নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপেনডিলের ব্লগ

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি।

রিপেনডিল

ফেবু লিঙ্কঃ https://www.facebook.com/propen লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা অন্য কোথাও ব্যবহার করবেন না।

রিপেনডিল › বিস্তারিত পোস্টঃ

তোরা যারা ধুমপান করিস

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

জাতীয় ক্যান্সার হাসপাতাল ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আসা রোগীদের উপর জরিপ চালিয়ে বের করে, এই সময়ে আগত পুরুষদের ২৮ ভাগ ফুসফুস ক্যান্সার এবং ৬ ভাগ মুখমন্ডলের ক্যান্সারের রোগী। এর মধ্যে শতকার ৩০ ভাগ ক্যান্সারের জন্যই দায়ী তামাকজাত দ্রব্য।



ভাইরে তোরা সিগারেট খা কোন সমস্যা নাই, নিজেদের একটা কাচের বয়ামে ভরে তারপর খা। আয়েশে সিগারেট খেয়ে যে বাতাসে ধোয়াটা ছাড়ছিস সেই বাতাসটাই টেনে নিচ্ছে সদ্য জন্ম নেয়া কোন নবজাত শিশু তার ছোট্ট বুকে, কিংবা হয়ত তোর অসুস্থ বৃদ্ধা মা এই বাতাসে শ্বাস টেনে শ্বাস কস্টে ভুগছে। তুই আয়েশে সিগারেট টেনে তোর বাচ্চাকে চুমু খাচ্ছিস আর বাচ্চাটা হয়ত তোকে দেখেই পণ করেছে বড় হয়ে বাবার মত সিগারেট খাবে।



বাংলাদেশের একজন মন্ত্রী কিছুদিন আগে প্রকাশ্যে ধুমপানের অপরাধে সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চেয়েছেন এবং প্রকাশ্যে ধুমপান না করার অঙ্গীকার করেছেন, ভালো লাগত তিনি যদি ছেড়ে দেবার অঙ্গীকার করতেন। তাও একজন মন্ত্রী হয়ে তিনি যেটুকু করেছেন সেইটুকু ভদ্রতা কি তোরা করতে পারিস না? নিকোটিনের ধোয়াটা বুকে পুরে নিয়ে যতটা সুখ পাস প্রতিবার টানার সময় ক্যান্সের বুকে টেনে নিচ্ছিস আর ছাড়ার সময় ক্যান্সার ছড়িয়ে দিচ্ছিস এই ভাবনাটুকু যোগ করলে কি একই সুখ পাবি?



আমার সকল ধুমপায়ী বন্ধুদের প্রতি প্রশ্ন রইল।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৭

হেডস্যার বলেছেন:
আমি ও বিড়ি খাই...তবে খুবই অল্প পরিমানে। ২/৩ টা B-))

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

রিপেনডিল বলেছেন: জ্বি ভাই, দিনে দুইতিনটা খান আর সেই আগুনে ধোয়াটা আপনার আশে পাশে আপনি ছাড়াও আরো অনেক মানুষ গ্রহন করে। ক্যান্সারের বিষ আপনি নিজের জন্য এবং আপনার আশে পাশের মানুষের জন্যেও বিলি করেন। বিষের কোন কম বেশি নাই, বিষ সব সময়েই বিষ, বিশেষ করে যে বিষ শুধু নিজেকেই না অন্যকেও মেরে ফেলে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

হতাশ নািবক বলেছেন: ভাইরে তোরা সিগারেট খা কোন সমস্যা নাই, নিজেদের একটা কাচের বয়ামে ভরে তারপর খা।

সহমত।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

রিপেনডিল বলেছেন: ধুমপায়ীরা যদি সহমত হয়ে ধুমপান ছেড়ে দিত :(

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

মদন বলেছেন: একজন সিগারেট খোর কি পরিমান লজ্জাহীন এবং বিবেকহীন দেখুন-

নিজের বাবার সামনে হয়তো সিগারেট খায় না কিন্তু রাস্তায় সিগারেট ধরিয়ে টানতে টানতে চলে যেখানে বাবার বয়সী, শিশু, মায়ের বয়সী লোকজন রয়েছে। অর্থাত তাদের প্রতি অবজ্ঞা, অসম্মান করছে প্রতি নিয়ত।

একটিভ স্মোকার অপেক্ষা প‌্যাসিভ স্মোকার কোনো অংশেই কম ক্ষতিগ্রস্থ হয় না। অর্থাত আমরা যারা সিগারেট খাই না তাদেরকে জোরপূর্বক ক্ষতির মধ্যে ঠেলে দিচ্ছে স্মোকাররা।

শতকরা ৮০ ভাগ স্মোকারের সন্তান স্মোকার হয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

রিপেনডিল বলেছেন: সত্য। এই কারনেই বাংলাদেশের শতকরা ৮০ভাগেরও বেশি মানুষ ধুমপায়ী।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

ভিটামিন সি বলেছেন: আমার সামনে কেউ ইটের ভাটা টানলে ইচ্ছা হয় তার গাল বরাবর কইষ্যা একটা বন চটকনা মারি। কিন্তু ইচ্ছাটা অবদমিত করে রাখতে হয়, কারণ সে তো ইটের ভাটা জ্বালায় তার নিজের টাকায়। আমি কি আর করতে পারি।

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৭

রিপেনডিল বলেছেন: নিজের টাকায় জ্বালাইলেও ক্ষতিটা আরো দশজন মানুষের করে, তাই কষে বন চটকানা না মারলেও তাদেরকে বিরত রাখার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

ফিলিংস বলেছেন: ভাই একমাত্র সিগারেট টাই আছে যার ভেতর কোন ফরমালিন নাই।
আর এ জন্যই খাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২০

রিপেনডিল বলেছেন: কথা সত্য, ফরমালিন নাই। তাহলে ধরুন বাজারে যে মাছ পাওয়া যায় তাতে নিকোটিন মাখিয়ে দেয়া হল, কিংবা মাছের উপর তামাক গুড়া ছিটিয়ে দেয়া হল, কিনবেন সেই মাছ? নিজে সিগারেট খান কোন সমস্যা নাই, কিন্তু সেই ধোয়া ছেড়ে যে আরো দশটা মানুষের মাঝে শ্বাসকস্ট আর ক্যান্সার ছড়াচ্ছেন সেই দায়ভার আপনি নেবেন? সেই দশজনের মধ্যে যদি আপনার আপনজন, আপনার ছোট্ট শিশু, আপনার বাবা মা, আপনার স্ত্রী থাকে আপনি তখনো সিগারেটে ফরমালিন নাই ভেবে আমোদিত হবেন?

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

উৎস১৯৮৯ বলেছেন: ফিলিংস বলেছেন: ভাই একমাত্র সিগারেট টাই আছে যার ভেতর কোন ফরমালিন নাই।
আর এ জন্যই খাই।


=p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭

বাঁশ আর বাঁশ বলেছেন: হারামি গুলা যখন গু খায় মেজাজ যে কি পরিমাণ খারাপ হয়।।।।।

৮| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩

বেলা শেষে বলেছেন: Brother do not say to much....because if you say some good Thing i will very angry .....i am a Bengal!!!
=p~ =p~ =p~ =p~ :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.