নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

পিতা, তোমার পা দুটো দেবে? একবার সালাম করতাম!! কাঁধ দেবে? কাঁদতাম!

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪০





আজকের দিনটি ক্ষমা প্রার্থনার,

ক্ষণগুলো নতমস্তকে কিছু শব্দ বুনবার,

শোকের প্রাবল্যে হওয়া কাতরতার,

আজকের সময়গুলো ভেঙে পড়ার।

আজ কালোর জয়, পিতৃশোকের লগ্ন,

চশমাটা, পাইপটা একান্তে-নিভৃতে ছুঁয়ে

ত্যাগিও অশ্রু খানিক, হও স্মৃতিতে মগ্ন!

আজ বাতাসের কান্নাগুলোর গল্প হবে,

বিষণ্ণ কষ্টগুলো আর্দ্র হয়ে জেগে রবে।



আজ স্বাধিকার পরাধীন হবার ইচ্ছে !

আজকের দিনটি কর্কশতার, বেদনার,

অস্তিত্বে নীলগুলো খুঁজে ফেরা কান্নার,

মাতমে মাতমে আবার উঠে দাঁড়াবার,

আবার কেঁদে কেঁদে হওয়া প্রেরনার।

আজকের ভোর প্রেমিকের মৃত্যুদিবস,

মাটিকে মুকে আঁকড়ে ধরে কাঁদা মহাত্মার

মহাপ্রয়াণ অস্বীকারিয়া বলা, তুমি নির্দোষ!

কান্নামাখা দরদে আবীর ঢেলে দেবার নির্মমতা

প্রত্যক্ষ করিনি বটে তবু জেনেছি সে আকুলতা!

জেনেছি কি আবেগে বেসেছো ভালো পিতা,

বেঁচেছে প্রেরনায় সে, জাগ্রত জনতা।








বঙ্গবন্ধু তার বড় শক্তির কথা বলতে গিয়ে বলেছিলেন জনগনের তার প্রতি ভালোবাসার কথা। আর সবচেয়ে বড় দুর্বলতা ছিল, তিনি বাংলার মানুষকে প্রচণ্ড বেশী ভালোবাসতেন! আমরা জাতি হিসেবে অনন্য, ভালোবাসার সর্বোত্তম প্রতিদান আমাদের থেকে ভালো আর কে দিতে পারে?







আজ আমি চিৎকার করে বলবো, জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!! আমাকে 'আওয়ামীলীগ' বলবেন? গালি গালাজ করবেন? আপনাকে ধন্যবাদ দেই, এবং গালিটুকু হাঁসিমুখেই গ্রহন করবো! আজ যে আমার পিতৃশোকে মাতমের দিন! আজ আমাকে সান্ত্বনা কেউ দেবে না জানি তাই গালির ভয় কেন করবো! সাড়ে সাত কোটি থেকে ষোল কোটির আরেক নাম হওয়া মুজিবরকে ভালোবেসে পাওয়া গালিও আমার কাছে রাজ মুকুটের ন্যায়। এই মহামানবকে ভালোবেসে পাওয়া সব কিছুই অনেক বেশী পবিত্র যে!



তোমাকে হারাবার দুঃখ আমি চিনিনা পিতা, তবু বারে বারে চোখ কেন ভিজে আসে আমার জানা নেই। আমি দেখিনি তোমার রক্তাক্ত দেহখানি তবু তার নির্মমতা কেন আমাকে আলোড়িত করে আমি জানিনা। নিজ কানে শোনা হয় নি সে বজ্রকন্ঠ, তোমার বানী বাবার মুখে শুনে তবু কেন শিহরিত হয়েছি সে প্রশ্নের উত্তরও অজানা। বঙ্গবন্ধু, ভালোবাসি তোমাকে, অন্তরের অন্তঃস্থল থেকে! যদি আরেকবার জন্মাতে এই অভাগা বাংলার বুকে! বুক পেতে তোমার জন্য বরাদ্দ বুলেটখানি জন্ম জন্মান্তরে নিতে আপত্তি নেই এতোটুকু! সেই যে দিশাহীন তরীখানি ফেলে চলে গেলে, আজ পর্যন্ত পথের খোঁজে হন্যে হয়ে সে ভূখণ্ডখানি ভেসে চলে! সেই ভূখণ্ড যা অর্জনে বিসর্জনের ছিল না কার্পণ্য! সেই মাটি যার সোঁদা গন্ধ বুকে মেখে কেঁদেছিলে প্রচণ্ড সুখের হাঁসি! আমি গর্বিত সেই আলো-হাওয়া ভাগ করে নিতে পেরেছি যা তোমার স্পর্শে হয়েছিল মহিমান্বিত!



পিতা, তুমি অমর, তুমি মহান! তুমি রয়েছ এই বাংলার প্রতিটি বালুকণায়, প্রবল অট্টালিকার প্রতিটি গাঁথুনিতে! এই বাংলার প্রতিটি আত্মা কৃতজ্ঞ রইবে তোমার কাছে! আর ক্ষমা করো সে সব বেঈমানদের, জারজদের যারা পিতৃপরিচয় অস্বীকারের ধৃষ্টতা দেখায়, প্রতিনিয়ত এই বাংলা মা-কে করে নির্মম অপমান! আমি তো জানি তোমাকে! অন্তর দিয়ে ওই মুখখানি একবার যে দেখেছে সেই বুঝেছে, ওই বুকের মাঝে মানচিত্রটা নিয়েই লুটিয়ে পড়েছিলে পিতা! তোমাকে কোন উপাধি দেবার অন্যায় করতে চাইনা, শুধু ভালোবাসা জানাই।







তোমার নিথর দেহখানি, রাসেলের নিস্পাপ চাহুনি আমাকে বলে দেয় দেশকে ভালোবাসতে, বলে দেয়, 'হ্যাঁ, মায়ের জন্য অকাতরে জীবন দেয়া চলে!' বলে দেশপ্রেম এর অর্থ জানতে চাইলে ওই ব্যাক্তিত্বের দিকে তাকাও! তোমার প্রতিটি রক্তবিন্দু দিয়েই যে পতাকার লালটুকু আরও গাঢ় হয়ে পূর্ণতা পেয়েছে!



তোমার ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলার মাটিতে তুমি শুয়ে আছো, ও রক্ত মেঝের ধুলিতে গিয়ে মিশেছে, ওই হাড়-মাংস মিশেছে তোমারই ভালোবাসার মৃত্তিকায়! তাই আজ চিৎকার করে বলবোই পিতা, অনেক অনেক ভালোবাসি তোমাকে, অন্তরের অন্তঃস্থল থেকে,



জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!

মন্তব্য ৩৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: আজ আমি চিৎকার করে বলবো, জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!! আমাকে 'আওয়ামীলীগ' বলবেন? গালি গালাজ করবেন? আপনাকে ধন্যবাদ দেই, এবং গালিটুকু হাঁসিমুখেই গ্রহন করবো! আজ যে আমার পিতৃশোকে মাতমের দিন! আজ আমাকে সান্ত্বনা কেউ দেবে না জানি তাই গালির ভয় কেন করবো! সাড়ে সাত কোটি থেকে ষোল কোটির আরেক নাম হওয়া মুজিবরকে ভালোবেসে পাওয়া গালিও আমার কাছে রাজ মুকুটের ন্যায়। এই মহামানবকে ভালোবেসে পাওয়া সব কিছুই অনেক বেশী পবিত্র যে!


প্রতিটি লাইন ভালো লাগলো অনেক। অনেক অনেক শ্রদ্ধা জানাই মনের অন্তঃস্থল থেকে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

আজীবন তুমি সাধারন মানুষের মনে, স্বাধীন দেশের স্বপ্ন দেখানো এবং বাস্তবে রুপদানের জন্য শ্রদ্ধার আসনে অমলীন থাকবে।

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তার পবিত্র আত্মার মাগফেরাত কামনা করি।

২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!

আমার একটা প্রিয় কবিতা View this link

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :) লিংকের জন্য অনেক ধন্যবাদ, পড়লাম, ভালো লেগেছে! :)

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৫

মোঃ মামুনুর রশীদ বলেছেন: দারুন লিখেছেন, সরাসরি ফেসবুকে শেয়ার দিলাম!

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি, আন্তরিক ধন্যবাদ জানবেন।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩

কলাবাগান১ বলেছেন: "আজ আমি চিৎকার করে বলবো, জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!! আমাকে 'আওয়ামীলীগ' বলবেন? গালি গালাজ করবেন? আপনাকে ধন্যবাদ দেই, এবং গালিটুকু হাসিমুখেই গ্রহন করবো! "

১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই, মুজিবের বিন্দুবিন্দু রক্ত আজ রক্তের সাগর হয়ে এ জাতির সমস্তটায় বইছে! তা অস্বীকার করার বাঙালিত্বকেই অস্বীকার করি :)

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪১

লাল চাঁন বলেছেন: জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! যদি রাত পোহালেই শোনা যেতো বঙ্গ বন্ধু মরে নাই!

স্বাধীন দেশের সপ্ন দেখিয়েছো, স্বাধীনতা এনে দিয়েছো। পিতা, তোমায় স্যালুট

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আজন্ম শ্রদ্ধা!

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৪

হাসান মাহবুব বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!

কবিতায় অনেক ভালো লাগা।

১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হামা ভাই অনেক অন্নেক কৃতজ্ঞতা। পিতার আত্মার মাগফেরাত কামনা করি।

৭| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪

মামুন হতভাগা বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু

১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ নেবেন ভাইয়া, মুজিবের চেতনায় বাঁচুক বাংলাদেশ :)

৮| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জয় বাংলা


জয় বঙ্গবন্ধু

১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস আ লট ইরফান আহমেদ বর্ষণ ভাই। :)

৯| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জয় বাংলা


জয় বঙ্গবন্ধু

১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নেবেন :) :)

১০| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৯

মনোহারী দোকান বলেছেন: 15 AUGUST!

১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কষ্টের!

১১| ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কবিতা অনেক ভাল লেগেছে।

শেষের কথাগুলোর আবেগ মন ছুয়ে গেছে।

আপনার লেখার হাত খুব ভাল। পাঠককে ভাবানোর ক্ষমতা আছে আপনার।

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার কথামালা খুবই ভালো লাগলো, অনেক ধন্যবাদ রইলো :)

১২| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জাতির পিতার শূন্যতা অনুধাবন করবে জাতি চিরদিন।
তার প্রতি শ্রদ্ধা।

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!

১৩| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০১

প্রিন্স হেক্টর বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!

:( :( :( :(

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রিন্স ভাই মন্তব্যের জন্য কৃতজ্ঞতা !

১৪| ১৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: শ্রদ্ধাময় ভালবাসা হে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী ।

১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানবেন

১৫| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১২

বটবৃক্ষ~ বলেছেন: আবেগময় লিখায় ++++++
সুন্দর হয়েছে

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানবেন!!! :)

১৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:০০

কাজী মামুনহোসেন বলেছেন: যতদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।


জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যতদিন বাংলার বুকে স্বাধীনতার হাওয়া বইবে, যতকাল পৃথিবীজুড়ে একটিও ভালো মানুষ বেঁচে থাকবে, মুজিব থাকবেন, অন্তরের অন্তঃস্থলে, ভালোবাসায়।

১৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:১০

এস আর সজল বলেছেন: "আজ আমি চিৎকার করে বলবো, জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!! আমাকে 'আওয়ামীলীগ' বলবেন? গালি গালাজ করবেন? আপনাকে ধন্যবাদ দেই, এবং গালিটুকু হাসিমুখেই গ্রহন করবো।"
জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!!

২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি আওয়ামীলীগ করি না, কোন রাজনীতিবিদ নই, মুজিব কে মন থেকে ভালোবাসি, মুক্তিযুদ্ধকে রেখেছি প্রাণের মাঝে, বাংলাকে ভালোবেসেছি অকাতরে। :)

১৮| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৫

মুহম্মদ ইফতেখার হোসেন বলেছেন: অসাধারণ! পড়তে গিয়ে হারিয়ে যাচ্ছিলাম বারবার। আবার জেগে উঠছি বলিষ্ঠতায়। পড়তে গিয়ে মনে হয়নি কোন গদ্য পড়ছি- প্রতিটি লাইনই যেন কবিতা, কবিতার ছন্দময়, কবিতার বলিষ্ঠতা।
ধন্যবাদ লেখক। প্রকৃত নামটি কি বলবেন, লেখক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.