![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ ........................ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী : শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)
চলে গেলেন আমাদের আরেক পরম সুহৃদ সিনেটর এডওয়ার্ড কেনেডি । দুভাই সাবেক প্রেসিডেন্ট জনএফ কেনেডি ও সিনেটর রবার্ট কেনেডির মতো অপঘাতে নয়। ব্রেন টিউমারে ভুগে গত ২৫ আগস্ট মারা গেছেন টেড নামেই বেশী পরিচিত এই মার্কিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতে বাঙালী শরণার্থী শিবিরগুলোতে ঘুরে ঘুরে পূর্ব পাকিস্তানে বিভীষিকার সত্যিকার ছবিটি তুলে ধরেছিলেন তিনি । পাকিস্তান তাকে ভিসা দেয়নি। শরণার্থীদের মুখেই শুনেছেন তাদের ওপর নির্দয় অত্যাচারের কথা। কথা বলেছেন মুক্তিযোদ্ধাদের সঙ্গে। দেশে ফিরে দায়িত্ব নিয়েই বলেছেন : পূর্ব পাকিস্তানে গণহত্যা চলছে ।
মুক্তিযুদ্ধে আমাদের প্রবল প্রতিপক্ষ শুধু পাকিস্তান সেনাবাহিনীই ছিলো না। তাদের ওপর ছায়া হয়ে ছিলো মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তার মন্ত্রদাতা হেনরী কিসিঞ্জার। সাধারণ মার্কিনীদের সকল প্রতিবাদকে পায়ে দলে তারা পক্ষপাত করেছিলেন পাকজান্তা ইয়াহিয়া খানের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তা দ্য টিল্ট নামে কুখ্যাত। আর তার প্রমাণ ২৮ এপ্রিলের এক গোপন দলিলে নিক্সনের সেই কালো সই- যাতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ইয়াহিয়াকে যে কোনো মূল্যে সহায়তার।
এই সহায়তার নানা চিত্রই আমরা দেখেছি। জাহাজ বোঝাই অস্ত্র এসেছে বাঙালীকে রক্তে রাঙাতে। এসেছে কোটি ডলারের আর্থিক সহায়তা। এসেছে সাহায্য-সেবা ও তার দেখভালের নামে গুপ্তচরের দল। আমাদের আজকের কাহিনী এদের নিয়েই। মার্কিন প্রশাসন যন্ত্রের অন্যতম এক অস্ত্র সিআইএর এক ভয়ঙ্কর পরিকল্পনা যা ফাঁস করে দিয়েছিলেন টেড কেনেডি।
জুনের মাঝামাঝি পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত জেমস ফারল্যান্ড একটি বিশেষ সুপারিশনামা পাঠান দেশে। ২৫ জুন, ১৯৭১ পাঠানো সেই তারবার্তাটিতে (টিল্ট ডকুমেন্টে স্থান পায়নি এটি, বলতে পারেন হঠাৎ আবিষ্কার সিআইএ দলিলপত্র ঘেটে) ফারল্যান্ড পূর্ব পাকিস্তানের পুলিশ বাহিনীর দুর্দশার বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনা তিনি শুনেছেন পূর্ব পাকিস্তানে পুলিশের ইন্সপেক্টর অব জেনারেল এম এ কে চৌধুরীর কাছে। নানা কথাবার্তার শেষভাগেই টেলিগ্রামে ফারল্যান্ডের ভয়ঙ্কর সেই সুপারিশ, যার কাছাকাছি বাংলাটা : পুলিশের সঙ্গে সম্পর্ক রাখাটা দুতাবাস এবং ঢাকা কনসুলেটের জন্য ভালোই হবে। তবে ঠিক কি পর্যায়ে সেটা বজায় সম্ভব হবে তা অনিশ্চিত। আর তা বের করার সেরা উপায় হতে পারে সাময়িকভাবে হলেও আমাদের নিরাপত্তা উপদেষ্টা জ্যাকসনকে পূর্ব পাকিস্তানে ফেরত আনা। তার দায়িত্ব হবে আগের যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা এবং পরবর্তী ৯০ দিনের সম্ভাব্য কর্মসূচীর মূল্যায়ন। পুরো ব্যাপারটা খুব গোপনে করা সম্ভব বলে মনে হয় কারণ বিষয়টা স্পর্শকাতর যা পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরকারের জন্য বিব্রতকর হয়ে দাঁড়াতে পারে।
কে এই জ্যাকসন? কোথায় ছিলেন তিনি? কেনো তাকে পূর্ব পাকিস্তান থেকে প্রত্যাহার করা হয়েছিলো? জবাবের জন্য আরেকটু অপেক্ষায় রাখি পাঠকদের। তবে উপাত্তের ভিত্তিতে এক জ্যাকসনের উপস্থিতি ছিলো ঢাকা দুতাবাস অফিসে। পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষপাত মূলক আচরণে ঘৃণা জানিয়ে কনসাল জেনারেল আর্চার ব্লাডের নেতৃত্বে ঐতিহাসিক ডিসেন্ট টেলিগ্রামে সাক্ষর করেছিলেন যারা , তাদের মধ্যে রবার্ট জ্যাকসন নামটাও ছিলো। তবে তার পদবীর কোন উল্লেখ সেখানে ছিলো না। সেই ঘটনার পর আর্চার ব্লাডকে প্রত্যাহার করে নেয় নিক্সন প্রশাসন। একই ভাগ্য বরণ করতে হয়েছিলো সাক্ষরকারী বাকীদেরও।
জ্যাকসনের সত্যিকার পরিচয় পরিষ্কার হয়েছে আরো পরে। তবে তার আগে একই উৎসে ফারল্যান্ডের টেলিগ্রামের একটি ফলোআপ পাওয়া গেছে। এক্ষেত্রে এমএকে চৌধুরীর সঙ্গে কথাবার্তা বলেছেন ঢাকা দুতাবাসের নতুন কর্মকর্তা। ২৩ জুলাই পাঠানো কার্ল নামে সাক্ষরিত এই তারবার্তায় পুলিশের অবস্থা আরো উন্নত হয়েছে বলে জানা যায়। প্রচুর বিস্ফোরকসহ একজন মুক্তিযোদ্ধা গ্রেফতারের সংবাদও রয়েছে। আর শেষ লাইনে রয়েছে আইজির আশাবাদ : তিনি আশা করছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সহযোগিতার পুরানো সম্পর্কটা আবার চালু হবে।
ফারল্যান্ডের সুপারিশ কতখানি গৃহীত হয়েছিলো বা সে অনুযায়ী কি পদক্ষেপ নিচ্ছিলো তার কোনো দলিল মেলেনি। তবে যা মিলেছে তাকে বোমা বললেও কম বলা হয় যা ফাটিয়েছিলেন টেড কেনেডি। ২৩ জুলাই নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে গোপন দলিলপত্রের দোহাই দিয়ে কেনেডির বরাতে বলা হয়: যুক্তরাষ্ট্র সরকার পূর্ব পাকিস্তানে বিদ্রোহ দমনে পাকিস্তানকে সাহায্য করার জন্য পুলিশ বিশেষজ্ঞ রবার্ট জ্যাকসনকে ঢাকায় পাঠানোর পরিকল্পনা করছে। জ্যাকসনকে ২৫ মার্চের গোলযোগের পর প্রত্যাহার করে নেওয়া হয়। কাউন্টার ইনসার্জেন্সিতে বিশেষজ্ঞ জ্যাকসন ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে ভিয়েতনাম ও ব্রাজিলে কর্মরত ছিলেন। এনিয়ে বিব্রত সরকারী কর্মকর্তাদের পাশাপাশি গোয়েন্দা বিভাগে অস্বীকার করা হয় যে পূর্ব পাকিস্তানে মার্কিন পুলিশ টিম পাঠানোর কোনো পরিকল্পনা হয়েছে। তবে এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ডিরেক্টর অব সাউথ এশিয়ান অপারেশনস জন রীস স্বীকার করেছেন যে রবার্ট জ্যাকসনকে ঢাকা পাঠানোর আবেদন করা হয়েছিলো।
ঘটনার সত্যতা মিলেছে অন্য সূত্রেও। ৮ আগস্ট লন্ডন অবজারভারে তাদের মস্কো প্রতিনিধির বরাতে বেরোয় একই খবর : Moscow has been even more disturbed than Delhi by reports reaching here that Washington has assigned to Dacca, a Mr. Robert Jackson, a counter-insurgency-expert with wide experience in Vietnam. This suggests to Moscow that Washington is now heading towards the Vietnamisation of East Bengal conflict. Whether or not Mr. Jackson will be anymore successful in East Bengal than in Vietnam, Moscow believes this move foreshadows a prolonged conflict in East Bengal in which China might be tempted to join America in playing a bigger physical role.
নিরাপত্তা উপদেষ্টা নামের নিরীহ পদবীর আড়ালে কাউন্টার ইনসারজেন্সি এক্সপার্টদের দায়িত্ব আসলে ভয়ঙ্কর। এর একটা উদাহরণ হতে পারে ইন্দোনেশিয়া । পিকেআই (ইন্দোনেশিয়ার কম্যুনিস্ট পার্টি) যাদের নামের তালিকা তৈরি করে তাদের অবস্থানসহ নির্মূল করার পুরো নকশাটাই সিআইএ করে দিয়েছিলো। কিভাবে অত্যাচার ও জেরা করে পুরো দলের নাম ও অবস্থান জানা যাবে এ ব্যাপারে ভীষণ দক্ষ ছিলো তারা। গেরিলা দমনের নামে চরম নৃশংসতা। ভিয়েতনাম , ব্রাজিল সবখানেই ছিলো একই কাহিনী। জ্যাকসন ঢাকায় দায়িত্ব সূচারুরূপে পালন করলে গেরিলা মুক্তিযোদ্ধাদের বরাতেও জুটতো একই নৃশংসতা। আর তাতে লাশের সংখ্যাটা হয়তো বাড়তো আরো। যুদ্ধ হতো আরো প্রলম্বিত, কারণ পুলিশের পর নিশ্চিতভাবেই মার্কিন সেনারাও আসতো। অবশ্য সবই নেহাতই সম্ভাবনা যা ঠেকিয়েছিলেন সিনেটর কেনেডি। তবে ভারতীয় এক সাবেক সেনাকর্মকর্তা ক্যাপ্টেন এস কে গার্গ তার স্পটলাইট: ফ্রিডম ফাইটার্স অব বাংলাদেশ বইয়ে উল্লেখ করেছেন জ্যাকসনের। বুচার বা কসাই বিশেষণ করে তার পরিচিতি দেওয়া হয়েছে একজন সাবেক ইউএসএইড অফিসিয়াল হিসেবে। এবং ২৫ মার্চের গণহত্যার রাতে নিহত বুদ্ধিজীবিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনাটাও তার মাথা থেকেই বেরিয়েছিল বলে লিখেছেন তিনি :
টেড কেনেডি কিভাবে এসব ডকুমেন্ট হাতে পেয়েছিলেন সেটা এক অন্য গল্প। নিক্সন প্রশাসনের জন্য রাহু হয়েই এসেছিলেন সাংবাদিক জ্যাক এন্ডারসন । তবে কেনেডি মিডিয়াতে ব্যাপারটা ফাঁস করে দেওয়ার পর সেই একই প্রতিবেদন লেখা হয়েছিলো পরিকল্পনাটি অঙ্কুরেই বিনষ্ট করার লক্ষ্যেই পাবলিক রেকর্ডে কেনেডি এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
কতভাবেই আমরা কেনেডির কাছে কৃতজ্ঞ। তবে মার্কিন জনমত আদায়ে সহায়তার পাশাপাশি এই খুনে নীলনকশা ঠেকানোর জন্যও স্যালূট তাকে।
কৃতজ্ঞতা : সুশান্ত দাস গুপ্ত (অনেকগুলো কপিরাইটেড আইটেম তার সহায়তায় কেনা হয়েছে)
সূত্র : নিউইয়র্ক টাইমস
লন্ডন অবজারভার
সিআইএ দলিলপত্র
মার্কিন পররাষ্ট্রনীতি (১৯৬৯-৭৬) দলিলপত্র
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১
অমি রহমান পিয়াল বলেছেন: এইতো ভারত ও আওয়ামী লীগের দালালী আর সচলায়তন, আমার ব্লগ, যৌবনযাত্রার বিজ্ঞাপন (আমার একটা দালালী আর বিজ্ঞাপনী এজেন্সি আছে) চালানোর পাশাপাশি এইগুলা সংগ্রহ করি
২| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৭
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বন্ধু মরতাছে, শত্রু পয়দা হইতাছে। দুঃসময় এর শেষ নাই
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১২
অমি রহমান পিয়াল বলেছেন: অসাধারণ মন্তব্য। স্যালূট
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৩
মুর্শেদ বলেছেন: প্রথমে আপনাকে শুভেচ্ছা এ ধরণের এতিহাসিক দলিলসহ মহান মুক্তিযুদ্ধে সিনেটর টেড কেনেডির ভুমিকা জানানোর জন্য।
সম্প্রতি পরলোকগত এ সিনেটর সম্পর্কে খুব বেশী জানতাম না তবে এ পোস্ট থেকে অনেক গুরুত্বপূর্ন তথ্য পেলাম
অসংখ্য ধন্যবাদ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৯
অমি রহমান পিয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৬
রন্টি চৌধুরী বলেছেন: সবার জেনে রাখা উচিত এই কাহিনীগুলো।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৯
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ রন্টি
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩০
শাওন৭৯ বলেছেন: Hats of to TED.
আবারো ধন্যবাদ পিয়াল ভাই।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
অমি রহমান পিয়াল বলেছেন: আপনারেও ধন্যবাদ
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২
শাওন৭৯ বলেছেন: of=off
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
অমি রহমান পিয়াল বলেছেন: ব্যাপারস না, হ্যাটটাই আসল
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৩
সামী মিয়াদাদ বলেছেন: বস আপনের লেখাগুলা নিয়া কোন সংকলন কি ইহজগতে পামুনা ? বড়োই দু:খ রয়ে যাবে মনে ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৫
অমি রহমান পিয়াল বলেছেন: আগামী বইমেলায় ইনশাল্লাহ
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
শূন্য আরণ্যক বলেছেন: স্যালুট ভাইজান ।
আবারো একটা দারুন পোষ্টের জন্যে ।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৭
অমি রহমান পিয়াল বলেছেন: স্যালুট আপনারেও আবারও পাঠক হওয়ার জন্য
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৬
ত্রিশোনকু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পিয়াল। অত্যন্ত তথ্য সমৃদ্ধ পোস্টটার জন্য।
একটু আবেগ তারিত একই বিষয়ের ওপর আরেকটি পোস্ট দেখতে পারেন।
Click This Link
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০১
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ। পড়েছি লেখাটা, মন্তব্যও করেছি
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৯
রোহান বলেছেন: বগুড়া আইছি অফিস ট্যুরে। মোবাইলে আপনার লেখা পইড়া লগইন না করে পারলাম না। আসলেই এত কিছু জোগাড় করেন কেমনে?
ভাঙা পেন্সিলের কমেন্টে স্যালুট। প্রতিদিন খালি দেখি নয়া নয়া শত্রু, বাইরের শত্রু আবার ভেতরের শত্রু
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২
অমি রহমান পিয়াল বলেছেন: সারাদিন এইডির পিছনেই ঘুরি, এইডি লইয়াই কাম। জোগাড় হইয়া যায় ম্যান। ধন্যবাদ পড়ার জন্য
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২
সব্যসাচী প্রসূন বলেছেন: প্রিয়তে...
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৬
অমি রহমান পিয়াল বলেছেন: কৃতজ্ঞতা
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১০
সাগর ঢাকা বলেছেন: আপনার ১ মন্তব্য কেন জানিনা, মনে হচ্ছে আপনাকে এই সব কেও বলেছে .... আপনি আমার কাছে একজন অদ্ভূত মানুষ , এতো আবেগ , কষ্ট করে ব্লগ লেখেন .. সারাদিন কিছু সারমেয় রা গালি দেয় , তারপরেও দিন রাত , লিখে যান , কি লাভ? টাকা তো পান না ! আসলে আমরা মুখে যত বলি , আপনার মতো নিবেদিত প্রাণ না...
সালুট আপনারে ....আমাদের জন্য লিখবেন , আপনার মতো মানুষ কমে যাচ্ছে ...দয়ে করে মন খারাপ করবেন না , আমরা আপনার লেখা পরার জন্য অপেক্ষা করি.
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২০
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ। এমন মন্তব্য পাওয়ার জন্যই মনে হয় বেগাড় খাটি।
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১২
স্বপ্ন ব্যাকরণ বলেছেন:
স্যালুট ভাই।
প্রিয়তে....
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২১
অমি রহমান পিয়াল বলেছেন: স্যালুট, কৃতজ্ঞতা
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৭
ত্রিশোনকু বলেছেন: প্রিয়তে।
এত বিরল তথ্য সমৃদ্ধ পোস্ট এ ব্লগে দেখিনি।
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদের সঙ্গে কৃতজ্ঞতাও
১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
অনির্বান বলেছেন: অমি ভাই আপনার এই রকম লিখার জনই অপেক্ষা করা থাকি.. অনেক কিছুই জানতে পারি যা এত দিন অজানা ছিল...
আপনার প্রতি কৃতজ্ঞতা আর অনেক অনেক ধণ্যবাদ...
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১
অমি রহমান পিয়াল বলেছেন: অনেক ধন্যবাদ আপনারে
১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০১
অমাবশ্যার চাঁদ বলেছেন: অনেক তথ্যবহুল লেখা +++
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৩
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ
১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৩
মনির হাসান বলেছেন: পিয়াল ভাই ... ভাষা হারায় ফেললাম ... কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারতেছিনা ... আপনে পারেন'ও ।
ভাঙ্গা পেন্সিল'কে ঝাজা ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৪
অমি রহমান পিয়াল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৭
ফারহান দাউদ বলেছেন: একে একে যায়। ওডারল্যান্ড, হ্যারিসন, টেড কেনেডি। এই মানবদরদীর জন্য শ্রদ্ধা।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ
১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
এই কমেন্ট টা শুধু এই পোষ্ট এর জন্য না, এটা অরপি এর এই ব্লগের জন্য ঃ
ভার্চুয়াল রা(ড়া)জাকার নিধন , বাস্তব প্রেক্ষিত ও আমার ব্যাক্তিগত মিশন
ব্লগীয় মিথস্ক্রিয়ায় আমার মধ্যে প্রথম যে পরিবর্তনটি আসে , সেটা হচ্ছে কোন কিছুকে সোজাসুজি না দেখা । আমি বলবো এটা আমার নেতিবাচক অভিযোজন। যদিও সবকিছুকে আগে যেভাবে সোজাসুজি দেখতাম দুনিয়াটা ওইরকম সোজা না।
দ্বিতীয় পরিবর্তন টা আসে রাজাকার/নব্য রাজাকারদের নিয়ে। ঘৃণার স্তরে চলে যায় সেটা । আগে ছিলো চরম অপছন্দ আর আশংকিত অনূভুতি। বাস্তব সমাজে নব্য রাজাকার/রাজাকার রা কিন্তু এতো বেশী আক্রমনাত্নক প্রকাশপ্রবণ নয় (তারা জানে গোল্ডফিসের স্মৃতির এই জাতির এক চক্কর কিন্তু পার হয় নাই)। অনেকটাই রক্ষনাত্মক এড়িয়ে যাবার অভ্যাস মুক্তিযুদ্ধ , আমাদের আকাঙা আর চেতনার প্রশ্নগুলোতে।
ব্লগে এই রাজাকার / নব্য রাজাকারদের প্রতিরোধ দেখেছি, স্যালুট জানাই যারা অপরিসীম ধৈর্যের সাথে
অনেক তথ্য প্রমান জড় করে এই প্রতিরোধে রসদ জুগিয়েছেন। ফ্যানাটিক একঘেয়ে অপযুক্তির কিছু ল্যাদল্যাদা নব্য রাজাকারের আচরণে বিরক্ত হয়ে অনেককে গালাগালিতে ও যেতে দেখেছি। এটাকে কোন অর্থবহ সমাধান ভাবি না, কিন্তু বিরক্তি আর ধৈর্যের সীমা কোথায় গেলে এই আচরণে বাধ্য হন তারা তাও বুঝতে পারি।
কিন্তু আমি আশংকিত এই ভার্চুয়াল জগতেই এদের প্রতিরোধ করে আমাদের আত্মতৃপ্তির ঢেঁকুর দেখে। হ্যাঁ , এই প্রতিরোধ ও প্রয়োজন, এই কিন্তু শেষ নয়।
......................
না । ব্যাক্তিগতভাবে আমি বসে থাকবো না। যেদিন থেকে এই বেজন্মাদের সুক্ষ আর ভয়াবহ ওয়ার্কপ্ল্যান বুঝতে পেরেছি আমার ধর্মবিশ্বাসকে ব্যাবহার করে আমার অস্তিত্বকে ধধংস করার, সেদিন থেকেই ব্যক্তিগতভাবে পরিচিত যেসব শিবির সমর্থক ছিলো তাদের ফিরিয়ে আনার মিশন নিয়েছিলাম। ঘন্টার পর ঘন্টা তর্ক করতাম , এমনকি শিবিরের কর্মপদ্ধতি নিয়েও। যা যা তথ্যপ্রমান জানতাম সব আপ্রাণ ব্যাবহার করতাম। (ইস তখন যদি ব্লগের ডকুমেন্টগুলো থাকত! ......................
>>>>
এই ব্লগটা একটা অসাধারণ রেফারেন্স ব্লগ হয়েছে, হাতের কাছেই। হতে থাকবে।
স্যালুট।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৭
অমি রহমান পিয়াল বলেছেন: দারুণ বলছেন কমরেড, স্যালুট। বাড়তিটা মুছে দিলাম
২০| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
ফকির ইলিয়াস বলেছেন: আপনার এই কর্মধ্যানের জন্য আপনাকে বার বার স্যালুট করি ,জনাব।
একটা কথা আমি ও বলি,- একটা বই করেন।
হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট , বাট দ্যা ওয়ার্ক ইজ নট ।
ডকুমেন্ট গুলো সবাই বিন্যস্ত ভাবে সংগ্রহ করতে পারে না।
আপনি পেরেছেন। তাই সেই আলো সবার জন্য সহজলভ্য করে যান।
ভালো থাকুন। আনন্দে থাকুন।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। চেষ্টা থাকবে
২১| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৫
একরামুল হক শামীম বলেছেন: স্যালুট টু টেড কেনেডি
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪২
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ
২২| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৮
রাহি বলেছেন: সত্যিই অসাধারন! এতো তথ্য সমৃদ্ধ পোষ্ট!
স্যালূট টেড কেনেডি এবং
ধন্যবাদ আপনাকে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৪
অমি রহমান পিয়াল বলেছেন: তথ্যটা কিন্তু চাঞ্চল্যকর, একটু অনুধাবনের চেষ্টা করলে বুঝবেন। শিরোনামের কথাগুলা ফাও লেখি নাই। আপনাকে ধন্যবাদ পড়ার জন্য
২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৩
ইশতিয়াক অাহমেদ বলেছেন: স্যালুট টু টেড কেনেডি ... এ জাতিকে রক্ষা করার জন্য...
আর আপনারে স্যালুট লেখার জন্য এবং বিশেষভাবে এই কমেন্ট-এর জন্য...
'এইতো ভারত ও আওয়ামী লীগের দালালী আর সচলায়তন, আমার ব্লগ, যৌবনযাত্রার বিজ্ঞাপন (আমার একটা দালালী আর বিজ্ঞাপনী এজেন্সি আছে) চালানোর পাশাপাশি এইগুলা সংগ্রহ করি'
আরেকটা কথা...কোনো একটা ফান ম্যাগাজিনে মনে হলো আপনার মতো নামের কেউ একজন লিখেছে...আপনি নাকি?
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৪
অমি রহমান পিয়াল বলেছেন: আমিই
২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৫৩
কিউরিয়াস বলেছেন: চালায়া যান। কলমে আসুক অসুরের শক্তি।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৪
অমি রহমান পিয়াল বলেছেন: নিব ভাইঙ্গা লাইতে কইতেছেন?
ধন্যবাদ পড়ার জন্য
২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫৪
মনজুরুল হক বলেছেন: সিম্পলি গ্রেট!!
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১১
অমি রহমান পিয়াল বলেছেন: থ্যাঙ্কু বস!!
২৬| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৮
কঁাকন বলেছেন: কত অজানারে
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ
২৭| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৪৪
নাহিদ বলেছেন: Hats of to TED.
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭
অমি রহমান পিয়াল বলেছেন: স্যালুট
২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫
মুক্ত বয়ান বলেছেন: প্রচুর তথ্যবহুল লেখা, আর সবগুলার মতই।
অসংখ্য ধন্যবাদ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:০২
কাজ করে খাই বলেছেন: এ লেখাটি কি (একটি ওয়েব নিউজ পোর্টালের জন্যে) নেয়া যাবে?
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮
অমি রহমান পিয়াল বলেছেন: নিশ্চয়ই, কেনো নয়।
৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪২
স্পেলবাইন্ডার বলেছেন: অসম্ভব পরিশ্রমী লেখা। ধন্যবাদ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩০
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ। ভালোর কিছুর জন্য পরিশ্রমটা গায়ে লাগে নারে ভাই। মুক্তিযুদ্ধ বলে কথা
৩১| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৩
জইন বলেছেন: চরণ ধরিতে দিয়ো গো আমায় নিয়োনা নিও না.....সরায়ে....
জাতি আপনার কাছে কৃতজ্ঞ পিয়াল ভাই।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩১
অমি রহমান পিয়াল বলেছেন: কোন জাতি? বাঙালী না বাংলাদেশী
৩২| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
নাজনীন১ বলেছেন: কষ্টসাধ্য লেখা, নতুন কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭
অমি রহমান পিয়াল বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩৩| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩১
সুবিদ্ বলেছেন: আরো একটা দুর্ধর্ষ ঘটনা জানালেন........চালিয়ে যান ভাই, শুভকামনা রইল......
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ
৩৪| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪১
লিয়ন বলেছেন: শোকেসড মাগার প্লাসাইতে পারসি না ক্যান?
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫১
অমি রহমান পিয়াল বলেছেন: প্লাস মাইনাস ব্যাপার না, পড়ছেন- এতেই আমার কষ্ট সার্থক। গ্রামীন ইউজ কইরা আমিও অবশ্য একই প্রবলেম ফেস করি
৩৫| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১১
ইউনুস খান বলেছেন: তথ্যবহুল পোস্ট টি ভালো লাগছে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৫
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনারে
৩৬| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
আকাশ_পাগলা বলেছেন: ভালা জিনিস্টাই জানলাম।
ভাল্লাগলো যে মানুষ আমাদের নিয়ে অনেক চিন্তা করছিল।
প্রিয়তে নিয়া গেলাম।
অফটপিকঃ মন্টা খ্রাপ। আমি ঝিনাড়েল। কী করুম ভাই? আমার পৃষ্ঠায় মাঝে মাঝে বেড়াইতে যাইয়েন গো।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫
অমি রহমান পিয়াল বলেছেন: ব্যাপারস না, আমিও তিনদিন হইলো সেফ হইছি। তার আগে দীর্ঘ মেয়াদী জেনারেল বানাইয়া রাখছিলো আমারে। গালাগালির লিগা আমার আগে আলাদা নিক আছিলো, এক বছর হইলো একটাও নাই। নতুন একটা বানাইতে হইবো। নিজের নামে ঝক্কি বহুত
৩৭| ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭
জ্বিনের বাদশা বলেছেন: এই অসাধারণ ভালোমানুষ টেড কেনেডিকে শ্রদ্ধা ...
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ জ্বিনের বাদশা
৩৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
প্রণব আচার্য্য বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট +++
৩৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫১
প্রণব আচার্য্য বলেছেন: অবশ্য এ সঙক্রান্ত আপনার সবগুলো পোষ্টই গুরুপূর্ন; বেশ তথ্য বহুল ++
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৪
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা
৪০| ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩২
লিয়ন বলেছেন: বকেয়া পিলাসডা দিয়া বউনি করলাম
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৭
অমি রহমান পিয়াল বলেছেন: ঠিকাছে
৪১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
রাজর্ষী বলেছেন: ধন্যবাদ
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৩
অমি রহমান পিয়াল বলেছেন: আপনারেও ধন্যবাদ
৪২| ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫১
হুমায়রা হারুন বলেছেন: The CIA began... এর পরের পাতাটি কোথায়? পড়তে ইচ্ছে করছে।
১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৬
অমি রহমান পিয়াল বলেছেন: এটা শুধু একটা রেফারেন্স নোট, এস কে গিলের লেখা বই থেকে নেওয়া। জ্যাকসনের উপর আরেকটা পূর্ণাঙ্গ পোস্ট দেবো শিগগিরই, তখন হয়তো আরো পরিষ্কার হবে আপনার ধারণা
৪৩| ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:১৬
বিডি আইডল বলেছেন: পোষ্টটি আগে পড়ে দেখি নাই....
ওবামার নির্বাচন ক্যাম্পেইনে টেডের উপস্হিতি দেখেছিলাম....মুক্তমনা এই রাজনৈতিক নেতার প্রতি আগ্রহ ছিল অনেক দিন ধরেই...অনেক ধন্যবাদ চমৎকার পোষ্টটির জন্য...
টেড কে নিয়ে একটা চমৎকার বায়োগ্রাফি মুভি আছে
৪৪| ১৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১১
অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১:২৯
অন্ধকার বলেছেন: বেশ...
৪৬| ২০ শে মে, ২০১১ রাত ৩:৩৯
তাশফী বলেছেন: 'এইতো ভারত ও আওয়ামী লীগের দালালী আর সচলায়তন, আমার ব্লগ, যৌবনযাত্রার বিজ্ঞাপন (আমার একটা দালালী আর বিজ্ঞাপনী এজেন্সি আছে) চালানোর পাশাপাশি এইগুলা সংগ্রহ করি
আপনাকে সালাম
৪৭| ২০ শে মে, ২০১১ ভোর ৪:০২
ফারহান আহমেদ বলেছেন: আমি ভাই আপনার এই রকম লিখার জনই অপেক্ষা করা থাকি.. অনেক কিছুই জানতে পারি যা এত দিন অজানা ছিল...
আপনার প্রতি কৃতজ্ঞতা আর অনেক অনেক ধণ্যবাদ
৪৮| ২০ শে মে, ২০১১ ভোর ৪:০৪
শায়েরী বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট +++
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩২
আশাবাদী মানুষ বলেছেন: ধন্যবাদ পোস্টের জন্য । এতকিছু সংগ্রহ করেন কিভাবে ?