![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রদীপখানি ফিরতে অনিচ্ছুক রক্তচক্ষুতে দেখছে স্বর্গীয়তা,
প্রণয় প্রলেপ সর্বত্র বুলিয়ে সে কষ্টটুকুর সামান্য বহিঃপ্রকাশ!
বিদায় লগ্নে তার পেছন ফিরে তাকানো মুহূর্ত দেখছি-
দেখছি সে ক্ষণের অসামান্য শিল্পকর্ম জীবন্ত!
সৃষ্টি সুখের উল্লাসে কাতর হওয়া পাথর নয়,
ক্ষণ এখন দৃষ্টিসুখের প্রচণ্ডতায় আগ্রাসী স্বপ্নময়!
দু’চোখ ভরে তাই রক্তমাংস দেখছি,
দেখছি হিংস্রতাকে ধারণ করা পাষবিকতাকে,
মুখোশে আড়াল থাকার ভয়াবহতা আড়াল করাকে
এ ক্ষণের ব্রত করার আকুলতাকে ধারণ করাকে!
স্পন্দনরত আগ্নেয়গিরি সন্নিকট প্রাণবন্ত-
দেখছি লালচে আভায় জ্বলন্ত খন্ড খন্ড অগ্নিকুন্ড।
মায়াময় ইন্দ্রজালে নিষ্ঠুর গ্রাস করবার তরে,
নিয়ত স্পন্দিত সে তপ্ত চঞ্চলতার আধার দ্রুততর প্রতিক্ষণে
আচ্ছাদিত করে নগ্নতাকে ধন্য হবার আহ্বানে!
আগ্নেয়গিরি ছোঁয়ার ধৃষ্টতা পেয়ে বসে কাংখিতায় চেয়ে,
ঠোঁটময় সে লাভা স্পর্শের অবাধ্য সাক্ষ্য!
ঠোঁটময় সে লাভা স্পর্শের অবাধ্য আহ্বানে পান করো,
তৃষ্ণার্ত তরে অমৃত অমূল্য অধর!
তোমার জগত উষ্ণ বড্ড, শূন্যতা নিতান্ত শীতার্ত,
তোমার সর্বময় খুঁতহীন বড্ড আমি নিতান্ত ক্ষুধার্ত!
চর্ম চক্ষু জুড়ে সংকল্প আঁকবো প্রণয়লোকের প্রতিচ্ছবি,
আঁধার খুঁজছে তাই নিতান্ত ন্যায্য আহ্বান!
দূরত্ব খুঁজছে বিলুপ্ত হবার সামান্য অজুহাত!
তপ্ত-আর্দ্র বালুচর যেন চোরাবালির অস্তিত্বের শঙ্কা জাগায়,
তবু প্রচন্ড মোহময় তার আহ্বানের প্রচন্ডতা!
জাগতিক সমস্ত লজ্জাবোধ বিসর্জিত হোক,
এ ক্ষণ যে আধ্যাত্মিকতার!
এ ক্ষণ শুধু অভিশপ্ত আত্মাদের পাপ মোচনের,
কোন ভয়াবহ খেলায় ক্ষণিক শাপ মোচনের!
মুহূর্তের জাদুকরীতায় আকর্ষিত ব্রহ্মাণ্ডকে হাতছানি
কামনা হাতছানির চুড়ান্তে, করবে উন্মাদনায় মাতাল,
পতিত করবে তপ্ত চোরাবালির কেন্দ্রে,
গ্রাস করবে ক্ষিপ্ত যন্ত্রণাকে।।
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
উৎসর্গঃ প্রিয় ব্লগার, কবি-লেখক স্বপ্নবাজ অভি, একজন আরমান ভাই এর প্রতি, যারা সব সময় আমার লেখাগুলোর সাথে থেকে উৎসাহ জুগিয়ে গেছেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই। অনেক অনেক ভালো থাকবেন।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মামুন রশিদ বলেছেন: কবিতায় ভাললাগা ++
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো মামুন ভাই। সময় করে পড়ে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
নিরন্তর ভালো থাকা হোক!!
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: কামনা হাতছানির চুড়ান্তে, করবে উন্মাদনায় মাতাল,
পতিত করবে তপ্ত চোরাবালির কেন্দ্রে,
গ্রাস করবে ক্ষিপ্ত যন্ত্রণাকে।।
কবিতার সারমর্ম যেন এই লাইন তিনটাতেই আছে !
অনেক ভালো লেগেছে ! সামু এখনো আমার লাইক দেয়ার ক্ষমতা ফিরিয়ে দেয় নাই !
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রদীপখানি ফিরতে অনিচ্ছুক রক্তচক্ষুতে দেখছে স্বর্গীয়তা,
প্রণয় প্রলেপ সর্বত্র বুলিয়ে সে কষ্টটুকুর সামান্য বহিঃপ্রকাশ!
বিদায় লগ্নে তার পেছন ফিরে তাকানো মুহূর্ত দেখছি-
দেখছি সে ক্ষণের অসামান্য শিল্পকর্ম জীবন্ত!
যাদের সাথে ফেসবুকে আলোচনা করেছি সবার কাছেই এইটুক নিয়ে বিরোধ দেখা দিয়েছিল! আমারও ধারণা আরেকটু সহজ করে বলা যেতে। কিন্তু লিখে ফেলার পরে বদলানোটা ঠিক মনে সায় দেয় না বলে পারিনি।
এইটুকুর সারমর্ম হচ্ছে, অস্তগামী সূর্যের আলোর ও গোধূলির মুহূর্তটায় (বাকীটা আপনার কোট করা অংশ থেকে বুঝে নেয়া সহজ!)
অনেক কৃতজ্ঞতা ভাই সময় করে পড়ার জন্য, শত শুভকামনা।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লেগেছে অনেক।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রোফেসর সাহেব! আপনার লেখা পড়ে মুগ্ধ হই তাই আপনার মতামত পেলে খুবই ভালো লাগে!
অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ও কৃতজ্ঞতা!!
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
সুপান্থ সুরাহী বলেছেন:
দূরত্ব খুঁজছে বিলুপ্ত হবার সামান্য অজুহাত!
চমৎকার কবিতায় এই লাইনটা বেশ মনে ধরেছে...
তবে স্তবক বিন্যাস থাকলে সহজ হতে পাঠে...
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লাইনটা সম্ভবত অন্য কোথাওও একবার ব্যবহার করেছিলাম, আমারও ভালো লেগেছিল।
অনেক অনেক কৃতজ্ঞতা পরামর্শের জন্য! আসলে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করিনা বা পারিনা। লিখতে শুরু করলে সে তার গতিতে শেষ হয়ে যায়। যদি শুরুটা স্তবক বিন্যাসকে উৎসাহ দেয় সেটা তখন হয়ে যায়। লিখতে তো তেমন পারিনা, আমার ভরসা ওই সহজাত ভাব প্রকাশের ভঙ্গিটুকুই।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নিও
শুভকামনা রইলো!
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
দারুণ লাগলো। স্তবক বিন্যাসে আর ভাল হত এ ব্যাপারে সুপান্থ সুরাহী ভাই এর সাথে একমত।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, এটায় এলোনা!
হবে হয়ত পরে!
অনেক কৃতজ্ঞতা সময় করে পড়ে মন্তব্য করার জন্য। সময় সুন্দর হোক শোভন ভাই।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
একজন আরমান বলেছেন:
কবিতার প্লটটা নিঃসন্দেহে চমৎকার।
স্বপ্নবাজ অভি বলেছেন: কামনা হাতছানির চুড়ান্তে, করবে উন্মাদনায় মাতাল,
পতিত করবে তপ্ত চোরাবালির কেন্দ্রে,
গ্রাস করবে ক্ষিপ্ত যন্ত্রণাকে।।
কবিতার সারমর্ম যেন এই লাইন তিনটাতেই আছে !
সহমত।
উৎসর্গ পত্রে নিজের নাম দেখে আবেগপ্লুত হয়ে গেলাম।
একরাশ শুভকামনা লিও ভাই।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনাদের দুজনকে উৎসর্গ করতে পেজে নিজে সম্মানিত বোধ করছি! আপনাদের লেখার তুলনা পাওয়া ভার। প্লটটা তো তবে এর উপরে আরও ভালো কিছু লেখা সম্ভব হয়ত, আরেকটু সরল করে চেষ্টা করবো সামনে
আপনার প্রতি শুভকামনা রইলো আরমান ভাই, অনেক কৃতজ্ঞতা জানাই।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৬
মাক্স বলেছেন: অনেক ভালো লাগলো।
এই দুটি লাইন আলাদাভাবে চোখে পড়লো কেন জানি,
আগ্নেয়গিরি ছোঁয়ার ধৃষ্টতা পেয়ে বসে কাংখিতায় চেয়ে,
ঠোঁটময় সে লাভা স্পর্শের অবাধ্য সাক্ষ্য!
শুভকামনা রইলো!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এ দুটো লাইনের অর্থ বোধকরি প্রকাশ করা সম্ভব নয়, পাঠক বুঝলে বুঝবে, না বুঝলে নাই।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২২
অনির্বাণ প্রহর বলেছেন: ভাল লাগলো!
নতুন পোষ্টের অপেক্ষায় রইলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা, সাথে থাকবেন!
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৯
দুঃস্বপ্০০৭ বলেছেন: দারুণ একটা কবিতা ।মুগ্ধপাঠ উৎস্বর্গে এবং শিরোনামে ++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন! অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই আপার প্রতি!
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “এ ক্ষণ যে আধ্যাত্মিকতার!
এ ক্ষণ শুধু অভিশপ্ত আত্মাদের পাপ মোচনের,
কোন ভয়াবহ খেলায় ক্ষণিক শাপ মোচনের!”
-অসাধারণ। +
-কবিতায় ভালো লাগা জানাচ্ছি
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপনার মতো বিজ্ঞ ব্লগারের পজেটিভ ফিডব্যাকে অনেক ভরসা পাই! অনেক ধন্যবাদ জানবেন! শুভকামনা রইলো নিরন্তর!!
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এ কি বিবাহ পরবর্তী কবিতা, প্রিয় দিকভ্রান্ত*পথিক?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ছি আমি মনে হয় লজ্জা পাই না?
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০৩
তুষার আহাসান বলেছেন: "নিয়ত স্পন্দিত সে তপ্ত চঞ্চলতার আধার দ্রুততর প্রতিক্ষণে
আচ্ছাদিত করে নগ্নতাকে ধন্য হবার আহ্বানে! "
চমৎকার।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন জনাব, আমার ব্লগে সু-স্বাগতম! অনেক সুন্দর হোক আপনার সময় সেই শুভকামনা জানাই!
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫১
সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: :/
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিল্লো ভাইটি?
অন্য কিছু আশা করছিলেন নাকি?
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
সায়েম মুন বলেছেন: কবিতা অনেক ভাল লেগেছে। ভাল থাকুন কবি। নিয়ত লিখে যান।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানাই প্রিয় কবি! আপনার জন্যও শত শুভকামনা রইলো!
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!
+++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো বর্ষণ ভাই
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাতে এসে সবাইকে জবাব দেবো
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাতে তো জবাব দিস নাই ব্যাটা উজবুক! মিছা কথা কইছস ক্যাড়ে?
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
নিয়েল হিমু বলেছেন: গান শুনতে শুনতে কবিতা পেড়া আপাতত কঠিক উপর দিয়া গেল । যাই হোক রাত্রে ঠান্ডা মাথায় পড়ব ।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এ কি বিবাহ পরবর্তী কবিতা, প্রিয় দিকভ্রান্ত*পথিক? আসলেই কি তাই নাকি ?????
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হিমু ভাই কবিতা নিয়মিত মনোযোগ সহকারে পড়েন, না হইলে আপনার বিরুদ্ধে পোস্ট দিমু।
২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: খুব ভাল হয়েছে রে ভাইয়া । ++++++++++++++++++
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক অন্নেক থেংকু আপুনি, সময় করে পড়ে যাবার জন্য আমার কৃতজ্ঞতা জানবেন!!
২১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
অদৃশ্য বলেছেন:
পথিক চমৎকার লাগলো লিখাটি... প্রথমেই আমি ভাবছিলাম হয়তো সূর্য্যকে নিয়েই কিছু বলতে চাইছেন... পরে মন্তব্যে এসে দেখলাম ঠিকই ভাবছিলাম...
শুভকামনা...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যাক ভালো লাগলো জেনে যে আপনি ধরতে পেরেছেন!
২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর লেখা।
শুভকামনা পথিক।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সুলেখিকার মন্তব্যের জন্য! সময় করে পড়েছেন জন্য ধন্যবাদ টুম্পা মনি
২৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
মাগুর বলেছেন: অনেক সুন্দর হৈচে প্রিয় কবি ফটিক
পিলাস
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই এইডা পথিক! মাগুর কে হাগুর ডাকলে কেমুনয়?
কৃতজ্ঞতা কৃতজ্ঞতা
হোপ ইউ দুন্ত মাইন্দ !
২৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ইখতামিন বলেছেন:
৫ম ভালোলাগা
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি তো ভালো লাগার রাজা
২৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
মাহমুদ০০৭ বলেছেন: আমার জবাব কাউল্কা দিনে দিয়েন । রাইতের ঘুম হারামের দরকার নাই
এ ক্ষণ যে আধ্যাত্মিকতার!
এ ক্ষণ শুধু অভিশপ্ত আত্মাদের পাপ মোচনের,
কোন ভয়াবহ খেলায় ক্ষণিক শাপ মোচনের!
মুহূর্তের জাদুকরীতায় আকর্ষিত ব্রহ্মাণ্ডকে হাতছানি
কামনা হাতছানির চুড়ান্তে, করবে উন্মাদনায় মাতাল,
পতিত করবে তপ্ত চোরাবালির কেন্দ্রে,
গ্রাস করবে ক্ষিপ্ত যন্ত্রণাকে।।
এই জায়গাটা ভাল লাগছে বেশি / সব মিলাই কবিতা অনেক ভাল লাগল ।
।
ভাল থাকবেন ভাই । শুভকামনা রইল
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার অভিশাপটাই লাগছে, ওই রাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে বেজায় খুশী হয়েছি
২৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
আমিই মিসিরআলি বলেছেন: অনেকদিন পর কবিতা পড়লাম আপনার অলি ভাই
প্লাস বাটনটা কাজ করছেনা
ভালো থাকবেন সবসময়
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি তো নিয়মিতই পোস্টাই, ভাইটিকে দেখা যায় না ! -_-
প্লাস বাটনের সমাধান পেতে ইখতামিন ভাইয়ের ব্লগ সাইট থেকে ঘুরে আসা বাধ্যতামূলক। সমাধান পাবেন।
২৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
একজন আরমান বলেছেন:
বেশি সরল করলে সমস্যা আছে এই প্লটে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: লুল নামক মিথ্যে অভিযোগে পাশী চাইবো!
:-< :-<
২৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
তাসজিদ বলেছেন: ভার্চুয়াল বিয়ের দাওয়াত পেলাম না
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওইটা হেক্টুরভাইরে জিগান, উনিই সব ব্যবস্থা করছেন! :#> :#>
২৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
তাসজিদ বলেছেন: ঠোঁটময় সে লাভা স্পর্শের অবাধ্য সাক্ষ্য!
ঠোঁটময় সে লাভা স্পর্শের অবাধ্য আহ্বানে পান করো,
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আগের দুই লাইনের সাথে মিলিয়ে দেখতে হবে
৩০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
আদনান শাহ্িরয়ার বলেছেন: অনেক তীব্র একটা কবিতা ।
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভ্রাতা !
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর লেখা!!