নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

"ঐন্দ্রিলার কবিতা বা তিনশ তম পোস্ট।"

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

।।এপিটাফের মানবী।।







ঐন্দ্রিলা-

সে বিকেলের গল্প তোমায় বলা হয়নি।

সেদিন তুমি ছিলে,

আনন্দের মিছিলে।

আমি ছিলেম আর

হাতধরে তোমার।

সে বিকেল শতাব্দি পরেও ভোলা হয় নি।



কিছু স্বপ্ন শীতল হাওয়ার পরশ ছিল,

চুলগুলো এলোমেলো আর আকাশ আবছা নীল।

সূর্যালোক কোমল ছিল মেঘের আনাগোনায়,

তুমি বাস্তব ছিলে কিছুটা, কিছু কল্পনায়।

শুন্যতায় অবাস্তবতা ছিল আর ধ্রুব সময়,

লালচে গালে আদর ছিল লালচে স্বপ্নময়।



ঐন্দ্রিলা-

সে বিকেলের গল্প তোমায় বলা হয়নি।

সেদিন তুমি ছিলে,

আনন্দের মিছিলে।

আমি ছিলেম আর

হাতধরে তোমার।

সে বিকেল শতাব্দি পরেও ভোলা হয় নি।



তুমি ছিলে ঐন্দ্রিলা! বুকের পরে এলিয়ে মাথা,

চুলের সুবাস ছিল, কবিতা ছিল, মিষ্টি কিছু কথা।

তোমার গান ছিল, ছন্দে আবেগ ছিল, মন হারিয়েছিল

হারাবার আশংকাহীন কতো গল্প করছিল স্বপ্নিল।

আর্দ্র অধর ছিল একটু পিপাসা আর অনুমতির মৌনতা,

খানিক পাগলামি আর সন্নিকট হবার সংকোচ স্তব্ধতা।



ঐন্দ্রিলা-

আজ বিকেলের গল্প তোমার জানা হয়নি।

সেদিন তুমি ছিলে,

আজ কোথায় হারালে।

আমি ছিলেম আর

আজ অন্বেষণ তোমার।

এ বিকেল শতাব্দি পরেও বদলে যায়নি।



আজ বিকেলের কোমল আলো রয়েছে,

কিছু পিপাসা, গল্প-কথা-কবিতারা আছে।

দৃষ্টিতে বিষণ্ণতা ভর করে আবছা নীল তবু,

যায়না হারিয়ে দৃষ্টি তোমার, সুবাস চুলের কভু।

স্বপ্ন দুঃস্বপ্ন বিরাজমান, শুধু অস্তিত্বহীন তুমি

তবু অস্তিত্বে প্রবল হৃদয় এপিটাফের প্রস্তর চুমি।





উৎসর্গ "শুভ বিদায়" শব্দদ্বয় এর প্রতি।

মন্তব্য ২২ টি রেটিং +৯/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার ! এটাই তো পড়েছিলাম ফেবুতে নাকি ?

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একদম ঠিক ভাইয়া :)

২| ০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪১

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাহ ! ৩০০ তম ! অনেক পোষ্ট দিয়েছেন ! শুভেচ্ছা রইলো !

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেবাক অকামের পোস্ট! :P :P :P

৩| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কবিতা!
পাঠে মুগ্ধ!


৩০০তম পোস্টে অভিনন্দন। !:#P !:#P !:#P

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যপাতা শোভন ব্রো :)

৪| ০৬ ই জুন, ২০১৩ রাত ৩:২০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
তিনশ তম পোষ্ট দেয়, আমাকে কেউ জানায় না :(

উৎসর্গ এমন কেন? :-P অনেক ভাল লেগেছে কবিতা। শুভ কামনা ও শুভেচ্ছা।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এহ! আপনি মনে হয় "স্টিকি পোস্ট" করার আগে আমাকে বলেন? =p~ =p~ =p~

৫| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৫:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: "উৎসর্গ "শুভ বিদায়" শব্দদ্বয় এর প্রতি। "

মন খারাপ নাকি ব্রাদার ?

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কাছের মানুষরা সহজেই বুঝতে পারে। ভালো থাকবেন ব্রো :)

৬| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় ৫ম ভালোলাগা । ৩০০ তম পোস্টে শুভেচ্ছা :)

ভালো থাকবেন ভ্রাতা :)

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাইয়া, আপনার লেখা একটা জিনিষ যেটা সামুতে না আসায় মিস করি, খুব বেশীই!

৭| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭

মামুন রশিদ বলেছেন: ৩০০তম পোস্টের শুভেচ্ছা ।


ঐন্দ্রিলার গল্প চলতে থাক ।

ব্লগটা সবে জমে উঠছে, আল-বিদা না কহ না । :( X((

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঐন্দ্রিলা পার্মানেন্টলি আমার চরিত্র :)

৮| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বরাবরের মতোই পাঠ মুগ্ধ। :) বিদায় কখনো কখনো শুভও হয়।

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কারণ তাতে ফিরে আসার আহ্বান থাকে ..

৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:১২

আমিই মিসিরআলি বলেছেন: কবিতায় বরাবরের মতই প্লাস
সাথে ৩০০তম পোস্টের জন্য অভিনন্দন

কিন্তু,দানা ভাইয়ের প্রশ্নটা আমার মনেও জাগ্রত হয়েছে ....

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে, হ্যা একটু তো মন খারাপ ছিলই :)

১০| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: ভাল লাগলো

২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাই

১১| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: 'স্টিকি পোষ্ট' কি? B:-)

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: যে পোস্ট স্টিকি করার জন্যে !! :-/ :-/ :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.