![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিদের ভালোবাসতে নেই,
ওরা অলীক কল্পনায় বাঁচা স্বার্থপরতম কীট,
উজাড় করে ধিক্কার জানাও প্রাণহীন তাদের
রাখো জাগতিক সবটুকু খারাপ লাগা ধরে,
দিও স্বার্থহীন দিয়ে পৃথিবীর সব কবি তরে!
ওদের দেখলে মুখ ফিরিয়ে নিও,
ওরা অভিশপ্ত প্রেতাত্মা ভয়াবহ, কান্নার গল্প
ছেড়ে যেও নীরবে, কোন ঘোরলাগা সন্ধ্যায়,
বাঁধনটুকু কেটে দিও নিঃশব্দে, যায় আসে না,
কাব্যময় চোরাবালির শব্দজটে মুখ গুঁজে,
বিদায় বলবে অশ্রুহীন, আবেগহীন, ভেবো না!
ওদের নিয়ে স্বপ্ন দেখতে নেই,
দুঃস্বপ্নের ডুবুরী তারা সুখস্বপ্নে করে না অবগাহন,
তারা কষ্ট আর কৃষ্ণের পুজারী, ছন্দময় আহাজারি,
হয়ো না কোন অশুভ প্রহরের প্রণয়ে আজ্ঞাবহ,
কবিত্বের বিমর্ষতা সুখ সব অধিকার করা দুর্বিষহ!
কালের প্রপাতে ঘৃণিত প্রাণ যত, কবিরা সিংহভাগ তার
অধিকার করে রাখে প্রাণবন্ততা নিঃস্পৃহতায়!
সে প্রাণ শুধু কলম কাগজের হিসেব মিলাতে উৎসর্গিত,
সম্ভব হলে তার কবিতা ছুঁয়ে দেখো একবার!
অনুভব করো কষ্ট নিমজ্জিত হৃদয়টি একবার!
অতঃপর ছুঁড়ে ফেলো দূর দিগন্তে ঘৃণার প্রচণ্ডতায়,
কবি তোমার বুকে বাঁচতে পারে নি, সে বাঁচে কবিতায়,
কবি তোমার বুকে মাথা রেখে মরে নি, সে মৃত কবিতায়।
তার তরে অসামান্য অশ্রুর দিওনা অকাতর বিসর্জন,
ছন্দময়তায় তাকে খুঁজতে যেও শতাব্দী পরে হয়ত,
সেদিন কবির ভালোবাসা প্রাপ্য রবে, ভালোবাসবে হয়ত।
এপিটাফখানিতে লেখা দু’টো লাইন হয়ত আওড়াবে বৃষ্টিস্নাত,
তবু কবিকে ভালবেসো না, যুগ-যুগান্তরে হয়ো জ্যোৎস্নাহত,
শুধু করুণার সামান্য স্পর্শ দিও শ্বেত ফলকে, নিমজ্জিত আলোকে,
কবি তৃপ্ত ঘুমায়, কবিরা অশ্রু ঝড়ায় ছন্দবদ্ধ পলকে!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিরা পাগল টাইপের হয় বটে, তবে ওরা ভালো পাগল হয়ে থাকে, ওরা ভালোবাসার পাগল হয়ে থাকে।
অনেল অনেক ধন্যবাদ আপু
শুভকামনা জানবেন।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতার থিমটা চমৎকার!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থিমটা ইউনিক না অবশ্য, একটা ফ্রেন্ড একদিন কথা বলতে বলতে বলছিল, কবি জিনিসটাই খারাপ! সেখান থেকে নিজের সাথে মিলিয়ে এই লেখাটা।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো, শুভকামনা নেবেন।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: দিকভ্রান্ত*পথিক ভাই, চমৎকার লাগলো কবিতাটা। কবির আহাজারি হৃদয়কে ছুঁয়ে গেল। শেষ লাইনটা অসাধারণ- কবিরা অশ্রু ঝড়ায় ছন্দবদ্ধ পলকে!
আচ্ছা, কালের প্রাপাতে অর্থ কী? বা ঠিক কি অর্থে ব্যাবহৃত হয়েছে? জানার জন্য জিজ্ঞাস করলাম।
ভালো থাকবেন, সব সময়।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা জানাই সময় করে আমার লেখাটি পড়ার জন্য, আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশী লাগছে। আমি তো কবি নই, লিখি আপনাদের জন্যই, তাই মতামত পেয়ে আনন্দিত।
কালের প্রপাতে (পরে এডিট করেছি, এটা টাইপো ছিল), অর্থ হচ্ছে বহমান বা চলমান সময় , In the passage of time ফ্রেজটাকেও নিতে পারেন এর অর্থ হিসেবে। আশা করি পরিষ্কার করতে পেরেছি।
আপনিও অনেক অনেক ভালো থাকবেন, শত শুভকামনা রইলো আপনার প্রতি।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
টুম্পা মনি বলেছেন: কবিতার গঠন বুনুন সুন্দর। প্রথম দিকে ভাবতেসিলাম কবিদের বকা দিতেসেন, শেষে এসে বুঝছি না ঠিক আছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিরা আমার সবচে প্রিয়, তাদের বকবো এ কি হয়! আমি তো শুধু তাদের দুঃখগুলোকে ভালোবেসেছি।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন:
কবি তোমার বুকে বাঁচতে পারে নি, সে বাঁচে কবিতায়,
কবি তোমার বুকে মাথা রেখে মরে নি, সে মৃত কবিতায়
অসাধারণ লিখেছেন! আমার পড়া আপনার এখন পর্যন্ত সেরা!
উপরের দুইটা লাইন আমি এভাবে ভেবেছি-
কবি তোমার বুকে বাঁচতে পারে নি, সে সজীব কবিতায়,
কবি তোমার বুকে মাথা রেখে মরে নি, সে মরেছে কবিতায়!
কবিতা প্রিয়তে!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: যাক! আমার প্রিয় কবি পড়েছেন এবং তার ভালো লেগেছে এটা জেনে অসম্ভব খুশী হলাম। আপনার লাইনদুটো আরও পূর্ণ লাগছে। কিন্তু আমি কিছু বিষয়ে ব্যর্থ! কবিতা মোডিফাই করে বেটার করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। আমি যা মনে আসে লিখে ফেলি আর সেটা পরিবর্তন করার মতো কোন অনুভূতি কাজ করে না। হয়ত কবিতাটা নিয়ে কিছুক্ষণ ভেবে আরও সুন্দর করা সম্ভব হতো। কিন্তু এই গুণটাই আমার মাঝে নেই। আপনার অসাধারণ প্রশংসাবাক্যে সত্যি মুগ্ধ হলাম ও অনেক খুশী হলাম প্রিয়কবি।
কাব্যময়তায় হাসুন, ছন্দে খেলুন,
কবিতায় বাঁচুন, কবিতার হয়ে।
শত শুভকামনা রইলো।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
মামুন রশিদ বলেছেন: তবু কবিকে ভালবেসো না, যুগ-যুগান্তরে হয়ো জ্যোৎস্নাহত,
শুধু করুণার সামান্য স্পর্শ দিও শ্বেত ফলকে, নিমজ্জিত আলোকে,
কবি তৃপ্ত ঘুমায়, কবিরা অশ্রু ঝড়ায় ছন্দবদ্ধ পলকে!
কবির আকুতি নিয়ে কবিতা সুন্দর হয়েছে । +
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ভাই সময় করে এসে পড়েছেন জন্য। আপনাদের নিয়ত উৎসাহে লিখে যাই!
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
ৎঁৎঁৎঁ বলেছেন: তবে শিরোনামে আমার একটু অন্য ভাবনা!
ৎঁ
কবি,
কবিতা,
তবে বলছি,
যদি সবুজ হও,
কান পেতে শোন,-
প্রথমে ভালবাসতে হয়,
ভালোবেসে কষ্ট পেতে হয়,
সেই কষ্টকে ভালোবাসতে হয়,
তারপর কষ্ট পেয়ে ভালবাসতে হয়,
অতঃপর কবিতা এসে দাঁড়ায় দুয়ারে,
ঘরের জানলায় প্রান্তর মেলে দিয়ে বলে,-
....................................আমাকে নাও!
আপনাকে মন্তব্য করতে গিয়ে এখানে একটা সমকোণী ত্রিভুজ কবিতা হাজির হল!
এই ধরনের কিছু ত্রিভুজ কবিতা লেখা যায় কিনা ভাবছি! কাপ্তানের কবিতায় শেষ অংশটা ত্রিভুজ! কেমন লাগলো জানাবেন!
শুভকামনা!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটা পড়ে কিছু কথা মনে এলো, ফেসবুকে লিখেও ফেলেছি, তাই ভাবলাম সেটাই উত্তর হিসেবে বেশী এপ্রোপিয়েট হবে।
কবিতা যদি একটি খেলা হয়ে থাকে তবে সে খেলার একজন অসাধারণ খেলোয়াড় হচ্ছেন ব্লগার ৎঁৎঁৎঁ ! আমি যত পড়ি তত উৎসাহিত হই! উনি যে লেখাটাকে কতোটা ভালোবাসেন উনার পোস্ট পড়লেই বোঝা যায়! প্রিয় কবিকে শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে অন্তর থেকে!
ত্রিভুজ, চতুর্ভুজ যাই বানান, সেটা আপনার কবিতা হলে শুধু মুগ্ধতাই ছড়ায়!
আপনার প্রতি ঈর্ষা রইলো কবি।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সেলিম আনোয়ার বলেছেন: ছন্দময়তায় তাকে খুঁজতে যেও শতাব্দী পরে হয়ত,
সেদিন কবির ভালোবাসা প্রাপ্য রবে, ভালোবাসবে হয়ত।
অপার ভাল লাগা কবি। দারুণ লিখেছেন।
কবিকে বোধ হয় কেউ ভালবাসেনা ভালবাসে কবিতা।
কবি মরে যান
প্রিয়ংবদারও মৃত্যু হয়ে একদিন
সেও অতিগোপনে কবিতায় আশ্রয় নেয়
হয়তো কেউ জানে না
কবিতার গোপন ব্যথা হয়ে
.....................................কবিতা আসতেছে কবি কিন্তু লিখবোনা।
পোস্টে প্লাস।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার কথাগুলো খুব বেশীই সত্য কবি। মন থেকে অনুধাবন করতে পারছি।
প্লাসের জন্য অনেক কৃতজ্ঞতা !!
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার লেগেছে ! আপনি ধীরে ধীরে নিজেকে কোথায় নিয়ে যাচ্ছেন নিজেও বুঝতে পারছেন না !
আর হ্যাঁ
কবিদের ভালোবাসতে নেই,
মনে থাকে যেন ! যদি জীবনে কোন দিন বুঝতে পারছি মনে করেন যে
কবিতার স্ক্রীনশট রাখলাম কিন্ত , খেয়াল কৈরা !
শুভকামনা পথিক ভাই , আপনার ভ্রান্তির অবসান হোক !
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমাকে ফাঁশিয়ে দেবার ষড়যন্ত্র করে লাভ নেই, আমি ঠিক করে রেখেছি কোনদিন কবি হবো না
ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম অভি ভাই, শুভকামনা রইলো আপনার প্রতি।
দিকভ্রান্ততা কাটবে বলে মনে হয় না!
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
সায়েম মুন বলেছেন: কবির আকুলতা ছুঁয়ে গেল।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রশংসাটুকু অনুপ্রেরণা হিসেবে নিলাম কবি। অনেক ভালো থাকবেন এই কামনা করি
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সিম্পলি অসাম ++++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন আপু, সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২
মাগুর বলেছেন: অসাধারণ হৈচে প্রিয় কবি
অভি ভাইয়ের ৯ নাম্বার কমেন্টের সাথে একমত
স্ক্রিনশট রাইখা দিলাম
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে সবাই মিলে ষড়যন্ত্র করছেন দেখি!
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: চমৎকার হইছে !!
কিন্ত আজকাল দেখি সব ভালোবাসা কবিরাই পায়
ক্যারি অন ব্রো ! ভালোবাসার জোয়ারে ভেসে যাবেন একদিন !!!
+++
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিরা ভালোবাসা পায় না! ছলনা পায়। মেয়েদের মধ্যে একটা কথা প্রায়ই হয়, 'প্রেম করবি কবি টাইপ কারো সাথে, কবিতা লিখে একদম ভরিয়ে ফেলবে তোর জন্য, কিন্তু বিয়ে করবি সবচে প্রতিষ্ঠিতটাকেই' বুঝেন এখন।
১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: এতো কঠিন কবিতা ??
কিছু বুঝি নাই !!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এইটা কঠিন লাগলে আমি নাই।
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
আমিই মিসিরআলি বলেছেন: কবি তৃপ্ত হয় কবিতায়,এটাই সত্য
আর ভালোবাসা না থাকলে কেমনে হয় কবির কাব্যচর্চা
অনেক ভালো লাগলো,একগুচ্ছ প্লাস ++++++ ++++++++++++++++++++++++++
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা নেবেন মিসিরআলি ভাই! অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি
১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
আমিই মিসিরআলি বলেছেন: বর্তমান সময়ের আলোচিত কবি সমাজ আহবায়ক এই মহান কবি পরিবেশ বন্ধু'র মূল্যবান সুচিন্তিত মন্তব্য কামনা করছি ...............
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা হা হা
১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কবি শব্দটাই এখন পাপ মনে হয় আমার কাছে। কবিতা লেখা ছেড়ে দিলে মনে হয় শান্তি পাবো। না লিখতে পারলে বিরক্ত লাগে । আমার নিজের এই অবস্থা তাইলে কবিদের কি অবস্থা ?
এপিটাফখানিতে লেখা দু’টো লাইন হয়ত আওড়াবে বৃষ্টিস্নাত,
তবু কবিকে ভালবেসো না, যুগ-যুগান্তরে হয়ো জ্যোৎস্নাহত,
শুধু করুণার সামান্য স্পর্শ দিও শ্বেত ফলকে, নিমজ্জিত আলোকে,
কবি তৃপ্ত ঘুমায়, কবিরা অশ্রু ঝড়ায় ছন্দবদ্ধ পলকে!
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপু, কবিতা লিখবো না, কোন একদিন।
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ৎঁৎঁৎঁ ভাইয়ের কবিতাটা চমৎকার লাগলো।
ৎঁ
কবি,
কবিতা,
তবে বলছি,
যদি সবুজ হও,
কান পেতে শোন,-
প্রথমে ভালবাসতে হয়,
ভালোবেসে কষ্ট পেতে হয়,
সেই কষ্টকে ভালোবাসতে হয়,
তারপর কষ্ট পেয়ে ভালবাসতে হয়,
অতঃপর কবিতা এসে দাঁড়ায় দুয়ারে,
ঘরের জানলায় প্রান্তর মেলে দিয়ে বলে,-
....................................আমাকে নাও!
কিছু কবিতা আছে যেগুলো একটা চিত্র তৈরি করে। ফ্রান্সের কবিরা এমন কবিতা লিখেছেন অনেক। যেমনঃ বৃষ্টির মতো কবিতা। অথবা, স্টার বা চাদের মতো এমন কনেক কিছুর মতোই নিতে পারে কবিতার আকৃতি। আমারো লেখা আছে কয়েকটা কিন্তু ব্লগে দেয়া যায় না। আকৃতি ঠিক থাকে না। কি আর করা!
দিকভ্রান্ত*পথিক ভাই চমৎকার একটা কবিতা শেয়ার করার জন্য আপনার মাধ্যমে ৎঁৎঁৎঁ ভাইকে একটা ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তিনি পেয়েছেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা, প্রিয় কবি আপনার শুভেচ্ছা ধন্যবাদ গ্রহণ করেছেন আশা রাখি। অনেক অনেক ভালো থাকুন ভাই।
শত শুভ কামনা রইলো।
১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৫
প্রিন্স হেক্টর বলেছেন:
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাই কি হইছে গো?
২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
রাইসুল নয়ন বলেছেন: অসাধারণ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইলো রাইসুল ভাই শুভকামনা জানবেন!!
২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
অনীনদিতা বলেছেন: কবিদের ভালোবাসতে নেই,একদম ঠিক কথা!
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিও বলে দিলাম আমি কিন্তু কবি নই
২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
ইখতামিন বলেছেন:
কবিদের ভাগ্য খুব খারাপ, নিকৃষ্ট ও মন্দ হয়
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম ভাই, ঠিকই বলেছেন
২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
অদৃশ্য বলেছেন:
পথিক লিখাটি চমৎকার... যথেষ্ট সুন্দর হয়েছে...
আমিও বলি আপনার মতো করেই...
কবিদের ভালোবাসতে নেই
কবিদের ভালোবাসতে নেই
শুভকামনা...
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার ব্লগে এসে সময় করে পড়ে মন্তব্য করেছেন এর কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। অনেক ধন্যবাদ নেবেন ভাই। শুভকামনা রইল অনেক অনেক
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
জাবের তুহিন বলেছেন: কবিতা লেখার একটা সমস্যা আছে । সেইদিন উদ্ভিদবিজ্ঞান পরীক্ষা দিতেছি । দের ঘণ্টা পর আর কিছুই লিখতে পারি না । আর স্যারও কড়া । পড়ে প্রশ্নের বিপরীতে ফাঁকা জায়গায় বসে একটা কবিতা লিখে ফেলেছি ।
বিশাল সমস্যা ।
কবিতা ভালো হয়েছে ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা, আপনার সাথে আমার মিল আছে ভাই এই কাজ ক্লাস এইট থেকে করি।
২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
মাক্স বলেছেন: কোট করার মত বেশ কয়েকটা লাইন ছিল।
চমৎকার লিখেছেন!
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মাক্স ভাই সময়ে করে এসেছে জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। আর আমাকে কে কোট করবে
২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
কাজী মামুনহোসেন বলেছেন: দারুন কবিতা ++++
কবিদের ঘৃণা করার মতো দুংসাহস কারও নেই।
চালিয়ে যান।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: তবুও ওরা ঘৃণিত।
২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
ৎঁৎঁৎঁ বলেছেন: উপরে সজীব ভাইকে কৃতজ্ঞতা! তার ভালো আগা আমি আগেই বুঝিয়া পাইয়াছি!
আপনার মন্তব্য থেকে আমারও মনে পড়লো যে সুনীলের,- 'ছবির দেশে কবির দেশে' এরকম কবিতা ছিল, মনে হয় বৃষ্টির প্যাটার্নে! ফরাসী কবিদের কিছু কাজ দেখতে পারলে ভালোই হত!
শুভকামনা!
২৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: খুব চমৎকার লাগলো !
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
লাবনী আক্তার বলেছেন: কবিদের ভালোবাসতে নেই,
ঠিক কথা! কবিরা পাগল টাইপের হয়।
কবিতা ভালো লেগেছে ব্রাদার!