![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধাঘন্টার মধ্যে এটা শেষ, পনের মিনিটে ওটা শেষ বলে প্যানিক ছড়াবেন না প্লিজ। ধ্বংসস্তুপের ভেতর থেকে ফোন করে কোনো জিনিস চাওয়া হলে বাইরে মাইক্রোফোনে স্বেচ্ছাসেবকদেরকে জানানো হচ্ছে, এর মানে ঐ জিনিস ওখানে নাই-এমন না ব্যাপারটা।
মাইক্রোফোনে বলেছে আধাঘন্টার মধ্যে জেনারেটরের তেল ভেতরে শেষ হবে, দায়িত্বরত ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে- এটা নিয়া ফেসবুকে টেনশন নিয়েন না।
উদ্ধার কাজ চলছে, সব ইকুপমেন্ট আছে, কিছু ছোট অক্সিজেন ক্যানের সংকট ছাড়া তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না।
যারা স্পটে আছে তাদের কাছে না জেনে কোন পোস্ট/ শেয়ার কইরেন না। সাভার বাংলাদেশের ভেতরে এবং এখানে পেট্টলপাম্প আছে।
~~Arif Jebtik ~~
আর্মি ইনভলভড, সরকার বেস্ট টা দিচ্ছে, সাপ্লাইজ/রিসোর্স এর কমতি নেই, তারপরেও প্যানিক ক্রিয়েট করার জন্যে কিছু হিপোক্রেট যা শুনছে/ জানছে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। এই কাজটি করবেন না, একশতভাগ না, দুইশতভাগ নিশ্চিত হয়ে এই বিষয়ে পোস্ট করবেন। উপকার করতে গিয়ে হয়ত আপনি ক্ষতিই করছেন! একটু ভেবে দেখেন!!
(অনুরোধ)
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৭
নিয়েল হিমু বলেছেন: হু খবর পাইছি ।
কিন্তু তুই গেছিলি কৈ ফাজিল
inbox এ আয় । আজকে তর খবর আছে ।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১২
অরন্য জীবন বলেছেন: আপনি মনে হয় আপডেট গুলি সম্পুর্ন পরেননাই। প্রথম থেকে প্যানিক সৃষ্টি করার কারনেই দেশ বিদেশের মানুষ সব রকম ভাবে সহযোগিতা পাঠাচ্ছে। আর এজন্যই কোনো কমতি হয়নাই কোনো কিছুর। আপনি যদি স্পটে কাজ করে থাকেন তাহলে আপনাকে স্যালুট জানাই। ভুল ত্রুটি ক্ষমা করবেন।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫
আমিনুর রহমান বলেছেন:
উদ্ধার কাজ চলছে, সব ইকুপমেন্ট আছে, কিছু ছোট অক্সিজেন ক্যানের সংকট ছাড়া তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না।
এই কথা'র সাথে সহমত। তোমার খুব কাছের কাউকে জিজ্ঞাসা কর যে ধ্বংসস্তূপের মাঝে কাজ করছে কত অভাব জানিয়ে দিবে
আর্মি ইনভলভড, সরকার বেস্ট টা দিচ্ছে, সাপ্লাইজ/রিসোর্স এর কমতি নেই, তারপরেও প্যানিক ক্রিয়েট করার জন্যে কিছু হিপোক্রেট যা শুনছে/ জানছে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে। এই কাজটি করবেন না, একশতভাগ না, দুইশতভাগ নিশ্চিত হয়ে এই বিষয়ে পোস্ট করবেন। উপকার করতে গিয়ে হয়ত আপনি ক্ষতিই করছেন! একটু ভেবে দেখেন!!
আমাকে একটা যুক্তির কথা বল আর্মি যদি পুরোপুরি ইনভল্ড আর সরকার যদি তার বেষ্ট তা করে তাহলে কাটার মেশিন বা ড্রিলের কাজগুলো কি সাধারণদের করতে হয় কিংবা গতকাল সারা ঢাকা শহর পাইকারী ঔষধের মার্কেট বা সব সার্জিকাল মার্কেট অফ থাকে ! কিংবা এক বিল্ডিং ভাঙ্গাতেই সারা ঢাকা শহরের পোর্টেবল অক্সিজেন এর মজুদ শেষ !! দিকভ্রান্ত তুমি যেমন সত্যতাটুকু নিজের চোখে দেখছো তাই অনেক কিছুই বুঝবে না।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০১
আহ্নিক অনমিত্র বলেছেন: দেখুন কেউ প্যানিকের সৃষ্টি করছেনা। সবাই সাহায্য করার চেষ্টা করছে। যে মানুষ টা গত দুই দিন ধরে সাহায্য করে যাচ্ছে নিরলস ভাবে, সে একটু স্ট্রেসড হতেই পারে। ভুল শুনে থাকতে পারে। আমরা আসলেই, একটা ভুল পেলেই লাফিয়ে উঠি।