![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।।কৈফিয়ৎ নয়।।
চলে যাবে বলেই বুঝি এসেছিলে!
হারিয়ে যাবে তাই মন অতলে খুঁজেছিলে,
হৃদয় আসনে আসীন ছুড়ে ফেলতেই করেছিলে!
ভুলে যাবে বলে ভালবেসেছিলে?
বৃষ্টিধারা হয়েছিলে পোড়াতে তপ্ত অনলে!
তুমি চন্দ্র, ঘোমটা সরিয়েছ যেতে মেঘ আড়ালে।
শূন্য করতে পথ, পূর্ণতা হয়ে কিছুদূর হেঁটেছিলে ,
থাকবে বুকের বাঁ-পাশটায় পাঁজর এর অতলে।
উড়বেই যদি দিগন্তে স্বপ্ন-মানবী কেন ধরা দিলে?
বিষণ্ণ বিকেলে আমার একটু লালচে আকাশ হয়েছিলে,
ভেড়াতে আমায় শুধু বিষণ্ণ-ধূসর যন্ত্রণা-কাতরের দলে!
পাশে ফিরে পাইনি যে হাত অযথা কেন বাড়ালে,
চলেই যাবে যদি কেন তবে এসেছিলে?
নিকষ আঁধারের নির্জনতায় যদি প্রদীপ হলে,
কেন নিভু নিভু শেষ আশ লুপ্ত করা হাওয়া হলে?
আমিতো হারিয়েই ছিলাম, পীঠ ঠেকিয়ে দেয়ালে,
অযথাই প্রবেশাধিকার-হীন দরজা কোন খুলে দিলে,
ওপারে বিলাপ রেখেছ, মিথ্যে উচ্ছ্বাসে কেন ভাসালে!
সুখ চিনিনি! দিগন্তের কোমলতা তুমিই দেখালে,
যদি বাঁচবেনা সাথে, কেন সঞ্জীবনী পান করালে,
কেন অধরমধু তৃষিতে অকাতর দিলে,
যদি মিথ্যেই হয় সে স্রোতধারা, মোহনা আমার দখলে!
যদি আসবেনা প্রতি মুহূর্তে কেন সময়ে ভাগ বসালে?
হবেনা জানি সে নয়ন দর্শন, আমাতে কেন তাকিয়েছিলে
কেন সে মিষ্টি হেঁসে যাবেনা বলেছিলে সে বিকেলে?
পুষ্প আমার নয় বলনি, কেন শুভ্র কানন দিলে,
যদি সমস্তটা আমার বিসর্জন দেবে ধূসর মৃত ফুলে?
যদি রাখবেনা ধরে, প্রণয়! কেন জড়ালে?
আজ কাঁদিনা আর! অক্ষিময় জলকণা রেখে গিয়েছিলে,
কাতর-শীতার্ত! তৃষ্ণার্ত, বিষণ্ণ পথিকে হারালে,
শত সহস্র পথের ঠিকানা খুঁজে হারিয়ে পাওয়া পথ খেয়ালে
(হারিয়ে) পথিক একা পড়ে পথের শেষে গন্তব্যহীনতার মায়াজালে।
আজ শুধু রয়েছি, অর্ধমৃত আত্মা জাগ্রত দেহকে বলে,
কেন নশ্বর তুমি প্রণয় বালুচরে দিলে মেলে,
হৃদয় এর স্বপ্নডানা! কেন জেনেও, প্রসারণে মৃত্যু পলে
পথ বিষণ্ণ-কণ্টক সম্মুখে শুধু জেনেও দিকভ্রান্ত পথিক হলে!?
নিরুত্তর-নিঃশব্দ-বিষণ্ণ দুঃস্বপ্ন হয়ে সামনে এসে দাঁড়ালে,
আমি নিরুত্তর যদি জিজ্ঞাসে মরি, কেন দূরে চলে গেলে?
চলে যাবে বলেই বুঝি এসেছিলে?
দিতে এক-বুক নীল, কিছু লালচে ভালবাসার ছলে?
আজও রয়েছ, শতাব্দই পূর্বে যেমন ছিলে,
জানি আসবেনা, আলোকবর্ষ পরেও ফিরে এলে,
বলে যেও কেন চলে গেলে,
ছুঁয়ে দিও বুকটা একবার সেই আগের আদলে।
সেদিন প্রাণহীন মৃতদেহ হয়েছি জানলে,
হেঁসো মিষ্টি করে, ভালোবাসো বলে।।
।।স্বীকারোক্তি।।
জানি এ শুধুই ছেলেমানুষি ছন্দ মেলাবার চেষ্টা, তবে এর সামান্য বিশেষত্ব রয়েছে। কিছুটা একান্ত, তবে রয়েছে। কবিতার সংজ্ঞা কি? অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, কিন্তু আমার কাছে কবিতা আজও তোমার চোখ, হাসিমুখ আর চুলের মিষ্টি গন্ধ! আমার কাছে কবিতা আজও শিশির ঝরা কোন ভোরে তোমাকে জড়িয়ে খানিক উষ্ণতা খোঁজার ছেলেমানুষি। তুমি কোথায় আছো না জেনেই তোমাকে ভালোবেসে যাওয়ার পাগলামি। আর কবিতাও আমার কাছে পাগলামির আরেক নাম। তোমার জন্য শব্দের পর শব্দ গেঁথে যাই, তুমি পড়ে দেখার সময় পাও না, জানোও না কেউ লেখে তোমার জন্য, তবু লিখে যাই! এটা তো পাগলামীই তাই না? যে দু'একবার সম্বোধনে ধন্য করেছ তার মধ্যে পাগলটাই বেশ মনে পড়ে, হ্যাঁ আমি সত্যিই তাই, তোমার জন্য তাইতো লিখতে বসি অর্থহীন শব্দগুলো! সাজাতে চাই ঘর শব্দ বোনার অজুহাতে। অলীক হলেও ভালোবাসি বলার চেষ্টাটুকু করেই যাই। কিছু প্রশ্ন উত্তরহীন থেকে যায় তাই ওদেরকে একত্র করার চেষ্টা করি, হয়ত একদিন তোমাকে শোনাতে পারবো হৃদয়ের প্রতিটি উচ্চারণ! হয়ত একদিন তুমি হাসবে আমার চোখে তাকিয়ে আবার! হয়ত কাদবে কবিতার ছেলেমানুষি ছন্দে!
।।স্বপ্নে বাঁচো, স্বপ্নময়ী।।
তুমি অসম্ভব, মিথ্যে বড্ড বেশী,
যতবার জেনেছি কতোটা দূরে তুমি,
অজান্তে পতিত হয়েছি সত্যে, ভালোবাসি।
যতোটা সুপ্ত হয়েছ হৃদয়ের সমস্তটা ভেদ করে,
প্রতিবাদী হয়েছি বারবার তবু তলিয়েই গেছো,
তোমায় ডাকিনি জ্যোৎস্না-স্নানে যাবো বলে,
বলিনি সঙ্গী হও কোন বৃষ্টিভেজা বিকেলে
হও ভিজে চুপচুপে, শাড়ীর আচল ছড়িয়ে।
বলিনি ঠোঁট তোমার স্পর্শ করেই পূর্ণ হবো,
তবু শূন্যতাকে অস্বীকার করাও অবান্তর!
তোমাকে চেয়েছি প্রতিটি প্রহরে
আর ভেবেছি চিন্তার জঞ্জাল শহরে,
এঁকেছি কতো শতবার কতো বিচিত্র কালিতে,
তুমি তবু সেই অপূর্ব চোখের মিষ্টতা হয়ে রয়েছ,
হৃদয়ের গোপনতম প্রকোষ্ঠে!
তোমার আড়ষ্ট শরীর ছুঁয়ে দেখিনি কোন রাতে,
তবু স্বপ্ন মাঝে তোমার আগমন অবাক করে!
বাস্তবতাকে হার মানিয়ে তোমায় ভালোবেসে যাই,
শুধু হাস্যকর আবেগের বসে,
যাই তোমায় ভালোবেসে।
।।কিছু গল্প ছিল কোথাও।।
আজ রুপকথাদের ছুটি হলো!
নিঃশব্দে বলা শব্দগুলো আরেকটু অর্থহীন,
যন্ত্রণাকাতর হৃদয় ব্যাথার প্রচন্ডতায় আরেকটু নির্বিকার,
আর স্ফীত হাঁসির বিস্তৃতি পুরনো সে কারণেই বারবার!
সে লুকোনোর প্রচেষ্টা ! সেই রাতভর হাহাকার,
সে চলমান অনন্তে প্রানন্ত প্রচেষ্টা অন্ত খোঁজার!
এ আবেগহীন বেদনার কারণ অজানাই থেকে যাক,
এ রক্তধারার গন্তব্য তুমি জেনো তবু।
জোনাকির আলো
চাঁদের শুভ্রতার বলি,
চাওনি জানি, দেইনি সেসব শুধু অস্তিত্ব স্ব!
তোমাতে করে বিসর্জন হতে চেয়েছি নিঃস্ব!
মাঠের ওপাশে মেঘটুকুর স্পর্ধার মতো করে
হয়ত ছুঁতে চেয়েছি কোন বিকেলে,
তাতে নেই আক্ষেপ এতোটুকু!
নেই লজ্জাবোধ, কৃতজ্ঞতা!
একটি যতি দেবার তরে লিখছি,
সে সব হিসেবের বিশৃঙ্খলায়।
অবচেতনের গোধূলি চেতনে জেগেছে অবশেষে!
ত্যাগ করে সবটুকু নিঃশেষে,
এখন যাবার বেলা...
ঘনিয়েছে বাহারী মেলা!
বিসর্জনে মহান হবার প্রত্যাশা!
আজ আমার ছুটি হলো, ফুলগুলোর
কিছু পথচলার,
কিছু হাঁসি, একান্ত কান্নার
বিদায় দেবার ছিল!
কিছুটা কষ্টের,
ছুটি হলো আজ,
ওরা ছুটি নিলো আজ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানাই কবি শুভকামনা রইলো
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৭
মায়াবী ছায়া বলেছেন: অসাধারন সুন্দর কিছু কবিতা পড়লাম
অনেক ভাল লাগা ।
ভাল থাকুন কবি ।।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেবেন
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন ..............
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যপাতা ব্রাদার, আছেন কেমন?
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ বেশ !
চমৎকার লিখছেন ইদানিং !
দুটাই ভালো লেগেছে !
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রথমটা শুধু ছন্দ মিলিয়েছি, ওটা কবিতা হয়েছে কিনা জানিনা তবে মনের ভাব প্রকাশ হয়েছে এটা সত্যি।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫
খাটাস বলেছেন: শুভ জন্মদিন দিকভ্রান্ত ভাই।
জন্মদিনে অনেক অনেক শুভ কামনা।
দোয়া করি আপনি আসল দিক খুজে পান তাড়াতাড়ি।
আর পোস্ট নিয়ে মন্তব্বে গেলাম না, আমি কবিতা বুঝি না। তবে আপনার হেডিং ডেকোরেশন টা সম্পূর্ণ ইউনিক, যা আপনার মেধাকেই প্রকাশ করে।
ভাল থাকবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে, জন্মদিনের শুভেচ্ছা জানানোয় থ্যাংকস ভাই। আর আমি কবিতা কম মনের কথা বেশী লিখি
আপনার জন্য শুভকামনা রইলো।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: শুভ জন্মদিন ভাই! এ বছরটা হোক সবচে বেশি অর্জনের। এই বয়সটা হোক সবচে বেশি এগিয়ে যাবার। সবচে সহজে সবচে বড় সুখবরগুলো পাবার। সবচে সহজে সবচে কষ্টসাধ্য শুভকাজগুলো হাসিমুখে করে ফেলার।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন লিসানি ভাই এতো সুন্দর উইশ করার জন্য, আপনার স্নেহাশিসে ধন্যবোধ করছি।
আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইলো ভাই, ভালো থাকবেন সব সময়।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৯
প্রিন্স হেক্টর বলেছেন: ফটিক ভাই কেক দ্যাও
বাড্ডে
তুমার বউ কেমুনাচে?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ডিভরচ হইয়া গেছে
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অ্যাত্তোগুলো হ্যাপি বার্থ ডে, ওলি :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :!> :#>
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ডিয়ার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, ইটস অলি বাইদ্যাওয়ে
থ্যাংকস আ লট উইশের জন্য, আপনার উইশ না পেলে অপূর্ণ থেকে যেত
আপনি নতুন পোস্ট কবে দেবেন? দিন গেলো নতুন পোস্ট এর পথ চাহিয়া!
অনেক ভালো থাকুন ও অনেক শুভকামনা রইলো।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৯
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন ব্রো..
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইজান, উইশ এর জন্য কৃতজ্ঞতা
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১
অনীনদিতা বলেছেন: শুধু হাস্যকর আবেগের বসে,
যাই তোমায় ভালোবেসে।
খুব কঠিন কথা ... এমন কঠিন করে বলতে আছে?!!
শুভ জন্মদিন
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কঠিন কিনা জানিনা, তবে যন্ত্রণার ! কবিতা কষ্ট থেকে লেখা হয় যদিও, লিখতে গেলেও কিন্তু ও কষ্ট দেয় ! তখন হয়ত করুন কঠিনে সম্মিলন ঘটাতে ব্যাকুল হয় ছন্দে।
আপনার মন্তব্য ও জন্মদিন উইশ পেয়ে অনেক খুশী হলাম, শুভকামনা জানবেন
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৭
একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন ভ্রাতা।
ভালো থাকা হোক সব সময়।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই ভ্রাতা, আপনার জন্যও সব ভালোগুলো থাক এই কামনাই করি।
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
মাহমুদ০০৭ বলেছেন: শুভ জন্মদিন !
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই আপনাকে, অনেক শুভকামনা রইলো।
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
ইখতামিন বলেছেন:
শুভ জন্মদিন
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস ইখতামিন ভাই উইশ এর জন্য !
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ শুভ জন্মদিন!!!!!!!!!!!!!!!!!!!!!!
প্রিন্স হেক্টর বলিয়াছেনঃ তোমার বউ কেমুন আছে?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার বৌ নাই, পারলে খুইজা আইনা দেন একটা !
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: শুভ ভূমিষ্ঠক্ষণ!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব আপনার জন্য শুভকামনা !
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: শুভ জন্মদিন দিকভ্রান্ত*পথিক!
পোস্টে সবার উইশ করা থেকে বুঝতে পারলাম!
আপনার কবিতা ভালো হচ্ছে! তবে দূর্বল ছন্দ মিলের থেকে কিন্তু একদম না থাকাটাও ভালো, সাথে কবির ভাবনাও দূর্বল হয়ে যায়! আমার কাছে সবথেকে ভালো লাগে ছন্দহীন ছন্দ! ওখানে ভাবনারা থাকে মুক্ত স্বাধীন, যে কোন শব্দকেই জায়গা দেওয়া যায় হাসিমুখে! আমি আমার ভাবনার কথাটাই বললাম,আপনি যেভাবে লিখে আনন্দ পান অবশ্যই সেভাবে লিখবেন!
চার নং ছবিটা অদ্ভুত!
লিখতে থাকুন, আনন্দ নিয়ে!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার সৌভাগ্য প্রিয় কবির কাছ থেকে জন্মদিনের উইশ পেয়েছি ! ভালো লেগেছে, ক্ষমা চাইছি অনেক দেরীতে উত্তর দেবার জন্য, কিছু ব্যাক্তিগত বিষয়ে ঝামেলায় পড়ে ব্লগ থেকে একটু দূরে ছিলাম। আর পোস্টের একটা অংশকেই অজুহাত হিসেবে দিয়ে দিচ্ছি, 'স্বীকারোক্তি' অংশে বলা রয়েছে, এটা ইচ্ছাকৃতভাবেই এমন করার চেষ্টা ছিল কি না! কেউ একজন বলে আমার কবিতা বুঝতে কষ্ট হয়। তাই সহজ করার চেষ্টা, আর ছন্দের পরোয়া যেমন করেছি তেমনি তাই খুব সহজ কিছু কথা স্পষ্ট করে বলার চেষ্টাই ছিল এই পোস্ট এর উদ্দেশ্য। এটায় মুখ্য ছিল কিছু ব্যাক্ত করার বিষয়টি। প্রথমটি নিতান্তই ছেলেমানুষি ছন্দমিল যদিও -
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ জন্মদিন। কবিতায় ভালো লাগা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: প্রিয় ব্লগারকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক। শুভকামনার জন্যও কৃতজ্ঞতা
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
একটু দীর্ঘ লেগেছে প্রথমটা। বাকিগুলো চমৎকার হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই পোষ্টে এলোমেলো কিছু একসাথে করা, এই আর কি
১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫১
ভূতাত্মা বলেছেন: জন্মদিনে কি আর দেবো
তোমায় উপহার :-&
বাংলায় নাও ভালবাসা
হিন্দিতে নাও পেয়ার :#>
মাঝেমাঝে ভৌতিক কোবতে লিখতে পারেন না অ্যাঁ???
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভৌতিক কবিতা লেখলে ভূতাত্মা আমাকে কি গিফট দেবে?? :#> :#> :#>
২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
অপু তানভীর বলেছেন: ফেবু আইডি নিস্ক্রিয় কেন ?
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্যরি ভাইজান, মনটন খারাপ থাকলে পালিয়ে যাই
২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ জন্মদিন।
সামুর ঝামেলায় ব্লগে ঠিকমত আসা হচ্ছে না।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইটস ওকে ভাইজান, জানিয়েছেন জন্য অনেক কৃতজ্ঞতা!!
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
আরজু পনি বলেছেন:
প্রথম কবিতাটা একজন ছেলে মেয়েকে নিয়ে লিখেছে...কিন্তু যদি কোন মেয়ের এই লেখাটা অনেক বেশি পছন্দ হয়ে যায়...কোন ছেলেকে লক্ষ্য করে সে লিখতে চায় তখন ?
তুমি চন্দ্র, ঘোমটা সরিয়েছ যেতে মেঘ আড়ালে।
এটা হবে ...
তুমি সূর্য , নিজেকে লুকোতে আশ্রয় নিয়েছো
গোধুলী বেলার আড়ালে ...
যেনো দিন শেষে নতুন দিনে নতুন করে শুরু করতে পার
আর কারো সাথে হাতে হাত রেখে
নতুন পথের দিকে ....
আমি কবিতা লিখতে পারি না, কিন্তু আপনার কৌফিয়তটা অসম্ভব রকমের ছুঁয়ে গেল আমায় ।
পরের গুলো্ও দারুণ...কিন্তু প্রথমটা আমাকে মুগ্ধ করে রেখেছে ।।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৈফিয়ৎ নয় আমার অতীত ও বিচ্ছেদের গল্পগুলোকে সাজাতেই লেখা, এটাকে কবিতা বলা চলে কিনা জানিনা, তবে এটা আমার হৃদয়ের কাছাকাছি, হৃদয়ের কথা।
আপু, সময় করে এসে পড়েছেন জন্য অনেক কৃতজ্ঞতা, আপনিও অনেক সুন্দর কবিতা লেখেন, আপনার লাইন কটাও বেশ লাগলো। মাঝে অনিয়মিত ছিলাম কদিন বিধায় প্রতিউত্তর দেয়াতে বিলম্ব হলো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অনেক অনেক শুভকামনা রইলো।
২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার স্পেলিং কোন পর্যায়ে গেছে, আমি নিজেই অবাক হলাম। অনেক দুঃখিত।
জন্মদিনের শুভেচ্ছার জবাব এত দেরি করে দিলে ভাল লাগে না
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্পেলিং এ আমার অবস্থা গুরুতর, আপনার ভুল ধরিনি, ওলি অনেকে এভাবেও লেখে ! যদিও দুইটার অর্থ ভিন্ন। এটা ধর্মীয় ওলীদের বুঝাতে ব্যবহৃত শব্দ। আমার নামের বানান অনুসারে অর্থ হচ্ছে মৌমাছি।
আপনার সাথে ফাইজলামি করতে ভুল ধরছি, জাস্ট কিডিং।
আপনার উইশ পেয়ে ভাল্লাগছে, তেমনি ভালো লাগে না নিয়মিত কমেন্ট না পেলে বা আপনার পোস্ট পাইনা অনেকদিন বিধায়।।
এমনিতে দিনকাল কেমন যাচ্ছে?
২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
২৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩২
আদনান শাহ্িরয়ার বলেছেন: এঁকেছি কতো শতবার কতো বিচিত্র কালিতে,
তুমি তবু সেই অপূর্ব চোখের মিষ্টতা হয়ে রয়েছ,
হৃদয়ের গোপনতম প্রকোষ্ঠে!
অদ্ভুত একটা অনুভূতি, তাই না??
১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম!!
২৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার কমেন্টের কোনো জবাব নাই। ঈদ মুবারাক।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্যরি আপু স্যরি স্যরি তখন লিংকটায় ক্লিক করেছিলাম আর এই পোষ্টে ফেরা হয় নি সে সময়। ঈদ মোবারক আপুনি, আমার ঈদি দেন নাহলে মানিনা মানবো না!
২৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
বশর সিদ্দিকী বলেছেন: ভাল লিখেছেন।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ !
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। আপনার কবিতা ইদানিং বেশি ভাল লাগে। ভাল লিখেছেন দিকভ্রান্ত *পথিক।