![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নালায় পড়ে যাওয়া গাভীটি উদ্ধার পাওয়ার জন্য কিছুক্ষণ পর পর ‘ডাক’ দিচ্ছিল। পাশে রেকার নিয়ে প্রস্তুত দমকলকর্মীরা......
শুক্রবার বিকেল ৫টার দিকে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের কাছে নালায় পড়ে আটকে যায় ওই গর্ভবতী গাভীটি। কিছুক্ষণের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হলেও কোনভাবেই এটিকে উপরে তোলা সম্ভব হচ্ছিল না। তবে মালিকও সেটিকে জবাই করতে নারাজ।
খবর পেয়ে এটিকে জীবিত উদ্ধারের জন্য ছুটে আসে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের কর্মীরা। রাত সাড়ে ৮টা পর্যন্ত এভাবেই চলে তাদের চেষ্টা। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা জানান, নালার ওপরের অংশ ভাঙ্গলে গরুর ওপর পড়বে আর পাশের দেয়ালটি আকারে অনেক বড়। তাই সেটিও ভাঙ্গা সম্ভব হচ্ছিল না। রাত ৮টা ৪০মিনিটে নগরীর কদমতলি থেকে রেকার নিয়ে আসেন গরুর মালিক জাকির হোসেন। এরপর র্যাকারের সাহায্যে দমকল বাহিনীর সদস্যরা গরুটি উঠানোর চেষ্টা শুরু করেন।
চার ঘণ্টার চেষ্টার পর রাত ৯টার দিকে র্যাকার দিয়ে নালা থেকে গরুটি জীবিত উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। উদ্ধারের পাঁচ মিনিট পরই গরুটি মারা যায়। নিজের গৃহপালিত প্রিয় গরুর মৃত্যু দেখে কান্নায় ভেঙ্গে পড়েন মালিক রেলওয়ে কর্মচারী জাকির হোসেন...
তথ্যসূত্র ও লেখাঃ বিডিনিউজ২৪.কম
২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭
মো: আতিকুর রহমান বলেছেন: অনেক কষ্টের
৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২
প্রোফেসর শঙ্কু বলেছেন: দুঃখজনক।
৪| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২
মামুন রশিদ বলেছেন: ন্যাশনাল জিওগ্রাফিতে এরকম একটা প্রোগ্রাম দেখেছিলাম । আলাস্কার এক কুয়োয় একটা একটা ভাল্লুক পড়ে গিয়েছিল । উদ্ধারকারীরা অনেক কষ্টে সেটাকে তুলে আনেন । ভাল্লুকটি অবশ্য বেঁচে গিয়েছিল ।
৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮
আমিই মিসিরআলি বলেছেন: সত্যিই খারাপ লাগলো
৬| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সবাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখজনক !