নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣।।---অনুরক্ত প্রণরেনী, প্রণয় আঁকতে দেবে? ---।।♣

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫০







আজ আমি গল্প লিখতে বসেছি,

শব্দের সমারোহে কথোপকথনে মেতে ওঠার ছিল প্রয়াস!

চেয়েছি লাইনগুলোয় অশ্রুজল এক উপাখ্যান ব্যাখ্যা করতে,

তপ্ত-ক্রন্দনরত অনুভূতিদের ডায়েরীর ক্যানভাসে আবদ্ধ করতে।

পারিনি! ফিরিয়ে দিয়েছে কথামালা আমায়, করে বিদ্রোহ নিষ্ঠুর,

ব্যর্থ আমি, অপ্রকাশিত গল্পখানি নিয়ে ফিরেছি নরকে ব্যাথাতুর।





আজ রাতে কবিতায় ভাসতে চলেছি,

অন্ত্যমিলের ছন্দময়তায় বিষণ্ণতাকে আঁকবো অসীম আবেগ দিয়ে,

আটকে যাওয়া কাব্যদের গতিদানের আকাংখা ধরে বুকজুড়ে,

শব্দের অভাবে খাবি খাওয়ার যন্ত্রণার পুড়ছি কাব্যদেবী!

চরণে লুটিয়ে পরে তোমার, চরন খুঁজে যাই শুধু বিফল হতে,

কবিতারা আমার হলে না তাই, স্বর্গলোক- এলাম বিদায় নিতে।





আজ ছবি আঁকবো বলে রংতুলি ছুঁয়েছি,

তপ্ত মানবীর প্রতিকৃতি আঁকবার প্রত্যাশায় আঁচড় কেটে গেছি,

ক্যানভাস জুড়ে অর্থহীন আঁকিবুঁকি আমায় জানিয়েছে আমি শিল্পী নই!

ক্রন্দনরত অভিশাপের ন্যায় জলরঙ এর ছটা অলৌকিক স্বর্গরুপ নিয়েছে,

তবু তোমার চোখ আঁকা হলো না দেবী, হলোনা নিঃশ্বাসের দ্রুততার শৈল্পিক রুপায়ন,

আমি হেরে গেছি রঙ-তুলি, শোণিতটুকু নিয়েও যদি দিতে একটি পলক এখন!





আজ আমি একরাশ সূর বেঁধেছি,

তোমাকে শোনাবো বলে ইউরিডিসি, আত্মহারা মোর সমস্তটা করে একত্র,

গেয়েছি শ্রেষ্ঠতর গান কোন! নেয়েছি সূর ঝংকারের চরম পরমে, করুণে,

তবু সামান্য বড্ড ফিকে পড়ে গেছে তোমার সুষমা সমুখে, লাবন্যটুকু বরণে!

আমি পারিনি তোমাকে করতে মুগ্ধ জানি, জেনেছি তোমার অসামান্যতা,

জেনেছি নিজের সমস্তটা জুড়ে বয়ে চলা প্রবল অযোগ্যতা! (ক্ষমীও! ক্ষমীও)





অবশেষে, আজ আমি ভালবেসেছি,

ইরৌস হয়ে খুঁজে মরেছি মহাকাশের সমস্তটা তছনছ করে,

তবু সন্নিকট সাইকির প্রণয় প্রলয়কে বিদ্ধ করা হলো না আমার,

লক্ষ্যভ্রষ্টতায় হারিয়ে তোমায় অপরূপা, হয়েছি দিগন্ত ওপারের সূর্যালোক

তোমায় পাওয়া হলো না বলে নিজেকে হারাবার আকুতিটুকুই সম্বল হোক,

প্রার্থিত মৃত্যুময়তার মোহনীয়তায় করো আচ্ছন্ন মহাকাল, হবো প্রণয়য়ের শোক।।





১৮/০৮/২০১৩, ০৪.২৮ A.M.

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আজ রাতে কবিতায় ভাসতে চলেছি,
অন্ত্যমিলের ছন্দময়তায় বিষণ্ণতাকে আঁকবো অসীম আবেগ দিয়ে


সত্যই ভাসিয়ে দিয়েছেন অন্ত্যমিলের ছন্দে !

দুরন্ত কবিতা পথিক ভাই ! আপনার ভ্রান্তির অবসান কামনা করি !

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা অভি ভাই, দুঃখিত দেরীতে উত্তর দেবার জন্য।

নিরন্তর উৎসাহ জানিয়ে চলেছেন এর বিনিময়ে শত কৃতজ্ঞতাও ছোট দেখাবে যদিও, আপনার জন্য শুভকামনা রাখি তাই মন থেকে!!

২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৯

মাক্স বলেছেন: সুন্দর!

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাই, শুভকামনা জানবেন!

৩| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
আজ রাতে কবিতায় ভাসতে চলেছি,
অন্ত্যমিলের ছন্দময়তায় বিষণ্ণতাকে আঁকবো অসীম আবেগ দিয়ে



সুন্দর কাব্য :)

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতা পাঠে বিনম্র ধন্যবাদ আরমান ভাই। :)

৪| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:০৪

বাসুরী বাসীয়ালা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ভ্রাতা। +++++++++++++
আপনারে আমি ফেবুতে খুজি আর আপনি এইখানে :( :(

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপাতত ফেসবুক নেই আমার :(

অনেক অনেক ধন্যবাদ নেবেন!!

৫| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৫

আরজু পনি বলেছেন:

বেশ সুন্দর ।।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন আপু :)

৬| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: অনুরক্ত প্রণরেনী, প্রণয় আঁকতে দেবে?

নামেই চমক পড়েও ভাল লাগলো।
+++++দিলাম।

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। :)

৭| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ফেবুতে পড়ছিলাম। বেশ ভালো লাগছিল :)

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম!! কৃতজ্ঞতা ভাই কমেন্ট করে জানাবার জন্য! :) :) শুভকামনা রাখি নিরন্তর!

৮| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬

রোমেন রুমি বলেছেন:
বাহ ! সুন্দর ।

কাব্য ভাল লাগল ।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন সময় করে পড়ে যাবার জন্য!! শুভকামনা জানাই নিরন্তর!

৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: রেফারেন্স টেনে লেখা কবিতা পড়তে ভাল লাগে। এটাও ভালো লাগল।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই সব সময় কবিতার সাথে থাকার জন্য!!!!

১০| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর নিকের ,
চমৎকার লিখকের ,
অভূতপূর্ব শিরোনামের,
অসাধারন কবিতা ।
+++++++++++++++

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই আপনার কমেন্ট পেয়ে বেশ ভালো লাগলো! একে তো অনেকদিন পর পর আপনার সাথে সাক্ষাত হয় তার উপর এতো সুন্দর ভাবে প্রসংশা করেছেন দেখে লজ্জিত ও সম্মানিত বোধ করছি! :)

শুভকামনা গিয়াসলিটন ভাই, আপনার সময় খুব সুন্দর কাটুক!

১১| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫

মামুন রশিদ বলেছেন: দারুণ ! অভিভূত !!

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শত সহস্র কৃতজ্ঞতা মামুন ভাই!! কবিতার সাথে থাকার জন্য মন থেকে ধন্যবাদ জানাই।।

১২| ২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার লিখেছেন! দারুণ লাগল!

ভালো লাগা রেখে যাচ্ছি!

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রিয় কবির ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম! কবি দীর্ঘজীবী ও সুখী হোন সব সময় এই কামনা জানাই!

পড়ে যাবার জন্য অনেক কৃতজ্ঞতা!!

১৩| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক সুন্দর।
পাঠে বেশ লাগলো।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা আশরাফুল ভাই, সময় করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ!

১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:

------
স্বপ্নের পোস্টটাতে মন্তব্যের জবাব পাইনি :|

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য। সার্ভার সমস্যা অতঃপর নতুন পোস্ট দিয়ে ভুলে গেছিলাম জন্য উত্তরটা দিতে এতো দেরী হলো!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.