![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ প্লাস পেয়েছিল গাজীপুরের টঙ্গীর এক মেধাবী ছাত্রী। এর স্বীকৃতি হিসেবে স্থানীয় এমপি জাহিদ হাসান রাসেল তাকে পুরস্কৃতও করেছিলেন। কিন্তু গত ৬ এপ্রিল থেকে ধর্মের নামে এক দুঃসহ বর্বরতার শিকার হয় হিন্দু ধর্মাবলম্বী হতভাগ্য এই মেধাবী শিশুটি। ওই দিন বিদ্যালয় থেকে ফেরার পথে অপহৃত হয় সে। পরে তাকে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করে কথিত বিয়ের নামে চক্রটির এক সদস্য তাকে আটকে রেখে ৫৫ দিন ধরে ধর্ষণ করে। অবশেষে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
গত শুক্রবার রাতে চকরিয়া উপজেলার কোনাখালী গ্রাম থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে টঙ্গী থানা পুলিশ। উদ্ধারের পর থানায় সাংবাদিকদের কাছে এই বর্বর কাহিনী শোনায় ছাত্রীটি। এ সময় টঙ্গী থানা পুলিশের সঙ্গে আসা ছাত্রীটির মা-বাবা উপস্থিত ছিলেন। তবে অপহরণকারীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের ভাষ্য মতে, এই অপহরণ ঘটনায় জড়িত ছিল চকরিয়া ও মহেশখালী উপজেলার ছয় মাদক ব্যবসায়ীর একটি চক্র।
ছাত্রীটি শুক্রবার রাতে চকরিয়া থানায় কালের কণ্ঠকে জানায়, তার কাছে হিন্দু ধর্মই এখনো শ্রেষ্ঠ ধর্ম। অপহরণকারীরা কোনো কাগজে স্বাক্ষর না নিয়েই পাঞ্জাবি পরা এক মোল্লা ডেকে এনে কলেমা পড়িয়ে আয়েশা বেগম নাম দেয়। যদিও কলেমা কী জিনিস এর কিছুই বুঝতে পারেনি শিশুটি। তৎক্ষণাৎ তাকে অপহরণকারী দলের এক সদস্য মানিকের সঙ্গে পাতানো বিয়ে দেওয়া হয়। ছাত্রীটির অভিযোগ, ৬ এপ্রিল অপহরণের পর ৭ এপ্রিল থেকেই তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করেছে মানিক। এ ছাড়া অপহরণকারীদের আরো কয়েকজন তাকে ধর্ষণ করার চেষ্টা করে।
অপহৃত শিশুটির মা জানান, তাঁর ১১ বছর বয়সী শিশুকন্যাটি টঙ্গীর একটি প্রাথমিক বিদ্যালয় থেকে এ প্লাস পেয়ে পাস করার পর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় একই এলাকায়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভালো ফল করায় সমপ্রতি তার মেয়েকে পুরস্কৃতও করেন ওই এলাকার সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।
চকরিয়া থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া বলেন, 'শিশুটির সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, আইনিভাবে ধর্মান্তর বা বিয়ে কোনোটাই হয়নি।'
তথ্যসুত্রঃ কালের কণ্ঠ।
নারীর প্রতি সহিংসতা যেন গা সয়ে গেছে সবার। আর স্বাধীন রাষ্ট্রে "সংখ্যালঘুর" মতো জঘন্য "টার্ম" সৃষ্টি করে তাদের উপরে চড়াও হবার এই বাজে প্র্যাকটিস এর শেষ কোথায়! ঘৃণা হচ্ছে! হয়ত এই ধর্ষকও বেঁচে যাবে! বিশাল সওয়াব করেছে সে, হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে ধর্ষণ করেছেন উনি, মারহাবা! সুবাহানআল্লাহ! এই সাচ্চা ঈমানদার উত্তম কর্মফল এর দাবীদার। দুনিয়া ও আখিরাতের অশেষ সওয়াব হাসিল করেছেন উনি।
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আওয়ামীলীগ বিএনপি দিয়ে হিন্দি চুলটা হচ্ছে, হয়েছে বা হবে। হিন্দি চুলের দেশ আমার হিন্দি চুলের মানুষ।
চুতিয়ামির একটা মাত্রা থাকে। এরা সব পার হয়ে যাচ্ছে।
এদেরকে হেফাজতকারী মোল্লাগুলারে আগে বাঁশ দেওয়া দরকার ছিল, এইটাকে সওয়াব এর কাজ বলতেও পেছাবে না কুত্তার বাচ্চা ধর্মব্যাবসায়িরা।
২| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:২৬
princejohn বলেছেন: বিশাল সওয়াব করেছে সে, হিন্দু মেয়েকে মুসলমান বানিয়ে ধর্ষণ করেছেন উনি, মারহাবা! সুবাহানআল্লাহ! এই সাচ্চা ঈমানদার উত্তম কর্মফল এর দাবীদার। দুনিয়া ও আখিরাতের অশেষ সওয়াব হাসিল করেছেন উনি।
বিধর্মী এক মেয়েকে ধর্ষণ করা সোয়াবের কাম। এই কথা কি ইসলাম সমর্থন করে? আপনারা কি কন?
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুসলমান বানিয়ে রেইপ করেছে, সুবাহানআল্লাহ বলেন নাই এখনও???
৩| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৪০
নয়ামুখ বলেছেন: দিকভ্রান্ত*পথিক ভাই, এখানে আপনি মোল্লা পেলেন কই। পাঞ্জাবী পরে আসলেই কি যে কোনো লোক মোল্লা হয়ে যায়।
ধর্মান্তরিত করা বা বিয়ে করার জন্য অপহরণ করলে ঐ শিশুটিকে কি সবাই মিলে ধর্ষন করে। বুঝতেই পারছেন ধর্মান্তরিত এবং বিয়ে দুটোই সাজানো নাটক।
হয়তোবা সাম্প্রদায়ীক দাঙ্গা লাগানোর জন্য কেউ পরিকল্পিতভাবে এটা করেছে।
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি ধর্মের উপরে দোষ দিচ্ছি না। আমি একজন আস্তিক এবং সকল ধর্মের প্রতি আমার সহমর্মিতা রয়েছে।
কিন্তু এখানে ধর্মকে ব্যাবহার করা হয়েছে এবং একজন এর নাগরিক অধিকার, ধর্মপালনের তা ক্ষুণ্ণ করা হয়েছে। তাই হয়ত ধর্মের প্রশ্ন চলে আসছে। কিন্তু আমি হয়ত মানিকের মানসিকতা ধরতে পারি, সে সওয়াবও হাসিল করতে চেয়েছিল, মোল্লাদের সমর্থনও সেই সাথে চরিতার্থ করতে চেয়েছে ধর্ষক স্বার্থ!
তাই আরও কঠিন সাজা চাই এই ভন্ডের।
৪| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫০
অিপ পোদ্দার বলেছেন:
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিছুই বলার নাই বাঙালি।
৫| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৬
...নিপুণ কথন... বলেছেন: ১১ বছরের সেই শিশুটি Click This Link
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিছুই বলার নাই..
৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৮
আহলান বলেছেন: দুঃখ জনক .... এমন যে কোন ঘটনার দ্রুত বিচার করা উচিৎ .... ১১ বছরের নাবালিকার সাথে যৌন কর্ম মানেই ধর্ষণ, সেটা তার ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। সুতরাং মানুষ রুপি কুকুরটাকে তার সহযোগি সহ ধরে হাজতে পোরা দরকার ....
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ফাঁশি চাই কুত্তাটার।
৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:০১
যোগী বলেছেন:
যে কেও ধর্মের ধারক বাহক হওয়ার সুজগ পাইলে এমন ঘটনা ঘটতেই থাকবে।
আমাদের সমাজে যে কোন দাঁড়ি টুপি ওয়ালা ব্যাক্তিই যে কাওকে ধর্মান্তরিত করতে পারে। এটা একটা জঘন্য বর্বর নিয়ম। এটা আইন করে বন্ধ করা উচিৎ।
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যোগী ভাই, একে ঈমানদার খেতাব দিতে হবে। তাও সাচ্চাটা।
৮| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মাইন রানা বলেছেন: জোর করে ধর্মান্তরিত করা একটি জগন্য মানবতাবিরোধী অপরাধ। এর জন্য কঠিন সাজা হওয়া দরকার। সমাজের কিছু নিকৃষ্ট প্রাণী এইসব কাজ করে থাকে কিন্তু মিডিয়া ও সুশীলরা দোষ দেয় দাঁড়ি টুপি ওয়ালা মোল্লাদের। যেমন ৬ মাদক ব্যবসায়ী এই জগন্য কাজ করেছে কেউ কেউ সাম্রদায়িক রুপ দেওয়ার চেষ্টা করছে।
ধর্ম হল বিশ্বাসের ব্যাপার। জোর করে বিশ্বাস পরিবর্তন করা যায় না। এই কাজে সওয়াবতো দূরের কথা কঠিন পাপ হবে।
মহানবী (সঃ) এর জীবন ইতিহাসে কাউকে জোর করে ধর্মান্তরিত করার কোন ইতিহাস নেই বরং জোর করে ধর্ম পরিবর্তন নিষিদ্ধ ছিল।
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইসলাম এর এতে কোন ভূমিকা নেই, আমি কিছু মুসলমান ও মুসলমানিত্বের ভারে অন্যদের পিষ্ট করা অমানুষদের কথা বলছি।
৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:২১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: "ইসলাম এর এতে কোন ভূমিকা নেই, আমি কিছু মুসলমান ও মুসলমানিত্বের ভারে অন্যদের পিষ্ট করা অমানুষদের কথা বলছি। "
দয়া করে এই কথায় অনড় থাকুন, সেই সাথে সতর্কও বটে।
ধিক্কার জানাই এবং সরবোচ্চ শাস্তি দাবী করছি।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৮
নয়ামুখ বলেছেন: বাংলাদেশের আইন শৃ্ঙ্খলা পরিস্তিতি সব চেয়ে ভালো! কোথাও কোনো অপহরন, খুন, ধর্ষনের ঘঠনা ঘঠেনি। পত্রিকা যা লিখেছে তা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মাত্র।
আমার কথা বিশ্বাস হলোনা ? যান স্বরাস্ট্রমন্ত্রী ম খা কে জিগান।
**** ঘঠনাটা খুবই দু:খজনক। এর উপযুক্ত বিচার হওয়া উচিত।