![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষণ্ণ আকাশ জেনে নিয়ো, মন ভালো নেই,
প্রসন্ন প্রান্তর ভেবে নিয়ো, মন ভালো নেই,
সূর্যালোক অভিশপ্ত হয়ো, আমি আঁধারেই,
চন্দ্রালোক দূরলোকে বাঁচো, অমাবস্যা হয়েই।
বালিকা, কালো মেঘে জেনো, মন ভালো নেই,
আঁধারের জোনাকিদের বলো, মন ভালো নেই,
শুন্যতা পূর্ণতাকে শুনিয়ো, আজ কবিতারা নেই,
সূর-অসুরে হারিয়ো, আজ আর ভালোলাগা নেই।
বালিকা, অযথা হারিয়েছি, অধরা তোমাতেই,
অসামান্য ব্যথার আহ্বানে, মরেছি এগোতেই,
অপূর্ব চোখের মায়ার কালোয় শোষিত হতেই,
সুবাস অপ্রাপ্য জেনেও, হারিয়েছি ও চুলেতেই!
বালিকা, অবুঝ অন্তর এ, ক্ষমীও ক্ষণিক অবসরে,
পথিক যে পথহীনতার শূন্যতায় অকূল পাথারে,
দোষারোপে করো আঘাত, করো রক্তাক্ত আমারে,
বোলো না বাসো ভালো, চাইবো না ছুঁতে ওই অধরে।
মেঘগুলো ঘনীভূত হলে, জেনে নিয়ো মেঘবালিকা,
অনুভূতি কেন্দ্রীভূত হলে, জেনে নিয়ো আমি একা,
জেনো মন খারাপ আজ, মন যে তোমার কাছে রাখা,
বালিকা আবেগী হয়োনা, চাইবোনা কভু তোমার দেখা।
আলোর কালোটুকু বুকে, করেছি ধারণ শুধু কষ্টটাকে,
আমি কষ্টরাজ্যে রাজপুত্র, ব্যাথায় পেতেছি বক্ষটাকে,
তুমি স্বর্গবাসিনী বিধায়, জেনেছি হয়না পাওয়া তোমাকে,
ডুব দেবার আহ্বান নেই চোখে, ফিরেছি নিয়ে অযোগ্যতাকে।
আসন্ন কষ্টগুলো করুণা মাগি, ফিরে যাও আমায় নিয়ে,
বইয়ে দাও শোণিত, করো প্রবাহিত যা প্রচণ্ড কষ্ট হয়ে
স্বত্বা সমস্ত জুড়ে বয়, সত্যটুকুকে অভিশপ্ত করে দিয়ে,
সুপ্ত যন্ত্রণারা হও দৃঢ়তর, হৃদপিন্ড মাঝে ঘনীভূত হয়ে।
বালিকা ফিরে চাইবার অনুরোধে দানিব না কুন্ঠা বোধ,
শুধু এসো সেই ক্ষণে, যখন থাকবে না আর কোন রোধ,
কবি মুক্ত হবে, পথিক তরে বিসর্জিত হবে পথের ক্রোধ,
সেদিন হয়ত ঈষৎ হাঁসি রবে, একফোঁটা অশ্রু হবে শোধ।।
১৬/০৮/২০১৩।।
____________________________________________________
উৎসর্গঃ প্রিয় কবি/ব্লগার ৎঁৎঁৎঁ কে। I wish I could write like you do!
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। আপনার ভালো লেগেছে যেন আপ্লুত হলাম, পড়ার জন্য আবারও ধন্যবাদ!
২| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩
বৃতি বলেছেন: বেশ ভালো লাগলো ।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন, শুভকামনা আপনার প্রতি।
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮
নিয়েল হিমু বলেছেন: পোলাটার কিযে হৈল । কাইল থিকা খালি মন খারাপ মন খারাপ করতাছে । আরে আজিব চিজ বড় ভাইগোরে কছনা ক্যান প্রবলেম কি
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাবী কেমন আছে?
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৯
নিয়েল হিমু বলেছেন: এনিওয়ে কবিতা ভাল লাগছে । ইফতিভাইর কবিতা অনেক দিন পড়ি না । পড়তে হবে ।
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, আমি পেলে কখনই মিস করি। অভি ভাইয়ের লেখারও ফ্যান!
৫| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার হয়েছে পথিক ভাই !
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ অভি ভাই শুভকামনা ও কৃতজ্ঞতা নেবেন
৬| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০২
অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লেগেছে কবিতা। বিরহী ভাব ফুটে উঠেছে।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি সময় করে এসে পড়েছেন এটার জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আপু। আর ভালো লেগেছে জেনে সত্যিই অনেক খুশী হলাম।
৭| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১২
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা দিকভান্ত
কিন্তু পষ্ট শব্দটি অভিধানে পাওয়া যাবে কিনা সন্দেহ , হয়ত আঞ্চলিক
শব্দও হতে পারে ।।
পোষ্টে ধন্যবাদ
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পষ্ট তো প্রচলিত বেশ! স্পষ্ট প্রকাশের একটি রুপ এটি। শুভকামনা রইলো ভাইয়া সময় করে এসে পড়ার জন্যও কৃতজ্ঞতা।
৮| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
নোমান নমি বলেছেন: কবিতা ভালো লেগেছে। তবে মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় একটু দীর্ঘ হয়ে গেছে।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: শেষ এর আগের স্তবকটা বাদ দিলেও দেয়া যেত। কেন জানি ঘষামাজা করতে ইচ্ছে হলো না আর। লেখার সময়ই কাটাকুটি যা করি, পরে আর করা হয়ে ওঠে না এই কারনে অনেক সময় এমন হয়ে যায়, বানানেও ভুল থেকে যায়।
নোমান ভাই সময় করে পড়ে মন্তব্য দেয়ার জন্য সীমাহীন কৃতজ্ঞতা জানাচ্ছি।।
৯| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সোজা কবিতা ভাল লাগে
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি আগের মতো আর কবিতা পড়েন না!
১০| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
কাজী মামুনহোসেন বলেছেন: বোকামন বলেছেন:
স্বত্বা সমস্ত জুড়ে বয়, সত্যটুকুকে অভিশপ্ত করে দিয়ে,
সুপ্ত যন্ত্রণারা হও দৃঢ়তর, হৃদপিন্ড মাঝে ঘনীভূত হয়ে
সুন্দর কবিতা ! কবিতায় কবির কাব্যবোধও চমৎকার !
“+”
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যপাতা ব্রাদার!
১১| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!
মন ভালো নাই কেন ভাই??
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনের সাথে যদি কথা বলতে পারতাম তবে নিজেই জেনে নিতাম !
১২| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
সায়েম মুন বলেছেন: সুন্দর। কবিতায় অনেক ভাললাগা রইলো। শুভকামনা সব সময়।
১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা ভাই! শুভকামনা আপনার জন্যেও!
১৩| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: সোজা সাপ্টা কবিতা চমৎকার!
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৩:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব, সময় করে পড়েছেন জন্য! কৃতজ্ঞতা জানাই!
১৪| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১১
ভূতাত্মা বলেছেন: খালি মন খারাপ করা কবিতা!!
আপনি অ্যাত্তোগুলা পচা!!!!
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম কিন্তু আপনি যে এত্তোগুলা ভুত তার কি হবে?
১৫| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৫
@মেহেদী হাসান বলেছেন: আপনার কি মুন খ্রাপ????
কোবতে ভালা পাইলাম
৭ম (লাকি সেভেন) +
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যায় ভালো মন্দে আপ্নে ভালা পাইছেন দেখে অনেক বেশী খুশী হইলাম
১৬| ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতা ভালো হয়েছে।
আপনিও ভালো লিখেন।
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আশরাফুল ভাই আপনার লেখা অনেক বেশী ভালো হয় তাই এই প্রশংসাটুকু অনেক অনুপ্রেরণা দেবে
১৭| ১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন হয়েছে কবিতাটা!
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নেবেন, আমার ব্লগে স্বাগতম
১৮| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আমার আসতে খানিকটা দেরি হয়ে গেল,
জুতোয় পেরেক ছিল, পথে বড় কষ্ট!
আমি আপনার পোস্টে অভিভূত হয়ে বসে আছি! ঠিক কি বলব বুঝতে পারছিনা! সারাদিন অফিসে নানা ঝামেলার মধ্যে, আপনার পোস্ট দেখে মন খারাপ অস্বস্তিগুলো জানলা দিয়ে সটান পালিয়ে গেল! আপনার ভালবাসার উপযুক্ত প্রতিমন্তব্য আমার জানা নাই! অনেক অনেক অনুপ্রেরণা হয়ে থাকবেন আপনি এবং আপনার কবিতা!
কবিতার কাব্যগুন বিশ্লেষণের সুযোগ আমার পক্ষে নেই, কারণ আমি তো এমনিই ভাল লাগায় ডুবে গেছি!
বিষণ্ণ আকাশ জেনে নিয়ো, মন ভালো নেই
প্রিয় সুনীল কবির একটা কবিতা মনে পড়ে গেল,
মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই,
কেউ তা জানে না, সকলি গোপন, মুখে ছায়া নেই,
চোখ খোলা তবু চোখ বুজে আছি কেউ তা দেখেনি,
তবু দিন কাটে, দিন কেটে যায়, আশায় আশায় আশায় ...
অনেক অনেক ভালোবাসা রইলো দিকভ্রান্ত ভাই!
অনেক ভাল থাকুন!
অনেক লিখে চলুন!
আর কবিতাটা নিয়ে গেলাম!
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথমেই সময় নিয় এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য মন থেকে কৃতজ্ঞতা নেবেন। আপনাকে উৎসর্গ করা কবিতায় আপনার মন্তব্য পেয়ে পূর্ণতা পেলো লেখাটি। সুনীল আমার খুবই প্রিয় কবি, তার লেখা যে কোন সুস্বাদু খাবারের মতোই লোভনীয় লাগে আমার কাছে! আর আপনার কথা যাই বলি কমিয়ে বলা হবে, নিয়মিত যারা কবিতা লেখেন তাদের মাঝে আপনি অসাধারণদের কাতারে পড়েন এবং নিঃসন্দেহে আমার সব চেয়ে প্রিয় লেখকদের একজন। আপনার চিন্তা ও কবিতার থিম আমাকেও লেখার উৎসাহ দেয়, সেই আপনার প্রসংসা পেলে আপ্লুতই হই! যদিও ব্যক্তি হিসেবে আপনাকে চিনিনা, শুধু লেখার মাধ্যমে চিনি এবং সেখানে আপনি অনন্য। আপনাকে সামান্য হলেও ভালোলাগা দিতে পেরেছি এই অতি সাধারণ লেখাটা দিয়ে এটা ভেবে অনেক ভালো লাগছে কবি।
অনেক অনেক শুভকামনা রইলো, নিয়মিত লিখে যান, আমাদের জন্য লিখে যান! শুভেচ্ছা ও কৃতজ্ঞতা নেবেন।
১৯| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬
ভূতাত্মা বলেছেন: খালি খালি দুষ্টুমি!!
১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২০| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬
প্রিন্স হেক্টর বলেছেন: কথা দিছিলাম চারটার দিকে কমেন্ট করবো। করে গেলাম।
আমি আসলে তেমন কমেন্ট করি না। আর কবিতায়তো বলতে গেলে একদমই করি না। কারন কবিতা সম্পর্কে আমার ধারনা কম।
তবে আপনার সব পোষ্টেই আমি পড়ি। ভিজিটর প্যানেলে নজর রাখলে দেখতে পারবেন।
কবিতা কেমন হয়েছে সেটা ব্লগের ভালো ভালো কবিরাই বলতে পারবেন। আমি শুধু বলি আমার ভালো লেগেছে।
♥ভালবাসার সাথে + দিরাম লিও ভাই
১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই থ্যাংক্স আ লট পড়ার জন্য! তা কবিতা পড়ার অভ্যাস করেন ভাই বেরাদর হইয়া লেখা না পড়লে তো খ্রাপ লাগে
আর আপুনিদের পোস্ট তো সবই পড়েন ক্যাম্বে কি?
আর খুব স্যরি দেরীতে উত্তর দেয়ার জন্য, কাল ঐশীর নোটটা পড়ে পুরাই ডাউন খেয়ে গেছিলাম!
আপনার প্রতি অনেক শুভকামনা প্রিন্স ভাই।
২১| ১৯ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৫
আমিই মিসিরআলি বলেছেন: ১০ম প্লাস +++++
ভালো লাগলো অলি ভাই
১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মিসিরআলি ভাই এতো দেরী?
থ্যাংক্স আ লট ব্রো সময় করে মন্তব্য করে যাবার জন্য।
শুভকামনা নিয়েন আর কালা মিয়াঁকে একবাটি দুধের শুভেচ্ছা জানিয়েন।
২২| ১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২
আম্মানসুরা বলেছেন: আমার সত্যি মন ভালো নেই
১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি আমারও আপনার মন খারাপ কেন? আশা করি দ্রুত কাটিয়ে উঠবেন!
২৩| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫
একজন আরমান বলেছেন:
আলোর কালোটুকু বুকে, করেছি ধারণ শুধু কষ্টটাকে,
আমি কষ্টরাজ্যে রাজপুত্র, ব্যাথায় পেতেছি বক্ষটাকে,
তুমি স্বর্গবাসিনী বিধায়, জেনেছি হয়না পাওয়া তোমাকে,
ডুব দেবার আহ্বান নেই চোখে, ফিরেছি নিয়ে অযোগ্যতাকে।
এই প্যারাটা বেশি ভালো লেগেছে।
২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আরমান ভাই সুযোগ করে পড়ার জন্য, আপনার ব্যস্ততার মাঝে সময়টুকু করার জন্য!
শুভকামনা রইলো ভাই।
২৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
ভিয়েনাস বলেছেন: আপনার কবিতাটা পড়ে সুনীল বাবুর কবিতা মনে পড়ে গেল। মন্তব্য ঘরে ৎঁৎঁৎঁ ভাই কবিতা টা একটু দিয়ে দিয়েছেন।
আশা করছি এতো দিনে মন ভালো হয়ে গেছে
লিখেছেন অনেক চমৎকার করে।
প্লাস
২১ শে আগস্ট, ২০১৩ রাত ২:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা, সময় করে এসে পড়েছেন জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। সুনীলদার প্রচণ্ড রকমের ভক্ত আমি, উনার কবিতা পেলে না পড়ে থাকতে পারিনা। অসেতনভাবে অনুকরণের চেষ্টা ছিল কিনা ঠিক বলতে পারবো না তবে আপনার কথাটি আমার মতো সামান্য মানুষের জন্য এবং অলেখকের জন্য অনেক সম্মানের!
এতো প্রসংশা উৎসাহ শেষ কি আর মন খারাপ থাকে?
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫১
বোকামন বলেছেন:
স্বত্বা সমস্ত জুড়ে বয়, সত্যটুকুকে অভিশপ্ত করে দিয়ে,
সুপ্ত যন্ত্রণারা হও দৃঢ়তর, হৃদপিন্ড মাঝে ঘনীভূত হয়ে
সুন্দর কবিতা ! কবিতায় কবির কাব্যবোধও চমৎকার !
“+”