![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতারা ভালো থেকো,
ছন্দপতনের যন্ত্রণায় পোড়াবোনা আর,
শব্দ-জটের অস্থিরতায় করবো না অভিশপ্ত,
লুপ্ত রয়ে যাবে তুমি মনের সুপ্ত আবেগ জুড়ে,
জানি তুমি আসবেনা আর নিকষ রাতের আঁধারে,
জানি বলবেনা আর কথা, ঘুমজাগা কোন প্রহরে।
রেখে দেবো তোমায় নাহয় ছেঁড়া খাতার পাতায়
নিশ্চিন্তে থেকো ঘুমিয়ে।
মৃত সব বন্ধুত্ব সুখে থেকো,
চায়ের পেয়ালায় গল্প বোনার অনুরোধ আর নেই,
খেলাচ্ছলে নেয়া দুষ্টু প্রতিশোধ হলো সমাপ্ত,
শূন্য আকাশে তাকিয়ে মেঘ গোনার পাগলামীটা দূরেই থাক!
আকাঙ্ক্ষাহীন কিছু মুহূর্ত মহানই থেকে যাক,
থেকে যেও নীরবে-নিভৃতে, হৃদয়ে,
হারিয়ো স্মৃতি সব বহমান প্রপাত প্রলয়ে,
জীবন্ত অথচ অদৃশ্য অনুভূতি সুখে থাক!
শেষ রাতের কষ্টরা ভালো থেকো,
তোমাদের সঙ্গ দেবার কষ্টে আর ফেলবো না হয়ত,
হয়ত সিগারেটের ধোঁয়ায় হারিয়ে করবো না গল্প,
ধরবো না বায়না হঠাত এক কাপ চায়ের জন্য,
ভুলে যাবে তুমি সময়-যন্ত্রের যন্ত্রণায়,
আপন খানিক করেছিলাম তোমায়।
ভোরবেলাকে জানিয়ো আমি দুঃখিত, ব্যাথিত,
জানিয়ো পারিনি নিয়মতান্ত্রিকতায় সঙ্গী হতে তার,
কীই বা এসে যায়, তোমাকে পেয়েছি ভেবেছিলাম,
পেয়েছিলাম তোমাকে হয়ত!
পেরিয়ে আসা পথগুলো আরো সবুজ হয়ো,
আবার হাঁটবার আহ্বানে অভিমানী হবোনা আনমনে,
ঈর্ষান্বিত হবোনা পথিকের তরে, সে হাঁটুক পরম সুখে,
শুধু শিশির ভেজা ভোরের ঘাসকে কৃতজ্ঞতা!
আর দুপাশে অযত্নে বেড়ে ওঠা ঝোপ-ঝাড়ের স্বপ্নময়তা,
অন্য কারো পদক্ষেপে হলেও মহিমান্বিত হোক,
ভালো থাকো পথের একান্ত সাথী হওয়া বিষণ্ণতা।
ঘূর্ণায়মান পৃথিবী ভালো থেকো,
ধারণ করতে থাকো যত কষ্টময় প্রাণ রয়েছে বা আসবে,
বহন করতে থাকো যত অশ্রু হেথায় ঝরেছে বা ঝরবে,
তবু অনুরোধ রইলো সামান্য আমার তরফ থেকে,
জ্যোৎস্নাকে জানিয়ো বিদায় বলেছি,
সে আলোয় কৃতজ্ঞতা রেখেছি, যেখানে কষ্ট আমার সব ধুয়েছি।
আর পাহাড়-চুড়া ছোঁয়া মেঘমালা, বরফ ঢাকা প্রান্তরদের,
জানিয়ো ভালোবাসা এ প্রাণের, উষ্ণ অশ্রুই উপঢৌকন তাদের।
ইতোমধ্যে ঝরে যাওয়া বর্ষার জল- বিদায়,
তোমায় খুঁজবেনা আর দু'চোখ কোন অজানায়,
উদাসী বিকেলের একাকীত্বে কিংবা রাতের চন্দ্রময়তায়।
শুধু বলতে চাইবো, স্বপ্ন দেখেছিলাম,
জানাতে চাই তোমায় ভালোবেসেছিলাম,
তোমার কান্নার জলে ভিজে ভিজে খানিক কেঁদেছিলাম।
অনুভব করেছি তোমার সখ্যতা-হৃদ্যতা মেঘের সাথে,
তুমি স্বপ্নে রয়ে যাবে - স্বপ্নগুলো আজন্ম বৃষ্টিভেজা ছিল।
৩০/০৯/২০১৩
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শায়মা আপু আপনার কমেন্ট পেয়ে ভালো লাগলো অনেক
শুভকামনা জানবেন।
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭
নোমান নমি বলেছেন: বিরহ!!
সবাই বিরহে একাকার। ভালো লাগছে।
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক থ্যাংকস নোমান ভাই, সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ নেবেন। আপনার ফিডব্যাক অনুপ্রানিত করবে।
লেখা ভালো লেগেছে জেনে অনেক ভালো লেগেছে, কারণ আপনি আমার প্রিয় একজন লেখক।
অনেক ভালো থাকুন সব সময়, শুভকামনা অনেক।
৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর!!!
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা সময় নিয়ে পড়ে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ!!
৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অভি ভাইয়া অনেক ধন্যবাদ
শুভকামনা রইলো।
৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬
সুমন কর বলেছেন: অনেক বড় কবিতা, ভাল লেগেছে।
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, আসলেই বড়, অনেকের জন্য বিরক্তির উদ্রেক করতে পারে। তবে এটা আরও বড় হয়েছিল, ছোট করে এনেছি, পৃথিবী অংশে অনেক প্রাকৃতিক বিষয় এসেছে, কিন্তু বৃষ্টি এতোটাই আলাদা ওটাকে নিয়ে আর কটি লাইন বাদ দেয়াই গেলো না। আরও তিনটি অংশ বাদ দিতে হয়েছি বড় ও কম প্রয়োজনীয় বা সামঞ্জস্যপূর্ণ মনে হওয়ায়।
সময় নিয়ে পড়েছেন জেনে খুশী হয়েছি এবং ভালো লাগা জানানোয় কৃতজ্ঞতা অনিঃশেষ!
৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৯
মামুন রশিদ বলেছেন: ইতোমধ্যে ঝরে যাওয়া বর্ষার জল- বিদায়,
তোমায় খুঁজবেনা আর দু'চোখ কোন অজানায়,
উদাসী বিকেলের একাকীত্বে কিংবা রাতের চন্দ্রময়তায়।
কবিদের আমি আলাদা শ্রদ্ধা করি । এত সুন্দর লিখেন কিভাবে?
কবিতায় ভালোলাগা ।
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য, আপনার জন্য শুভকামনা রইলো মামুন ভাই
৭| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪
এম মশিউর বলেছেন: কবির চোখে কান্নার বিষ বাষ্প অবলোকন করেছি। বিরহে ভেসে গেছে । তবুও ভালো লেগেছে।।
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মশিউর ভাই আপনার ভালো লেগেছে জেনে কৃতজ্ঞতা বোধ করছি
সময় করে পড়ার জন্য ধন্যবাদ অনেক!!
৮| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
আমিই মিসিরআলি বলেছেন: মনের বিরহ ব্যথার কবিতায় বহিঃপ্রকাশ
স্মৃতি রয়ে যায় মস্তিস্কে
ঘুরে ফিরে দেখা দেয় স্বপ্নে
ভালো লেগেছে কবিতা অলি ভাই
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মিসিরআলি ভাই আপনার মন্তব্য পেলে বেশ ভালো লাগে, আপনি নিয়মিতই উৎসাহ দেন, আপনারাই লেখার উৎসাহ বলতে পারেন, অনেক কৃতজ্ঞতা সময় নিয়ে পড়ার জন্য
শুভকামনা রইলো ভাই।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: ভোরবেলাকে জানিয়ো আমি দুঃখিত, ব্যাথিত !
শুধু এই একটি লাইনের কারনেই প্লাস দিয়ে দেওয়া যায় । পুরো কবিতায় সুন্দর । বিরহ বিরহ ভালো লাগায় শূন্য হলো অনেকখানি আমি । +
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ নেবেন, সম্ভবত এটাই আমার ব্লগে আপনার প্রথম মন্তব্য, স্বাগত জানাই তাই। ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম ভাই।
শুভকামনা রইলো আপনার প্রতি।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৭
ভবঘুরের ঠিকানা বলেছেন: +++++++++++++++++++++++++++++++
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ নেবেন, শুভকামনা
১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো লাগলো ভীষণ ! লাইক বাটন কাজ করে না । +++++++++++++++++++++++++++++++
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সময় করে পড়ে মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ। লাইক দিতে চাইলে একটু কষ্ট করতে হয়। পোস্টের লিংকে WWW. এর বদলে m. ব্যবহার করে প্লাস দেয়া যায়, যা খুবই ঝামেলার। কোন ব্যাপার না, আপনি পড়েছেন এটাতেই সার্থকতা।
১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮
লেখোয়াড় বলেছেন:
সময়ের অভাবে আপনার হৃদয়গ্রাহী কবিতা সমুহে কথা বলতে পারছি না।
লিখতে থাকুন এক সময় ঠিকই পড়ে নিব।
শুভকামনা পথিক।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: জি, আপনার মতো গুনী মানুষের ফিডব্যাক হয়ত আমার লেখায় উন্নতি আনতে সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার প্রতি।
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতার দৃশ্যপটগুলো চমৎকার।
ভালো লাগা জানিয়ে গেলাম।
০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব, শুভকামনা রইলো আপনার প্রতি।
ভালো লাগা জানানোর জন্য কৃতজ্ঞতা।
১৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১
তওসীফ সাদাত বলেছেন: সুন্দর সুন্দর !!
১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাই!!
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫২
শায়মা বলেছেন: সুন্দর!