![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ঐন্দ্রিলা,
আজ পৃথিবীর সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ঠিকানা থেকে লিখছি জানি, তাই পড়ার অনুরোধে অযথা কুণ্ঠা-অস্বস্তির মাঝে তোমায় ফেলবো না আর। অনেক তো করেছি, কতো কতোবার প্রচণ্ড যন্ত্রণায় কাঁদিয়েছি হিসেব কষতে বসে আতংকিত হয়ে যাই জানো!? নাহ, আমি ক্ষমা চাইবো না!! অবশ্য এ আমার অহংকার নয়, সামান্যতা!
ক্ষমা তো সেখানেই পাওয়া যায়-চাওয়া যায়, যেখানে বাঁধন এর একটা সুতো থাকে। তোমার আমার মাঝের সে চিরন্তন বাঁধন তো আমিই কেটে দিয়েছি! তাই না? কতো নিষ্ঠুর আর নৃশংস ছিল সেটা! শব্দে প্রকাশ করারও অক্ষমতা বোধ করছি প্রিয়তমা। ক্ষমা চাইবার যোগ্য আমি নই জানি, তাই ক্ষমা চাইবোও না, ভয় হয় যদি ক্ষমা করে দাও? যদি আবার হৃদয় অগ্নির ধ্বংসাবশেষে চাও হতে ধ্বংস? কি করে ফেরাবো আমি? তোমার সমান ভালোবাসা আমি বাসতে পারি নি প্রিয়, এ আমার নির্লজ্জ ব্যর্থতা বৈ কিছু নয়! শুধু নিজেকে নিয়ে থাকা, নিজের মতো করে তোমায় চাওয়াই সবকিছু ছিল যেন! অথচ যখন তুমি বদলাতে বলেছে সামান্যও, বলেছ একটু তোমার মতো হতে, করতে, এড়িয়ে গিয়েছি শত অজুহাতে! বলেছি, নিজের মতো থাকতে চাই, একা থাকতে চাই! কারো খবরদারি সহ্য করিনি, তোমারও না। কষ্ট হয়েছে কি তোমার? হয়ে থাকবে!! কিন্তু সে সব দেখার সময় কোথায় ছিল বল!? আমি তো জীবন নামক কারাগারে আবদ্ধ এক পথিক, অনবরত পায়চারী করি আর ভাবি নিজেকে নিয়ে, তাহলে তুমি কোথায়? এর উত্তর জানা নেই আমার। তবে তুমি রয়েছ, তখনও ছিল, বুঝতে পারিনি, আনমনে একটু ভাললাগা হয়ে, মেঘলা বিকেলের বৃষ্টিকণা হয়ে, হৃদয়ের স্পন্দন হয়ে... শুধু বোঝার অবকাশ হয় নি আমার। আজ তুমি কতো দূরে অথচ আজও রয়েছ, এ কথা নিশ্চিত করে বলতে পারি! প্রতিটা নিঃশ্বাসে, জীবন্ত থাকার প্রতিটা মুহূর্তে জেনেছি, অনুধাবন করেছি, নিজের থেকেও বেশী নিজের কিছু যদি জীবনে থেকে থাকে সে হচ্ছ তুমি! হারিয়ে গেলাম দূরে কোথাও কিন্তু আরও বেশী গভীরে যেন হারিয়েছ এ বুকের মাঝে।
তুমি ছিলে, তুমি রয়েছ, তুমিই থাকবে, ঠিক যেখানে ছিলে! মস্তিষ্কের অন্তরীন ভালোলাগা থেকে স্পন্দনের প্রতিনিয়ততায়। থাকবে নীল আকাশে এক পলক দৃষ্টিপাত হয়ে, উড়ে আসা কাশঁফুলের একটু শুভ্রতা হয়ে। আজও বৃষ্টি হলে একসাথে ভেজার বড়ো ইচ্ছে হয়, জানতে ইচ্ছে হয় কেমন আছো... কিন্তু কি এসে যায় বলো? ঝর্নার জলধারা তো কষ্টের পাহাড় গলাতে সমর্থ নয়, তাই চোখের জলে আর ভুলে জাবার বৃথা প্রয়াস করি না। আমাকে নিয়ে ভেবো না প্রিয়তমা, বোধহয় যন্ত্রণার সাথে বসবাস শিখে ফেলছি দিনদিন...
তোমার চুলের সুবাস, কাজলের বিষণ্ণতা বা হাঁসির মিষ্টতাও হয়ত ভুলে যাবো... একদিন তো মৃত্যু হবেই! তোমায় পাবো না, তাই মৃত্যুকে আপন করে পাবার উদ্রগ্র বাসনায় নিঃশ্বাসের অলীক মায়াজালের বুননটা থেমে নেই।
অনাকাঙ্ক্ষিত---
দিকভ্রান্ত পথিক।
█ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █ █
ঐন্দ্রিলার জন্যে আরও কিছু শব্দ...
ঐন্দ্রিলার কবিতা
ঐন্দ্রিলা! আর্দ্র হবে?
০১ লা জুলাই, ২০১৩ রাত ৮:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্যে কৃতজ্ঞতা আপনার প্রতি।
অনেক শুভকামন রইলো।
২| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অনাকাঙ্ক্ষিত---
জীবনের অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত--- ভ্রাতা !
শুভকামনা !
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা ভাইয়া
৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৪
মাগুর বলেছেন: বাহ! বেশ লিখেছেন তো
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আগেই পড়ছেন চামে কমেন্টাইলেন!?
৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৭
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
+++++++
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপু অনেক অনেক ধন্যবাদ নেবেন।
৫| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৪৭
কালোপরী বলেছেন:
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুমমমম
৬| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: চিঠিতে ভালোলাগা রইল ভ্রাতা +++++
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ @অপূর্ণ দা!
৭| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
বটের ফল বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: অনাকাঙ্ক্ষিত---
জীবনের অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত--- ভ্রাতা !
শুভকামনা !
একগুচ্ছ প্লাস।
+++++++++
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেবেন, পড়ার জন্যে কৃতজ্ঞতা !
৮| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭
ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: ++++++++++++
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!!
৯| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭
~মাইনাচ~ বলেছেন: সুন্দর
নীচের ডট ডট গুলো কি করে দিয়েছেন বলেনতো
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কপিপেস্ট দিয়েছি, আপনি এখান থেকে কপি করতে পারেন
১০| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মায়া কেন যে কখনো পিছ ছাড়ে না।
১১| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো
অনেক +++++++++ ...........
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
রোজেল০০৭ বলেছেন: তোমার চুলের সুবাস, কাজলের বিষণ্ণতা বা হাঁসির মিষ্টতাও হয়ত ভুলে যাবো... একদিন তো মৃত্যু হবেই! তোমায় পাবো না, তাই মৃত্যুকে আপন করে পাবার উদ্রগ্র বাসনায় নিঃশ্বাসের অলীক মায়াজালের বুননটা থেমে নেই।
ভাষাহীন হয়ে গেলাম।