![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢের হয়েছে!
এবার শ্রান্ত পথিকের ক্ষান্ত হওয়া
ভুলের পাতাগুলোকে কাগজওয়ালার কাছে বিক্রি করে
সাদা ধবধবে কিছু পাতা কিনে আনতে হবে ।
মৌচাক থেকে মৌচাকে ঘুরে মধু খেতে খেতে
কত চাক ভেঙ্গে গিয়েছে
কত মধু জলে গিয়ে হয়েছে বিনষ্ট
তার সীমার পরিসীমার কোন জবাব নাই।
লোকেরা সব কিছুর নাম দিয়েছে "পাপ"
ধর্মের পাতা আর উল্টাই নি,থাক না ,
ওরকমই তো কিছু একটা বলবে,
ভেবেছিলাম সহসাই ঊষার অরুণের সাথে
নিজেকে উদিত করবো শুদ্ধতার রং-য়ে,
সময়ের একটু হেরফেরে,উফ !শেলসম বিধলো
হুলের আঘাতে আঘাতে বিষগুলো আর
অভিশাপের বিষাক্ত ছোঁয়ায়
বিপর্যস্ত,কুণ্ঠিত,অপদস্ত আর পরাজিত।
আচমকা ঝর যে এভাবেই আসবে
সে কল্পনার আকাশের ওপারেই ছিল।
মস্তিষ্ক আর অন্তর যেন ভিন্ন সূত্রের গণিত করছে
শুদ্ধতার রং গুলো কেন যেন মিলছেই না।
তবুও ঢের হয়েছে
এবার শ্রান্ত পথিকের ঠেকে যাওয়া পিঠের যুদ্ধ
ভুলের পাতাগুলোকে ছিঁড়ে ফেলবোই
আর !
সাদা ধবধবে কিছু পাতা কিনবোই কিনবো।
©somewhere in net ltd.