![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁধার রাতের গল্প ছিল কিছু,
চাঁদটার পথ ধরে যে অক্ষর নেয় পিছু,
নিয়ন আলোর শেষটা,
অবসাদগ্রস্থতার রেশটা
যে ক্ষণে মিলিয়ে গিয়েছে নিমেষে
তোমার সর্বগ্রাসী আবেগময় অধরের স্পর্শে,
গিয়েছে কালচে মেঘগুলো মরু বুকে বর্ষে।
রাতের কথাগুলো ডুবে যাওয়া প্রাসাদে
সিন্ধুক অরক্ষিত-গোপন ভীষণ, আঁধার রোদে।
সেই শব্দগুলো গাওয়া যায় না গানে,
বুনে দেয়া চলেনা তার ছন্দ কাব্য কাননে।
কানের পাশে তোমার ফিসফিসে শুষ্কতা
মৃদুতায় জানিয়ে যায় কল্লোলের উৎস কোথা,
জাদুকরী মন্ত্র-গুঞ্জন, প্রতিটি স্পর্শের উষ্ণতা
করে আপন, ধ্বনিত-অনুরণিত তার মোহময়তা!
স্পন্দনরত কমনীয়তা ছুঁয়ে হওয়া প্রাণবন্ত,
মৃত নির্জীব পাহাড়ের অশ্রুধারায় পরিণত,
শীতল বরফখন্ড গলিত, তপ্ত পরাজিত।
আঁধার রাতের গল্প ছিল কিছু বাকি,
তপ্ত বালুচর তুমি, নগ্ন পদ রাখি,
হাঁটবার নিমিত্তে রাতভর, শীতলতাকে দিতে ফাঁকি।
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া। আপনার দিন সুন্দর ও শুভ হোক!
২| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৩
রাইসুল নয়ন বলেছেন:
পথিক!!
বুঝতে পারলামনা যা বোঝাতে চেয়েছেন,
ইদানীং খুব কঠিন করে লিখছেন!!
শব্দেরা সুন্দর।
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যা লিখতে চেয়েছি তা সরাসরি লেখা একটুঁ কঠিন বিধায় সচেতন ভাবেই সরাসরি লিখিনি ভাইয়া। একটি মনোযোগ দিয়ে পড়লেই হয়ত ধরতে পারতেন, তবু যদি কোন বিশেষ অংশে কোন কিছু বলার থাকে আমি পরিষ্কার করতে পারবো।
৩| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২১
দলছুট শুভ বলেছেন: কেন জানি বার বার মনে হয় " দিকভ্রান্ত পথিক "" নামের সাথে কবিতা যায় না। কি কারণে এই কথাটা মাথায় ঘোরে জানি না। হয়তো দিকভ্রান্ত পথিক নিক থেকে ইনফরমেটিভ কিছু আশা থাকে।
যাই হোক। কবিতায় +++
২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নামেই কর্ম বিচার করলেন ব্রো?
২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস এ লট এনিওয়ে!
৪| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লেগেছে। প্লাস।
২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তোমাকে সময় করে পড়ে কমেন্ট করার জন্য!
৫| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১
ভূতাত্মা বলেছেন: অচলীল
তবে অনেকগুলা অচলীল পেলাচ
২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভূত মাত্রই এমন! পড়ে টড়ে অচলিল অপবাদ দিয়ে যাবে!
অনেক গুলা প্লাসের জন্য এত্তোগুলা থেংকু!
৬| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
মামুন রশিদ বলেছেন: দারুণ ছন্দময়, নগ্নতার লুকোনো গল্পগুলো
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তা আপনি যেভাবেই বলেন!
৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:০০
দায়িত্ববান নাগরিক বলেছেন: কবিতা তো সুন্দর !
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ দানা ভাই! আপনি ভালো থাকুন এই কামনা রইলো!
৮| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৯
স্বপ্নবাজ অভি বলেছেন: বাক্য গঠনের স্বকীয়তায় মুগ্ধ !
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অভি ভাই কৃতজ্ঞতা সময় করে পড়ার জন্য, আপনার জন্য শত শুভকামনা জানাই!
৯| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১
তারছেড়া লিমন বলেছেন: কবিতায়+++++++++++++++++++++
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেকদিন পর এলেন লিমন ভাই! অনেক ধন্যবাদ !!
শুভকামনা রইলো ব্রো
১০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:০৭
অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ছন্দে ছন্দে কবিতা ! জীবনেও পারবো না এভাবে ছন্দে ছন্দে লিখতে !
শুভকামনা রইলো
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপু আপনি অসাধারণ লেখিকা, আপনার মন্তব্যটি লজ্জিত কুন্ঠিত যেমন করছে তেমন গর্বিত ও উৎসাহিতও করবে।
অনেক অনেক ভালো থাকুন সবসময়।
১১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৮
মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার ! কে কইছে আপ্নে দিকভ্রান্ত >?
জাতে মাতাল তালে ঠিক
অনেক ভাল লাগল ।
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা হা বেশ হাসলাম আপনার কমেন্টখানা পড়ে! আসা যাওয়া চলুক মাহমুদ সাহেব, দেখা হবে কথা হবে
শুভকামনা রইলো আপনার প্রতি।
১২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮
নিয়েল হিমু বলেছেন: খারাপ লাগে নি মোটেও ++
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো হিমু ভাই!
১৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৯
কাজী মামুনহোসেন বলেছেন:
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মামুন ভাই কানছুইন ক্যাড়ে খিতা হইছে আন্নের?
১৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: অনেক দিন পর অসাধারন একটা কবিতা লিখলেন। নিয়মিত কবিতা আর পোস্ট চাই।
++++++++
(আমিও প্রায় ৫ দিন পর সামুতে লগিন করতে পারলাম)
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে হে আপ্নারে তো কবিতায় পাওয়া যায় না ব্রো, নিয়মিত মতামত দিয়ে হেল্প করবেন
১৫| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০২
আমিই মিসিরআলি বলেছেন: মামুন ভাই কান্দেন কে ?
অলি ভাইয়ের কবিতা বইলা কথা +++
২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মিসিরআলি ভাই, কবিতায় আপনার সাথে আলাপ হয়, এটা অনেক ভালো লাগে। সব সময় আপনাদের সাথে পাই এটা খুবই ভালোলাগার বিষয়। যদিও সে তুলনায় আমি আপনাদের সাথে ততটা থাকিনা, এ আমার চরম ব্যর্থতা, ভালো থাকবেন ভাই, আপনার জন্য শত শুভকামনা!
কালামিয়া কেমন আছে??
১৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১১
ভূতাত্মা বলেছেন: অচলীল পিলাচ কিন্তুক
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কেনু, এতো অচলিলতা কেনু! জয়া আহসান তুমি কুতায়!? :#> :#> :#>
১৭| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:০০
আমিই মিসিরআলি বলেছেন: আর কয়েন না ভাই,কাউলায় কালকা ২ টা কৈ মাছ চুরি করছে
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা , বেচারারে মাছ কিন্না খাওয়াইতে মুঞ্ছায়!
১৮| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৬
ভূতাত্মা বলেছেন: জয়া মুগলী হৈয়া জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে
১৯| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৬
ভূতাত্মা বলেছেন: জয়া মুগলী হৈয়া জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জঙ্গলের এদ্রেস দেন আমি জঙ্গল যাবো
২০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++
২১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শব্দচয়ন । ভাল হয়েছে্ ।১ম +