![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল সাগরের সবগুলো ঢেউ আছড়ে পড়ে চোখে
সুখ গুলো সব শোক হয়ে ঝরে পড়ে বুকে
উথাল পাতাল ঢেউ এর তালে খেপা জোয়ার বয়
মাঝ দরিয়ায় নাও ভাসিয়ে শুধুই মরণ ভয়।
আকাশ কালো,ঝরের আভাস,কোথায় ওরে ঠাই
রঙ্গিন কত গল্প শুনী ! সেসব কোথায় পাই?
আর কটা দিন,আর কটা দিন,কড়ি গুনি হাতে
দিন কাটে আর রাত কাটে তড়পাতে তড়পাতে।
ঋতুর পরে ঋতু আসে,দুখের পরে সুখ
ঘন মেঘের বর্ষা যাবেই,আশায় বাঁধি বুক।
১৩ ই জুন, ২০১৭ সকাল ৭:২৪
চির চেনা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৩
কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার জীবনেও স্বাভাবিক নিয়মে দুঃখের পরে সুখ আসুক ।
সুন্দর কবিতা +
শুভ কামনা রইল ।