নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপেনডিলের ব্লগ

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি।

রিপেনডিল

ফেবু লিঙ্কঃ https://www.facebook.com/propen লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা অন্য কোথাও ব্যবহার করবেন না।

রিপেনডিল › বিস্তারিত পোস্টঃ

গিনিস বুকে বাংলাদেশের যত রেকর্ড

১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৬





গিনিস বুক, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। বিশ্বের সকল প্রকার রেকর্ড সংরক্ষন করার আন্তর্জাতিক ও অত্যন্ত জনপ্রিয় বই এটি। সেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্যদের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশের মানুষরাও। এ পর্যন্ত বেশ কয়েকবারই আমাদের দেশের নাম গিনেস বুকে উঠেছে । আসুন দেখে নিই আমাদের দেশ কয়বার, কিভাবে গিনেসে নাম লিখিয়েছে!!!



● হাত ধোয়ার রেকর্ড:







২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করেছিলেন ৫২ হাজার ৯৭০জন মানুষ। ইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার উদ্যোগে এ আয়োজনেই একসঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের হাত ধোয়ার বিশ্বরেকর্ড গড়া হয়েছে।



● সবচেয়ে ঝাল মরিচঃ







মরিচের নাম ভুত জলোকিয়া! অন্য নাম নাগা মরিচ। জন্মস্থান বাংলাদেশ, এবং ভারতের আসাম, মিজোরাম এবং নাগাল্যান্ড।এটি অবশ্য বর্তমানে তার রেকর্ডটি হারিয়েছে অস্ট্রেলিয়ার ত্রিনিদাদ স্করপিয়ন “বুচ টি” মরিচের কাছে। এর আগে নাগা মরিচই ছিল পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ।



● সবচেয়ে পাতলা জাতি: আমাদের দেশের পুরুষদের গড় ওজন প্রতি মিটার স্কয়ারে ২০.৫ কেজি। আর নারীদের ক্ষেত্রে এটি ২০ দশমিক ৪ কেজি। বিএমআই (বডি মাস ইনডেক্স) সূচকের এই হিসাব অনুযায়ী, আমরাই বিশ্বের সবচেয়ে কম ওজনের জাতি। (**আরবিশ্বের সবচেয়ে মোটা জাতি হলো দ্বীপদেশ নাউরুর জনগণ।)



● এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ে: নরেন্দ্র নাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ও রাধা রানী রায়ের পাঁচ ছেলে। তাঁদের এই বিয়ের সংখ্যা এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড।



● সর্বাধিক ঘনত্বের দেশ: আমাদেরদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে দুই হাজার ৯১৮ জন মানুষ। বিশ্বের কোথাও প্রতি বর্গকিলোমিটারে এত বেশি মানুষ বাস করে না।



● এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা: আমাদের দেশে আমাদেরই বিপক্ষে ১৫টি ছক্কা মেরে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটারশেন ওয়াটসন।



● সবচেয়ে বড় শিলা: ১৯৮৭ সালে গোপালগঞ্জে এক ভয়ংকর শিলাবৃষ্টি আঘাত হানে, যেখানে সবচেয়ে বড় শিলাটি ছিল এক কেজি ওজনের। বিশ্বের কোথাও এত ওজনের শিলাপাত হয়নি। সেই বৃষ্টিতে প্রাণ হারিয়েছিল ৯২ জন মানুষ।



● সবচেয়ে বড় মানবশিকল: ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ৫০ কিলোমিটার এলাকা হাতে হাত রেখে বিশ্বের সবচেয়ে বড় মানবশিকলের আয়োজন করেছিল!!!



● সবচেয়ে বড় উপসাগর: বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার। এটিই বিশ্বের সবচেয়ে বড় উপসাগর!



● বিশ্বের সবচেয়ে বড় ব্যাট: বিশ্বের সবচেয়ে বড় ব্যাটটি ১১১ ফুট লম্বা এবং এটি প্রস্থে সাড়ে ১২ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় এই ব্যাটটি বানাতে সময় নিয়েছেন মাত্র ১৫ দিন!!!



● সুপার গ্র্যান্ড ফাদার: বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে সুপার গ্র্যান্ড ফাদার। ১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা পাঁচ শরও বেশি!!!



● টেবিল টেনিসে বিশ্বরেকর্ড: আমাদের দেশের জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!!!



● সবচেয়ে বড় স্ট্যাপলার পিনেরচেইন: খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বানিয়েছেন হাতে বানানো বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন। এটি ৪২২ফুট ৪ ইঞ্চি লম্বা এবং এখানে ব্যবহার করা পিনের সংখ্যা ২৭ হাজার। মজার ব্যাপার হলো, এটি বানাতে শিহাবের খরচ হয়েছে মাত্র ২৭০ টাকা!!!



সূত্রঃ Genius | জিনিয়াসগিনিস বুক, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। বিশ্বের সকল প্রকার রেকর্ড সংরক্ষন করার আন্তর্জাতিক ও অত্যন্ত জনপ্রিয় বই এটি। সেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্যদের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশের মানুষরাও। এ পর্যন্ত বেশ কয়েকবারই আমাদের দেশের নাম গিনেস বুকে উঠেছে । আসুন দেখে নিই আমাদের দেশ কয়বার, কিভাবে গিনেসে নাম লিখিয়েছে!!!



● হাত ধোয়ার রেকর্ড:







২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করেছিলেন ৫২ হাজার ৯৭০জন মানুষ। ইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার উদ্যোগে এ আয়োজনেই একসঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের হাত ধোয়ার বিশ্বরেকর্ড গড়া হয়েছে।



● সবচেয়ে ঝাল মরিচঃ







মরিচের নাম ভুত জলোকিয়া! অন্য নাম নাগা মরিচ। জন্মস্থান বাংলাদেশ, এবং ভারতের আসাম, মিজোরাম এবং নাগাল্যান্ড।এটি অবশ্য বর্তমানে তার রেকর্ডটি হারিয়েছে অস্ট্রেলিয়ার ত্রিনিদাদ স্করপিয়ন “বুচ টি” মরিচের কাছে। এর আগে নাগা মরিচই ছিল পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ।



● সবচেয়ে পাতলা জাতি: আমাদের দেশের পুরুষদের গড় ওজন প্রতি মিটার স্কয়ারে ২০.৫ কেজি। আর নারীদের ক্ষেত্রে এটি ২০ দশমিক ৪ কেজি। বিএমআই (বডি মাস ইনডেক্স) সূচকের এই হিসাব অনুযায়ী, আমরাই বিশ্বের সবচেয়ে কম ওজনের জাতি। (**আরবিশ্বের সবচেয়ে মোটা জাতি হলো দ্বীপদেশ নাউরুর জনগণ।)



● এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ে: নরেন্দ্র নাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ও রাধা রানী রায়ের পাঁচ ছেলে। তাঁদের এই বিয়ের সংখ্যা এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড।



● সর্বাধিক ঘনত্বের দেশ: আমাদেরদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে দুই হাজার ৯১৮ জন মানুষ। বিশ্বের কোথাও প্রতি বর্গকিলোমিটারে এত বেশি মানুষ বাস করে না।



● এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা: আমাদের দেশে আমাদেরই বিপক্ষে ১৫টি ছক্কা মেরে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটারশেন ওয়াটসন।



● সবচেয়ে বড় শিলা: ১৯৮৭ সালে গোপালগঞ্জে এক ভয়ংকর শিলাবৃষ্টি আঘাত হানে, যেখানে সবচেয়ে বড় শিলাটি ছিল এক কেজি ওজনের। বিশ্বের কোথাও এত ওজনের শিলাপাত হয়নি। সেই বৃষ্টিতে প্রাণ হারিয়েছিল ৯২ জন মানুষ।



● সবচেয়ে বড় মানবশিকল: ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ৫০ কিলোমিটার এলাকা হাতে হাত রেখে বিশ্বের সবচেয়ে বড় মানবশিকলের আয়োজন করেছিল!!!



● সবচেয়ে বড় উপসাগর: বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার। এটিই বিশ্বের সবচেয়ে বড় উপসাগর!



● বিশ্বের সবচেয়ে বড় ব্যাট: বিশ্বের সবচেয়ে বড় ব্যাটটি ১১১ ফুট লম্বা এবং এটি প্রস্থে সাড়ে ১২ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় এই ব্যাটটি বানাতে সময় নিয়েছেন মাত্র ১৫ দিন!!!



● সুপার গ্র্যান্ড ফাদার: বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে সুপার গ্র্যান্ড ফাদার। ১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা পাঁচ শরও বেশি!!!



● টেবিল টেনিসে বিশ্বরেকর্ড: আমাদের দেশের জোবেরা রহমান লীনু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে!!!



● সবচেয়ে বড় স্ট্যাপলার পিনেরচেইন: খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বানিয়েছেন হাতে বানানো বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন। এটি ৪২২ফুট ৪ ইঞ্চি লম্বা এবং এখানে ব্যবহার করা পিনের সংখ্যা ২৭ হাজার। মজার ব্যাপার হলো, এটি বানাতে শিহাবের খরচ হয়েছে মাত্র ২৭০ টাকা!



মূল আর্টিকেল



তথ্যসূত্র

মন্তব্য ১৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৯

অনিক আহসান বলেছেন: +++

২| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৪

রক্ত জবা ফুল বলেছেন: বিষয় গুলো আগে জানা ছিল, তার পরও যত বার দেখি ভাল লাগে তেমনি খারাপ লাগে দু-তিনটা বিষয়। যাই হোক আগামীতে আমাদের দেশ নিয়ে যেন খারাপ রের্কড না হয়।

১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০৮

রিপেনডিল বলেছেন: ভালোর পাশে মন্দ থাকবেই, তবে ভালোর পরিমানটা যেন বাড়তেই থাকে এই আশা থাকুক সবার মনে।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:০৫

ইলুসন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৩১

তিতাস একটি নদীর নাম বলেছেন: ++++++

৫| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৬

না বুঝে বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৮

বাংলাদেশের বিবেক বলেছেন: ++++

৭| ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪৩

মাহবু১৫৪ বলেছেন: ++++


প্রিয়তে নিলাম

১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১:২৭

রিপেনডিল বলেছেন: ধইন্যা :)

৮| ১৪ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৭

কর্ণেল সামুরাই বলেছেন: সংগ্রহে রাখার মত তথ্য।

১৪ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৬

রিপেনডিল বলেছেন: রাখুন তাইলে সংগ্রহে, একদম ফ্রি!

৯| ১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:৪২

আমার মন বলেছেন: অনেক গুলো জানতাম না!! ধন্যবাদ। :)

১৪ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৫

রিপেনডিল বলেছেন: জানতেন কোনটা?

১০| ১৪ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৩

টিকলু বলেছেন: প্রিয়তে নিলাম

১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৭

রিপেনডিল বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.