![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বের মোটামুটি সব দেশেই এমন কালচার রয়েছে, বিলবোর্ড বা অন্যান্য প্রচার সরঞ্জাম ব্যাবহার করে রাজনৈতিক প্রচারনা চালানোর। আওয়ামীলীগ তা চালালে দোষের কি আছে ঠিক বুঝে পাইনা। ভোট পেতে নিজেদের কাজগুলোর সারমর্ম তুলে ধরাটাই বরং অত্যন্ত স্বাভাবিক! অনেক দেশে আবার এরকম সংস্কৃতি নেই, সে হিসেব করলে বাংলাদেশে এটা কিছুটা অভিনব হয়ত। রাজনৈতিক নেতা নেত্রীর মৌখিক বক্তৃতার চেয়ে অবশ্যই বেশী কার্যকরী পদ্ধতি এটি!! তাই লীগকে স্বাগত জানাই এই ধরনের উদ্যোগ দেয়ার জন্য।
কিন্তু যে একটা বিষয় আমার খটকা লাগছে, সাধারন গ্রামের মানুষ, তৃনমূলের ভোটারদের কি হবে? যতদূর জানতে পারলাম, বিলবোর্ড প্রচারণা শুধু বড় বড় শহর, যেমন ঢাকা কেন্দ্রিক! আমার ধারনা ভোটার তৃনমূলেই বেশী যাদের চিন্তাভাবনা মেনুপুলেট করা খুবই সহজ। যাদেরকে বছরের পর বছর জামাত শিবির কানপড়া দিয়ে দিয়ে লীগকে 'নাস্তিক সরকার' বানিয়ে (!) ছাড়ছে! তাদের ভুল ধারনা ভেঙে দেবার জন্য ব্যবস্থা নিলেই বলতে পারবো হ্যাঁ, প্রচারের মতো প্রচারই হচ্ছে।
আর লীগকে মিথ্যা বলে প্রচার করতে হবে না কিছুই, বিএনপির মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতির বিপরীতে সত্য ও সহজ পথই হোক লীগের পথ চলা এটাই কামনা করি। তাই সত্য মুখেই হোক বা বিলবোর্ডে, সত্য কখনই মিথ্যা হয়ে যায় না! বিএনপির সৎ সাহস থাকলে তারা নিজেদের কর্মকান্ডের ফিরিস্তি নিয়ে এগিয়ে আসুন! খাম্বা বাবা বিদ্যুৎ খাত নিয়ে কম্পারিজন করতে পারেন, সব সময়ের জন্যই ওয়েলকাম। দুর্নীতির গভীরতম খাদে দেশকে ফেলে দেয়ায় চ্যাম্পিয়নরা পারলে তুলনা করুণ সেখানেও!? এক পদ্মা সেতুর গান আর কতোদিন? দুর্নীতি আজও প্রমানও হলো না চোখেও দেখলাম না কোন প্রমান! শুধু বাঁশের কেল্লার মুমিনদের(!) আর ছুপা ছাগুদের মুখেই শুনি সেই বাতাসার গল্প যার অস্তিত্ব বাস্তবে খুঁজে পাই না। আর জিডিপি, রাস্তাঘাট ও অবকামঠামোর ব্যাপক উন্নতিও ছাড়িয়ে গেছে আগের যে কোন সময়ের রেকর্ড।
ছবিঃ সড়কপথ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি।
ব্যাক্তিগত কাজে সাময়িকভাবে ফিরে যাওয়া সজীব ওয়াজেদ জয় নিয়েও একটি বিশেষ মহলকে আতংকিত দেখাচ্ছে। এতোই আতংকিত যে তাদের পোষা কুকুরকে দিয়ে অনালাইনে হুমকি দেবার মতো হাস্যকর কাজেও নেমেছে তারা। কিন্তু কেন? কারণ কি শুধু এটাই যে ভয়াবহ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খাম্বা বাবা, হাওয়া বাবার বিপরীতে নিতান্তই পরিষ্কার ইমেজের একজন মানুষ দেশের জন্য কাজ করতে চায়? যেখানে সেই রাজপুত্তুরকে আজকেও অনলাইনে চোর-বাটপার (দুষ্টুজন অমুক চোরাও বলে থাকেন) বললে এমনকি হার্ডকোর বিএনপির সমর্থকরাও গালাগালি ছাড়া কোন বাস্তব প্রমান বা যুক্তি দেখাতে পারে না সেখানে জয়ের দেশের প্রতি যেমন কোন বিশেষ ভূমিকা নেই তেমনি দুর্নীতিতেও নেই কোন অংশগ্রহন। তরুণদের মাঝে কি পরিমান জনপ্রিয়তা রয়েছে তার সেটা এই কদিনেই দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে। সজীব ওয়াজেদ জয় হতে পারেন আওয়ামীলীগ তথা দেশের রাজনীতিরই নতুন এক ব্র্যান্ডনেম! হ্যাঁ এটা মেনে নিতেই হবে এ অঞ্ছলের রাজনীতির ভয়াবহ নোংরামীর সাথে তার সার্বিক পরিচয় যেমন নেই তেমনি এর কুটিলতা সামলে উঠতেও প্রয়োজন হবে সময়ের, কিন্তু ওই যে, পরিষ্কার ইমেজ? সেটাই তাকে দিচ্ছে অনেক বড় এডভান্টেজ।
রাজনীতির মাঠের বড় খেলোয়াড় জামাত-শিবির-রাজাকারদের ‘তথাকথিত হারানোর’ পরে পাকিস্তান প্রধানমন্ত্রীর সাহাজ্য প্রার্থনা সহ জামাতে ইসলামী পাকিস্তানের জামাত নিষিদ্ধের প্রতিবাদে সক্রিয় হওয়া আবার আমাদের সজাগ হতে বলছে সেই পুরোনো আশংকাটির বিষয়েই! আবারও কি ফিরে আসবে সেই বোমাতঙ্ক? ফিরে আসবে বাংলা ভাই কিংবা সায়খ আব্দুর রহমানের মতো কোন ফ্রাংকেস্টাইন? জামাত যদি আন্ডারগ্রাউন্ডে থেকে দেশে অস্থিতিশিলতা সৃষ্টির চেষ্টা চালায় বিএনপির এ ক্ষেত্রে ভূমিকা কি রকম হবে তাও কিছুটা কনফিউজিং! তবে দৃশ্যমানভাবেই জামাত শিবির এর সাথে দেশের সমস্ত নিষিদ্ধ ঘোষিত ও কোনঠাসা জঙ্গি সংগঠনগুলো হাত মিলিয়েছে। তাদের একটিভিটি যে রকম প্রচণ্ড শান্ত হয়ে এসেছে তা বড় ঝড়েরই পূর্বাভাস, দেশ নিয়ে নির্মম কোন খেলারই নীল নকশা আঁকতে ব্যাস্ত এখন তারা এ কথা হলফ করে বলা যায়। যত মৃত্যু ক্ষমতায় যাবার পথ ততও প্রশস্ত হবে কিনা! সব সময়ে বিরোধীতা করে আসা আরেক
ধর্মব্যাবসায়ী ও জঙ্গি সম্পৃক্ততা থাকা ইসলামিস্ট গ্রুপ তথাকথিত হেফাজতে ইসলাম এর নামে এখন জামাতকেই সমর্থন দিয়ে চলেছে, যা মুলত একটি ভয়াবহ মৌলবাদী ও জঙ্গি সক্রিয়তার দেশ এর অশনি সংকেতই দিচ্ছে এই মুহূর্তে।
ছবিঃ "এসো ভুলে যাই - কাদের মদদে এসব হচ্ছিল!"
এসবকে পাশে রেখেও বলাই যায়, জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার সাহসী সিদ্ধান্তে সাথে থাকার জন্য বাংলাদেশ আওয়ামীলীগকে কোটি ধন্যবাদ। এ ছিল প্রানের চাওয়া। যেমন ছিল রাজাকারদের বিচার এর বিষয়টা। সেক্ষেত্রে কখনও কখনও আশাহত হতে হয়েছে বটে। কিন্তু বাস্তবতা মেনে না নিয়ে কিছু করারও নেই। সিদ্ধান্ত শেষ পর্যন্ত আদালতই দেয়, সরকার তার আওতায় থাকা সবটাই করেছে বলেই দৃশ্যমান হয়। আর আরও রুঢ়তর বাস্তবতা হচ্ছে, জামাত নিষিদ্ধ, ঘৃণ্য রাজাকারদের বিচার এবং সর্বোচ্চ শান্তির মতো বিষয়গুলো বিএনপির আমলে কোনদিনই সম্ভব হতো না। আর সিদ্ধান্ত কার্যকরী অবশ্যই হবে যদি সরকার এর সদিচ্ছা নাও থাকে কারণ উচ্চ আদালতের হস্তক্ষেপের পরে আর কারো কিছু কি আদৌ করার থাকে?
প্রশ্ন তবু থেকে যাবে, মাঠে যাদের বিচার রুখতে বিএনপি যান দিয়ে দিয়েছে তাদেরকে কি ফাঁসিতে ঝুলতে দেবে? কতো নির্লজ্জভাবে শাসকেরা এই দেশে ক্ষমতার অপব্যাবহার করেছে অতীতে সে বলাই বাহুল্য!
বিষয়গুলো ভেবেই সিদ্ধান্ত নিন, আপনি আওয়ামীলীগ করেন, বিএনপি করেন বা অন্য কিছু, সব শেষে আপনি একজন বাংলাদেশী, দেশের মঙ্গলের দিকেই তাকানো আপনার নাগরিক কর্তব্য! নৈর্বেক্তিকভাবে একবার অপশন এ আরেকবার অপশন বি চাপার সংস্কৃতি আঁকড়ে থাকলে শুধু চলবে না, ভাবতে হবে দেশটাকে নিয়ে, ভাবতে হবে দেশপ্রেমের যায়গা থেকে।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যা কোন দিনই কাম্য নয়। এ ছাড়া জঙ্গিবাদ মাথা চাড়া দেওয়াটাও শুধু সময় ও সঠিক পরিস্থিতির বিষয় যার জন্য বিএনপি সিমপ্লি পারফেক্ট।
২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২১
কষ্টবিলাসী বলেছেন: ব্লগের নোটিস বোর্ডে একখান বিলবোর্ড টাঙিয়ে দিলে কেমন হয়? দখল নেয়ার চেষ্টা বিফলে যাবে না।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লীগের বিরোধিত করতে গিয়ে সব কিছুতেই অরুচি ধরে গেছে যেমন আপনাদের তেমনি মহাব্বত জন্মে গেছে জামাত শিবির রাজাকার ও সন্ত্রাসী জঙ্গিগ্রুপগুলর প্রতি! দেশের অমঙ্গল ডেকে আনতে এক হেফাজতই যথেষ্ট! কমনসেন্স ইউজ করুণ।
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৫
তিক্তভাষী বলেছেন: "আওয়ামীলীগ তা চালালে দোষের কি আছে ঠিক বুঝে পাইনা। "
বেশীর ভাগ বিলবোর্ড বিজ্ঞাপনী সংস্থার যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেয়া ছিলো। কাউকে না জানিয়ে ওগুলো জবরদখল করা হয়েছে।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাস্তা সরকারী এবং বিলবোর্ড ইজারা দেয়া হয় মালিকানা থাকলে নিশ্চয়ই চুক্তি সম্পাদিতকরেই কাজ করা হয়েছে। দেশ চালায় ব্যাবসায়ীরা তাদেরকে খতিগ্রস্ত করা কোন হঠকারীতা পাগলেও করবে না। তাই মানব জমিনের মিথ্যাচার নিলাম না।
৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
কষ্টবিলাসী বলেছেন: পত্রিকার পাতা দখলে নেয়া যেতে পারে। আর গ্রামের মানুষের জন্য মোবাইলে এসএমএস পাঠাতে পারেন, কোম্পানিগুলো মাগনা করে দেবে।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: টাকা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন আমি কেন, টোকাই ইদ্রিসও দিতে পারবে।
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
কাজী মামুনহোসেন বলেছেন: খারাপ বলেননি।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ নেবেন মামুন ভাই!
৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন:
আগামি নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত এবং কেন?
Click This Link
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার লেখনী অকাট্য যুক্তি দিয়ে সাজানো। এখানে যারা পিছলাপিছলি করে গেছে তাদের একটু গভীরে খুঁজে দেখলেই শিবিরের চাঁদা দেয়ার রিসিট পাওয়া যাবে।
৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩
মিনহাজুল হক অনিক বলেছেন: উন্নয়ন রে উন্নয়ন! চারিদিকে খালি উন্নয়ন, এত উন্নয়ন রাখি কোথায়? উন্নয়নের জোয়ারে দেশ ভেসে গেল! তবে চুরি আর দখল যাদের ট্রেডমার্ক, চুরি করে রাজধানীর সমস্ত বিলবোর্ড অবৈধভাবে দখল করে সেই ট্রেডমার্ক-এর ধারা এখানেও বজায় রেখেছে। জয় বাংলা, জয় মা তারা !
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার সাহসী সিদ্ধান্তে সাথে থাকার জন্য বাংলাদেশ আওয়ামীলীগকে কোটি ধন্যবাদ। এ ছিল প্রানের চাওয়া। যেমন ছিল রাজাকারদের বিচার এর বিষয়টা। সেক্ষেত্রে কখনও কখনও আশাহত হতে হয়েছে বটে। কিন্তু বাস্তবতা মেনে না নিয়ে কিছু করারও নেই। সিদ্ধান্ত শেষ পর্যন্ত আদালতই দেয়, সরকার তার আওতায় থাকা সবটাই করেছে বলেই দৃশ্যমান হয়। আর আরও রুঢ়তর বাস্তবতা হচ্ছে, জামাত নিষিদ্ধ, ঘৃণ্য রাজাকারদের বিচার এবং সর্বোচ্চ শান্তির মতো বিষয়গুলো বিএনপির আমলে কোনদিনই সম্ভব হতো না। আর সিদ্ধান্ত কার্যকরী অবশ্যই হবে যদি সরকার এর সদিচ্ছা নাও থাকে কারণ উচ্চ আদালতের হস্তক্ষেপের পরে আর কারো কিছু কি আদৌ করার থাকে?
এগুলো তো পড়েছেন বলে মনে হচ্ছে না!
৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৮
গোরা বলেছেন: বিএনপি নেতা এম কে আনোয়ার বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে অতীতের ভুল শুধরে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে।
লিংক
কি ভুল করছিলেন তা তো কইলেন না???
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ জানবেন!
৯| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪১
বিডি আমিনুর বলেছেন: যে দেশের মানুষ দুবেলা ঠিকমত খেতে পায়না সে দেশে কোটি কোটি টাকা খরচ করে নাম পরিবর্তন , রং-বেরঙের বিলবোর্ড টাঙ্গানর মানে কি ?
ছাগ্লামির একটা সীমা থাকা দরকার।
আর হাম্বালীগ যদি দেশ বেচেও দেয় তাতেও আপনার মত মানুষদের সমর্থন থাকবে!
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তারেক দেশের কতো নম্বর ধনী তথ্যটা জানেন? খালেদার বাড়িতে কতোগুলা এসি লাগানো ছিল আর কতোজন চাকর বাকর আছে হিসেবটা জানেন? মালয়েশিয়াতে তারেকের সম্পদের পরিমান জানেন? দেশের মানুষকে যে শুধু এইখানের তারেকের মার্কেট এর মূল্যে যে দেশের মানুষকে মাস খানেক খাওয়ানো যাবে জানা আছে?
১০| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৬
শেরশাহ০০৭ বলেছেন: সব কিচু কি এত সোজা
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১১| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কষ্টবিলাসী বলেছেন: ব্লগের নোটিস বোর্ডে একখান বিলবোর্ড টাঙিয়ে দিলে কেমন হয়? দখল নেয়ার চেষ্টা বিফলে যাবে না।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১২| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৫
কষ্টবিলাসী বলেছেন: লীগের বিরোধিত করলে জামাত-শিবিরের প্রতি মহব্বত হয়ে যায়!!
হাম্বাদের মাথায় গরুর ব্রেইন থাকার কথা থাকলেও কুত্তার ব্রেইন এর উপস্থিতি সম্পর্কে নিশ্চিৎ ছিলাম, ছাগলের ব্রেইন দ্বারা প্রতিস্থাপন হলো কবে??
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকেই আগে উত্তরটা দিচ্ছি। আপনি কাকে ভোট দেবেন? বিএনপিকে? যে এসে রাজাকারদের মুক্তি দেবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশের সুনামটা বৃদ্ধি করবে, তারেকের মতও চোরকে ক্ষমতায় বসাবে, বাংলা ভাইয়ের মতো দানবের জন্ম দেবে? আমাদের প্রানের দাবী জামাত শিবির নিষিদ্ধর সিদ্ধান্তটা বদলে সেই রাজাকারদের রাজনীতি আবারও হালাল করবে এই তো?
নাকি আপনি ভোট দেবেন না?
যদি আপনি ভোট না দেন এবং লীগের বিরোধীতা করেন, আপনার গালিটা মাথা পেতে নিলাম। আর যদি আপনি বিএনপিকে ভোট দেবার জন্য, রাজাকারদের ক্ষমতায় দেখার জন্য, মুক্ত দেখার জন্য আমাকে গালি দিয়ে থাকেন সে গালি আপনার বাবাকে গিয়ে দিন সেটাই শ্রেয় হবে।
১৩| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: প্রচারণা দোষের কিছুনা অবশ্যই। কিন্তু কথা হচ্ছে বিলবোর্ডের পোষ্টারগুলো ছাপানোর খরচটা এসেছে কোথা থেকে। যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ আসে তাহলে এটা শুধু দোষেরই না বরং চরম ভাবে নিন্দনীয়। বৈদেশিক সাহায্য ও ঋণ নির্ভর দেশে এ শুধু চরম বিলাসিতা বললে ভুল হবে অন্যায়ও বটে।
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অবশ্যই সুষ্ঠু তদন্ত হতে পারে কোথা থেকে এলো এই অর্থ। জনগনের পকেটের টাকা দিয়ে কেউ নিজস্ব প্রচারনা করুক এটা কাম্য নয়। কিন্তু আমার পোস্টে আরও অনেক কথা আছে যেগুলো নিয়ে আপনার মতো গুনীজনদের সাথে আলোচনা হতে পারে, আশা রইলো ভাইয়া।
শত শুভকামনা।
১৪| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
এক্সপেরিয়া বলেছেন: আধুনিক প্রচারনা এই যা....
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম!! এটা আধুনিক আমাদের দেশে যদিও আধুনিক মাধ্যম নয়।
১৫| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম বিলবোর্ড প্রচারণা আধুনিক প্রচারণা আরকি! সেটা নিয়ে লাফালাফির কিছু নাই। আর অনেকেই এই পোস্টের কয়েকটা লাইন এড়িয়ে যাচ্ছে :
আর আরও রুঢ়তর বাস্তবতা হচ্ছে, জামাত নিষিদ্ধ, ঘৃণ্য রাজাকারদের বিচার এবং সর্বোচ্চ শান্তির মতো বিষয়গুলো বিএনপির আমলে কোনদিনই সম্ভব হতো না। আর সিদ্ধান্ত কার্যকরী অবশ্যই হবে যদি সরকার এর সদিচ্ছা নাও থাকে কারণ উচ্চ আদালতের হস্তক্ষেপের পরে আর কারো কিছু কি আদৌ করার থাকে?
প্রশ্ন তবু থেকে যাবে, মাঠে যাদের বিচার রুখতে বিএনপি যান দিয়ে দিয়েছে তাদেরকে কি ফাঁসিতে ঝুলতে দেবে? কতো নির্লজ্জভাবে শাসকেরা এই দেশে ক্ষমতার অপব্যাবহার করেছে অতীতে সে বলাই বাহুল্য!
লাইনগুলো। প্রথমত ক্ষমতার অপব্যাবহার দ্বিতীয়ত অনৈতক অবস্থান।
ভালো লিখেছেন। প্লাস।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ্যাঁ, শিরোনামে বিভ্রান্ত হয়েই অনেকে কমেন্ট করছেন! যাই হোক, ধন্যবাদ নেবেন পুরোটা পড়ে সুচিন্তিত কমেন্টটি করার জন্য!
শুভকামনা রইলো
১৬| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৩
রেওয়ান বলেছেন: জটিল ......................................পোষট....ফেবুতে শেয়ার মারতেছি
০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকু রেওয়ান ভাই
১৭| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪১
তিক্তভাষী বলেছেন: লেখক বলেছেনঃ "মানব জমিনের মিথ্যাচার নিলাম না"
আচ্ছা ঠিক আছে! মানবজমিন বাদ! নিচেরগুলো দেখেন।
কোটি টাকার বিলবোর্ড ছিনতাই- প্রথম আলো ঃ রাজধানীতে কোটি টাকার বিলবোর্ড ছিনতাই হয়েছে বলে অভিযোগ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন, হঠাত্ করে বেদখল হয়ে গেছে তাঁদের ভাড়া নেওয়া বিলবোর্ডগুলো।
বিলবোর্ড নিয়ে হৈ চৈ- ইত্তেফাক ঃ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাম-পরিচয় প্রকাশ না করে অভিযোগ করা হচ্ছে, তাদের ভাড়া নেয়া বিলবোর্ডে সরকারের সাফল্যগাথা প্রচার করা হয়েছে। এক রাতের মধ্যেই তাদের কিছু না জানিয়ে সরকারের পক্ষে কে বা কারা বিলবোর্ডের লেখা পরিবর্তন করেছে।
শহরের মুখঢাকা আওয়ামী বিজ্ঞাপন- বিডিনিউজ২৪.কম ঃ নেপচুন অ্যাডভারটাইজিং লিমিটেডের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ইজারা নেয়া ৯০ ভাগ বিলবোর্ডে সরকারের উন্নয়নচিত্র বসানো হয়েছে।“আমাদের বিজ্ঞাপনের ওপরেই তা বসিয়ে দেয়া হয়েছে। অনেকে ঈদকে সামনে রেখে ভাড়া নিয়েছিল। ক্লায়েন্টরা অভিযোগ করা শুরু করেছেন। কী যে করব? আমরাও নিরুপায়,”
চোখ ঢেকে যায় 'উন্নয়নে' রাজধানীজুড়ে সরকারের অবৈধ বিলবোর্ড- কালের কন্ঠ
একটু চোখ খুলে দেখুন।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাদের কমেন্ট পড়ে মনে হচ্ছে পোস্টে 'বিলবোর্ড লাগানো ভালো হইছে' লাইনটা ছাড়া আর একটা শব্দও নাই! চোখ খুলে পোস্ট পড়ে কমেন্ট করবেন!
১৮| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮
এনজেল মাইন্ড বলেছেন: বর্তমান সরকার নিজেদের ''দখলদার '' ''ছিনতাইকারী'' প্রমান করল
১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিএনপির উপ্রে কে আছে!
১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২০
অরিয়ন বলেছেন: Yesterday Gun Powder J.K.Nanok told to media that Billboard cost from Ministry. Pls answer comment no - 17.
২০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৫
ইকবাল পারভেজ বলেছেন:
আওয়ামীলীগ যে হাইজ্যাকার ও লুটেরাদের দল তা প্রমান হইলো রাতারাতি সব বিলবোর্ড দখলের মাধ্যমে|
লাভ নাই গাজীপুরের মতন আম্লীগকে ওয়াশ করা হবে........, খালি ইলেকশনটা নির্দলীয় সরকারের মাধ্যমে দিয়া দেখুক|
২১| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৫
মো: আজিজ মোর্শেদ বলেছেন: এখন আপনারা উপভোগ করবেন মেগা সিরিয়াল “পাগলের কান্ড”। প্রচারিত হবে প্রাণ, ইউনিলিভার, রাধুনী, আওয়ামী উন্নয়ন, ফেমিকন, ..... এর সৌজন্যে।
(প্রতিটা ব্যক্তি সমস্ত কাজ ফেলে এই নাটক দেখতে বাধ্য থাকিবে)।
২২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪
মুদ্রা সংগ্রাহক বলেছেন: আপনি যেকোন একটা দলের সমর্থক হতেই পারেন তাই বলে নির্ল্লজ্জ ভাবে সবকিছু সমর্থন করবেন? আপনি কি জানেন যারা লাখ লাখ টাকা খরচ করে বিজ্ঞাপনগুলো দিয়েছিল তাদের এখন অনুভূতি কি? বিলবোর্ড ব্যবসা ছাত্রলীগ দখল করেছে সেটা তো সত্যই, এখন বিভিন্ন কোম্পানীর কাছ থেকে বিজ্ঞাপন প্রচারের নামে টাকা নিয়ে নিজের বিজ্ঞাপন প্রচার করে প্রমান করার চেষ্টা করল যে তারা রক্ষীবাহিনীর মতই যা খুশি তা করতে পারে। কতটা নীচ এই আওয়ামী লীগ আর ছাত্রলীগ তা কি বুঝতে পারছেন? আমি আপনাকে বলছি না বি এন পি/জামাত/ জাতীয় পার্টি কে সমর্থন করতে, কিন্তু যদি পেইড ব্লগার না হয়ে থাকেন তাহলে এত নির্ল্লজ্জভাবে আওয়ামী সমর্থন ও না করার উপদেশ দিব। টাকা পয়সা পেয়ে থাকলে অবশ্য আলাদা কথা - ওটা হালাল করার তাগিদ তো আপনার থাকবেই।
জানিনা আপনার মত কট্টর সমর্থক যারা আওয়ামী বিরোধী কোন কথা বললেই জামাত সমর্থক প্রচারে সর্বন্তকরণে নেমে পড়েন তাদেরকে বলে লাভ আছে কিনা - আওয়ামী লীগের কোন ব্যপারে যখন কেউ অভিযোগ/সমালোচনা করে তখন সেটাকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখার চেষ্টা করুন। সুরঞ্জিত চুরি করেছে এটা শোনার পর সেটাকে সমর্থন করে তারেক তো আরও বড় চোর এ কথাটা বলাটা কোন কাজের কথা না এটা বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র অন্ধভাবে দলকে সাপোর্ট করলে দেশের কিন্তু কোন লাভ হবে না - আশা করব তারেক চুরি করলে যেমন সেই চুরির বিচার চাচ্ছেন, এখন থেকে সুরঞ্জিত চুরি করলে তার চুরিরও বিচার চাইবেন।
তবে পেইড ব্লগার হলে এত কিছু চিন্তা করার দরকার নেই, পয়সা হালাল করতে যা খুশী লিখে যান।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিলবোর্ড নিয়ে কোন অনিয়ম হলে তা অবশ্যই বিচার হওয়া উচিৎ কিন্তু বাকী সব যেন বেমালুম এড়িয়ে গেলেন? বিলবোর্ড এর অংশটুকু শুধু প্রথম প্যারায়, বাকীটা পড়ারও প্রয়োজন বোধ করেন নি? এই পোস্টে সমস্ত রাজনৈতিক বিশ্লেষণ সহ আলোচনা করা হয়েছে ভোটাভুটির বিষয়ে। সেগুলো নিয়েও কথা হোক দয়া করে। যে বিষয়টা নিয়ে কথা বলার মতো দুইটা খই মুখে পেয়েছেন সেগুলোই শুধু ফুটানোও নির্লজ্জতা, পারলে সমস্ত বিষয়টা নিয়ে কথা হোক।
২৩| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৩
কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: আওয়ামী লীগ একের পর এক নিজের ভোট নিজেই কমানের ব্যবস্থা নিতাছে, এইটাই ব্যাপক আনন্দের বিষয়!
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৭
মাহতাব সমুদ্র বলেছেন: হুম! বিএনপি ক্ষমতায় আসলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবে.।