![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ এলে আজকাল অনুভব করি, হ্যাঁ, বয়স হচ্ছে! আর বুঝতে পারি দিন দিন কি অসম্ভব ভাবেই না বদলে যাচ্ছে এর অনুভূতি। সেই একই শরীর , একই মন অথচ কি আশ্চর্য অমিল সব কিছুতে। ঈদ এক সময় আসতো প্রবল আনন্দ,উৎসাহ ও উদ্দীপনার ওপর নাম হয়ে। কিন্তু এখন যেন কিছুটা বিষণ্ণ, বেশ খানিকটা অর্থহীন, রঙহীন সাধারণ একটা ‘দিনই’ হয়ে দাঁড়িয়েছে ঈদের দিনটা। বলে রাখা ভালো এ শুধু আমার ব্যাক্তিগত ঈদ অনুভূতি। আপনারা হয়ত এখনও ঈদ শৈশবের উচ্ছলতার আমেজেই কাটান!
যে বিষয়টা সব থেকে বেশী কাজ করতো তা হচ্ছে ঈদের প্রস্তুতি! সে যেন মহারণ! জামা- কাপড় কেনা থেকে শুরু করে প্ল্যানিং, কার কার সাথে কোথায় কোথায় কবে যাবো তার স্কাজুয়াল সেট করার মতো সব আপাত হাস্যকর অথচ প্রয়োজনীয় কাজগুলো শুরু হয়ে যেতো ঈদের আগেই। বন্ধুদের নিয়ে রীতিমতো ‘জরুরী অবস্থা’ টাইপ মিটিং হতো। সিদ্ধান্ত নেয়া হতো। আর একবার যদি সিদ্ধান্ত ফাইনাল হয়েছে, যে কোন গোলমাল পাকাবে তাকে শাস্তি কি করে দেয়া হবে তাও ঠিক হয়ে থাকতো। পটকা ফুটিয়ে ঈদকে বরণ করার ছেলেমানুষিও কতো করেছি! কিন্তু সব যেন আজ পানসে হয়ে এসেছে।
যাই হোক, বেশী কথা বলে আপনাদের সময় আর নষ্ট করতে চাই না। কাল এখানে ঈদ। বাবার সাথে ঈদ করার সৌভাগ্য বঞ্চিত হয়েছি বেশ ক'বছর হলো। আগে যে বিষয়গুলো ঈদের দিনে বালখিল্য লাগতো তা প্রচণ্ডভাবে মিস করি আজকাল। আব্বুর পায়ে ছুঁয়ে সালাম করা... আম্মুর দোয়া নেয়া... এগুলো এবার হবে না, সালামীর বায়না ধরার বয়স মানুষ সব যেন বেমালুল হারিয়ে গেছে! দেশের বাতাস বুকভরে নিয়ে মোনাজাতে বসা হবে না... হবে না প্রিয় বন্ধুদের দেখে উচ্ছল হয়ে কোলাকুলিতে মেতে ওঠা! তবুও ঈদ তো! আমার জন্য তেমন কিছু না হয়ত, কিন্তু অনেকের কাছে অনেক কিছু হয়ে ওঠা এই দিনটিতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঈদের শুভেচ্ছা ইরফান ভাই, অনেক ধন্যবাদ
২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ঈদে কিছুই লাগে না। ঈদ মুবারাক।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শুভেচ্ছা ?
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৩
প্রিন্স হেক্টর বলেছেন: ঈদ মোবারক ফটিক ভাই
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই এইটাকে বাংলায় পথিক ইংলিশে অন্য কিছু কয়। আপ্নি কোনলিশ কইলেন ??
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: এই ঈদে আপনার দিক ভ্রান্তির অবসান কামনা করছি! ঈদ মোবারক
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সামু তো নিকনেম চেঞ্জ করতে দেয় না !
৫| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: ঈদ মোবারক ।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ মামুন ভাই!
৬| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫১
দায়িত্ববান নাগরিক বলেছেন: ঈদ মোবারক ব্রো ! এটাই জীবন !! ঈদ ভালো কাটুক, শুভকামনা !!
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জীবনের বাস্তবতা একসেপ্ট করে নেবার চেষ্টায় আছি ব্রো। শুভকামনা!!
৭| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩২
আমিনুর রহমান বলেছেন:
ঈদ মোবারক ।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঈদের শুভেচ্ছা নিরন্তর ব্রো
৮| ১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক ভাইয়া কেমন আছেন ?
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো আছি তো আপু! আপনিও অনেক ভালো আছেন আশা করি
৯| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Ki hoyeche? are you alright?
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জী, আমি ঠিকাছি, আপনি কেমন আছেন? আপনার ব্লগে আমার লাস্ট কমেন্টটা জমে নাই?
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঈদ কেমন কাটালেন?
১০| ১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Valo achi. Ha, onek jomeche. Apnio ettogula shundor
Eid katanor kichu nai. Apni kemon katalen?
১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে , আপনার প্রোপিকও সুন্দ্রি
কেটে গেছে, চব্বিশটা ঘন্টাই তো!
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল
