![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীটা রাজত্ব করবে ভন্ডরা! (১২ জুন, ২০১২) --- সুমন অহেমদ
শহরের উষ্ণতম দিনে
পিচগলা রোদ্দুরে
বৃষ্টির বিশ্বাস, তোমায় দিলাম আজ... ।।
আর কি বা দিতে পারি..
পুরোনো মিছিলে, পুরোনো ট্রামেদের সারি..
ফুটপাত ঘেষা বেলুন গাড়ি
সুতো বাধা যতো লাল আর সাদা
ওরাই আমার থতোমতো এই শহরের;
রডোডেন্ড্রন...
তোমায় দিলাম আজ.....................................
আর কি বা দিতে পারি.....
পুরোনো মিছিলে, পুরোনো ট্রামেদের সারি..
ফুটপাত ঘেষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যতো লাল আর সাদা
ওরাই আমার থতোমতো এই শহরের;
রডোডেন্ড্রন...
তোমায় দিলাম আজ.........
কি আছে আর--
গভীর রাতের নিয়ন আলোয়-
আলোকিতো যতো রেস্তোরার
সব থেকে উঁচু ফ্লাট বাড়িটার
সব থেকে উচুঁ ছাদ-----------
তোমায় দিলাম আজ.........
পারবোনা দিতে,
ঘাসফুল আর ধানের গন্ধ
স্নিগ্ধ যা কিছু দুহাত ভরে আজ
ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের
আজন্ম আশ্বাস--------------------
তোমায় দিলাম আজ......
শহরের কবিতার ছবি
সবিই..
তোমায় দিলাম আজ......
আর কি বা দিতে পারি.....
পুরোনো মিছিলে, পুরোনো ট্রামেদের সারি..
ফুটপাত ঘেষা বেলুন গাড়ি
সুতো বাঁধা যতো লাল আর সাদা
ওরাই আমার থতোমতো এই শহরের;
রডোডেন্ড্রন...
তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম;
তোমায় দিলাম, তোমায় দিলাম, তোমায় দিলাম...
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
১৫ ই আগস্ট, ২০১০ রাত ২:১১
সুমন অহেমদ বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ২:১১
চতুষ্কোণ বলেছেন: ধন্যবাদ। লিন্কু থাকলে দেন।
১৫ ই আগস্ট, ২০১০ রাত ২:১৩
সুমন অহেমদ বলেছেন: লিংক তো দিলাম...
৩| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ২:৩৬
চতুষ্কোণ বলেছেন: ডাউনলোড লিংক
১৫ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪২
সুমন অহেমদ বলেছেন: ওরিজিনাল অডিও গানের ডাউনলোড লিংকটা পেলাম না!! তবে ভিডিওতো ডাউনলোড করতে পারেন...
৪| ১৫ ই আগস্ট, ২০১০ ভোর ৪:৩৭
হাসান মাহবুব বলেছেন: এই গান নিয়া বলার কিছু নাই। অদ্ভুত।
১৫ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৫
সুমন অহেমদ বলেছেন: সত্যিই হামা ভাই........... অনেক অদ্ভুদ....
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৩
আরফার বলেছেন: ভালো লাগলো......
আমার খুব পছন্দের একটি গান......... ধন্যবাদ...
++
২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১২
সুমন অহেমদ বলেছেন: ধন্যবাদ আরফার. . .
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১০ রাত ১:৫৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: থেংকু।