![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"রানা প্লাজার মালিক সোহেল রানা ধরা পড়েছে, ফাঁশি দাবী করি।"
ভাই থামেন। সোহেল রানার ফাঁশি হল(বা হল না), তারপরে? কাল অন্য কোন সোহেল রানা আসবে না তার কি নিশ্চয়তা? কাল আপনার ভাই অন্য কোন রানা প্লাজার তলে মৃত্যুর যন্ত্রণায় কাতরাবে না তার কি নিশ্চয়তা?
রানার ফাঁশি একটি চাওয়া হতে পারে, কিন্তু লক্ষ্য ও দাবী হতে হবে
"কর্মক্ষেত্রে শ্রমিক-কর্মীদের সার্বিক নিরাপত্তা এবং সঠিক স্যালারি।" প্রতিটি ঝুঁকিপূর্ণ কারখানা দ্রুত চিহ্নিত করে সঠিক ব্যাবস্থা নেওয়া হোক। ব্যাবস্থা হতে পারে সঠিক স্পেশালিস্ট দ্বারা পরীক্ষা করিয়ে রিপোর্ট করা এবং সে প্রেক্ষিতে মেরামত বা বন্ধ করে দেওয়া বা সঠিক ব্যাবস্থা নেওয়া।
আপনাদের লেখালেখি হোক জানাশোনা কোন কারখানা নিয়ে যা ঝুঁকিপূর্ণ। শুধু সোহেল রানা কি সম্পদ গড়েছে তা নয়, বরং এই একইভাবে দলের ছত্রছায়ায় কারা হয়ে উঠছে দানব? আরও কতো সোহেল রানা হা করে আছে রক্ত পিপাসায়? কতো তাজরিন অপেক্ষায় রয়েছে আপনারা ভাই-বোনকে কয়লা বানাতে?
দাবী হোক সুস্পস্ট,
I) শ্রমিকদের সর্বচ্চ নিরাপত্তা বিধান করতেই হবে।
II) কারখানাগুলোর অনুমোদন "সেন্ট্রালাইজ" করতে হবে এবং প্রয়োজনে তা বাস্তবায়ন ও রক্ষনাবেক্ষনে তৃতীয়পক্ষকে ইনভলভ করতে হবে। প্রয়োজনে বিজেএমইএর মতো হিপক্রেটদের দিয়ে না হলে আরেকটি মাতবর "সংস্থা" নিয়ে আসা হোক।
III) শ্রম আইন, কারখানা আইন, ভবন নির্মাণ আইন এর বাস্তব সম্মত প্রয়োগ শতভাগ নিশ্চিত করণ সহ "সেফটি ফার্স্ট" নীতি নিতে হবে সংশ্লিষ্ট সবাইকে।
IV) এবং অতি অবশ্যই আইন করে যে কোন দুর্ঘটনায় সমস্ত ক্ষতিপূরণ মালিককে করতে হবে এবং সে নিমিত্তে কারখানার ধরণ ও আকার অনুসারে একটি অংশ জামানতও রাখা যেতে পারে। (দেখি এবার কিভাবে খেলিস জীবন নিয়ে।)
এই মৃত্যুর দায় একা তার তো সোহেল রানার নয়! যা হয়ে আসছে তা নিয়ে ভাবতে হবে না? নাহলে এই সব ঘটনার পুনরাবৃত্তি দেখতেই থাকবেন তা হলফ করে বলতে পারি।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তার সাথে আমি সহমত রানার অবশ্যই মৃত্যুদন্ড চাই। তবে আমাদের চাওয়া মনে হয় হয়ে গেছে, এখন কাজ আদালতের।
আর আমাদের যে বাকি কাজ রয়েছে তা হচ্ছে গারমেন্টস সহ অন্যান্য কারখানায় নিরাপদ পরিবেশ তৈরিতে কাজ করে যাওয়া, লঙ্গার রানে এটাই আমাদের দিবে সঠিক পরিস্থিতি।
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ভুং ভাং বলেছেন: সোহেল রানার দিয়ে শুরু হোক তারপর বাকীদের
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রানার ফাঁশি হোক, নিরাপদ কারখানার আন্দোলন যেন চলে।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সোহেল রানার ফাসি হলেএ ধরণের অবহেলাআর হবে না।ও 400 বার ফাসি হওয়াউচিৎ
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শুধু রানার ফাঁশিতেই যদি সমাধান খুঁজি তাহলে বলতেই হবে আমরা ভুল থেকে শিখিনা।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: তাজরীনের মালিককে নাকি বিজিএমইএ বাচিয়ে ফেলেছে তাই তাকে ধরা হয় নি।
যদি পূর্বের হত্যাকান্ড (এটটি হত্যা ছাড়া কিছু নয়) গুলোর বিচার হতো ভাবন মালিক এবং গার্মেন্ট মালিক উপযুক্ত শাস্তি পেতো তাহলে এরকম অনেক ঘটনা ঘটার হাত থেকে বেচে যেতো দেশ।
“যাইহোক” বলে কথাটি বলে আগের ঘটনা গুলোকে আর উড়িয়ে দিতে পারছি না। রানা কে ধরা হয়েছে তার যেন সর্বোচ্চ শাস্তি হয় আর পূর্বের ঘটনাগুলোর ও যেন যথাযথ বিচার হয়!
আর তাদের আশ্রয় পশ্যয় দাতাগুলোর যেন শাস্তি হয়!
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি দ্বিমত জানাচ্ছি না। তবে তাজরীন মালিকের যদি শাস্তিও হতো, তোমার কি ধারণা দলের ছায়ায় থাকা রানা তার নয়তলা ভবন ত্যাগ করতো ? আমার ধারনা করতো না, সেক্ষেত্রে এই ঘটনা তাতেও ঘটতে পারতো।
আর তোমার কি ধারণা যে সব ঝুঁকিপূর্ণ ভবন এখনও আছে, তারা স্বপ্রণোদিত হয়ে নিজেদের দালান ভাঙবে? আমার মনে হয় না!! এ জন্যে চাই গণদাবী, নিরাপদ কর্মসংস্থান! কারন বিচার এখন আইনের হাতে, আমাদের কাজ এটা, ভবিষ্যৎ মৃত্যু এড়াতে।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
উড়োজাহাজ বলেছেন: আপনার সাথে সহমত। আমার এই পোস্টে একটু ঘুরে আসার অনুরোধ রইলো।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল লিখেছেন ভাই, ভাল করে পড়ে কমেন্ট করবো ইনশা আল্লাহ।
অনেক ধন্যবাদ।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সেফানুয়েল বলেছেন: আমরা শিশুদের মত অনেক বেশী আবেগী চিন্তা ভাবনা করি। গার্মেন্টস কোম্পানীগুলো আগে কর্মস্থলে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুক।
আমরা যারা এই মুহুর্তে ফাসি ফাসি দাবি তুলছি পক্ষান্তরে আমরা একজনের দিকেই (রানা) নজর দিচ্ছি এবং গার্মেন্টস মালিকদের কে তাদের দায়িত্ব এড়িয়ে যাবার সুযোগ সৃষ্টি করছি। এভাবেই কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তার বিষয়টিকে হালকা করে দিচ্ছি।
দুর্নীতি একদিনে নিয়ম করে বন্ধ সম্ভব নয়। কিন্ত একটি গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তার বিষয়ে সঠিক পলিসি শুরু করা খুবই দরকার। তা না হলে একজনের ফাসির বিনিময়ে লক্ষ প্রাণ ঝুকিতেই থাকবে। রানার শাস্তির বিপক্ষে নই আমি। কিন্তু আমি চাই শক্ত একটি পদক্ষেপ বা পলিসি যা শ্রমিকদের সঠিক স্বার্থ সংরক্ষন করবে। যেন বার বার এই ঘটনা মর্মান্তিক ঘটনা আমাদের দেখতে না হয়।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইতো আপনি আমাকে বুঝতে পেরেছেন! অনেকেই ভুল বুঝছেন আমাকে। ধন্যবাদ ভাই। আপনার সুচিন্তিত মতামতে অনেক খুশী হলাম।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
বাংলার হাসান বলেছেন: প্রথম দাবী এমপি মুরাদ জং এর ফাঁসি। কেননা এই হারামী এমপিই রানাকে উদ্ধার করে পালাতে সাহায্য করে।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: না, আমার মতে প্রথম দাবী নিরাপদ কর্মস্থল। রানা-জংরা অপরাধী আর তাদের শাস্তি অবশ্যই আদালতকে দিতে হবে।
কিন্তু এতে শেষ হয় না, ভবিষ্যৎ নিরাপদ করতে তাকাতে হবে সেদিকেই।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
মাহমুদুর রাহমান বলেছেন: রানা শিবির হলে কি বলা হত দাদা। বুঝি , সব বোঝা যায় ভায়া।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রানার ফাঁশি চাই না তা একবারও বলিনি। আপনিও ভুল বুঝেছেন। যাই হোক এক ব্লগার ভাইয়ের কমেনটেই আশা করি বুঝতে পারবেন। কারন এক চোখে দেখেছেন পোস্ট এর দিকে।
সেফানুয়েল বলেছেন: আমরা শিশুদের মত অনেক বেশী আবেগী চিন্তা ভাবনা করি। গার্মেন্টস কোম্পানীগুলো আগে কর্মস্থলে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুক।
আমরা যারা এই মুহুর্তে ফাসি ফাসি দাবি তুলছি পক্ষান্তরে আমরা একজনের দিকেই (রানা) নজর দিচ্ছি এবং গার্মেন্টস মালিকদের কে তাদের দায়িত্ব এড়িয়ে যাবার সুযোগ সৃষ্টি করছি। এভাবেই কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তার বিষয়টিকে হালকা করে দিচ্ছি।
দুর্নীতি একদিনে নিয়ম করে বন্ধ সম্ভব নয়। কিন্ত একটি গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তার বিষয়ে সঠিক পলিসি শুরু করা খুবই দরকার। তা না হলে একজনের ফাসির বিনিময়ে লক্ষ প্রাণ ঝুকিতেই থাকবে। রানার শাস্তির বিপক্ষে নই আমি। কিন্তু আমি চাই শক্ত একটি পদক্ষেপ বা পলিসি যা শ্রমিকদের সঠিক স্বার্থ সংরক্ষন করবে। যেন বার বার এই ঘটনা মর্মান্তিক ঘটনা আমাদের দেখতে না হয়।
আসল কথায় আসি এখন? যারা চলে গেছেনে তাদেরকে বাঁচানোর কিন্তু আরও কোন পথ নেই। এখন আমাদের ফোকাস কি এটা হওয়া উচিৎ না যে আর লাশ চাই না? দৃষ্টান্ত থেকে আমরা শিক্ষা নেই না।
আরেকজন ব্লগারকে দেওয়া আমার কমেন্টটি পরিষ্কার করবে কিছুটা।
লেখক বলেছেন: আমি দ্বিমত জানাচ্ছি না। তবে তাজরীন মালিকের যদি শাস্তিও হতো, তোমার কি ধারণা দলের ছায়ায় থাকা রানা তার নয়তলা ভবন ত্যাগ করতো ? আমার ধারনা করতো না, সেক্ষেত্রে এই ঘটনা তাতেও ঘটতে পারতো।
আর তোমার কি ধারণা যে সব ঝুঁকিপূর্ণ ভবন এখনও আছে, তারা স্বপ্রণোদিত হয়ে নিজেদের দালান ভাঙবে? আমার মনে হয় না!! এ জন্যে চাই গণদাবী, নিরাপদ কর্মসংস্থান! কারন বিচার এখন আইনের হাতে, আমাদের কাজ এটা, ভবিষ্যৎ মৃত্যু এড়াতে।
৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
অরিয়ন বলেছেন: ইতিপূর্বে সে জনসম্মূখে গুলি করে মানুষ খুন করেও বহাল তবিয়তে তার অপকর্ম চালিয়েছে। সন্ত্রাসের গডফাদার উৎপাদন ও প্রশ্রয় দানকারি সরকারের বিভিন্ন পর্যায়ের পৃষ্ঠপোষকতায় সে এতদিন টিকেছিল। তার বিচার করতে হলে অবশ্যই তার সাথে স্থানীয় এমপি ও তার সহযোগিদেরও বিচারের আওতায় আনতে হবে।
যা এই সরকার কখনোই করবে বলে মনে হয় না।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিচার অবশ্যই হতে হবে, তবে শ্রমিকদের পাশে যেন আমরা থাকি।
১০| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫
স্বপনবাজ বলেছেন: পিপাসার্ত বলেছেন: অপরাধীদের ফাঁসি হলে অন্যরা সাবধান হবে নিজে নিজেই। না হলে রেগুলেশন করে আমাদের দেশে ঠিক করা যাবেনা। ঘুষ চলবেই, দুর্নীতি একদিনে নিয়ম করে বন্ধ সম্ভব নয়। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা আসবে। রানার ফাঁসি নয়, রানা প্লাজার সামনে একটা বড় কংক্রিট এর নিচে থেতলায়ে ৫ দিন না খাওয়ায়ে মারতে হবে।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লগার আজ আমি কোথাও যাবো নার উত্তরে যা বলেছি তাই রিপিট করছি, লেখক বলেছেন: আমি দ্বিমত জানাচ্ছি না। তবে তাজরীন মালিকের যদি শাস্তিও হতো, তোমার কি ধারণা দলের ছায়ায় থাকা রানা তার নয়তলা ভবন ত্যাগ করতো ? আমার ধারনা করতো না, সেক্ষেত্রে এই ঘটনা তাতেও ঘটতে পারতো।
আর তোমার কি ধারণা যে সব ঝুঁকিপূর্ণ ভবন এখনও আছে, তারা স্বপ্রণোদিত হয়ে নিজেদের দালান ভাঙবে? আমার মনে হয় না!! এ জন্যে চাই গণদাবী, নিরাপদ কর্মসংস্থান! কারন বিচার এখন আইনের হাতে, আমাদের কাজ এটা, ভবিষ্যৎ মৃত্যু এড়াতে।
সেলিম আনোয়ার ভাইয়ের মন্তব্যের জবাবে, লেখক বলেছেন: শুধু রানার ফাঁশিতেই যদি সমাধান খুঁজি তাহলে বলতেই হবে আমরা ভুল থেকে শিখিনা।
১১| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১
মুহিব বলেছেন: oikomot.
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই।
১২| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ফাঁসি হলে একটি দৃষ্টান্ত স্থাপন হবে তাতে করে সামনে এমন টা করতে গেলে মানুষ হাজার বার চিন্তা করবে। তাই ফাঁসি হতে হবে।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দৃষ্টান্ত আমাদের দেশে কতোটা কার্যকরী সেটাই প্রশ্ন, এভাবে তো করতেই হবে, কিন্তু আমার যা মত তা অন্য কিছু কমেন্টেই উঠে এসেছে।
লেখক বলেছেন: ব্লগার আজ আমি কোথাও যাবো নার উত্তরে যা বলেছি তাই রিপিট করছি, লেখক বলেছেন: আমি দ্বিমত জানাচ্ছি না। তবে তাজরীন মালিকের যদি শাস্তিও হতো, তোমার কি ধারণা দলের ছায়ায় থাকা রানা তার নয়তলা ভবন ত্যাগ করতো ? আমার ধারনা করতো না, সেক্ষেত্রে এই ঘটনা তাতেও ঘটতে পারতো।
আর তোমার কি ধারণা যে সব ঝুঁকিপূর্ণ ভবন এখনও আছে, তারা স্বপ্রণোদিত হয়ে নিজেদের দালান ভাঙবে? আমার মনে হয় না!! এ জন্যে চাই গণদাবী, নিরাপদ কর্মসংস্থান! কারন বিচার এখন আইনের হাতে, আমাদের কাজ এটা, ভবিষ্যৎ মৃত্যু এড়াতে।
সেলিম আনোয়ার ভাইয়ের মন্তব্যের জবাবে, লেখক বলেছেন: শুধু রানার ফাঁশিতেই যদি সমাধান খুঁজি তাহলে বলতেই হবে আমরা ভুল থেকে শিখিনা।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্ট দেখে বড়ই অবাক হলাম। নাকি স্যাটায়ার দিলেন। আরে ভাই ফাঁসি হলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে তাতে করে ভবিষ্যতে কেউ এমন করার আগে হাজার বার চিন্তা করবে ভয় পাবে এমন কিছু অপরাধ করতে। তবে যদি আপনি আপনার দলীয় স্বার্থ ভেবে থাকেন তবে ফাঁসি আপনি নাই চাইতে পারেন।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যি দুঃখ পেলাম, আপনি বুঝতে পারেন নাই আমি কি বলতে চেয়েছি। যদি একটু বুঝে দেখার চেষ্টা করতেন খুশী হতাম। রানার ফাঁশি অবশ্যই হতে হবে। কিন্তু এটাই কি এন্ড অফ দা ওয়ার্ল্ড? এর পরে আরও একশো ঝুঁকিপূর্ণ বিল্ডিং মালিক তাদের বিল্ডিং গুটিয়ে নেবে এটা ভেবে থাকলে খুবই পরিষ্কার বলতে চাই, বকার স্বর্গে রয়েছেন আপনি। বাঙালি ভুল থেকে শিক্ষা আসলেই নেয় না!
আর দৃষ্টান্ত থেকে আমরা কোনদিন শিখতে পেরেছি বলে মনে করি না। অনিয়ম ও এই ধরনের ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর অবসান করতে সবারই ভয়েস রেইজ করতে হবে ভাই! আওয়ামীলীগ বিএনপি বলে না, এটা কন্টিনিউ করতে হবে!!
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এইসব দাবী বহুত তোলা হইছে, অনেক চাবানো হইছে.....কোনো লাভ হয় নাই।
দালান মালিক আর গার্মেন্টসের মালিক সবগুলির ফাঁসি চাই.....একবার অপরাধীর সর্ব্বোচ্চ শাস্তি হইলে বাকি সব দাবী সুরসুর কইরা মানা হইয়া যাবে.....মালিকরা জীবন দিয়া তখন শ্রমিকদের বাঁচাবে..
আর জং রে খোলামাঠে ফাঁসি দেয়া উচিত.....
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফাঁশি চাই, ফাঁশি হল।
অতঃপর টিকে রইলো সেই সব ঝুঁকিপূর্ণ বিল্ডিং, একদিন আবারও দুর্ঘটনা ঘটলো। ভাই এই কি আমাদের চাওয়া?
ফাঁশি হোক।
অতঃপর দাবী হোক নিরাপদ কর্মস্থল।
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এইসব দাবী বহুত তোলা হইছে, অনেক চাবানো হইছে.....কোনো লাভ হয় নাই।
দালান মালিক আর গার্মেন্টসের মালিক সবগুলির ফাঁসি চাই.....একবার অপরাধীর সর্ব্বোচ্চ শাস্তি হইলে বাকি সব দাবী সুরসুর কইরা মানা হইয়া যাবে.....মালিকরা জীবন দিয়া তখন শ্রমিকদের বাঁচাবে..
আর জং রে খোলামাঠে ফাঁসি দেয়া উচিত.....
১৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ বাহ সুন্দর সুন্দর প্রস্তাব । ইহা কি আপনার মনের কথা নাকি স্যাটায়ার।
আরে ভাই ফাঁসি হলে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। ভবিষ্যতে কেউ এমন কিছু করতে সাহস করবেনা। তবে যদি আপনি আপনার দলীয় দিক বিবেচনা করেন তবে ফাঁসি না হলেও চলে কি বলেন ?
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফাঁশি না হলে চলে এ কথা আমি বলিনি আর ভাবতেও পারিনা!!
আগের কমেন্টের উত্তর দেখলে আশা করি আমাকে বুঝতে সুবিধা হবে আপনার। লক্ষ্য আর উদ্দেশ্য পার্থক্য রয়েছে সে সবই ছিল পোস্ট এর বিষয়। আর পরিষ্কার বলি, আমার দল নেই। আমি আবারও দেশের কথা ভেবে ও এর ভবিষ্যৎ ভেবেই দুটা শব্দ লিখেছি।
১৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: এইসব দাবী বহুত তোলা হইছে, অনেক চাবানো হইছে.....কোনো লাভ হয় নাই।
দালান মালিক আর গার্মেন্টসের মালিক সবগুলির ফাঁসি চাই.....একবার অপরাধীর সর্ব্বোচ্চ শাস্তি হইলে বাকি সব দাবী সুরসুর কইরা মানা হইয়া যাবে.....মালিকরা জীবন দিয়া তখন শ্রমিকদের বাঁচাবে..
আর জং রে খোলামাঠে ফাঁসি দেয়া উচিত.....
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮
s r jony বলেছেন: বাহ! বাহ! চমৎকার।
ভাই শুনেন,
আমি একজন ছোট খাট লাখপতি, আমি যদি আপনাকে হত্যা করে একলাখ টাকা দিয়ে দেই আপনার পরিবার কে, তাহলে মনে হয় আপনার আপত্তি থাকবে না।
না, নাই, কোনো দাবি দাওয়া বা আইন করতে হবে না, কোনো প্রেশার দিতে হবে না আমাকে, আমি এডভান্স টাকাই আপনাকে দিব। আপনি সাহস করে আসেন
কি চিন্তা করছেন? আমাকে গালি দিতে ইচ্ছা করছে? দেন দেন, কোনো সমস্যা নাই।
তবে "নিজের" কথা চিন্তা করে যেমন আমাকে গালি দিতে চাচ্ছেন, তেমনি সেই সব হতভাগ্য লোক গুলকে একবার নিজেকে ভাবেন।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জনি ভাই আপনাকে সম্মান করি, গালি দেবার কথা কখনও ভাবতেই পারিনা!! কিন্তু দুঃখজনক, আপনি আমাকে ভুল বুঝেছেন।
কিছু কমেন্ট তুলে দেই, আশা করি ভুল বোঝাবুঝি কেটে যাবে।
লেখক বলেছেন: রানার ফাঁশি চাই না তা একবারও বলিনি। আপনিও ভুল বুঝেছেন। যাই হোক এক ব্লগার ভাইয়ের কমেনটেই আশা করি বুঝতে পারবেন। কারন এক চোখে দেখেছেন পোস্ট এর দিকে।
সেফানুয়েল বলেছেন: আমরা শিশুদের মত অনেক বেশী আবেগী চিন্তা ভাবনা করি। গার্মেন্টস কোম্পানীগুলো আগে কর্মস্থলে শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুক।
আমরা যারা এই মুহুর্তে ফাসি ফাসি দাবি তুলছি পক্ষান্তরে আমরা একজনের দিকেই (রানা) নজর দিচ্ছি এবং গার্মেন্টস মালিকদের কে তাদের দায়িত্ব এড়িয়ে যাবার সুযোগ সৃষ্টি করছি। এভাবেই কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তার বিষয়টিকে হালকা করে দিচ্ছি।
দুর্নীতি একদিনে নিয়ম করে বন্ধ সম্ভব নয়। কিন্ত একটি গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তার বিষয়ে সঠিক পলিসি শুরু করা খুবই দরকার। তা না হলে একজনের ফাসির বিনিময়ে লক্ষ প্রাণ ঝুকিতেই থাকবে। রানার শাস্তির বিপক্ষে নই আমি। কিন্তু আমি চাই শক্ত একটি পদক্ষেপ বা পলিসি যা শ্রমিকদের সঠিক স্বার্থ সংরক্ষন করবে। যেন বার বার এই ঘটনা মর্মান্তিক ঘটনা আমাদের দেখতে না হয়।
আসল কথায় আসি এখন? যারা চলে গেছেনে তাদেরকে বাঁচানোর কিন্তু আরও কোন পথ নেই। এখন আমাদের ফোকাস কি এটা হওয়া উচিৎ না যে আর লাশ চাই না? দৃষ্টান্ত থেকে আমরা শিক্ষা নেই না।
আরেকজন ব্লগারকে দেওয়া আমার কমেন্টটি পরিষ্কার করবে কিছুটা।
লেখক বলেছেন: আমি দ্বিমত জানাচ্ছি না। তবে তাজরীন মালিকের যদি শাস্তিও হতো, তোমার কি ধারণা দলের ছায়ায় থাকা রানা তার নয়তলা ভবন ত্যাগ করতো ? আমার ধারনা করতো না, সেক্ষেত্রে এই ঘটনা তাতেও ঘটতে পারতো।
আর তোমার কি ধারণা যে সব ঝুঁকিপূর্ণ ভবন এখনও আছে, তারা স্বপ্রণোদিত হয়ে নিজেদের দালান ভাঙবে? আমার মনে হয় না!! এ জন্যে চাই গণদাবী, নিরাপদ কর্মসংস্থান! কারন বিচার এখন আইনের হাতে, আমাদের কাজ এটা, ভবিষ্যৎ মৃত্যু এড়াতে।
১৯| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯
হুমায়ুন তোরাব বলেছেন: rana o murad er fasi chai....
keu kintu.....
bolle buijha niyen se kun doler lok.
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: উঁহু, কিন্তু নেই, বরং আরও কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের চাওয়া উচিৎ, সেটাই বলেছি।
২০| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১
s r jony বলেছেন: বাহ! বাহ! চমৎকার।
ভাই শুনেন,
আমি একজন ছোট খাট লাখপতি, আমি যদি আপনাকে হত্যা করে একলাখ টাকা দিয়ে দেই আপনার পরিবার কে, তাহলে মনে হয় আপনার আপত্তি থাকবে না।
না, নাই, কোনো দাবি দাওয়া বা আইন করতে হবে না, কোনো প্রেশার দিতে হবে না আমাকে, আমি এডভান্স টাকাই আপনাকে দিব। আপনি সাহস করে আসেন
কি চিন্তা করছেন? আমাকে গালি দিতে ইচ্ছা করছে? দেন দেন, কোনো সমস্যা নাই।
তবে "নিজের" কথা চিন্তা করে যেমন আমাকে গালি দিতে চাচ্ছেন, তেমনি সেই সব হতভাগ্য লোক গুলকে একবার নিজেকে ভাবেন।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: @১৮ এর উত্তর।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আজকে আমরা সাভার দ্বারা ড্রিভেন, খুবই সত্য এবং সঠিক কথা। আমিও। কিন্তু তাজরীন কি ভুলে গেলেন জনি ভাই? এরকম আরও অনেক ঘটনা সামনে ঘটুক তাই কি সই? রানা মরার পরে আরও এমন ঘটনা ঘটলে আপনি সেদিনও সেটা নিয়ে থাকবেন, অতীত ভুলে যাবেন, চিন্তা করবেন না ভবিষ্যৎ। আমি যা বলেছি, দুইটা নিয়েই ভাবার আছে।
২১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বাজে পোস্ট
ব্লগীয় কায়দায় একটা উদাহারন দেই।
ধরেন কোন নিককে কোন অপরাধের শাস্তি স্বরুপ জেনারেল, কমেন্ট ব্যান, বা কেন?
যাতে সে তার করা অন্যায়টা পুনরায় আবার করতে না পারে।
নিকটাই ব্যান করা হয়। কেন?
সে যাতে কোন অন্যায়েরই আর সুযোগ না পায়, এবং অন্যরা সেটা দেখে শিখে।
রানার একটা একটা করে আঙ্গুল কেটে কেটে তাকে শাস্তি দেয়া উচিত। একটা একটা নখ তুলে তুলে তাকে শাস্তি দেয়া উচিত। তার একটা একটা চোখ শুঁই দিয়ে বের করে করে তাকে শাস্তি দেয়া উচিত। চিমটি দিয়ে তার বুকের একটা করে হাড্ডি টেনে বের করে করে শাস্তি দেয়া উচিত।
s r jony ভাইয়ের প্রস্তাবে রাজি?
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিন্তু অন্যরা কি আদৌ সেটা দেখে শেখে? শিখলে তো নব নব ব্যান করতে হতো না!!!!
এটাই বলতে চেয়েছি। রানারা মরুক! অতঃপর?
অতঃপর যদি আমরা নিরাপদ কর্মস্থল এর দাবী না তুলি তাহলে এরকম আরও ঘটনার জন্যে রেডি থাকেন।
২২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমার কমেন্টটা প্রকাশ করে সাহসীকতার পরিচয় দিবেন আশা করি। খ্রাপ কিছুতো কৈনাই
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মডারেশনে দেওয়া ছাগুদের কাজ আর আমি সুশীলও হইনাইক্কা।
২৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫
আমি মোঃ চয়ন বলেছেন: ভাই থামেন। সোহেল রানার ফাঁশি হল(বা হল না), তারপরে? কাল অন্য কোন সোহেল রানা আসবে না তার কি নিশ্চয়তা?
আর কোন সোহেল রানা আসবে না । নিশ্চিত।
দেশে আজ অব্দি কোন ভবন মালিক "নিন্মমানের" বিল্ডিং বানানোর জন্য ফাঁসি হয়নাই। আজ অব্দি কোন গার্মেন্টস মালিকের শ্রমিক হত্যার জন্য ফাঁসি হয়নাই।
কোন কোটিপতি ব্যাবসায়ি ফাঁসিতে ঝুলে অকালে প্রান হারাতে চায় না।
রানা আর ৫ গার্মেন্টস মালিকের ফাঁসি হলে এদেশে এমন ঘটনা আর ঘটবে না।
মাহমুদুর রাহমান বলেছেন: ) রানা শিবির হলে কি বলা হত দাদা। বুঝি , সব বোঝা যায় ভায়া।
সারা জীবনতো আম্লীগের দালালী করে গেলেন। এইবার আপনারা মানুষ হন।
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি ভুল বুঝেছেন। কমেন্টগুলো পড়ে দেখার পরামর্শ দেবো।
২৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪
জনি_ইংলিশ বলেছেন:
আমিও রানার ফাসি চাই না।
না শান্তি পাইয়েন না। আগে আমরা স্বচক্ষে অপরাধীরে দেখতে চাই। এতগুলা লাশ দিয়া তারে ফাঁসি দিলে সে বাইচা গেল।তাকে রানা প্লাজার ধ্বংস্তুপে ঘুরায়া আনতে হবে। খোলা নাকে সে ঘুরে আসবে,দুদিন সেখানে রাখা হবে তাকে। তার রিমান্ড সেখানে।তার জন্য কোন অক্সেজেন না,কোন শুকনা খাবার না,কোন সাহায্য না। মরতে চাইলেও তাকে মরতে দেয়া যাবে না। কোন ভাবেই না। আমরা তার ফাঁসি চাইবো না। সে পুলিশের হেফাজতে থাকবে, তার সব সম্পত্তি ভাগ করে দেয়া হবে নিহত-আহতের পরিবারের মধ্যে। সেসব ভাগ করার পরও তার ফাঁসি চাইবো না। তার মৃত্যূ এত সহজে চাই না।
তারে প্রত্যেকটা পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে। কইসা থাপ্পর মারবে বেঁচে থাকা মানুষরা। থুতু মারবে বাবা হারানো শিশুটা।না রানার ফাঁসি চাইবো না। পুলিশি হেফাজতে তাকে গণকবর পাহারা দিতে হবে।রানাকে মিডিয়াতে চাই,কোমরে দড়ি বাঁধা,চোখে ভয় থাকতে হবে। চোখে ভয় না থাকলে আমরা বুঝে নিবো অন্যকিছু। রানার ফাঁসি চাই না। ফাঁসি খুব কম শাস্তি হয়ে যায়। ওকে তিলে তিলে মারা দরকার,থুতুতে থুতুতে ওর শরীর ভরে যাক নানারকম চর্ম রোগে,রানাকে ছেড়ে দেয়া হোক গরম পানিতে। ফোসকা ফুটুক শরীরের। রানার ফাঁসি চাই না। ৫ মিনিটের জন্য কেবল জনগনের হাতে তুলে দেয়া হোক।
(নোমান ভার ফেবু থেকে)
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রানার ফাঁশি হোক।
নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত হোক।
২৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
স্বপনবাজ বলেছেন: রানার ফাসি চাইলে বুঝি পুর্নবাসন বা উদ্ধার কাজ ব্যাহত হবে ! হায়রে আমাদের সরকার ! প্যানিক বলেন আর যাই বলেন আমরা দেখেছি সরকারের উদাসীন্য কাকে বলে ! বড় বড় সিলিন্ডার অক্ক্সিজেন নিয়ে রাখা হয়েছে ! দরকার পোর্টেবল টা , সেটা নেই কেন ?? প্রথম দিন উদ্ধার কাজে কেন হাতুরী , বাটাল দিয়ে হলো ?? আমাদের কেন চাদা তুলে কাটিং টুলস কিনে দিয়ে আসতে হলো ?? দেশে কি কোন সরকার নেই ?? আমরা কি এতিম নাকি ??? মন্ত্রী এম পি দের কথা শুনলে মনে হয় বিরাট পাপ করে ফেলেছি তাদের সংসদে পাঠিয়ে এইজন্য রানার ফাসি দরকার নাই !! রানার ফাসি দিতে গেলে পুর্নবাসনে সমস্যা হবে ??? এমনি তেও কতদুর কি হবে সন্দেহ আছে ! রানাকে শুধু ফাসি না ওকে ঐ ভবনে ৪ দিন গলিত লাশের মাঝে আটকে রেখে জনসম্মুখে , নিহতদের স্বজন দের হাতে মেরে তারপর ফাসি দিতে হবে ! তাহলে শিক্ষা হবে ! কিন্তু আফসুস আমাদের ! আপনাকে আরেক টি সত্য কথা বলি রানা অচিরেই মুক্তি পাবে ! কেননা আমাদের এখানে রাজনৈতিক বক্তব্য মানে হাস্যকর মিথ্যাচার ! আর আহতদের পুর্নবাসনের টাকাতেও ভাগ বসাবেন আমাদের নেতারা ! এই আমাদের বাস্তবতা !! আপনার পোষ্ট পড়ে আমার মনে হলো সাভার নিয়ে টিভির খবরের কথা , ফেসবুকের কিছু স্ট্যাটাসের কথা , যার সাথে আমি নিজের চোখে সাভারে যা দেখেছি তার কোন মিল নেই !! সত্যি পর্যাপ্ত ডিজেল ছিলনা প্রথম দু দিন , সত্যি কোন কাটিং টুলস ছিলনা প্রথম দু দিন , সত্যি পোর্টেবল অক্কক্সিজেন এর জন্য হাহাকার ছিল প্রতিটা দিন ! আমরা ব্লগার দের পাঠানো টাকা নিয়ে পুরো ঢাকা শহর তন্য তন্য করে খুজেছি সেই অক্সিজেন এর জন্য ! কিন্তু হায় আজিব দেশ আমার সেই দিন ও ঔষূদের দোকান বন্ধ ! কেন সরকার কি নিজ দায়িত্বে পারতোনা পোর্টেবল অক্সিজেন ক্যানের যোগান দিতে ?? শেষ হয়ে গেলে ভারত থেকে নিয়ে আসতে ৩০ মিনিট লাগে ?? বলেন এসব হয়েছে কারণ রানার ফাসি দাবী করেছি তাই !! আর রানা কি করেছে আপনাকে বলি পরিস্কার করে যে ভবন টি সে বানিয়েছে এতে সিমেন্টের চেয়ে বালি বেশী ! যে রড দিয়ে ছাদ ঢালাই দিয়েছে সে রডে ছাগল বাধলেও ছুটে যাবে ! এক একটা রডের ফাক দিয়ে রিকিশি তিন বার আসবে যাবে ! বাচ্চা শিশু ও জানে এই ভাবন ভেঙ্গে পড়বে ! বলেন ঠিকাদারের দোষ ?? ঠিকাদারের সাথে ১৫ কোটি টাকার চুক্তি হয়েছে , তখন ই রডের দাম বেড়ে যায় ! সেই ঠিকাদার পক্ষ ততদিনে কিছু টাকা খরচ ও করে ফেলেছে ! রানা ঐ টাকা দিয়েই ভবন শেষ করে দেয়ার জন্য চাপ দেয় ! আর সাভারে রানার প্রতিপত্তি কেনা জানে ! আপনার জানের মায়া নেই ??? ভবনের অনুমতি থেকে শুরু করে সব হয়েছে রাজনৈতিক ফায়দা হাসিল করে ! আমি তো শুধু এবং শুধু রানার দোষ দেখি ! ওই ভবনের প্রথম তিন তলায় ৩০০ টি করে দোকান , যা সরে গিয়েছিল ! হায় সেলুকাস ! গার্মেন্টস মালিক থেকে শুরু করে রানা সবার ই শাস্তি হওয়া জরুরী ! না হলে ঐ আত্বাগুলো শান্তি পাবেনা ! জেনেশুনে শুধু টাকার লোভে এমন একটি ভবন তৈরী করার অপরাধে কি রানার শাস্তি হবেনা ! প্লিজ দয়া করে ঠিকাদারদের দোষ দিবেন না ! হাসি পায় আমাদের প্রধানমন্ত্রী আর এম পি সাহেবদের কথা শুনলে ! পুরা সাভার জুড়ে রানার পোষ্টার ! সরি ভাই অনেক কথা বলে ফেলেছি , মন মিজাজ দুইটাই খারাপ ! আপাত দৃষ্টিতে দেশের কোন ভবিষ্যত দেখছিনা ! হতাশ , হতাশ এবং হতাশ !!!!
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সরকার এর উপরে আমিও ফেডআপ ভাই!!
কিন্তু আমি যা বলতে চেয়েছি, তা হল,
রানার ফাঁশি হোক।
নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত হোক।
২৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২
স্বপনবাজ বলেছেন: নিরাপদ কর্মসংস্থান আর রানার ফাসি দুটো সমান্তরাল চাওয়া ! আমাদের এখন বিজেএমে কে নিয়ে ভাবতে হবে ?? ব্যাপারগুলা ওদের উদাসীনতার (ব্যাবসায়িক স্বার্থ )ও বলি !
২৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এটাই বলতে চেয়েছি। রানারা মরুক! অতঃপর?
অতঃপর যদি আমরা নিরাপদ কর্মস্থল এর দাবী না তুলি তাহলে এরকম আরও ঘটনার জন্যে রেডি থাকেন।
রানার ফাঁসির মাধ্যমেই বা তার উপযুক্ত শাস্তির মাধ্যমেই নিরাপদ কর্মস্থল এর দাবীটা জোড়ালো করা যাবে, নৈলে সবিই গুড়ে বালি।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১০
পিপাসার্ত বলেছেন: অপরাধীদের ফাঁসি হলে অন্যরা সাবধান হবে নিজে নিজেই। না হলে রেগুলেশন করে আমাদের দেশে ঠিক করা যাবেনা। ঘুষ চলবেই, দুর্নীতি একদিনে নিয়ম করে বন্ধ সম্ভব নয়। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা আসবে। রানার ফাঁসি নয়, রানা প্লাজার সামনে একটা বড় কংক্রিট এর নিচে থেতলায়ে ৫ দিন না খাওয়ায়ে মারতে হবে।