![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে সুন্দর! ওহে মনমায়া!
তোমার দখিনা সৈনিক আমার রোমকূপের রন্ধ্রে রন্ধ্রে গোলাপ-চম্পা-বকুলের ঘ্রাণ বিলোচ্ছে।
আমি অসহায় খড়কুট;
কি সাধ্য কোকিলা হাওয়ার অমন তুমুল স্রোতের নির্মম আন্দোলন ঠেকিয়ে রক্ষা করি স্বাদের আমিত্বের সিংহাসন!
তোমার চামেলি ডালের সোনালি শোভা তলে হোক আমার পুন:বুদ্ধজন্ম।
তোমার নির্মলতা- সরলতা- স্হির শান্ত অপরিবর্তনিয়তায় ডুবে গিয়ে
দোয়েল ছানার চোখ ফোঁটা ভোরে মন্দিরে মন্দিরে হেঁটে যাবো
হাজার বছর বয়সি কোনো ঋষির মত।
আমার বুকের স্বপ্নগুলো অশ্রু করে সাজাবো তোমার অঞ্জলির থালা।
আমিও যে আমা হতে হারাতে চাই; আহা! আজি এই বসন্তে....
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭
অন্তু নুর বলেছেন: আপনাকে ও বসন্তের শুভেচ্ছা। :-)
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৯
জাফরুল মবীন বলেছেন: সুন্দর+++
বাসন্তীয় শুভেচ্ছা জানবেন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯
অন্তু নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন।
আপনাকেও বসন্তের শুভেচ্ছা।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৪
নিলু বলেছেন: লাগছে ভালো , লিখে যান
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬
অন্তু নুর বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!
চেষ্ঠা জারি থাকবে...
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৩
আরণ্যক রাখাল বলেছেন: শুভ নব বসন্ত