নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

পবিত্র হরতালের চাঁদ দেখা গিয়েছে, ইয়াপ! লেটস ডু সাম কোলাকুলি!! ইটস টাইম টু সেলিব্রেট ভেইবে! B-)

২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৪৫

টাইমলাইন সুত্রে জানা গেছে, বাঙালির প্রানের উৎসব, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনা করে নেওয়া, পবিত্র হরতালের চাঁদ দেখা গেছে। কেউ কেউ এটাকে হরতালে যুদ্ধপরাধি বলার হীন প্রচেষ্টা যে চালাচ্ছে না তা হলফ করে বলা সম্ভব নয়। তবে জাতীয় হরতাল দেখা ফাতরা কমিটি এটিকে হরতালে তত্ত্বাবধায়ক হিসেবে নিশ্চিত করেছেন।



আসন্ন এই মহোৎসবে সবাই দলে দলে যোগ দিন, আহ্বান জানিয়েছে হরতাল উৎসবের জাতীয় পুরোধা গুলাপি বেগম। ইট/পাটকেল/বাঁশ নিয়ে মহড়া/ভাঙচুর এর পাশাপাশি ফায়ারওয়ার্ক এর ক্রমবর্ধমান চাহিদা বর্ধন ও সংকট নিরসনে "বাপের সম্পত্তি" মনে করে যে কারো গাড়িতে আগুন দেবার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে উচ্ছল শব্দ করা এবং জ্বলন্ত গাড়ির আসে পাসে হই হুল্লোড় করে চক্কর দেবার মামার বাড়ির আবদার গোলাপি মামী পূরণে আশ্বাস দেন।



এছাড়াও এই উৎসবের সবসময়ের প্রধান আকর্ষণ এর বিষয়েগুলো তো থাকছেই, এর মধ্যে রয়েছে গরীব মানুষের রিক্সা পুড়িয়ে/ভেঙে হুল্লোড় করা, দিনমজুরদের খাবার বন্ধ হবার বিষয়টি নিশ্চিত করণ সহ পুলিশের সাথে "ধরাধরি" ও "কানামাছি" খেলা।



কবি নজরুলের একটি লাইন মনে পড়ছে,

"ও মন ঝামেলার ওই কর্মদিবস শেষে, এলো খুশীর হরতাল...

তুই আপনাকে আজ বিলিয়ে দে সুখ হোস না আর আবাল..."



যা হোক, আগামী রবিবার দেশব্যাপী জামাতে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রানঢালা শুভেচ্ছা আপনাদের সবাইকে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০

আমি শুধুই পাঠক বলেছেন: সাপ্তাহিক বন্ধ পাই রবিবার। একটা ছুটিও শান্তিমত কাটাইতে পারলাম এই চু*মা*নী গুলার জন্য। খালেদার গাড়িটা যদি ভাংতে পারতাম। মনের খায়েশ মিটত।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরে আরে গালি দেন কেন হরতাল তো ভালো জিনিষ :) :)

২| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৯

সাবু ছেেল বলেছেন: খুব মজা পেলাম।লেখককে অনেক ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকেও হাফ কেজি ধন্যপাতা :)

৩| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধুর ্মিয়া...খারাপ খবর দিলেন।

অই দিন তো পরীক্ষা নাই। পরীক্ষা আছে পরের দিন।

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পরীক্ষা থাকলে নিজেই হরতাল এর ডাক দিবে ব্রো :)

৪| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ধুরমিয়া আপ্নি খুব খারাফ লুক!! =p~ =p~

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালু খব্র ফাব্লিকের ভালূ লাইগছে না ক্যারে? ঃ

৫| ৩০ শে মে, ২০১৩ সকাল ৯:৩৮

মাগুর বলেছেন: ধূরো মিঞা! রাখেন আপনার হরতালের চাঁদ X((

বালের হরতালের জ্বালায় আমার বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে গেছে :(

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্নে মাগুর মানুষ, সাঁতার মাইরা চইলা যাবেন, জ্বলে তো হরতাল নাইক্কা!

৬| ৩১ শে মে, ২০১৩ রাত ২:২৭

কাজী মামুনহোসেন বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ধুরমিয়া আপ্নি খুব খারাফ লুক!! =p~ =p~

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এহ সবাই আম্রে খ্রাপ কইতাছে ক্যারে?

৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

রিমন রনবীর বলেছেন: আসুন সবাই ইঃছাঃসঃ এর সাথে বুখে বুখ মিলিয়ে হরতাল পালন করি :!> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.