![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চির চেনা এই শহরে,
বিষণ্ণ এ প্রহরে,
লাগে অচেনা নিজেকে,
লাগে অচেনা শহরকে।
অচেনা কষ্ট, অচেনা অনুভূতি, অচেনা মুখ,
বড্ড ক্ষণস্থায়ী কিছু সাক্ষাৎ, অলীক সুখ
আর ব্যস্ততা-
যাপন করা প্রতিটি মুহূর্তে
ইট-পাথরে ধাক্কা খাওয়া আবেগ আর কিছু অদেখা সূর্যাস্তের আবর্তে,
শুধু ঘুরপাক অর্থহীন!
এ শহর আমার নয়,
এ প্রহর বড় বিষাদময়।
উষ্ণতায় আদর নেই এখানে,
নেই দৃষ্টির অশ্রুতে দৃষ্টিপাত কোমল কোনখানে।
একটুকরো আকাশ আর আমার নয়,
একপশলা বৃষ্টি-কণার আমি নই,
একাকীত্বেই বন্ধুত্ব,
একাকীত্বই নাগরিকের সত্য!
তোমার গানগুলো যান্ত্রিকতার ফাঁদে,
একা একা কোন ঘরকোনে কাঁদে,
হয়না শোনা সেই সূর,
হয়না দেখা সেই মুখ।
শহর যেন ধ্বংসে মত্ত,
তুমি-হীনা এ মিথ্যে রাজত্ব
আর একাকীত্ব-
এ শহর আবেগহীন, অহর্নিশ যন্ত্রণা-কাতর,
বেদনায় বিষণ্ণ হাসির নির্মলতাটুকু প্রতিবিম্ব যেন আমার।
কেউ দেখেনা কিছু যন্ত্রণার দগদগে ব্যাথা,
কেউ শোনেনা কিছু কষ্টের নীরব আর্তচিৎকার,
শুধু নির্বাক শহর একা, রাতের শেষে নীরব কাঁদে,
এ শহর আমার নয়
তবু প্রশান্তি ঘরের ছাদে করে বাস।
মেঘের ছায়া আর সূর্যালোকের প্রতিফলিত আলোকে
মুখোশে ঢাকা মুখগুলো পেরিয়ে যাওয়া পলকে,
এ শহর বলো আমার কে!
এ শহর বলো আমার কে!
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য, শুভকামনা রইলো সেলিম আনোয়ার ভাই। আর ঈদের অনেক শুভেচ্ছা অবশ্যই জানাচ্ছি!
২| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩
রহস্যময়ী কন্যা বলেছেন: খুব সুন্দর কবিতা
আগে তো ফেবুতে পড়া হয়ে যেতো সব কবিতা
এখন ফেবুতে না থাকায় মিস হয়ে যায়
ঈদ কেমন কাটলো ভাইয়া??
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস, ফেবুতে নেই কেনো? আপনাকেও তো মিস করি! ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ঈদ মোটামুটি গেছে, প্রবাসের ঈদ যেমন যায় আর কি!
আপনার কেমন গিয়েছে জানাবেন ! ঈদের শুভেচ্ছা ও শত শুভকামনা রইলো।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার! শিরোনাম টা বেশী সুন্দর!
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক থ্যাংকস অভি ভাই, এটা খুবই ব্যাক্তিগত কিছুও অনুভূতি প্রকাশে লেখা। আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪
শায়মা বলেছেন: সুন্দর কবিতা!
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক থ্যাংকস আপুমনি! আপনার মন্তব্য অনেক উৎসাহিত করে আমাকে!
ঈদ কেমন ছিলো আপু? আশা করি অনেক ভালো কাটছে সময়!
৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৭
মাহাবুব১৯৭৪ বলেছেন: ভালো লিখেছেন।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্য অনেক অনেক থ্যাংকস, আপনার সময় খুব সুন্দর হোক শুভকামনা!
৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন কর সাহেব
৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০০
মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা ।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন রশিদ ভাই।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০২
তওসীফ সাদাত বলেছেন: মচৎকার হয়েছে
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে , অনেক অনেক ধন্যপাতা ব্রো!
৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৭
গবেট বালক বলেছেন: আহারে
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১০| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কেউ দেখেনা কিছু যন্ত্রণার দগদগে ব্যাথা,
কেউ শোনেনা কিছু কষ্টের নীরব আর্তচিৎকার,
শুধু নির্বাক শহর একা, রাতের শেষে নীরব কাঁদে,
এ শহর আমার নয়
তবু প্রশান্তি ঘরের ছাদে করে বাস...............।।অদ্ভুত হইছে রে ভাইয়া ! ++++++++++++++++++++++++++++++++++++++++++
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপু আপনি অসাধারণ লেখেন, আমি নিজে আপনার ফ্যান জন্য আপনার মন্তব্য দারুনভাবে উৎসাহিত করে। অনেক অনেক ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য, শুভকামনা সেই সাথে
১১| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো হয়েছে
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: মুখের এই ছিড়ি কেন ভাইসাব?
১২| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
শ্যামল জাহির বলেছেন: বাহ্! সুন্দর করে একাকিত্বের বিষণ্ণতা ফুটে উঠেছ কবিতায়।
প্লাস!
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই, মনের কথাগুলো প্রকাশ করার আনন্দটুকু পেলাম। অনেক ধন্যবাদ ও শুভকামনা সেই সাথে ঈদের শুভেচ্ছা রইলো।
১৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২
এম ই জাভেদ বলেছেন: আপনার একাকীত্বের কবিতা বিষণ্ণতা ধরিয়ে দিয়েছে মনে ।
কবিতায় প্লাস, বিষণ্ণতা সৃষ্টির জন্য মাইনাচ
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হা হা হা, বিষণ্ণতা তো একান্তই কবিতার , আপনার জন্য তোলা থাকুক বিষণ্ণ পথিককে হেঁটে যেতে দেখার আনন্দ
১৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: শহুরে বিষণ্ণতারা বেঁচে থাক আজীবন।
শুভেচ্ছা।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব আপনার প্রতিও অনেক শুভেচ্ছা!
১৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
বশর সিদ্দিকী বলেছেন: ভাল লাগল।
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য!
১৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০২
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা!
১৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা রইলো সায়েম মুন ভাই। আপনার প্রতি অনেক শুভকামনা।
১৭| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৬
কাজী মামুনহোসেন বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার! শিরোনাম টা বেশী সুন্দর!
১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
১৮| ১৮ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ইনকগনিটো বলেছেন: সুন্দর।
১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ব্রো।
১৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯
আমি শঙ্খনীল কারাগার বলেছেন: কিছু বলার নেই,এক কথায় অসাধারণ।
১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভালো লেগেছে জেনে খুশী হলাম।
শুভকামনা।
২০| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭
অস্পিসাস প্রেইস বলেছেন:
সুন্দর!
অনেক ভাললাগায় ++++.....
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৯
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
২১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
কবিতা বাজতে থাকে।
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আশরাফুল ভাই সময় নিয়ে পড়েছেন জন্য মন থেকে অনেক ধন্যবাদ জানাই।
২২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫
রিফাত াহসান বলেছেন: খুব ভাল লেগেছে .।.।.।.। কবিতারা বেঁচে থা্ক
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি কেমন আছেন? এই ব্লগটার সেই প্রথম দিকে পেয়েছিলাম আপনাকে, আজ অনেকদিন পরে আবারও পেয়ে খুবই ভালো লাগলো!!
ভালো লেগেছে জেনে খুশী হলাম, শুভকামনা, আবার দেখা হবে এখানেই।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: বেদনায় বিষণ্ণ হাসিটাও নির্মলতাটুকু প্রতিবিম্ব যেন আমার।
কেউ দেখেনা কিছু যন্ত্রণার দগদগে ব্যাথা,
কেউ শোনেনা কিছু কষ্টের নীরব আর্তচিৎকার,
সুন্দর অতি চমৎকার কবি। ঈদমোবারক।