![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে আমার সম্পর্কে বলি, আমি শিক্ষায় একজন ছোট-খাট ইঞ্জিনিয়ার।কিন্তু নেশায় আর পেশায় একজন ব্যবসায়ি।
সামু তে রেজিঃ করি প্রায় চার বছর আগে।প্রতিদিন ই সামু তে আসি, যার লেখা ভালো লাগে-পড়ি,কিন্তু নিজে কখন ও লিখিনাই।কারন পড়তে যত মজা লাগে, লিখতে ঠিক ততটাই কষ্ট লাগে
কিন্তু এই চার বছর পড়তে পড়তে মনে হলো, আমি ও তো কিছু লিখতে পারি, হোক না সেটা ক-খ-গ-ঘ।
শেষে চিন্তা করলাম, শুধু ক-খ লিখলে ব্লগার-পাঠক বৃন্দ গালি দিতে পারে, তাই এখন থেকে আমি আমার ব্যবসায়িক চিন্তা ধারা, পরিকল্পনা ইত্যাদি বিষয়ে লিখব।
যাক এখন আজকের শিরোনামের উপর কিছু লিখি।
গত ২ বছর যাবত পরিবহন ব্যবসার সাথে জড়িত।আমি এবং আমার এক বন্ধু মিলে একটি বাস নামাই, যেটা একটা কোম্পানির ব্যানারে একটি রুটে চলাচল করছে।এখন আরেকটি বাস নামানোর পরিকল্পনা করছি এবং সেই বিষয়ে গতকাল একটি কোম্পানির সাথে আলোচনা করে এলাম।
আমাদের নিজস্ব কোন ব্যানার নাই, কারন বাস হলো একটা। এক বাসে নিজের ব্যানারের চাইতে অন্য কোম্পানির অধিনে চালানো লাভজনক।
এতদিন এই ব্যবসাতে তেমন মনোযোগ দেই নাই। কারন কোম্পানি ২ দিন পর পর টাকা দিচ্ছে, শুধু অফিসে গিয়ে টাকা আনা ছাড়া আমার কোন কাজ নাই।
গত সপ্তাহ খানেক আগে পুরনো ২ বন্ধু পার্টনার হওয়ার অফার দিলে এই ব্যবসা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করা শুরু করলাম।
এখন আগামি ৬ মাসের জন্য কিছু পরিকল্পনা করলাম...
১, কমপক্ষে ৫ টা বাস নামানো।(কিস্তিতে নামানো হবে, তাই এক একটিতে ২০ লাখ করে মোট ১ কোটি টাকা লাগবে।)
২, নিজস্ব ব্যানার করা।
*টাকা সংগ্রহের পদ্বতি,
১, নিজের কিছু টাকা আছে।
২,বন্ধু-বান্ধব মহল ।
৩, কিছু পরিচিত ব্যাঙ্কিং চ্যানেল আছে।
৪, পার্টনার এর মাধ্যমে।
*মার্কেটিং পলিসি......
১, প্রত্যেক টা গাড়ি বর্তমানে চলাচল করে এমন বিলাসবহুল নন এসি গাড়ির সমমান হবে, তাই বাজার ধরতে অসুবিধা নাই।
২, অনলাইন টিকেটিং সিষ্টেম করা হবে।
৩, ছাত্রদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা থাকবে।
৪, ব্লগ প্লাটফর্ম এবং ফেসবুকের মাধ্যমে যারা আগে নক করবেন, তাদের জন্য ছাড় থাকবে।
এই গুলি সহ আরো অনেক পলিসি আছে, যে গুলো সময়ে সময়ে এপ্লাই করব।
**দেখা যাক পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায়।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮
খাািলদ বলেছেন: আামি অনলাইন কাউন্টার সিস্টেম এর ব্যাপারে আপনাকে হেল্প করতে পারি। লাগলে যোগাযোগ করেন। [email protected]
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২
অর্ক মুক্তমনা বলেছেন: ভাইয়া সিটী সার্ভিস নাকি দুরপাল্লা????
যাইহোক, নতুন নতুন ব্যাবসার প্লান থাকলে শেয়ার করবেন??
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
গ্রামের মানুষ বলেছেন: শুভ কামনা রইলো। আমারও স্বপ্নের ব্যবসা পরিবহন ব্যবসা। কিন্তু সবাই ডিসকারেজ করে। এই যেমনঃ লস হয়, ড্রাইভার চুরি করে, এক্সিডেন্ট, গালি-গালাজ করা লাগে, ভদ্রলোকেরা এই ব্যবসা চালাতে পারে না ইত্যাদি ইত্যাদি।
অথচ আমার চোখের সামনে অনেক লাভজনক রুট রয়েছে যেখানে এখনো খালি আছে। (কুমিল্লা- নাঙ্গলকোট অথবা লাকসাম/ চাঁদপুর-চিটাগাং ইত্যাদি)
আপনার চিন্তা করা রুটটা কি?
টাটার ১২১২ তো ৩০ লাখে পাওয়া যায় মনে হয়! ব্যাঙ্ক ছাড়া টাটা নিজেও তো ইন্সটলমেন্টে দেয় সম্ভবত।
৫| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫২
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাই গ্রামের মানুষ ভুল করে্ও টাটার গাড়ি কিনবেন না।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৪
এন ইউ এমিল বলেছেন: যাই করেন পার্টনারশীপ ব্যাবসাটা একটু ভেবে চিন্তে করবেন, ভুক্তভুগীতো তাই এই কথা বলছি,