নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ান টু নাইন

ওয়ান টু নাইন › বিস্তারিত পোস্টঃ

জাকির নালায়েক - শয়তানের শিং (রিপোষ্ট)

১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৬

ইবলিশ ছয় লক্ষ বছর ইবাদত-বন্দেগি করেছিল । আসমান-জমিনের এমন কোন যায়গা নেই যেখানে সে সিজদা করেনি । এমন কি ফিরিশ্তা উনাদের মুয়াল্লিম ছিল । আরশে আযিম , লাহহে মাহফুয , বেহেশ্ত , দোযখ সবই দেখেছে সে । তারপরেও সে মালাউন চির জাহান্নামি । কিন্তু কি করেছে সে ? সে শুধুমাত্র আল্লাহ পাক উনার একটি মাত্র আদেশ অমান্য করেছিল । সে অহংকার করে আদম আলাইহিস সালাম উনাকে সিজদা দেয় নাই ।

তাহলে ফিকির করতে হইবে একটা আদেশ অমান্য করার কারনে যদি ইবলিশ মালাউন হয় তাহলে জাকির নায়েক যে প্রতিনিয়ত আল্লাহ পাকের আদেশের বিপরীত করছে, হারাম কে হালাল , হালাল কে হারাম বলছে , কুফরী বক্তব্য দিচ্ছে , সুন্নতের খিলাপ কাজ করছে তার কি হইবে ? সেও মালাউন হয়ে শয়তানের অনুসারি হইবে ।



অনেকে বলে সে নাকি স্কলার, অনেক কিছু জানে । তাদের কাছে আমার প্রশ্ন জাকির নালায়েক কি শয়তান থেকে বেশ জানে ? না জানেনা । সে হিসেবে যারা নালায়েক এর অনুসারি তারা শয়তানকে অনুসারি হিসেবে মানবে কি ?

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৫৮

আমার প্রতিচ্ছবী বলেছেন: tothho bokul lekha asa korechhilam........apni sudhu bodnam korlen........karon ullekh korlen na.

১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৩

ওয়ান টু নাইন বলেছেন: ৫. পবিত্র কুরআন শরিফের মধ্যে ব্যাকরণগত ভুল আছে বলে স্বীকার।
[লেকচার সমগ্র, ভলিউম-১, পৃষ্ঠা-৫১২]

পবিত্র কুরআন মহান আল্লাহর কিতাব। তা সম্পূর্ণ নির্ভুল। কোনোরূপ ভুলেরসামান্য সন্দেহের অবকাশও এতে নেই। পবিত্র কুরআনে কোনোরূপ ভুল আছে বলা বা এরূপ অভিযোগ কোনোভাবে মেনে নেয়ার ফলে ঈমান নষ্ট হয়ে যাবে।
[তথ্যসূত্র: সূরা বাকারা, আয়াত: ২]
৬. সাহাবি (রা.) রাসূলুল্লাহ (সা.) -এর নামে মিথ্যা হাদিস বর্ণনা করেছেন।
[লেকচার সমগ্র, ভলিউম-৫, পৃষ্ঠা-৭৬]

মুসলমানদের আকিদা হচ্ছে-রাসূলুল্লাহ (সা.) -এর সান্নিধ্যপ্রাপ্ ত সাহাবিগণ সত্যের মাপকাঠি। তাঁরা কখনও রাসুলুল্লাহ (সা.) -এর নামে মিথ্যা কথাবা হাদিস হাদিস প্রচার করেননি। না জীবদ্দশায় আর না ওফাতের পর।
[তথ্যসূত্র: সূরা বাকারা, আয়াত: ১৩৭/ সহিহ মুসলিম]

৭. হিন্দুদের ‘বেদ’ বইটা আল্লাহপাকের বাণী হতে পারে।
[লেকচার সমগ্র, ভলিউম-২, পৃষ্ঠা-১৬২]
ইসলামের আকিদা হচ্ছে- আল্লাহ তায়ালা প্রধান চারটি আসমানি কিতাব ছাড়াও বিভিন্ন নবীর প্রতি ১০০টি সহিফা অবতীর্ণ করেছেন। কিন্তু হিন্দুদের বেদ আল্লাহর কিতাব হওয়ার ব্যাপারে কুরআন ও হাদিসের কোথাও কিছু বলা হয়নি।তাই এ জাতীয় বইকে আল্লাহর কিতাব হওয়ারধারণাও করা যাবে না।
[তথ্যসূত্র: মিশকাত, ১ম খন্ড, ২৩৪ পৃষ্ঠা]
এছাড়া ডা. জাকির নায়েক আরও যে সব ভ্রান্ত মতবাদ ও আকিদা প্রচার করে যাচ্ছেন তা থেকে কিছু দৃষ্টান্ত উল্লেখ করছি।
৮. পবিত্র কুরআন স্পর্শ করার জন্য কোনো উজুর প্রয়োজন নেই।
[লেকচার সমগ্র, ভলিউম-২, পৃষ্ঠা-৬২৬]
৯. হায়েজ- নেফাস অবস্থায় মহিলারা পবিত্র কুরআন স্পর্শ করতে পারবে।
১০. পুরুষ ও মহিলাদের নামাজের পদ্ধতিএকই।
[লেকচার সমগ্র, ভলিউম-১, পৃষ্ঠা-৫৮০]

১১. একই দিন ঈদ ও জুমআ হলে জুমআর নামাজপড়ার দরকার নেই।
[লেকচার সমগ্র, ভলিউম-৫, পৃষ্ঠা-৪৭৬]
১২. জুমআর খুতবা আরবিতে হওয়া জরুরি নয়।
১৩. তারাবির নামাজ আট রাকাত, বিশ রাকাতের কোনো প্রমাণ নেই।
১৪. প্যান্ট, শার্ট ও টাই। এগুলো নামাজের পোশাক।
[লেকচার সমগ্র, ভলিউম-২, পৃষ্ঠা-৫৪]
১৫. মহিলাদের চেহারা না ঢাকলেও পর্দাহয়ে যাবে।
১৬. মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়াতেকোনো অসুবিধা নেই।
[লেকচার সমগ্র, ভলিউম-১, পৃষ্ঠা-৩৫৫]
১৭. কাকড়া-কচ্ছপ সব হালাল।
১৮. রাসূলুল্লাহ (সা.) -এর একাধিক বিবাহে রাজনীতিক উদ্দেশ্য ছিল।
১৯. হযরত আলী (রা.) উম্মতের মধ্যে শ্রেষ্ঠ।
২০. কাযা নামাজ পড়ার দরকার নেই।
২১. মাযহাব চতুষ্টয় এবং এসবের সাথে সম্প”ক্ততা ইসলামের মাঝে ফাটল।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৩

আলতামাশ বলেছেন: Hi rajabagi, ahare jakir nayek babar dhorbare asa lok komaiya dhice. Ai chuk chuk

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার কাছে কেন জানি লেখাটি যথেষ্ট লজিকাল মনে হলনা...

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২০

ওয়ান টু নাইন বলেছেন: কেন ভাই ।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২১

সজি৬২ বলেছেন: Apni to mia 1 line kom bujhen dekhtesi...........................

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬

সজি৬২ বলেছেন: Apni likhlen le jakir nayek ei kotha bolse oi kotha bolse....... But Original speech gula shunle ei dhoroner kothar kono base pawa jai na.Olpo knowledge je dangerous ta apnake dekhe deeply feel korlam......... Gadha kothakar............. Apnar moto durbol nature er gadhar jonno kono logic dibar nesecccity feel korchi na. Just bolte chacchi je valo kore kono speech shune tarpor likhun....... Kono bangla onubad book dekhe direct kono comments e jaben na ...............GAADHA VAIIIIIIIIIIIIIIIII

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩

ওয়ান টু নাইন বলেছেন: শয়তানের খোচা অনেক সুক্ষ । যার আকলের অভাব সে বুঝবেনা ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪১

লুতফুল বারি পান্না বলেছেন: কোরআনে ব্যকরণগত ভুল আছে- কথাটা কি তিনি এমনভাবেই বলেছেন?
............... তার ডায়লগটা কোট করেন। আপনার মন্তব্য বা ব্যাখ্যা না।

অন্যান্য বিষয়গুলো সম্বন্ধেও একই মতামত।

সবচেয়ে বড় কথা পৃথিবীটা একজন আল্লাহ সৃষ্টি করেছেন। সব ধর্মের মানুষই তার সৃষ্টি। ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে যেমন অনেক নিকৃষ্ট জুলুমবাজ দেখেছি তেমন অন্য ধর্মের অনুসারীদের মধ্যেও সাদা মনের ভাল মানুষ দেখেছি।

তিনি যদি সব ধর্মের ভাল মানুষদের একত্রিত করার চেষ্টা করেন সেটা আমার দৃষ্টিতে একটা মহৎ কাজ। তাছাড়া ধর্মীয় যে বিভাজনটা আমরা করছি সেটা মূলত জন্মসূত্রে ধর্মীয় পরিচয়প্রাপ্ত। সত্যিকারের ধর্মীয় বোধ কি জন্মসূত্রে জন্মায়? বেশীরভাগ ক্ষেত্রে যা জন্মায় সেটা হল এক ধরনের অন্ধ সাম্প্রদায়িকতা। রাসুল (সঃ) তো ধর্মকে বিস্তারের চেষ্টা করেছেন। জাকির নায়েকও ও সফলতার সাথে সেটাই করছেন।

আমাদের অঞ্চলে পল নামের এক খ্রিস্টান ব্যবসায়ী মুসলিম হয়েছিল সংখ্যালঘু অপবাদ থেকে নিজের নাম মুছে ফেলতে। তিনি কখনো গীর্জায় যাননি। ধর্মান্তরের পরে প্রথম কয়েকদিন মসজিদে গিয়ে সেটাও বন্ধ করে দেন। তার পরিবারও কোনদিন গীর্জায় যায়নি। বুকে একটা ক্রুস আর বাসায় জিসুর ক্রুসবিদ্ধ ছবিই ছিল তাদের একমাত্র ধর্মীয় অনুশাসন। অথচ তার পরিবার তাকে ধর্মান্তর থেকে ফিরিয়ে নেবার জন্য কত কিছুই না করেছে। অবশেষে তিনি ফিরেও গেছেন। ধর্ম হল আমাদের কাছে জন্মসূত্রে প্রাপ্ত সাম্প্রদায়িক অনুভূতি। অন্য কিছু নয়।

তাও উপমহাদেশের বেশীরভাগ মানুষই ততটা গোঁড়া নন। কিন্তু জাকির নায়েকের মত মানুষ যারা ধর্মের সত্যিকার রূপ, প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলার জন্য পড়াশোনা করেছেন, উপলব্ধি করেছেন ভাবনাটাকে ছড়িয়ে দিয়ে মানুসকে মানুষ হবার দিকে আহ্বান জানাচ্ছেন তার প্রতি সব ধর্মের গোড়া ব্যক্তিবর্গই ক্ষিপ্ত হয়ে আছেন। এমনকি গোড়া নাস্তিকরাও। তাঁর দুর্ভাগ্য হল নিজ ধর্মের গোড়া মানুষজনও তাকে অহরহ শুলে চড়াচ্ছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৪

ওয়ান টু নাইন বলেছেন: অনেকে বলে সে নাকি স্কলার, অনেক কিছু জানে । তাদের কাছে আমার প্রশ্ন জাকির নালায়েক কি শয়তান থেকে বেশ জানে ? না জানেনা । সে হিসেবে যারা নালায়েক এর অনুসারি তারা শয়তানকে অনুসারি হিসেবে মানবে কি ?

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫০

লুতফুল বারি পান্না বলেছেন: ভাল কথা সক্রেটিসকেও আমার কাছে ঈশ্বরের প্রেরিত একজন দূত মনে হয়। এবং আমি সিরিয়াস।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫০

নিশ্চুপ শরিফ বলেছেন: ভাই আপনার কেন জাকির নায়ক খারাপ লাগে বুঝি। তার কথা মানুসে সুনা শুরু করলে তো আর কেও আপানাগো মাজারে মোমবাতি, খাসি, টাকা ঢালবো না। তাইলে তো আপনাগো সংসার চলবো না।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৪

ওয়ান টু নাইন বলেছেন: সংসার আল্লাহ পাক চালান । মানুষ না ।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৩

মাথাল বলেছেন: বিস্তারিত আশা করছিলাম।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩৪

দেশপ্রেমিক পোলা বলেছেন: লেখক বলেছেন: ৫. পবিত্র কুরআন শরিফের মধ্যে ব্যাকরণগত ভুল আছে বলে স্বীকার। [লেকচার সমগ্র, ভলিউম-১, পৃষ্ঠা-৫১২]

যদি জাকির নায়েক কোন অবস্থাতে বলে থাকেন যে কোরআনে ভুল আছে, তাহলে আপনার বাকী সব কথা বিনা দ্বিধায় মেনে নিব। কোরানে ব্যাকরণগত ভুল আছে এটি কিভাবে বলেছেন?? হুবহু বইয়ের পৃষ্ঠা থেকে কোট করতে পারবেন? মানে আগে পরের বক্তৃতাসহ? অথবা বইয়ের ঐ পৃষ্ঠাটি স্ক্যান করে দিতে পারবেন?? শুধু এই একটি পয়েন্ট দেখান আর কিছুই দেখাতে বলছি না।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৪

দেশপ্রেমিক পোলা বলেছেন: http://www.youtube.com/watch?v=6KyXGL0l-OA কোরআনে ভুল!!!!!! এই ভিডিওতে যে লেকচার দিয়েছে সেটি দেখেই বলছেন তো?? তাহলে আপনি একটা ভুদাই।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৪৭

দেশপ্রেমিক পোলা বলেছেন: এই ভিডিওর এক পর্যায়ে জাকির নায়েক বলেছেন, আপনার আমার মত ভুদাইদের কাছে এটি ভুল মনে হতেপারে কিন্তু যদি ভাল জ্ঞানী হোন তাহলে এটিকে ভুল মনে হবে না বরং কোরআন যে কত মহান সেটি বুঝতে পারবেন।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৬

ওয়ান টু নাইন বলেছেন: শয়তানের খোচা অনেক সুক্ষ । যার আকলের অভাব সে বুঝবেনা ।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫২

রিমন০০৭ বলেছেন: ছাগল---

তোর উল্লেখ করা লাইনের আগে পিছে কি আছে এইটা লেখ, শুধু মাঝখান থেইকা একটা লাইণ তুইলা দিলেই নিজেরে বড় মাওলানা ভাবতাছস? থাপড়াই তোর দাঁত ফালাই দিব।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৬

ওয়ান টু নাইন বলেছেন: নালায়েকের অনুসারিদের ভাষা এমন ই হয় ।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৮

ৎায়ইাবুর বলেছেন: নিশ্চুপ শরিফ বলেছেন: ভাই আপনার কেন জাকির নায়ক খারাপ লাগে বুঝি। তার কথা মানুসে সুনা শুরু করলে তো আর কেও আপানাগো মাজারে মোমবাতি, খাসি, টাকা ঢালবো না। তাইলে তো আপনাগো সংসার চলবো না।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৭

ওয়ান টু নাইন বলেছেন: সংসার আল্লাহ পাক চালান । মানুষ না ।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৪২

পিচ্চি হুজুর বলেছেন: এইসব রাজারমাগীর নিক গুলারে মডু এর দল যে কেন ব্যন করে না তাই বুঝি না? মডু এর মাঝে কেউ কি রাজারমাগী এর মুরিদ আছে নি?

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৮

rakibmbstu বলেছেন: অল্পবিদ্যা ভংঙ্করী।

লেকচার প্রথম হতে পুরোটা শুনে তারপর পারলে কিছু বলেন।হুদাই প্যাচান ক্যান?????

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮

ওয়ান টু নাইন বলেছেন: হুইনাই কইছি ।

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২০

মাসুদ মারুফ বলেছেন: olpo bidda voyongkori, karo dosh bolar age tar Jothesto proman thakte hoy, nahole nijey boka sajte hote pare

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপ্নের পরিচয় আগে দ্যান। যে নাম বিকৃত করে তার পরিচয় রাজারবাগী ছাড়া আর কিছু কি হইবার পারে। উত্তর দিয়েন কিন্তুক।

১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩০

ওয়ান টু নাইন বলেছেন: আবু জেহেল এর অনুসারিদের ভাল নাম হয়না ।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৩

লুতফুল বারি পান্না বলেছেন: লেখক বলেছেন: অনেকে বলে সে নাকি স্কলার, অনেক কিছু জানে । তাদের কাছে আমার প্রশ্ন জাকির নালায়েক কি শয়তান থেকে বেশ জানে ? না জানেনা । সে হিসেবে যারা নালায়েক এর অনুসারি তারা শয়তানকে অনুসারি হিসেবে মানবে কি ?

অতএব আপনারা কেউ জানার চেষ্টা করবেন না। জানা সম্পর্কিত হাদীসটিও ভুলে যাবেন কারণ তা না হলে আপনারা শয়তানের অনুসারী হয়ে যাবেন। পড়াশুনা করা ও জানা মানে হল শয়তানের অনুকরণ- জনৈক রাজারবাগী মুরিদ।

আচ্ছা ভাই প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে গেলেন কেন?

২০| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: দ্যাহেন না হাুয়ার পুতে আমার প্রশ্নের কি উত্তর দিচে?

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৩

আদনান ফায়সাল বলেছেন: আপনাকে শয়তানে ধরসে ভাই, জাকির নায়েকের বদনাম না করে ইসলামের জন্য ভালো কিছু লিখেন।

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৭

নীলঘুড়ি এবং আমি বলেছেন: @ওয়ান টু নাইন>> তরে তো ব্লগ এ উলঙ্গ কইরা ছাইরা দিল রে ....এর পর থাইক্কা লিখবার বসলে একটু ভালো কইরা লিখস, চুদির পো X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.