![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে, এই আমি আজও পারিনা তোমায় ভুলে যেতে,
শত চেষ্টাও গেছে বিফলে, পারিনি মুছে দিতে।
পারিনি করে দিতে অদৃশ্য তোমার হাত ধরে হাঁটা আর কত অর্থহীন শব্দ বোনা,
পারিনি করতে সম্বরন সে আকাঙ্খা, ছুঁয়ে দেখার ইচ্ছা সে আঁখিজল নোনা,
ভুলে থাকতে তোমার হাসি অভিমান! অভিমানী,
যখন ছেড়ে গিয়েছি মেয়ে, কেন পিছু ডাকনি?
কেন কেঁদেছ অবিরাম একা একা, জানালার গ্রিল ধরে,
কেন ভেবেছ আমায়, অবিরত দেখেছ তবু জানতে দাওনি ঘুণাক্ষরে?
কেন ধরে রাখলেনা পথিককে আপন বুকের আলয়ে, দিলেনা চির আশ্রয়?
কেন জড়িয়ে বললেনা কত গল্প জমে রয়েছে তোমার বুকে
যা শুনাতে চেয়েছ শুধু আমাকেই, একান্তে, নিজের মুখে।
তোমার গল্প শুনতেই তো হেঁটে এসেছিলাম রাজকন্যা,
পেরিয়ে এসেছিলাম কত শত ক্রোশ তোমার পানে, হিসেব জানিনা।
মেয়ে, অন্ধ চোখে দেখা হয়নি ভালবাসতে এতোটা,
অন্ধকারে বোঝা হয়নি মেয়ে, তুমি কাঁদছিলে, ব্যাথা পেয়েছিলে কতোটা।
হাতদুটো তোমার থেকে ছাড়িয়ে
যে ক্ষণে আমি উদাস, যাচ্ছি হারিয়ে,
কেন বললেনা আমায় হারাতে চাওনা?
নির্বোধ আমি কোনোদিনও বুঝিনি মেয়ে তোমায়, কোনদিন দেখিনি হৃদয়ের স্পন্দন,
কোনদিন বাঁধিনি নিজেকে খুব ভুলে কোন শক্ত বাঁধনে।
তবে কেন বেঁধেছিলে তুমি? বাঁধন ছেড়ার ব্যাথা তো আমার নয়,
আমি যে পথিকমাত্র, শুধু পথ হেঁটে চলি, নির্বাক-নিরর্থক,
সেদিনও বললে না, বাঁধন ছিঁড়ে যাচ্ছে,
বললেনা কষ্ট হচ্ছে!
কষ্ট কিছু আমারও ছিল মেয়ে, কিছু বেগুনী-নীল,
স্বপ্ন কিছু আমারও ছিল প্রণয়িনী!
স্বপ্ন ছিল তোমায় বুকে ধরে, পথিক আমি হাঁটব অসীমের পথে,
কপোলে আদর এঁকে বাঁচবো তোমারই সাথে।
মেয়ে, কেন চলে গেলে? কেন এতো দূরে, অজানা হলে?
আমি তো ছিলাম, কোন অজানা পথে, কি হতো আমায় খুঁজে নিলে?
আমিও কোন পথের বাঁকে বসে ছিলাম, ভাবছিলাম তোমায় ,
কিছুটা বিষন্ন, ফেরার পথ খুঁজছিলাম,
বা কোন প্রচণ্ড যন্ত্রণায় পুড়ছিলাম।
না বলেই কেন চলে গেলে রাজকন্যা?
না বলেই হয়ে গেলে স্বর্গবাসিনী করে নির্মমতম কৌতুক
সেই আমাকেও বললেনা, ভেঙ্গে দিয়েছ আমারই বুক?
তোমার ডাকতেম স্বর্গপ্রিয়া বলে তুমিও পথিক হলে স্বর্গের পথে
কত কথা তো ছিল আমারও, বলতে এসেছিলাম.... বলা হলনা তোমার সাথে।
না শোনার প্রতিজ্ঞা কেন অভিমানী? কেন এতো মান বলো?
আমি আবারও যে এসেছি, তোমায় দেখব, চোখ খোলো?
তোমার খোঁপা খুলে দেব দাও চুলগুলো
মেয়ে, কত ভালবাসতে আমায়, সব কোথায় হারালো?
মেয়ে, আজ হাত বাড়িয়ে খুঁজি তোমার হাত, রাখব তোমার হাতে,
চলব পথ অনন্তে, হাঁটব তোমার সাথে।
আবার চোখ খুঁজি সে, দেখব নিজেকে ও চোখের আয়নাতে,
ফিরে নাইবা এলে, বলে যাও মেয়ে কেন হারালে অজানাতে?
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ সময় করে পড়েছেন জন্যে, মন্তব্যে অনেক খুশী হলাম।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এসেই প্রথম তোমার লেখাটা পড়লাম। খুব ভালো লেগেছে তো!
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে! সময় সুযোগ করে পড়েছ বলে তোমাকে ধন্যপাতা দিলাম।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলন।
শুভ কামনা।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সত্যিকারে কাউরে ভালবেসে থাকলে কখনোই ভুলে থাকা যায় না। থেকে থেকে ঠিকই জানান দিয়ে যায়।
কবিতায় প্লাস+++++++++
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, সঠিক বলেছেন!!
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
জেনারেশন সুপারস্টার বলেছেন: মেয়ে
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাগ করছুইন নি ভাবীর উপর?
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
এরিস বলেছেন: Khub abegmoy ekta kobita... Onek valo laglo.. ++++
Chaina keu evabe ovimane chole jak..
Valobasa thak khub adore, hridoyer kachakachi...
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল বলেছেন আপনি!! অনেক অনেক ধন্যবাদ, গ্লাড ইউ লাইকড ইট।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। ভালো লাগল।
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাঙ্কস আ লট ভাইয়া!
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
স্বপনবাজ বলেছেন: বেশ বেশ !
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্যে।
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা!
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতা পাঠে অনেক ধন্যবাদ
১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭
শ্রাবণ জল বলেছেন: আবার চোখ খুঁজি সে, দেখব নিজেকে ও চোখের আয়নাতে,
ফিরে নাইবা এলে, বলে যাও মেয়ে কেন হারালে অজানাতে?
অনেক ভাল লাগল কবিতা।
শুভ কামনা।
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শত শুভকামনা। ভাল থাকবেন।
১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫
শান্তা273 বলেছেন: ভালো লাগলো।
২০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শত ধন্যবাদ আপনাকে শান্তা।
১২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
একজন আরমান বলেছেন:
মেয়ে, আজ হাত বাড়িয়ে খুঁজি তোমার হাত, রাখব তোমার হাতে,
চলব পথ অনন্তে, হাঁটব তোমার সাথে।
আবার চোখ খুঁজি সে, দেখব নিজেকে ও চোখের আয়নাতে,
ফিরে নাইবা এলে, বলে যাও মেয়ে কেন হারালে অজানাতে?
ভালো লাগলো।
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
আমিনুর রহমান বলেছেন:
বুঝলাম না কবিতা এত বড় লিখলে চলবে >
কবিতায় +++
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল কথা! কবিতাটা কিন্তু ইতোমধ্যে "সংক্ষেপিত"
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
মেয়ে, আজ হাত বাড়িয়ে খুঁজি তোমার হাত, রাখব তোমার হাতে,
চলব পথ অনন্তে, হাঁটব তোমার সাথে।
আবার চোখ খুঁজি সে, দেখব নিজেকে ও চোখের আয়নাতে,
ফিরে নাইবা এলে, বলে যাও মেয়ে কেন হারালে অজানাতে?
ভালোলাগা।
+++
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্নিগ্ধ শোভন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রোপিক নাইছ হয়েছে!
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪১
মাগুর বলেছেন: হপে না হপে না!! এই কপিতাটা আমি লিখতে চাইসিলাম!!
তয় আপনে যখন লিইখাই ফালাইসেন কি আর করার পিলাস লন একগাদি
[চরম, অসাধারণ, সাঙ্ঘাতিক কয়া আর পাম দিলাম না ]
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে, আমিও তো কষ্টে থাকি, যা লিখতে চাই সব দেখি কবিন্দ্র লিখে রেখে গেছেন!
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯
আমিই মিসিরআলি বলেছেন: দুইজন পাইলাম
একজন আরমানদাস আরেকজন পথিকদাস তাও আবার দিকভ্রান্ত
আশাকরি সেই মেয়ে আবার ফিরে আসলে এই নিকেরও পরিবর্তন হবে
৭ম +++++++
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা, হয়ত ভাই! তবে আমি আজীবন পথিক থেকে যাবো মনে হয়।
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩
আমি সাজিদ বলেছেন: + + + + + + +
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস এ লট ভাই!
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫
লাবনী আক্তার বলেছেন: Kobitar Protita line oshadharon legece! R ekta kotha meyera sob katha mukhe bolte parena. Kicu kotha celeder o bujhe nite hoy.
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম তা তো ঠিকই বলেছেন। একটা প্রশ্ন ছিল,
"নারীরাই নাকি সবথেকে দুর্বোধ্য, তো নারীকেই এমন কেন করা হল যে সব কথা বলতে পারে না? পুরুষরা বোকা হয়ে থাকে, তবে তাদেরকেই কেন বুঝে নিতে হয়? "
১৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
shfikul বলেছেন: ++++++++++++++
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩
নিয়েল হিমু বলেছেন: তোমার গল্প শুনতেই তো হেটে এসেছিলাম
+
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হিমু আর পথিক এর একটা মিল রয়েছে, পথ চলার আনন্দে হেঁটে বেড়ানো
২১| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯
এম হুসাইন বলেছেন: কবিতা ভালো লাগছে।
মন খারাপ করার +++
শুভেচ্ছা
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ জানাই সময় করে এসেছেন ও পড়েছেন বলে।
২২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭
মাক্স বলেছেন: সুন্দর!
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাঙ্কু ভাই, আপনি আসেন না কেন ভাই আগের মতো? ভাল আছেন তো???
২৩| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: কবিতায় মুগ্ধ ! খুব সুন্দর !!
এত ভালো একজন কবিকে কারো মিস করা কখনো ঠিক হবে না। চালিয়ে যাবেন !
শুভকামনা।
++
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা , থ্যাংকস ব্রাদার! আপনাদের উৎসাহ অতুলনীয়!!! সাথে থাইকেন, লেখা না লিখলে তো মন বাঁচেনা আমার, তাই চালিয়ে যাই।
২৪| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
স্পাইসিস্পাই001 বলেছেন: পথিক ভাই কবিতা অনেক সুন্দর হয়েছে...... এত-শত উপমা আসে কোথা থেকে ..... অনেক ভাল লাগলো....+++++
ধন্যবাদ ....ভাল থাকবেন ... শুভকামনা রইলো..
২৫| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪
রায়ান ঋদ্ধ বলেছেন: সেদিনও বললে না, বাঁধন ছিঁড়ে যাচ্ছে,
বললেনা কষ্ট হচ্ছে!
প্রেমটা অদ্ভুৎ!!
২৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শেষ দেখা
মাথা নত
বলেছ, 'ভাল কি আমায় বাসো?'
জবাবে আমি না বুঝেই বলেছি,
'ভাল থেকো'। View this link
আপনার কবিতা আর মিস করব না।
২৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫
সায়েদা সোহেলী বলেছেন: ্ +
২৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
জাকারিয়া মুবিন বলেছেন:
ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।
ভাল্লাগসে কবিতা।
২৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৭
লাবনী আক্তার বলেছেন: সব প্রশ্নের উত্তর নাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে সুন্দর কবিতা।নেট স্লো লইক বাটন কাজ করছে না তাহলে 1ম লাইকআসি দিতাম।