![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে বন্ধু বাড়ালে তোমার হাত
তুমি হাসো পুষ্পের হাসি,
আমার দশা হা-ভাত।
তুমি বড় ধন,ভালোবেসে রাখি বুকেতে
দুধের ওলান তোমার ভাগেতে
ঋণের স্লিপ ভরা পকেটে।
দিলাম উপহার,ভাগেরও দিলাম ভাগ
দিবে দিবে করে কত আশা
রক্ত আর তিক্ততায় যে অবাক।
মাথায় রাখি,না যেন ব্যাথা পাও
তুমি বসে কাঁঠাল চিবাও
চুচা আর পচা আমার জুটে ফাও।
©somewhere in net ltd.