![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালি চেয়ারটির স্তব্ধতা
অপরিবর্তনীয়তায় বন্দিত্ব করেছে বরণ,
চায়ের কাপে লেগে থাকা ঠোঁটের
স্পর্শ রয়ে যাবে ফেলে গেছো যেমন।
থাকবে বিষণ্ণ বিকেলের ব্যালকনিটা, পাখীর খাঁচাটা শূন্য,
গানগুলো শুনবে না কেউ, সূর থেকেও বিপন্ন।
তুমি নেই তবু, সূর্য উঠবে হয়ত,
অস্ত যাবে নিয়মিত,
হাঁসিটুকু বিলুপ্ত জানি চন্দ্র হাসবে তবু,
মেঘের গুঞ্জন হবে, হয়ত বর্ষা হবে কভু।
সবকিছু রয়ে যাবে ঠিক যেমনটা গেছো ফেলে,
যদি আরেকবার তাকাও অভিমান ভুলে, চোখ মেলে।
বুক-শেলফ এর প্রতিটি বই,
উপরে পরা ধুলোর আস্তর, তোমার অস্তিত্বের সাক্ষ্য দেবে,
ফুলদানীটা রয়েছে ঠিক সেখানে,
আর তুমি রয়ে গেছো এখনে।
রেখে গিয়েছিলে যেখানে, ঠিক হৃদয়ের মাঝে,
চিরন্তন বসবাস তোমার, প্রভাত হতে সাঁঝে
মহাকালের শেষ পর্যন্ত, স্পন্দনের প্রতিটি কম্পনে।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে! সময় করে পড়ার জন্য ও মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা!
শত শুভকামনা রইলো!
২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১০
আমিই মিসিরআলি বলেছেন: একটা ছবি লাগিয়ে দেন আর বরষা'' টা ঠিক করেন
২য় প্লাস ++
১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম ভাই, ধরিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা
অনেক অনেক ধন্যবাদ পড়ে দেখার জন্যে মিসিরআলি ভাই, ভালো থাকবেন। দিন সুন্দর কাটুক!
৩| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪১
রাইসুল নয়ন বলেছেন:
দারুণ লিখেছেন কবি,
কিছু ছাপা খানার ভূত আছে, তাড়িয়ে দিন
যাকে ভেবে লেখা তাকে লিংক টা দিবেন আশা করি!!
১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আহা! লিংক দেয়া গেলে কি আর কবিতা লিখতে হতো? সরাসরিই বলতাম!!
সময় নিয়ে পড়েছেন তাই অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা জানবেন !!
৪| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
সাকিব শাহরিয়ার বলেছেন: ভালো লিখেছেন
রেখে গিয়েছিলে যেখানে, ঠিক হৃদয়ের মাঝে,
চিরন্তন বসবাস তোমার, প্রভাত হতে সাঁঝে
মহাকালের শেষ পর্যন্ত, স্পন্দনের প্রতিটি কম্পনে।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবিতা পাঠের জন্য
৫| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন সব শব্দের মিশেল।
দূর্দান্ত।
২৩ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আশরাফুল ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতায় শিল্প নদীর মতো বহমান! সাথে একটু সুর! বেশ ভালো লেগেছে তো!
প্রথম ভালো লাগা।