নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ান টু নাইন

ওয়ান টু নাইন › বিস্তারিত পোস্টঃ

ঈদ - ই- মিলাদুন্নবী : যে ঈদ পালন করলে কাফিরেরও কুফরী মিটে যেয়ে নাযাত পায় ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

আমরা সবাই কাট্টা কাফির চির জাহান্নামী আবু লাহাব এর নাম সবাই জানি । দীর্ঘ এক যুগ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দেওয়ার কোশেশ করেছিল । যার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক সুরা লাহাব শরীফ নাযিল করেছিলেন । অথচ সেই আবু লাহাব জাহান্নামে থেকেও প্রতি সোমবার শরিফে বিশেষ ব্যবস্থায় আযাব লাঘব হয় ।কিভাবে সম্ভব হল ?



যেটা হাদিস শরিফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে -"হযরত ইমাম সুহাইলি রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন যে , হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন , আবু লাহাবের মৃত্যুর এক বছর পর স্বপ্নে দেখি যে সে অত্যন্ত দুরবস্থায় রয়েছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার সাথে কিরুপ ব্যবহার করা হয়েছে ?

আবু লাহাব বলল , হে ভাই হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আপনাদের কাছ থাকে বিদায় নেওয়ার পর আমি কোন সুখ শান্তির মুখ দেখিনি । তবে হা প্রতি সোমবার শরিফ যখন আগমন করে তখন আমার থেকে সমস্ত আযাব লাগব করা হয়, আমি শান্তিতে থাকি । হযরত আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন আবু লাহাবের এ শান্তির কারন হচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরিফ সোমবার শরিফ এর সুসংবাদ নিয়ে আবু লাহাবের বাদি হযরত সুয়াইবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি যখন আবু লাহাব কে জানালেন তখন আবু লাহাব বিলাদত শরিফ এর খুশির সংবাদ শুনে খুশি হয়ে হযরত সুয়াইবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে তৎক্ষনাত আযাদ করে দেয় "।
সুবহানাল্লাহ । (ফতহুল বারী, ৯ম খন্ড , ১১৮ পৃষ্ঠা , উমদাতুল কারী ২০ খন্ড ৯৫ পৃষ্ঠা)

অনুরুপভাবে বুখারি শরিফ মুল ২য় খন্ড ,৭৬৪ পৃষ্ঠায় হযরত উরওয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মারফত উক্ত হাদিস শরিফ বর্ননা করা হয়েছে ।আরো উল্লেখ রয়েছে আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড ৩৩২ পৃষ্ঠা, মাছাবাতা বিস সুন্নাহ১ম/৮৩ পৃষ্ঠা



আবু লাহাব যে খুশি প্রকাশ করেছিল তা নবি -রাসুল হওয়ার কারনে করেনি করেছিল তার ভ্রাতিষ্পুত্র হওয়ার কারনে ।

তাহলে দেখা যাচ্ছে যে আবু লাহাব কাফির হয়েও জাহান্নান্মে বিশেষ ব্যবস্থায় শান্তি পাইতেছে । তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতের কোন মুসলমান যদি খুশি প্রকাশ করে তাহলে তার প্রতি আল্লাহ পাক কতটুকু রহম করবেন তা বলার অপেক্ষা রাখেনা ।

এমনকি যদি কাফিরেরাও খুশি প্রকাশ করে তারাও আবু লাহাবের মত জাহান্নামে থেকেও কিছু সময়ের জন্য আযাব থেকে নিস্তার পেতে পারে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

সাকিল সাকিল বলেছেন: আবু লাহাব মরার পর কেমন আছে তা জানল কিভাবে। ভূয়া কাহিনি বাদ দেন। সঠিক পথ ধরেন।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

ওয়ান টু নাইন বলেছেন: স্বপ্ন বুঝেন ?
ইহা বুখারী শরিফের হাদিস শরিফ ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫০

শার্ক বলেছেন: biladat sharif this term is bidah and no bhukhari.

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

ওয়ান টু নাইন বলেছেন: কন কি ?
বুখারী কিছুনা ?
মাথা খারাপ হইসে নাকি আপনার ?

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

ইমনয বলেছেন: ভাই দেওয়ানবাগী পীর সম্পর্কে আপনার ধারনা কি????

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

ইমনয বলেছেন: ভাই দেওয়ানবাগী পীর সম্পর্কে আপনার ধারনা কি????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.