![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কবিতা অজানার তরে জন্ম নেয়,
তোমাতে হারাতেই যাত্রা করে অজানা ছায়াপথে,
পাতার পরে পাতা কলমের আঘাতে মহিমান্বিত হয়,
কিছু স্বপ্ন শুধু অচেনা কারো জন্য দেখা, বড্ড বেশী স্বপ্নময়,
কিছু পথ কারো সাথে চলার আকাংখায় গতিময়।
আর স্বপ্নেরা কাব্য হয়ে পথে হাঁটে,
কাব্যেরা গতি হয়ে হাত ধরে কখনও,
স্বাপ্নিকের হৃদয় বিদীর্ণ করে কষ্টরা
কিছু কবিতা তাই লেখার আগেই বিমর্ষ,
কিছু পাতা লিখে শেষ করেও অপূর্ণ,
কিছু শব্দ কালিগোলা রুপলাভে অর্থবহ হয় না।
হৃদয় কক্ষপথ জুড়ে পরিভ্রমণ করে যায় একাকীত্ব,
জানে কবিতারা আসবে কষ্টের রুপ ধরে,
স্বপ্ন আসবে দুঃস্বপ্নের ঘোরটোপে,
ওরা নিমজ্জিত করে কষ্টকর আবেগে,
কবিতারা প্রলুব্ধ করে কষ্টের সাথে মিত্রতায়,
জেনেশুনে করা অলাভজনক চুক্তির নাম কাব্য,
ওকে বলেছি কতোবার দূরে সরে যেতে,
বলেছি চাইনে সখ্যতা, তবু উদ্যত হয়েছে ফিরতে।
কিছু কিছু গান সূরে থেকেও বেসুরো,
কথাগুলো বাতাসের মতো ভেসে ভেসে দূরে যায়,
গানগুলো মুগ্ধ করার অনেকটা আগে হারায়,
মাঝরাতে ভয়াবহ দুঃখরুপে আসে সম্মুখে,
ওদের গলায় কবিতার মালা থাকে,
হাতে থাকে আমার বোনা কবিতার দুঃখ।
কিছু কিছু কবিতার দুঃখ পরিমাপ করা অসাধ্য নিতান্ত,
কিছু কিছু কবিতার দুঃখ পরিমাপ করতে নেই।
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা।
২| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১
সপন সআথই বলেছেন: sundor
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।
৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার +++
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমিনুর ভাই, ভালো লেগেছে জেনে খুশী হলাম।
শত শুভকামনা জানবেন।
৪| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
নিরুদ্দেশ বলেছেন: ভালো লাগলো
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হলাম!
৫| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
বোকামন বলেছেন:
শব্দে শব্দে কবিতার দুঃখ
কবির অভিমান ....
বেশ ভালো লাগলো কবিতাটি :-)
শুভেচ্ছা
+
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন, ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম, শুভকামনা রইলো আপনার প্রতি।
৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৯
সুমন কর বলেছেন: সুন্দর কবিতা।
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর সাহেব, পড়ার জন্য কৃতজ্ঞতা!
৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭
মোঃ ইসহাক খান বলেছেন: বেশ ভালো লাগলো কবিতা।
শুভেচ্ছা।
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন, আপনার জন্য শুভকামনা।
৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হৃদয় কক্ষপথ জুড়ে পরিভ্রমণ করে যায়
একাকীত্ব,
জানে কবিতারা আসবে কষ্টের রুপ ধরে,
স্বপ্ন আসবে দুঃস্বপ্নের ঘোরটোপে,
ওরা নিমজ্জিত করে কষ্টকর আবেগে,
কবিতারা প্রলুব্ধ করে কষ্টের সাথে মিত্রতায়,
জেনেশুনে করা অলাভজনক চুক্তির নাম কাব্য,
ওকে বলেছি কতোবার দূরে সরে যেতে,
বলেছি চাইনে সখ্যতা, তবু উদ্যত হয়েছে ফিরতে।
কবিতার দোষ দিয়ে অভিমানী কবির কবিতা ভালো লেগেছে!
তোমার ঐন্দ্রিলা সিরিজটা কবে শুরু করবা আবার?
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঐন্দ্রিলা অবশ্য মৃত, মৃত মানুষকে নিয়ে লিখতে গেলে কষ্ট হয়, কষ্ট এড়িয়ে চলার চেষ্টায় আছি! কবিতা ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম, পড়ার জন্য ধন্যবাদ তোমাকে।
৯| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৯
মামুন রশিদ বলেছেন: আর স্বপ্নেরা কাব্য হয়ে পথে হাঁটে,
কাব্যেরা গতি হয়ে হাত ধরে কখনও,
স্বাপ্নিকের হৃদয় বিদীর্ণ করে কষ্টরা
কিছু কবিতা তাই লেখার আগেই বিমর্ষ,
সুন্দর লিখেছেন লিও ভাইয়া ।
কবিতায় ভালোলাগা++
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই! পড়ার জন্য কৃতজ্ঞতা এবং ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো!
১০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫
লিঙ্কনহুসাইন বলেছেন: ভালো লাগলো ।
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ লিঙ্কন ভাইজান!
১১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কিছু কিছু গান সূরে থেকেও বেসুরো,
কথাগুলো বাতাসের মতো ভেসে ভেসে দূরে যায়,
গানগুলো মুগ্ধ করার অনেকটা আগে হারায়,
হাতে থাকে আমার বোনা কবিতার দুঃখ।
কিছু কিছু কবিতার দুঃখ পরিমাপ করা অসাধ্য নিতান্ত,
কিছু কিছু কবিতার দুঃখ পরিমাপ করতে নেই।...............অদ্ভুত লাগলো !!!!!!!!!! ++++++++++++++
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্য পেয়ে, প্রথমেই পড়ার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দিত হলাম! প্লাসের জন্যও ধন্যবাদ।
আপনার প্রতি অনেক শুভকামনা রইলো, দিন সুন্দর হোক!
১২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন:
কিছু কবিতা তাই লেখার আগেই বিমর্ষ,
কিছু পাতা লিখে শেষ করেও অপূর্ণ,
কিছু শব্দ কালিগোলা রুপলাভে অর্থবহ হয় না।
মনের কথা বলেছেন হে কবি! এই জন্য ইদানীং খালি পাতা নষ্ট হয়!
অনেক শুভকামনা দিকভ্রান্তিতে থাকা সংগ্রামী পথিক!
আর হ্যাঁ কবিতা ভালো লেগেছে।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫
দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে অনেক উৎসাহিত হলাম অভি ভাই, আপনাদের ভালো লাগাই আমার প্রেরনা! আপনার চিন্তার সাথে আমার মিলে যাওয়াটাও খুব আনন্দিত করলো। অনেক ভালো থাকুন ভ্রাতা, শত শুভকামনা রইলো।
১৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
রাফা বলেছেন: কিছু কিছু কবিতা, গান ও কাব্য অসম্পুর্ণই থেকে যায় পথ হারিয়ে।
চমৎকার প্রকাশ, ভালো লাগলো।
ধন্যবাদ,দি.পথিক।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাফা ভাই আপনাকে সচরাচর পাইনা পোষ্টে, পেয়ে ভালো লাগলো অনেক। কবিতা ভালো লেগেছে জেনে খুবই খুশী হলাম! আশা করি আপনার সময় দারুন কাটছে, অনেক শুভকামনা!
১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সহজ ও সুন্দর।
শুভকামনা।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য! শত শুভকামনা আপনার প্রতিও রইলো দুর্জয় ভাই!
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য! শত শুভকামনা আপনার প্রতিও রইলো দুর্জয় ভাই!
১৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০৪
বাসুরী বাসীয়ালা বলেছেন: আমি আসলে এই লিখার প্রশংসা করতে ভয় পাচ্ছি।
লিও ভাই অসাধারন লিখেছেন অনেক গুলা ভালো লাগা...।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইজান আপনার ভালো লাগাতেই আমার উৎসাহ ও সার্থকতা, অনেক ধন্যবাদ নেবেন!
১৬| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কবিতায় ভালো-লাগা জানাচ্ছি
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন!
১৭| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৩
লাবনী আক্তার বলেছেন: চমৎকার লিখছ।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপু, পড়ার জন্য কৃতজ্ঞতা ! আর শুভকামনা জানবেন নিরন্তর!
১৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সায়েম ভ্রাতা আপনাকে অনেক ধন্যবাদ সময় করে পড়ে মন্তব্য করার জন্য, ভালো লাগা জানানোয় প্রীত হলাম! অনেক শুভকামনা জানবেন!!
১৯| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: চিন্তাটা দারুণ লেগেছে।
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক কৃতজ্ঞতা সময় করে পড়ার জন্য, শুভকামনা জানবেন অবশ্যই!
২০| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১২
অদৃশ্য বলেছেন:
চমৎকার হয়েছে... খুব ভালো লেগেছে লিখাটি
শুভকামনা...
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য! আপনার প্রতিও অনন্ত শুভকামনা রইলো। ভালো থাকবেন।
২১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৭
রিফাত াহসান বলেছেন: এতো ভালো কেমনে লিখেন!!!!!!!
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কবিতা , দেরি হলেও ঈদ মোবারক