![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থুতনির দাড়িতে পাক ধরে গেলে স্বপ্ন দেখার আর থাকেনা সময়/ যাপিত জীবনের তিনটি দশক ফেলে সংশোধিত স্বপ্ন দ্যাখে - ত্রিশোর্ধ্ব যুবক । -মাহবুব লীলেন
আমরা যাইনি ম'রে আজো--তবু কেবলি দৃশ্যের জন্ম হয়;
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোৎস্নার প্রান্তরে;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন--এখনো ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।
আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায়;
বিষণ্ন খড়ের শব্দ ঝ'রে পড়ে ইস্পাতের কলে;
চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো--ঘুমে--ঘেয়ো
কুকুড়ের অস্পষ্ট কবলে
হিম হ'য়ে ন'ড়ে গেল ও-পাশের পাইস্-রেস্তরাঁতে,
প্যারাফিন-লণ্ঠন নিভে গেল গোল আস্তাবলে
সময়ের প্রশান্তির ফুঁয়ে;
এইসব ঘোড়াদের নিওলিথ-স্তব্দতার জ্যোৎস্নাকে ছুঁয়ে ।
-জীবনানন্দ দাশ
০৩ রা মার্চ, ২০০৮ রাত ১০:৫৫
অমলকান্তি বলেছেন: ধন্যবাদ মি: ভায়োলিন।
২| ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১১:১২
রাতমজুর বলেছেন: প্রিয়তে ৫+
৩| ০৩ রা মার্চ, ২০০৮ রাত ১১:২৬
মুজিব মেহদী বলেছেন: কিছু শব্দ ভুল লিখেছেন।
যেমন 'মহিনের', 'একভির', 'বিষন্ন', 'লন্ঠন', 'স্তব্দতা'। ঠিক করে দেয়া ভালো। এত ভালো একটি কবিতার প্রতি এরকম অবহেলা করা অন্যায়।
এটা সঠিক পাঠ। আপনারটা কপি করে ঠিক করে দিয়েছি। (আমার চোখ এড়িয়েও কি কোনো ভুল থেকে গেল?)
ঘোড়া : জীবনানন্দ দাশ
আমরা যাইনি ম'রে আজো--তবু কেবলি দৃশ্যের জন্ম হয় :
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোৎস্নার প্রান্তরে ;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন--এখনো ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।
আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায় ;
বিষণ্ন খড়ের শব্দ ঝ'রে পড়ে ইস্পাতের কলে ;
চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো--ঘুমে--ঘেয়ো
কুকুরের অস্পষ্ট কবলে
হিম হ'য়ে ন'ড়ে গেল ও-পাশের পাইস্-রেস্তরাঁতে,
প্যারাফিন-লণ্ঠন নিভে গেল গোল আস্তাবলে
সময়ের প্রশান্তির ফুঁয়ে ;
এইসব ঘোড়াদের নিওলিথ-স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে।
০৪ ঠা মার্চ, ২০০৮ রাত ১২:২৮
অমলকান্তি বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুজিব ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০০৮ রাত ৯:০১
মুয়ীয মাহফুজ বলেছেন: অসাধারণ একটা কবিতা,ধন্যবাদ।