নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

দিকে দিকে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, সময় থাকতে লুফে নিন! সঠিক ফ্রাঞ্চাইজি থেকে টিকিট সংগ্রহ করুন। X(

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১১





ধর্মব্যাবসায়িদের নিয়ে কিছু কইলেই নাকি নাস্তিক। আজ এক আবালে নাস্তিক কইছে, সেইখানে নগদে লা ইলাহা... পাঠ করিলাম এবং বিশ্বাস এর কথা জানাইলাম। ধর্মঅনুসারে বিশ্বাসীকে অবিশ্বাসী বলায় সে অটো কাফের হয়ে গেলো!! কেমনে কি?



বাংলাদেশ ইসলামকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, শিয়া, সুন্নি, মউদুদি, কওমী, হেফাজতে, জামাতে, শিবিরতে...... ইত্যাদি।



সুন্নীয়ত নাকি নাজাত প্রাপ্ত একমাত্র জান্নাতী দল! এদিকে রাজারবাগী পীর-হুজুরেরা ডাইরেক্ট টিকিট দেয় জান্নাতের। মানত করলে তা পূরণ এর লাস্ট ডেট দিয়ে দেয়, বিশ্ব আশেকে রাসুল (সঃ) এর সমাবেশই নাকি লাস্ট ডেট! আর হুজুরের সাথে সৎভাবে থেকে গেলে নাকি হাসরের ময়দানে-কবরে ডাইরেক্ট ঢাল হবে, বাঁচাবে!!



আল্লামা সফিকে কিছু বলা যাবে না, উনি নাকি জান্নাতের টিকিট পেয়েছেন, ইমাম মাহাদী উনিই! এই জমানার নবী। (মানী লোক, মান্য করি, উনারে ব্যাবহার করা ছাগলের বাচ্চাদের কথা এরকমই।)



এতো বিশেষ বিশেষ সব অফার চলতেছে জান্নাত যাওয়ার! কোন ফ্রাঞ্চাইজি সঠিক সেটা বুঝতে পারছি না ঠিক। এই বিষয়ে কনসালটেন্সি ফার্ম খোলা খুবই জরুরী মনে করছি। প্রতিষ্ঠান এর নাম হবে "সঠিক পথে জান্নাত গমন!"



থাবড়াইয়া মনে হয় তগো চাপা খুইলা ফালাই। তোরা ইসলাম মারাইতে আইছস! আর কোন ব্যাবসা আছিল না? ধর্ম নিয়া ব্যাবসা না করলে তোদের পেটে ভাত জুটতো না বেজন্মারা? তোদেরকে কে অধিকার দিয়েছে আমার ধর্মকে নিয়ে এইভাবে খোলা মাঠে ব্যাবসা করার? কে অধিকার দিয়েছে আমার ধর্মকে কলংকিত করার? আমার বিশ্বাসকে তোরা কেন এভাবে ব্যাবহার করিস! তোরা শয়তান, তোরা শয়তান, তোরা মুসলমান হলে আমি দুঃখিত, তোদের মতো ব্যাবসা আমি করতে পারবো না।





"আসতাগফিরুল্লাহ"



মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৫

অনার্য পথিক বলেছেন: সরকার বা বেসরকার কারা ধর্মব্যবসায়ী নয়? সেই হিসাবটা বের করতে পারলে সব খোলাসা হয়ে যাবে।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: "ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ" করার কথা উঠতেই সবগুলার অনুভূতি নড়ে গেছে, ব্যাবসা বন্ধ হয়ে যাবার আশংকায়।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৮

আমিনুর রহমান বলেছেন:

চেতনার ব্যবসা বাদ দিয়ে কি ধর্ম ব্যবসায় নামলো !!!!

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মৌলবাদিত্বর পীঠে ভর দিয়ে একবার দুইবার ক্ষমতায় যাওয়া যেতে পারে, দেশ ওদেরকে ছুঁড়ে ফেলবে। জাতিগতভাবে আমরা এক্সট্রিমিজম এর বিরোধী। সময় লাগবে না গলাধাক্কা দিতে।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২১

নিয়েল হিমু বলেছেন: হাহাপগে ।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাগ উঠে ভাই। :(

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

গেস্টাপো বলেছেন: সব আওয়ামী লীগার নাস্তিক না
বাট সব নাস্তিক ই আওয়ামী লীগার :)

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দলকানাত্বটা দেখতে পারছেন তো? সব কিছুকে ব্রাজিল আর্জেন্টিনা আর আওয়ামীলীগ বিএনপি না বানালে তো আর চলে না ব্যাবসা, তাই না?

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

মাগুর বলেছেন: দিকে দিকে জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে, সময় থাকতে লুফে নিন! সঠিক ফ্রাঞ্চাইজি থেকে টিকিট সংগ্রহ করুন।

বড় চিন্তায় আছি, কোন ফ্রাঞ্চাইজির টিকিট সংগ্রহ করবো এটা নিয়ে :(

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

কাজী মামুনহোসেন বলেছেন: আল্লামা সফিকে কিছু বলা যাবে না, উনি নাকি জান্নাতের টিকিট পেয়েছেন, ইমাম মাহাদী উনিই! এই জমানার নবী। (মানী লোক, মান্য করি, উনারে ব্যাবহার করা ছাগলের বাচ্চাদের কথা এরকমই।)


"আসতাগফিরুল্লাহ"

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

বর্ণান্ধ বলেছেন: #:-S #:-S #:-S

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮

ইনফা_অল বলেছেন: সেইখানে নগদে লা ইলাহা... পাঠ করিলাম এবং বিশ্বাস এর কথা জানাইলাম।

=============
কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি ঈমান তখনই হতে পারে যখন তার উপর থাকে পূর্ণ আস্থা, অন্তরে তাঁর প্রতি থাকে ভক্তি ও শ্রদ্ধা। আল্লাহ ও তাঁর রাসূল, তাঁর নাযিলকৃত আসমানী কিতাব, তাঁর বিধান ও শরীয়ত এবং তাঁর দীনের সকল নিদর্শনের সাথে মুমিনের সম্পর্ক ঐ আস্থা-বিশ্বাস এবং ভক্তি-শ্রদ্ধারই সম্পর্ক।

যার প্রতি বা যে বিষয়ে ঈমান আনা হয়েছে তার প্রতি বা ঐ বিষয়ে আস্থা-বিশ্বাস এবং ভক্তি-ভালবাসাই হচ্ছে ঈমানের প্রাণ। চিন্তা-ভাবনা এবং আমল ও আলোচনার দ্বারা একে শক্তিশালী করা এবং গভীর থেকে গভীরতর করা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব।

বিদ্বেষ ও ঈমান একত্র হওয়া অসম্ভব। যার প্রতি ঈমান থাকবে তার প্রতি ভালবাসাও থাকবে। পক্ষান্তরে যার প্রতি বিদ্বেষ ও শত্রুতা থাকবে তার প্রতি ঈমান থাকতে পারে না। অন্তরের বিদ্বেষ সত্ত্বেও যদি মুখে ঈমান প্রকাশ করে তবে তা হবে মুনাফিকী।

মুসলমানের ভালবাসা হবে আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর নেক বান্দাদের প্রতি। আর কাফির, মুশরিক ও মুনাফিকের ভালবাসা হবে তাদের নিজ নিজ উপাস্য ও নেতাদের প্রতি।

وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آَمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ

তথাপি মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষরূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালবাসার ন্যায় তাদেরকে ভালবাসে; কিন্তু যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ভালবাসায় তারা সুদৃঢ়।-আলবাকারা ২ : ১৬৫

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

টিনের বাড়ী বলেছেন: হাদীস শরিফে আছে " উম্মতে মুহম্মদি ৭৩ ভাগ হবে, ৭২ ভাগ জাহান্নামী আর ১ ভাগ জান্নাতী " ।
"আখেরি যামানায় ঈমান রাখা এত কঠিন হইবে যত কঠিন হাতে আগুন রাখা"
বর্তমানে যেহেতু আখেরি যামানা তাই এমন হওয়াই স্বাভাবিক ।
যদি আসলেই এইসকল ভাগ হইতে নিজেকে বাচাতে চান তাইলে বেশি করে তওবা করুন,তাহাযযুদ নামাজ পড়ুন । হকের দেখা পেয়ে যাবেন ইনশাল্লাহ ।

১০| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫

আমি শুধুই পাঠক বলেছেন: আমিও টিকেট চাই। :#) :#) :#)

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৩

দিশার বলেছেন: জান্নাতের টিকিট বেচে বেচে ইসলাম না, সব ধর্মের পুরোহিত কুল ফুলে ফেঁপে বড়লোক হয়েছে। সুধু ইসলাম রে দোষ দিয়া লাভ কি ?

১২| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫২

দার্শনিক বলেছেন: আমি জানি টিকেট কাউন্টার কোথায়....আবার ব্লগ ফলো করলেই সেটা পেয়ে যাবেন আশা করি। বাতলে দিলাম টিকেট কাউন্টার চেনার রাস্তা। কিন্তু টিকেট কিনতে হবে রাসূল (স) এর ভবিষ্যদ্বানী অনুযায়ী "বরফের পাহাড়ে হামাগুড়ি দিয়ে" তাই পথ খুবই কন্টকময়...

পথে শয়তান কুমন্ত্রণা দিবে, বলবে ভুল পথ...তখন "নেক নিয়্যত" কে পুজি করে, পরম করুণাময়কে সাক্ষী রেখে, থাকতে হবে অবিচল। 'টিনের বাড়ী'র সাথে সহমত -- "তওবা করুন,তাহাযযুদ নামাজ পড়ুন । হকের দেখা পেয়ে যাবেন ইনশাল্লাহ"

১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২

যোগী বলেছেন:
জান্নাতে এক্সট্রা সুবিধা পাইতে হলে কি, টিকেটের দাম বেশি পড়বে?

১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০০

রোজিনা৪০ বলেছেন: জামাত ইসলাম,হেফাজত ইসলাম,সুনিয়ত এছাড়া দাড়ি টুপি ওয়ালা আর কতগুলো দল আছে। আমার জানা নাই।

১৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭

কামের কথা কন!! বলেছেন: আমি মনে করি সব কিছুর মুলে এই পলিটিক্যাল লোক জন এরা যদি ভাল হত আজ এই সব কিছুই হত না। ধর্ম হচ্ছে একটা বিশ্বাস যেমন একটা মাঠে অনেকে একত্র হয়েছে সবাই বৃষ্টির জন্য প্রাথনা করছে কিন্তু একটা ছেলে যে কিনা মাঠে যাওয়ার আগে ছাতা হাতে নিয়ে বের হয়েছে। এই খানে মানে বাংলাদেশে কম বেশি অনেক যেহেতু ইসলামে বিশ্বাসী ( আসলে বিশ্বাস করে শুধু কামের কাম কিছু করে না) তাই যেই সরকারে হোক এই ইসলাম নিয়ে যারা রাজনীতি কিংবা ব্যাবসা করছে এদেরকে শুরু থেকে নির্মূল করতে হত এখনও সম্ভব খালি দরকার ভাল মন মানুষীকতা, ক্ষমতার লোভ আর সম্পদের লোভ থাকলে কোন কালই সম্ভব না। ওদের এত সম্পদ ১৮ জেনারেশন ও হয়ত বসে খেলে শেষ করতে পারবে না তার পর তাদের আরও চাই আরও চাই, এই আরও চাই আরও চাই করতে করতে কিন্তু জীবন যৈবন একদিন শেষ হয়ে যাবে তখন আর কিছুই করার থাকবে না। আর একটা কথা সত্য পাপ বাপকেও ছাড়ে না আর দুনিয়ার পাপের শাস্তি দুনিয়াতে ভোগ করে যেতে হবে। তার সঙ্গে তো আছে এভ রি থিঙ্ক হ্যাজ এ বিগেনিং এন্ড হ্যাজ ন এন্ড।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

লেজ কাটা শেয়াল বলেছেন: Ekjon bujurger name opobad dear sasti ekdin paben!

১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

মোটামানুষ বলেছেন: সবই বুঝলাম, কিন্তু উপরের বিলবোর্ডে দুইজন কুস্তি করছে কেন?

১৮| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭

কামের কথা কন!! বলেছেন: মোটামানুষ বলেছেন: সবই বুঝলাম, কিন্তু উপরের বিলবোর্ডে দুইজন কুস্তি করছে কেন?

হা হা কঠিন জিনিস ধরছেন মোটা মানুষ ভাই !!! :D :D :D =p~ =p~ =p~ =p~

১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: টিকিট আসল না জাল ?

২০| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

কাফের বলেছেন: বাংলাদেশে সামান্য ক্রিকেট খেলার টিকেট পাইতে হইলে দালাল লাগে সেখানে জান্নাতে টিকেট!
সময় থাকতে দালাল ধরেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.