![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত্যু যাপনে বিধ্বস্ত, বড় ক্লান্ত দেহময় ব্যাথার সব অনুভূতি,
শুষ্ক চোখজুড়ে কান্নার আকুতি তবু রক্তাক্ত পলকের নেই অব্যাহতি,
গ্রাস করে চলে প্রতি মুহূর্তে অগ্নিকুণ্ডের যন্ত্রণাময় গহ্বর,
ম্রিয়মাণ হৃদয়ের জানা নেই খোঁজ, এতোটুকু আলোকের অস্তিত্ব!
শুধু মায়াময় মৃত্যু অপেক্ষমাণ, যেখানে জীবনের আহ্বান পৌঁছে না,
এখানে কুৎসিতের ঠিকানা, ভয়াল অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর দুর্গমতম সীমানা,
কাতর চিৎকার, অভিশাপ মোচনের ক্রন্দন শুধু জীবনের এ প্রান্তে,
আঁধার-প্রাণহীন প্রান্তরময় আলোহীন উত্তাপের প্রচন্ডতায় গলিত ধ্বংসস্তুপ
হতে গিয়েও, আঁকড়ে বুকে যন্ত্রণার পরিনাম,
তবু স্বাপ্নিক হবার দুঃস্বপ্ন-দুরাশা করে বিপর্যস্ত অবিরাম!
অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষারা ঘিরে ধরে করে অবাস্তব মোহে আচ্ছন্ন মস্তিস্ক,
ক্রন্দনের নিয়তি মাথায় হাত বুলিয়ে দেবার মমতা হবার অভিনয়ে করে প্রতারিত।
মনের অন্তনীলে অন্তরীন আবেগের কোলাহল এড়িয়ে,
পতনের পূর্বমুহূর্তে ধাবমান ভূমির আতংক পেরিয়ে,
খুঁজে দেখার প্রত্যাশার উৎপত্তি শঙ্কিত করে প্রতিক্ষণ,
ইচ্ছে হয় অবাক জ্যোৎস্নাহত মরণ করি বরণ,
লিখি কবিতা শুভ্র মেঘ কালি, আশ্রয় নীলচে গগন।
আকাশের বিশালতা কিংবা সুমুদ্রের গভীরতায়,
বা কোন চিরচেনা হারানো চোখের বিষাদময়তায়,
হই নির্বাসিত শত যন্ত্রণার অনুভূতি হতে!
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, অনেক দিন পড়ে আমার ব্লগে কমেন্ট করলেন!
২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল হয়েছে। প্লাস দিয়ে গেলাম।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রফেসর সাহেব!
শুভকামনা জানবেন
৩| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩
রোমেন রুমি বলেছেন: সুন্দর!
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য কৃতজ্ঞতা নেবেন
৪| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
একজন আরমান বলেছেন:
মাঝখানটা বেশি ভালো লাগলো।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরমান ভাই সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
৫| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর ! কবিতা লিখতে চাই !
++
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: দানা ভাই অনেক ধন্যবাদ সময় নিয়ে পড়ার ও মন্তব্য করার জন্য। আপনি ভালো কবিতা লিখতে পারেন, কিন্তু হয়ত সময় দেন না বলে আমরা লেখাগুলো থেকে বঞ্ছিত হই! কলম হাতে বসে গেলেই হবে! আমরা অনেক ভালো লেখা পাবো আপনার কাছে এ আপনার হাড়ির দু চারটে ভাত টেস্ট করেই বোঝা গেছে।
৬| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২১
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ৬ষ্ট প্লাস!!
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে
৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৩
শাকিল ১৭০৫ বলেছেন: পোস্টে প্লাস
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নেবেন সময় করে পড়ার জন্য
৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৩
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
সপ্তম ভালোলাগা ++
২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাইয়া।
৯| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২৪
স্বপ্নবাজ অভি বলেছেন: দুরন্ত কবিতা !
২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইইয়া অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য শত শুভকামনা রইলো!
১০| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০০
সাকিব শাহরিয়ার বলেছেন: ভালো লিখেছেন।
২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানবেন
১১| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৯
আমিই মিসিরআলি বলেছেন: ফেসবুকে পড়েছিলাম,৮ম প্লাস +++
২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্লাসের জন্য ও পাঠের জন্য কৃতজ্ঞতা মিসিরআলি ভাই।
১২| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা +++
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভাইয়া
১৩| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৮
বোকামন বলেছেন:
ইচ্ছে হয় অবাক জ্যোৎস্নাহত মরণ করি বরণ,
লিখি কবিতা শুভ্র মেঘ কালি, আশ্রয় নীলচে গগন।
চমৎকার একটি কবিতা ! ৯ম ভালোলাগা রইলো :-)
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেকদিন পর মন্তব্য করলেন কবি! অনেক অনেক ধন্যবাদ! সময় করে পড়েছেন বলে কৃতজ্ঞতা! আর দেরীতে উত্তর দেয়ায় দুঃখিত!
১৪| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।
দশম প্লাস!
২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেবেন দুর্জয় সাহেব, সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা অশেষ!
১৫| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৫
এক্সপেরিয়া বলেছেন: কবিতা লিখতে মঞ্চায়... কিন্তু লিখতে পারি না.... :-( কবিতা সুন্দর হৈছে....
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, কবিতা আর কি, মনের কথাগুল লেখার চেষ্টা আমার
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৮
লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল।