![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপ্ত কামনার প্রকাশে নয়,
হঠাত বৃষ্টির আকাশে নয়,
মেঘলা আঁধারের ভাঁজে নয়,
তুমি মেঘমালার বিশালতায়,
মুক্ত বলাকা, তীব্র হিরণ্ময়,
তুমি অন্তর অন্দরে বিস্ময়।
লুপ্ত যাতনার প্রশমনে নও,
শীতের ভোরে আচ্ছাদন নও,
বিষণ্ণ বিকেলের একাকীত্ব নও,
তুমি মুক্ত বাতায়ন মনে বও,
কম্পমান দেহের উষ্ণতা হও,
হৃদয় মাঝে দেখা মিথ্যে স্বপ্ন নও।
শুন্য অরন্যের ভিন্ন নিঃশব্দময়,
অবস্থিত অস্পর্শনীয় নীলাকাশটায়,
দীর্ঘরাতের গল্পের নিঃশব্দ আত্মায়,
তুমি বাঁধ নও, হাতটা ছোঁবার সায়,
তুমি হৃদয়ে, কল্পনার কাব্যকথায়,
তুমি ধূসরে লাল, সঙ্গ শুন্যতায়।
পতনের দীর্ঘশ্বাস, বেদনের উপশম,
অনন্ত কিছু খেয়ালের পূর্ণতা সম,
আগমনে করলে কৃতজ্ঞ প্রিয়তম,
শত অপরাধ অপরাগে ক্ষম,
তুমি আঁধার জোনাকি পরম,
নীলপদ্ম তুমি, একশত আট তম।
বিবাগী ঘরছাড়া বিষণ্ণতার নই,
ক্ষুব্ধ অনুভূতির মাত্রাহীন প্রকাশ নই,
শুধু তোমাতে হারাতে সন্নিকট রই,
খেয়ালী কথোপকথনে কল্পলোকের হই,
তুমি দীপ্ত আনন্দধারা, হয়েছি তোমারই,
তুমি বিমূর্ত রাত্রি, চন্দ্রালোক আমারই।
দেবো বলে রাঙিয়ে তোমার দু'হাতে,
ঝরিয়েছি শোণিতধারা ম্রিয়মাণ প্রপাতে,
দেবো বলে সিঁদুর, এসেছি নিকটে এ রাতে,
হারাবো, শুনছি তোমায়, হচ্ছি মগ্ন কথাতে,
জলমগ্ন জলজ হবো, জলকণা তোমাতে,
বিপন্ন দূরত্বে, নিঃসংকোচে হবো একসাথে।
২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফেবুতে দিছিলাম ব্রো!
২| ২২ শে মে, ২০১৩ রাত ২:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেশ সুন্দর !!!
২য় ভাললাগা।
+++
০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শোভন ভাই কেমন আছেন? কৃতজ্ঞতা আপনাকে
৩| ২২ শে মে, ২০১৩ ভোর ৫:৩৮
আমিই মিসিরআলি বলেছেন: এক হালি নাম্বার ++++
০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে, ধন্যপাতা ব্রো!!
৪| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা!
০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে, গ্লাড ইউ লাইকড ইট!
৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১০
রাইসুল নয়ন বলেছেন: দারুণ লিখেছেন পথিক !!
০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক শুভকামনা আপনার জন্যে।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩
স্বপনবাজ বলেছেন: অসাধারণ লিখেছেন !~