![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ কোন কিছু দ্বারা আহত হবার চেষ্টাও করবেন না, শুধুই মজা করতে কিছু প্রিয় মানুষের অতি প্রিয় উক্তিগুলোর এই দুরবস্থা করলাম।
বেঞ্জামিন ফ্রাঙ্কলিনঃ
সেকাল- আর্লি টু বেড আর্লি টু রাইজ, মেকস এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ।
একাল- আর্লি টু বেড আর্লি টু রাইজ, মেকস ইউর গার্ল গো উইথ আদার গাইজ।
নেপোলিয়ন বোনাপার্টঃ
সেকাল- তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো।
একাল- তোমারা আমাকে বেশ কিছু লাইক দাও, আমি তোমাদের নতুন একটি স্ট্যাটাস উপহার দেবো।
সক্রেটিসঃ
সেকাল- একমাত্র ভালো হচ্ছে জ্ঞান এবং একমাত্র অশুভ হচ্ছে অজ্ঞানতা।
একাল- একমাত্র ভালো ছেলে হচ্ছে সফলটা এবং একমাত্র ভালো মেয়ে হচ্ছে সুন্দরীটা।
রবার্ট ফস্টারঃ
সেকাল- মাত্র তিন শব্দে আমি জীবনের বিষয়ে যা শিখেছি তা একসাথে ব্যাখ্যা করতে পারবো - এটা চলতে থাকে।
একাল- মাত্র তিন শব্দে মেয়েদের বিষয়ে যা জানি তা ব্যাখ্যা করতে পারবো - ওদের বোঝা অসম্ভব।
মার্ক টোয়েনঃ
সেকাল - যদি তুমি সত্যটা বলতে চাও তোমাকে কোন কিছু স্মরণ করতে হবে না।
একাল- যদি তুমি সত্যটা বলতেই চাও তোমাকে আর বৌ নিয়ে থাকতে হবে না।
অস্কার ওয়াইল্ডঃ
সেকাল - সব সময় তোমার শত্রুদের মাফ করে দাও, এর থেকে বেশী আর কিছুই তাদের বিরক্ত করে না।
একাল - সব সময় ঝগড়া চলাকালীন চুপ করে থাকো, এর থেকে বেশী আর কিছুই মেয়েদের অধৈর্য করে না।
মার্ক টোয়েনঃ
সেকাল - যিনি পড়তে ইচ্ছুক নয়, তিনি পড়তে না জানা মানুষের থেকে শ্রেয় কেউ নন।
একাল - যে ব্যাক্তি চিন্তা করতে জানে না সে বাংলাদেশের মন্ত্রীদের থেকে শ্রেয় কেউ নন।
স্টিভ মারটিনঃ
সেকাল - সূর্যালোক ছাড়া একটি দিন, রাতের মতো।
একাল - এডোব ফটোশপ ছাড়া একটি প্রোফাইল পিকচার, হরর মুভির মতো।
আলবার্ট আইনস্টাইনঃ
সেকাল - কল্পনাশক্তি জ্ঞানের থেকেও বেশী জরুরী।
একাল - সন্দেহপ্রবনতা বিশ্বাসের থেকেও বেশী জরুরী (!) (Girl's Theory)
উইলিয়াম শেক্সপিয়রঃ
সেকাল- টু বি অর নট টু বি, দ্যাট ইজ দা কোশ্চেন।
একাল- সিঙ্গেল অর নট, দ্যাট ইজ দা কোশ্চেন।
উইলিয়াম শেক্সপিয়রঃ
সেকাল- লাইট নিভে যাবার পর পৃথিবীর সব মেয়েই অনিন্দ্যসুন্দরী ।
একাল- ভারী মেকাপ নেবার আগে পৃথিবীর সব মেয়েই হরর মুভির নায়িকা।
ইউরিপিদিসঃ
সেকাল- একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
একাল- একজন সন্দেহপ্রবন গার্লফ্রেন্ড দশলক্ষ শত্রুর সমান।
হেনি ইয়ংম্যানঃ
সেকাল- বিয়ে করার আগ পর্যন্ত একজন মানুষ বুঝতে পারে না সত্যিকার সুখ কি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
একাল- ব্রেকআপ হবার আগ পর্যন্ত একজন মানুষ বুঝতে পারে না সত্যিকার স্বাধীনতা কি। কিন্তু ততক্ষনে তারা প্যারেন্টস হয়ে যায়।
জর্জ গ্রসভিলঃ
সেকাল- যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়।
একাল- "মাথা ব্যাথা" স্ট্যাটাসে যার ২০০০ লাইক, ৫০০০ কমেন্ট ও ১০০০ শেয়ার, তাকে সেলিব্রেটি বলা হয়।
জন রেঃ
সেকালঃ চিন্তা কর বেশী, বল কম, লেখো তার চেয়েও কম।
একালঃ শোন বেশী, বল কম, বোঝ তার থেকেও কম। (প্রেমিকদের প্রতি)
জনসনঃ
সেকাল- ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধিতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল।
একাল- টাংকিবাজির জন্যে যার সিজিপিএ ডাউন হয় সে পরিবারের কাছে ডাস্টবিনের মতো অপ্রয়োজনীয়।
ড.সুসঃ (Dr. Seuss)
সেকাল- জেনে নিও তুমি প্রেমে পড়েছো, যখন তুমি ঘুমিয়ে পড়তে পারছো না কারণ অবশেষে বাস্তবতা তোমার স্বপ্নের থেকে সুন্দরতর।
একাল- জেনে নিও তুমি অক্কা পেয়েছো, যখন তুমি আর সকালে ঘুমিয়ে থাকতে পারছোনা কারণ অবশেষে তোমাকে স্বপ্ন থেকে বাস্তবতায় জেগে উঠে বাজারে যেতে হবে। তুমি বিবাহিত।
[ বেশ অনেকদিন আগে এমন প্রায় কয়েক'শ উক্তি বাংলা ও ইংরেজীতে সংগ্রহ করেছিলাম। অনুবাদ করে প্যারোডিও করেছিলাম। ফেসবুকে সম্প্রতি কিছু প্রকাশ করি। কিন্তু দুঃখজনক ভাবে তা অন্য মানুষের নামে পেজে পেজে ছড়িয়ে বেড়াতে দেখলাম। এতে কষ্ট হয়েছে। তাই ব্লগে প্রকাশ করলাম। যদি আপনাদের ভালো লাগে সামনে ধারাবাহিকভাবে বাকীগুলোও প্রকাশ করবো আশা করি। ]
১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকে ধন্যপাতা
২| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: অত্যন্ত জ্ঞানগর্ভ পোস্ট । ১ম +
১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই!
৩| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: জোস! চালায়া যান।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হামা ভাই!
৪| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
এক্সপেরিয়া বলেছেন: একালের উক্তির মাজেও ভেজাল আছে......
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৫| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: হে হে
একালের সব উক্তিই কিন্তু চ্রম বাস্তব
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি এ যুগের কুখ্যাত জ্ঞানী(!) বলছি!
৬| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর ।
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!
৭| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
নিয়েল হিমু বলেছেন: ভাল লেখছো
১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক থ্যাংক্স হিমু ভাই
৮| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৬
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগলো
১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা!
৯| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
তন্দ্রা বিলাস বলেছেন: চ্রম বস!! প্রিয়তে নিলাম।
১২ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস!!!
১০| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৬
আমিই মিসিরআলি বলেছেন: অবশ্যই প্রকাশ করবেন ব্রো
ভালো লাগছে +++
১২ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিসিরআলি ভাই
১১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৭
বইয়ের পোকা বলেছেন: ভালো লেগেছে।
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বইয়ের পোকা ভাই অনেক অনেক ধন্যবাদ সময় করে পড়েছেন বিধায়।
১২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: DARUN !! Moja laglo.. . Baki gulo o post korben!
++
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাছাই শেষ করে দেবো ব্রো, পড়ার জন্য ধন্যবাদ নেবেন!
১৩| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সেকাল- একজন বিশ্বাসী বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
একাল- একজন সন্দেহপ্রবন গার্লফ্রেন্ড দশলক্ষ শত্রুর সমান।
দারুন পোস্ট !!!!!!!!!
+++++++++++++
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বর্ষণ ভাই
১৪| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১১
মামুন রশিদ বলেছেন: অরিজিনাল কমেন্ট এবং প্যারোডি দুটোই ভাল হয়েছে ।
নিয়মিত চলুক ++
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেবেন মামুন রশিদ ভাইয়া।
সিলেক্টেড কিছু শীঘ্রই আবার দেবো আশা রাখি।
১৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। পোষ্টটা প্রিয়তে নিলাম।
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাই ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।
১৬| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫
প্রিন্স হেক্টর বলেছেন: সিরাম হইছে ফটিক ভাই
১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্রো আমার নামের বানান শিখেন! থ্যাংকু!
১৭| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল হয়েছে
১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব
১৮| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৪
শরৎ চৌধুরী বলেছেন: সিরাম।
১৩ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া আপনার কমেন্ট সচারচর ভাগ্যে জোটে না, ফিলিং কৃতজ্ঞ!
১৯| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
মুর্দা ফকির বলেছেন: আরেক পর্ব খোঁজে পাইতাচি না কেন??
১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট করবো শীঘ্রই।
২০| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৪
একজন আরমান বলেছেন:
নেপোলিয়ন বোনাপার্টঃ
সেকাল- তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেবো।
একাল- তোমারা আমাকে একজন সুন্দরী বউ দাও, আমি তোমাদের একটি সুন্দর নাতি/নাত্নি উপহার দেবো।
চলুক...
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
লুলানো অংশগুলো তো লুলভাইদের জন্যেই! ইউ টেক ইট টু এনাদার লেভেল!
তয় ব্রো পিতা মাতা সুন্দর হলেই কি নিশ্চিত সুন্দর বাচ্চাকাচ্চা হইবে? ক্যাম্নে শিওর হইলেন!!?
২১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৭
নীল_সুপ্ত বলেছেন: এতো জ্ঞান কই রাখি
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্লগে
২২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৭
কাজী মামুনহোসেন বলেছেন: তোমারা আমাকে একজন সুন্দরী বউ দাও, আমি তোমাদের একটি ঘন বসতিপূর্ণ গ্রাম উপহার দেবো !!!
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওরে খাইছে রে , দেশের জন্য ক্ষতিকর বানী!
২৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫০
জালিস মাহমুদ বলেছেন: ভালো লিও
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: খিকজ! থেংকু!!
২৪| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “ব্রেকআপ হবার আগ পর্যন্ত একজন মানুষ বুঝতে পারে না সত্যিকার স্বাধীনতা কি। কিন্তু ততক্ষনে তারা প্যারেন্টস হয়ে যায়।”
-হাহাহা। দারুণ বলেছেন ভাই।
আপনার কিছু কিছু কথা মূল কথাটির চেয়েও মজার এবং বুদ্ধিদীপ্ত।
চালিয়ে যান, যেমন বলেছেন।
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার প্রসংশায় অনেক অনুপ্রানিত হলাম! গ্লাড ইয়্যূ লাইকড ইট!
২৫| ১২ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৬
লাবনী আক্তার বলেছেন: মজা লাগল।
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস আ লট!
২৬| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫
শহুরে কাউয়া বলেছেন:
তুমি যাই লেখো তাই ভাল্লাগে বা**
আহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বলেন কি! দিস গুলাব ইজ ফর ইয়্যূ!
:!> :!> :!> :#> :#> :#>
২৭| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯
mdrajibsamir বলেছেন: ++++
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস ভাই!!
২৮| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে বস!
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো!!!!
২৯| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯
ইখতামিন বলেছেন: ++
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই
৩০| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০০
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর পোস্ট । ভাল লাগা ।
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংক্স আপু!
৩১| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৬
রেজোওয়ানা বলেছেন: এডোব ফটোশপ ছাড়া একটি প্রোফাইল পিকচার, হরর মুভির মতো......
১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: নট এপ্লিকেবল ফর ইয়্যূ আপু
৩২| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬
গ্রীনমাইল বলেছেন: অসাধারণ পোস্ট।
ধন্যবাদ
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থেংকু!
৩৩| ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬
গ্রীনমাইল বলেছেন: অসাধারণ পোস্ট।
ধন্যবাদ
৩৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী এন্টারটেইনিং।
নাস্তা-টাস্তা কৈ?স্টার্টার মেন্যুতে কি কি আসে দেখি।
You're wrong as the deuce
And you shouLdn't rejoice
if you're caLLing him Seuss.
He pronounces it Soice!”
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই লাইন কয়টা পড়ছিলাম, তয় আমি উচ্চারণটা সুসই পাইছি কয়েক যায়গায়, তাই আর মাতবরী করি নাই। সাথে ইংলিশটাও জুড়েছি ওই জন্য!
থ্যাংক্স ভাই
৩৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৮
আত্মমগ্ন আিম বলেছেন: স্টিভ মারটিনঃ
সেকাল - সূর্যালোক ছাড়া একটি দিন, রাতের মতো।
একাল - এডোব ফটোশপ ছাড়া একটি প্রোফাইল পিকচার, হরর মুভির মতো।
মজা পাইলাম।।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: গ্লাড ইয়্যূ লাইকড ইট
৩৬| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৪
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আহহা, চোর তো তখনি ভয়ানক যখন চুরিকে বৈধ ভাববে। এরা শেয়ার করুক, নিক, অন্তত সংগৃহীত বলতে দোষটা কোথায়।
সবগুলো শেয়ার করেন না ভাই। এজন্য বলি, আগে ব্লগে তারপর ফেসবুকে, আপনারা ভাই ব্রাদার তো শোনেন না।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লিসানী ব্রাদার আপনি আমার শ্রদ্ধার পাত্র, মন্তব্য করেছেন এইটায় অনেক খুশী হইছি।
৩৭| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭
এন এফ এস বলেছেন: ব্লগ পড়ে যা বুঝলাম অতীত ছিলো নীতিগত কাল্পনিক আর বর্তমান হল নীতিবহির্ভূত বাস্তব
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইয়াপ ইয়াপ ইয়াপ! আপ্নে লোকটা জ্ঞানী আছেন
৩৮| ১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭
আরজু পনি বলেছেন:
একাল- আর্লি টু বেড আর্লি টু রাইজ, মেকস ইউর গার্ল গো উইথ আদার গাইজ .....
জটিল পোস্ট ভ্রাতা !
হাহাহাহাহাহা
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাস্তব কিন্তু , আমার জিএফ বকা দিতো রাত জেগে কথা না বললে, আর বিবাহিতদের অবস্থা আরো শোচনিয় হওয়াই বাঞ্ছনীয়!
৩৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ইয়াল্লা! আমি বললাম মজা করে, যে আগে ব্লগে শেয়ার করেন। আর লেখা তো অসাম ফাটাফাটি হয়েছে। মাইন্ড ব্লোয়িং। সবগুলো পাব সেই আশাও রাখি। ভাই সহব্লগার হিসাবে ভাই ব্রাদারিই অনেক অনেক বেশি বড় পাওয়া। এটা সবচে মূল্যবান। আপনি আবার কিছু মনে করেন নাই তো! এই কমেন্টের কথাগুলোই ওই কমেন্টে মজার সুরে বলেছি।
আমিতো পোস্টটা পড়েই মন্তব্য করেছি, আপনার লেখা নিয়ে যাচ্ছে, অথচ সংগৃহীত এই কথাটাও বলছে। এবং মৌলিক লেখার উইটে খুব মজা পেয়েছি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইজান আমি তো সেটা বুঝতেই পারছি। কিন্তু থাকে না কিছু পছন্দের ব্লগার ? যাদের অনেক সম্মান করি? তারা কমেন্ট করলে খুবই ভালো লাগে, সে মুহূর্তে আপনার কমেন্ট পেয়ে অনেক ভালো লেগেছিল, সেটা প্রকাশ করেছি, যদিও আপনার কথারও জবাব দেয়া উচিৎ ছিল
আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হয়েছি ভাই।
৪০| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২০
সাজিদ ঢাকা বলেছেন: খাসা হইসে
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: অতুলনীয় কিছু ভাল উক্তি
একাল আর সেকাল
সেকালের টা ছিল ভাল
আর একালের টা ভেজাল :-&