![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাঞ্ছিত তুমি বাংলাদেশ আমার
লাঞ্ছিত এক হাহাকার
লাঞ্ছিত তোমার জীবন যৌবন
লাঞ্ছিত করুন কদাকার।
সোনার বাংলা সোনা হারা তুমি
তলাবিহিন এক ঝুড়ি
অলক্ষ্যে হায়েনা ছুড়েছে বক্ষে
বিষাক্ত খরশান ছুরি।
তোমার মিঠা মধু পান করে শকুন,
খাবলে খাচ্ছে তোমাকেই
মুখে ভালোবাসির ফেনা তুলে যে
বিক্রি করছে পলকেই।
তোমার সন্তান হাহাকার করে
চিৎকার করে নারী
শিশু সন্তানের যোনি কেটে উৎসব
রোনাজারি গগন বিদারী।
জাতিতে বিভেদ করে সৃষ্টি
রক্ত চুষে রুপাই এর
দেশপ্রেমে যারা দুরন্ত পথিক
বেড়ী দেখো,মাঝে দু'পায়ের।
প্রতিদিন আসে খবর কবরের
কানে কানে ভেসে বেড়ায়
কোথায় স্বাধীনতা,মুক্তির দম
কারা গলা কেটে তাড়ায় ?
তোমার প্রভু কাহাদের হবু
কাহাদের দাবী মিটায়!
জ্বালা চেপে লোকে কুঁকড়ে মরে
নেই কি কোন দায়!
ভয়ের,ডরের ত্রাসকর পল্লী
বাংলাদেশ তোমার নাম।
সোনার বাংলা পেতে হলে তবে
আর দিতে হবে কত দাম।
লাঞ্ছিত তুমি বাংলাদেশ আমার
লাঞ্ছিত এক হাহাকার
লাঞ্ছিত তোমার জীবন যৌবন
লাঞ্ছিত করুন কদাকার।
১৭ ই জুন, ২০১৭ রাত ২:৪১
চির চেনা বলেছেন: জি ভাই,কমবেশি দায় সকলেরই আছে,আর আমি কলঙ্কিত রূপে নয় বাস্তব কে তুলে ধরেছি এই কারণে যে,
ছোট থেকে “এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি” - এমন সব কিছু পড়ে পড়ে যখন দেশ নিয়ে স্বপ্ন দেখতে দেখতে বড় হয়েছি তখন এর এই বিদীর্ণ অবস্থা দেখে শুধু কান্না আসে --- তাই এই লাইন গুলো পড়েও যদি কারো বিন্দুমাত্র বোধোদয় হয় তাই লিখা --- ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দায় তো সবারই আছে ভাই!!!
আপনার কবিতা সুন্দর হয়েছে।
তবে বাংলাদেশকে কলঙ্কিত রূপে উপস্থাপন করেছেন। আপনি যা অভিযোগ তুলেছেন তা বিশ্বময় হচ্ছে অহরহ।
ভালো থাকুন