নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপেনডিলের ব্লগ

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি।

রিপেনডিল

ফেবু লিঙ্কঃ https://www.facebook.com/propen লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা অন্য কোথাও ব্যবহার করবেন না।

রিপেনডিল › বিস্তারিত পোস্টঃ

মালদ্বীপে জরুরী ভিত্তিতে কিছু ডাক্তার আবশ্যক

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩





বিবরনঃ

পোস্টঃ মেডিকেল অফিসার

যোগ্যতাঃ এমবিবিএস, ইন্টার্নী কমপ্লিট, বিএমডিসি রেজিস্ট্রেশন

বেতনঃ 1150$, জানুয়ারী থেকে বেতন ১৫০০$ (যারা ডিসেম্বরে জয়েন করে তাদের প্রায়োরিটি আগে) প্রতিমাসে, ওভার টাইমসহ (কমপক্ষে ৩৫ঘন্টা) মাসে ১৫০০$ (জানুয়ারীর পরে ২০০০$)।

কর্মদিবসঃ ৮ঘন্টা করে সপ্তাহে ৫দিন, বাকি সময়ে ওভারটাইম করা সম্ভব

থাকাঃ প্রথম কিছুদিন হাসপাতাল থেকেই গেস্ট হাউজ দেয়া হবে হাসপাতালের পাশে এপার্টমেন্ট ঠিক করে দেয়া হবে, খরচ ১৫০$ এর কম

লিভিং কস্টঃ দ্বীপগুলোতে থাকা খাওয়ার খরচ অনেক কম, বাসস্থান থেকে হাসপাতালে আসার খরচ হাসপাতাল থেকে দেয়া হবে, দ্বীপগুলোতে থাকা খাওয়া সহ সর্বোচ্চ খরচ ৩০০-৪০০$

চিকিৎসা খরচঃ হেলথ ইনসুরেন্স এর খরচ হেলথ মিনিস্ট্রি বহন করবে

রোগী ও কাজঃ জনসংখ্যা অনেক কম, প্রতিদিন প্রায় ২০জন এর মত রোগী, জেনারেল ডিজিজ ডায়াগনসিস এবং ট্রিটমেন্ট, যেকোন সমস্যায় উচ্চতরে সেন্টারে রেফার।

বিমান খরচঃ নিজ খরচে যেতে হবে (সর্বনিম্ন খরচ প্রায় ২৪হাজার টাকা), জয়েন করার পর বিমান খরচ ফেরত দেয়া হবে। বছরে একবার দেশে আশা এবং ফেরত যাবার বিমান খরচ দেয়া হবে।

কন্ট্রাক্ট মেয়াদঃ এক বছর, বর্ধনযোগ্য

বয়সসীমাঃ মেডিকেল অফিসার পোস্টের জন্য ৪৫ বছর

অতিরিক্ত যোগ্যতাঃ পোস্টগ্রাজুয়েশন ডিগ্রি থাকলে (নূন্যতম ২ বছর) কনসাল্টেন্ট পোস্টের জন্য আবেদন করা যাবে, সেক্ষেত্রে বেতন বর্তমানে ৩০০০$ এবং জানুয়ারী থেকে ৩৫০০-৪০০০$

মেডিকেল অফিসার পোস্টে ৬ বছরের বেশি অভিজ্ঞতার জন্য সিনিয়র মেডিকেল অফিসার পোস্ট দেয়া হবে, বেতন মেডিকেল অফিসার এর চেয়ে বেশি।

জব লেটার হাতে পাবার ২ মাসের মধ্যে জয়েন করতে হবে। প্রসেসিং টাইম- ৩০ থেকে ৪০ দিন।



আগ্রহীগন ০১৬৭০৯৭৪২৫৩ নাম্বারে যোগাযোগ করুন অথবা ইমেলঃ [email protected]

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১০

পাঠক১৯৭১ বলেছেন: আমি জ্বীন ভুত তাড়াতে পারি, ঝার ফুঁক দিই, আমার জন্য একটু চেস্টা করেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৪

রিপেনডিল বলেছেন: জ্বি ভাই পোস্ট খালি হইলে আপনারে জানামুনে!

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ডাক্তারদের জন্য ভালো সু্যোগ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

রিপেনডিল বলেছেন: নিঃসন্দেহে :)

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২০

ফ্যাট পান্ডা বলেছেন: আমার কিছু প্রশ্ন ছিলঃ
১)এটা কি এজেন্সি? নাকি বেক্তিগতভাবে সাহায্য করবেন?
২) প্লেন ভাড়া ছাড়া যেতে আর কত টাকা খরচ হয়?
৩)দেশে টাকা পাঠানোর ব্যাপারে কোনও বাধ্যবাধকতা আছে?
৪) পোস্টিং কোথায় দিবে? মালেতে নাকি দ্বিপে?
৫) স্বামী-স্ত্রী একসাথে গেলে একসাথে পোস্টিং পাওয়ার সম্ভাবনা কতটুকু?


০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০২

রিপেনডিল বলেছেন: ১) না এজেন্সি না, আসলে আমার নিজের যাবার কথা ছিল এই মাসে, কিন্তু বিসিএস হয়ে যাওয়ায় যাচ্ছি না। আমি মালদ্বীপ এর এক এজেন্ট এর মাধ্যমে এপ্লাই করেছিলাম, এক্ষেত্রে অন্য কেউ এপ্লাই করলে সেই সাহায্য করবে।
২) প্লেন ভাড়া ছাড়া প্রথম মাসের থাকা খাওয়া কেনাকাটা বাবদ কিছু টাকা নেবেন। আর পুরো কাজটা কমপ্লিট করার জন্য এজেন্ট কিছু টাকা নেবে যার অর্ধেক এপ্লাই করার সময় এবং বাকিটা মালদ্বীপ যাবার পরে দিতে হবে। এপ্লাই করার সময় এই ব্যাপারে বিস্তারিত বলা হবে।
৩) পোস্টিং প্রথমে দ্বীপে হবে, সেখান থেকে মালে আসা যায় কিন্তু মালে তে বেতন কম এবং কাজ অনেক বেশি, লিভিং কস্ট ও বেশি।
৪) একসাথেই পোস্টিং দেয় একই হাসপাতালে, চাইলে পাশাপাশি দ্বীপেও করা যায়।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

জনাব মাহাবুব বলেছেন: কম্পিউটার অপারেটর/গ্রাফিক্স ডিজাইনার লাগলে আওয়াজ দিয়েন B-) B-) B-) B-) B-)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

রিপেনডিল বলেছেন: ওকে :)

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

জর্জিস বলেছেন: সুযোগ নাই... :(

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

রিপেনডিল বলেছেন: আহারে :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.