![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ পথের সামনে শুধুই শেষের হাতছানি
মনে হয় এই বুঝি ফুরালো বলে
এগিয়ে সামনে যেতেই বাঁক আর বাঁক
শেষ হবে না বুঝি এই পথ কোন কালে !
উঁচু-নিচু বন্ধুর,ঝাঁকড়া-মাকড়া
এই পথ যদি শেষ হয়ে যেতো
তবে মনে হয় মুক্তির পানে তাকিয়ে
এক বুক নিঃশ্বাস নিয়ে নিতাম।
মায়াবী রাক্ষুসির এই পথের স্রোত
থামতেও দেয় না,চলতেও কত ভয় !
যেন টক ঝাল মিষ্টির বাইরে আর কোন
স্বাদ নেই,নেই কোন রূপ লাবণ্য!
ফুরাবে ফুরাবে এই বুঝি ফুরাবে বলে
অবিরাম ছুটে চলার “মৃত্যু” ছাড়া শেষ
ফয়সালা বলে আর তো কিছু দেখি না।
নিঃশ্বাস নিতে গিয়ে শ্বাসটা হারানোই
বাঁক শেষ করে শেষ ঠিকানা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৭ সকাল ৯:২৮
ঋতো আহমেদ বলেছেন: ভাল হয়েছে আরও লিখুন