নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣ কবিতাঃ "সনির্বন্ধ" এবং "অনুচ্চারিত অনিশ্চয়তা" ♣

১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:১৮





(১) সনির্বন্ধ





ওড়ার ইচ্ছে যদি দিলেই প্রভু,

পাখা জোড়া দিতে ভুলে গেলে কেনো?

তার কাছে উড়ে যাবার যে বড্ড ইচ্ছে হচ্ছে!

চোখের নিরেট কালো স্বচ্ছতায় প্রতিফলিত হবার সাধ

নির্বাক বিস্ময়ে চাহিয়া বিস্মিত হারাবার আকাঙ্ক্ষা,

সুধিব তোমারে, রুধিব কি করে প্রভু,

সহিব কি করে প্রতীক্ষা!

তার চুলের রেশম আবহে অবগাহনের হয় সাধ!

যদি এতো বাসনা দিলে হেথা রাখিলে কেন বাঁধ?

অধর ছুঁতে অধরার মোর তেষ্টায় মরি বড়,

এতো তৃষ্ণা কন্ঠে ধরিয়া বাঁচা বড় দুষ্কর!

উষ্ণা তাহার ঊষা-অস্তে

ডাকিয়া চলে মোর সমস্তে,

এড়িয়ে আহ্বান, হয় কি বাঁচা-

প্রভু, মুক্ত করো প্রানের খাঁচা

সুপ্ত করো এই আমারে, উষ্ণতা পরে

বুকের মাঝে, আর্দ্র অধরে, তার আদরে।

অনিঃশেষ ভালোবাসার আধার যখন উন্মোচিত

কেন দূরত্বে তা, কোন শাপে বল করিলে অবাঞ্ছিত!

ক্রন্দন মোর কেঁদেছে একাই, কাঁদিনি আমি সত্য

প্রভু এ ক্ষণে না পেলে চাইনা আমি, চাইনা অমরত্ব!



••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••









(২) অনুচ্চারিত অনিশ্চয়তা





তোমাকে পাবো না তাই

চাইবো না অযথাই,

তোমাকে ছাড়া স্পন্দনটুকু চলবে না,

তবু মন কি চায়, কভু বলবে না,

তোমায় চাইবার সাধে, খুলবে না

ঠোঁটের বন্ধন কভু ছুটবে না,

ভালোবাসার অসামান্যতা প্রকাশে।

তোমায় হারাবার সাহস নেই,

পাবার আকাংখায় ভীতিই প্রতিস্থাপিত তাই।

স্বর্গবাসিনী, ছুঁতে গেলে তোমায়,

নরকবাসী আমায় হতে হবে পবিত্রতায় ভস্ম!

হতে হবে নশ্বরের আজ্ঞাবহ, সৌন্দর্যে বিলুপ্ত,

ঐন্দ্রিলা তাই দূরে থেকে যাও, বেসোনা ভালো,

শুধু বাসতে দিও আমাকে, ভালোবাসাটুকু লুপ্ত।

পাবো না তোমায়, জেনে ফেলার নিশ্চয়তা কাঁদায়,

হবে না সে হাত ধরা, জেনে নেয়া বাস্তবতার কাঁদায়,

বিলুপ্ত হই কষ্টে, প্রতি মুহূর্তে, এটুকু শুধু আমার দায়।

অব্যাক্ত ভালোবাসার যন্ত্রণাকাতরতা আমার,

একান্ত তার ব্যাথাময় গল্প-কবিতা-গান!

একান্ত সে অনুভূতির মাঝে যাপনের চিৎকার।।





••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর! দুটোই বেশ সুন্দর!! ভালো লাগল পড়ে।

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া শত কৃতজ্ঞতা নেবেন সময় করে পড়ার জন্য। অনেক অনেক শুভকামনা জানবেন। :) :)

২| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭

মাহবু১৫৪ বলেছেন: বাহ! দারূণ

++++

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন :) :) শুভকামনা রইলো অনেক অনেক :)

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০

ৈতয়ব খান বলেছেন: ১ম কবিতার ভাষাগত ভুল
ক) ৫ নং চরণ "কি করে" (অব্যয়) = হবে "কী করে" (সর্বনাম)
খ) ৯ নং চরণ "বাঁধ?" (বন্ধন) হয়েছে = হবে "বাধ" (বিঘ্ন, সমস্যা) নইলে সেন্স মিলে না।
গ) ১৫ নং চরণ "প্রান" (ণ-ত্ব বিধান ঘটিত বানানগত ভুল) = হবে "প্রাণ" (পরি, পরা, প্র ইত্যাদির পর 'ন' এর পরিবর্তে 'ণ' হবে।
ঘ) ১৯ নং চরণ "ব্যাথাময়" (বানানগত ভুল) = হবে "ব্যথাময়"
কবি ভাই, ভুলগুলো ধরলাম বলে কষ্ট পেলেন? না, কষ্ট পাবেন না। যারা বন্ধু; তারাই ভুল ধরে দেয়। যারা শত্রু; তারা ভুল পেলে হাসাহাসি করে। আপনার কবিতার সেন্স খুব চমৎকার। পরের কবিতাটা পড়া হলো না। আবার পড়বো, সময় নেই। মাফ করুন।

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা জানাই খুঁটিয়ে খুঁটিয়ে আমার মতো অলেখকের লেখা পড়ার জন্য। আমি সত্যিই এটি এপ্রিশিয়েট করি। এবং অবশ্যই স্বীকার করতেই হবে আমার বানানের দক্ষতা / জ্ঞান গভীর নয়। তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আর যথার্থই বলেছেন, অত্যন্ত সঠিকভাবেই ধরিয়ে দিয়েছেন ভুলগুলো। এতে ভবিষ্যতের সতর্কতাও বৃদ্ধি পাবে।

ক, গ ও ঘ ঠিক করে দিয়েছি। কিন্তু খ এ আমার কাছে মনে হয় না সেখানে বন্ধন ব্যবহারে কোন পূর্ণ অর্থ প্রকাশ পায়।

তার চুলের রেশম আবহে অবগাহনের হয় সাধ!
যদি এতো বাসনা দিলে হেথা রাখিলে কেন বাঁধ?


এখানে প্রথম লাইনে যা বোঝাবার চেষ্টা করা হয়েছে তা তো সহজেই ধরতে পারা যায়, নয় কি? তার ও তার পূর্ববর্তী লাইনগুলোর পরিপ্রেক্ষিতেই এই লাইনে এসে 'প্রভুর' কাছে জানতে চাওয়া হয়েছে, এতো বাসনা দিলে যদি, তবে দুরত্বে রেখে এই বাঁধ(বাঁধা অর্থে) কেন দিলে? আর এটা অর্থবহ করতে একমাত্র পথ এটিই মনে পড়ছে। বন্ধন অবশ্যই গ্রহনযোগ্য নয়।

আশা করি নিজের মনের কথাগুলো ব্যক্ত করতে সক্ষম হয়েছি। এবং যা বললাম এর পরে আপনিও বুঝতে পারবেন। না হলে, কবি হিসেবে ব্যর্থতা মেনে নিচ্ছি। কারন আমি জানি সুলেখক আমি নই! শুধু মনের প্রয়োজনে লেখার চেষ্টা করি মাত্র।

আবারও কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যটির জন্য। :)

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১

আরজু পনি বলেছেন:

এক পোস্টে মন্তব্য করতে যদি তিনবার লগইন করতে হয় তবে এর পর আর কিছু বলার মুড থাকে বলুন ?! :(

ভালো লাগা জানিয়ে গেলাম ।।

১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এতো কষ্ট করে পড়েছেন তাই অশেষ অশেষ কৃতজ্ঞতা আপু।

আপনার লেখা খুবই ভালো লেগেছে, নিয়মিত চাইবো :) :)

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পিলাচ!!!!!

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্য ধন্য ধন্যবাদ!

শুভকামনা!

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার! 2 নাম্বার টা বেশী ভালো লেগেছে!

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ ভাই, আপনার লেখার তুলনায় নিতান্তই লজ্জাজনক যদিও :)

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল।

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব, আপনার দেয়া উৎসাহটুক আগ্রহের সাথে ও কৃতজ্ঞচিত্তে নিলাম :)

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৫

মামুন রশিদ বলেছেন: সুন্দর । ভাল লেগেছে ।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাইয়া!

৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২১

আমিই মিসিরআলি বলেছেন: কবিতা যুগল ভালো লাগলো +++

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই অনেক কৃতজ্ঞতা। আপনি সব সময়েই ভালো থাকুন এটা কামনা করি :)

১০| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৯

প্রিন্স হেক্টর বলেছেন: ৫ নম্বর টা

ভালোই লাগছে ব্রো :)

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি প্রিন্স মানুষ আসছেন এটাই বেশী, কই যে বসতে দেই! ;)

১১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৩

মুশাসি বলেছেন: অধর ছুঁতে অধরার মোর তেষ্টায় মরি বড়,
এতো তৃষ্ণা কন্ঠে ধরিয়া বাঁচা বড় দুষ্কর! :P

ভালো লাগছে দুইটাই

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই বিলিভই করতে পারছিনা যে আপনি আমার পোষ্টে কমেন্ট করেছেন। :) :)

অনেক খুশী হইছি আর ভালো লেগেছে যেন আপ্লুত :)

১২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল ভাই।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ব্রো :)

১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

বোকামন বলেছেন:
দুটি সুন্দর কবিতা পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই :-)

ভালো থাকবেন।।

“+”

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাকেও অনেক কৃতজ্ঞতা বোকামন ভাই সময় করে পড়ে যাবার জন্য :) :)

১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬

সায়েম মুন বলেছেন: দুটোই ভাল লেগেছে। শুভকামনা রইলো।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভাই, ভালো লেগেছে যেন আপ্লুত হলাম!

১৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:০০

একজন আরমান বলেছেন:
শেষের টা বেশি ভালো লেগেছে। :)

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই অনেক অনেক ধন্যবাদ জানবেন :)

১৬| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।।

১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা আশরাফুল ভাই :)

১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪

ৈতয়ব খান বলেছেন: কবি ভাই,
বাঁধ = বন্ধন> বাঁধন
বাধ = বিঘ্ন> সমস্যা> সংকট

(এতো বাসনা দিলে যদি, তবে দুরত্বে রেখে এই বাঁধ(বাঁধা অর্থে) কেন দিলে? আর এটা অর্থবহ করতে একমাত্র পথ এটিই মনে পড়ছে। বন্ধন অবশ্যই গ্রহনযোগ্য নয়।)
আমিও তো সেই কথাই বলি। এখানে বন্ধন গ্রহণযোগ্য নয়। হবে "এত বাসনা দিলে যদি, তবে দূরত্বে রেখে এই বাধ"
মানে এত আকাঙ্খা দিলেই যদি তবে এত বিঘ্ন কেন (মিলনে বিঘ্ন কেন?)
এটা হবে। যাহোক, আমার মন্তব্যকে গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ।

আশা করি আপনার কবিতা আরও পাবো। ইদানিং অর্থবহ কবিতা চোখে তেমন একটা পড়ে না। আপনার কবিতার ভাব খুব সুন্দর। মন্তব্য একারণেই করেছিলাম।
ভালো থাকবেন।
তৈয়ব খান


১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আচ্ছা! আপনার অভিযোগটা তবে ধরতে পারলাম অবশেষে! সমস্যাটি চন্দ্রবিন্দুতেই হয়েছে, এটাও একটা মিসস্পেল তাহলে।


অনেক অনেক থ্যাংক্স আপনার অনেস্ট ও গঠনমূলক মন্তব্যের জন্য। নিয়মিত আসবেন এবং আমার লেখা পড়বেন এই কামনা করি।

আপনার জন্য অনেক শুভকামনা, নিরন্তর ভালো থাকুন :)

১৮| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সায়েদা সোহেলী বলেছেন: ।অনুচ্চারিত অনিশ্চয়তা ---- উচ্চারিত/ প্রকাশিত ভালো লাগা + +

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নেবেন !!


অনেক অনেক শুভকামনা রইলো। :)

১৯| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সকাল রয় বলেছেন:
সুন্দরম

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা ও আমার ব্লগে স্বাগতম!


আপনার জন্য শুভকামনা রইলো।


নিতন্তর ভালো থাকুক এই আশাই করি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.