নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣♣ কবিতাঃ আঁধার মানবী ♣♣

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৩৮







মানবী, তুমি আঁধারে থাকো,

তোমায় আলোয় ডাকবোনা আর,

অনন্তে হারাও,

দিগন্তে হোক তোমার বসবাস।

তুমি তারকা হও চন্দ্রমুখী,

পূজিত হও শত হৃদয়ে, হও চিরসুখী,

আমি আঁধার দুঃস্বপ্নে হারাবো তবু

ডাকবো না তোমায়,

নিশীথ নির্জনতায় ডাকবো না নৌকায়,

তোমার কালো চুল ছোঁবনা, বিপর্যস্ত হাওয়ায়

এলো উড়েছে যদিও, তাকাবো না।

কৃষ্ণচোখ আর হবেনা

রবেনা বিষণ্ণ কিছু নব আঁখিজলে,

আমি দূর পথের কেউ

পথিক সঙ্গিহীন হারাবো হয়ত।

তুমি দূরত্বে মহান হও,

প্রতিমা ছুয়ে দেখায় কৃতিত্ব কোথায়?

শুধু থাকো সৃষ্টিতে, করে স্রষ্টাকে মহান,

অন্তরে কি করে স্থান দেবো জানিনা,

আমি সামান্য, মানবী তোমায় চাইবোনা।

আমি অরণ্য, বিষণ্ণ কিছু অস্পষ্টতা

তোমায় দেখবনা তাই, আঁধারেই থাকো পূর্ণতা।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:৪৬

বোকামন বলেছেন:



ভালো লাগলো ভাই দিকভ্রান্ত*পথিক

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যপাতা আপনাকে।

২| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৫৭

তারছেড়া লিমন বলেছেন: শেষ লাইন দুইটা অসাধারন হয়েছে ভাই।++++++++++++++++

১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লিমন ভাই আন্তরিক মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা। :)

৩| ১৭ ই মে, ২০১৩ রাত ২:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি অরণ্য, বিষণ্ণ কিছু অস্পষ্টতা
তোমায় দেখবনা তাই, আঁধারেই থাকো পূর্ণতা।


ভাই লাইন দুইটা চরম হইছে।

২য় ভাললাগা রেখে গেলাম।


০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া :) :)

৪| ১৭ ই মে, ২০১৩ ভোর ৪:৫৪

আমিই মিসিরআলি বলেছেন: শুধু থাকো সৃষ্টিতে,করে স্রষ্টাকে মহান

অসাধারণ,৩য় ভালোলাগা দিলাম

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আছেন কেমন?

৫| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:২৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এত দুঃখ কেনো!!!!

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি হারাতে ভালোবাসি, পথিক পথ হারিয়ে, সব হারিয়ে এগিয়ে চলে, দুঃখ তাই তার নিত্য সঙ্গী।

৬| ১৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৬

একটি উদাসী মেয়ে বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৭| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৫১

গাধা মানব বলেছেন: ভাল লাগল।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো!

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

বাউন্ডুলে রুবেল বলেছেন: দুটো কীওয়ার্ড দিয়ে কিছু কবিতার চরণ খুঁজছিলাম।
সার্চ করতেই এটাই এলো।
ভালো লেগেছে কবিতাটা অনেক।

সুন্দর লিখেছেন আপনি। দুটো লাইন শেয়ার দিবো ভাবছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.