....ভাল থাকবেন ভ্রাতা......

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সময় করে পড়ার জন্যে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর লিখেছেন! ভালো লাগা রেখে গেলাম।

১৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: আমি লুপ্ত ঘুম তোমার,
তোমাতে অনুরনিত দ্বিধা।
অসাধারন।


ভালো লাগলো

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ আপনাকে। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.