নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

আঞ্চলিক বর্ণবাদ মুক্ত বাংলাদেশ সোনার বাংলাদেশের আয়না।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ১:৩১

অঞ্চল ভিত্তিক রেসিজম বা বর্ণবাদ সম্ভবত বাংলাদেশ,ভারত আর পাকিস্তানে সবচেয়ে বেশী।তার মধ্যে বাংলাদেশে তো দিন দিন এ সমস্যা মারাত্মক মহামারী আকার ধারণ করছে।
ছোট্ট পাড়া থেকে শুরু করে,গ্রাম-গ্রাম,থানা-থানা,শহর-শহর,জেলা-জেলা,বিভাগ-বিভাগ এর লোকজনের মধ্যে এমন সব বর্ণবাদ ছড়িয়ে আছে যেনো বাংলাদেশ এক মহাদেশের ৬৫ হাজার দেশ আলাদা আলাদা সার্বভৌমত্ব নিয়ে আছে।
রাজনৈতিক বিভাজন যেমন এই দেশটার একটা বড় সমস্যা,তার চেয়েও বড় সমস্যা এই বর্ণবাদ।
যেসব দেশকে আমরা বর্ণবাদী বলে আমরা চিনি বা জানি তাদের চেয়েও ভয়ঙ্কর বর্ণবাদী দেশ হয়ে যাচ্ছে বাংলাদেশ।
সামান্য ভাষার একটু এদিক সেদিক বা খাওয়া দাওয়ার রুচির ভিন্নতা বাঙ্গালীদের কাছে এক কঠিন বর্ণবাদের বিষয়।
ছোট করা থেকে রীতিমত মারামারি অত্যাচার পর্যন্ত চলে।
নানা সময় ব্যাক্তিগতভাবে এমন বর্ণবাদের শিকার হয়েছি যাকে পাত্তা দিতে চাই না সবাই বাংলাদেশী ভেবে কিন্তু দিন দিন এর মাত্রা যেন মহীরুহ আকার ধারণ করছে।
খারাপ ভালো সব জায়গায় আছে,তেমনি গরীব ধনীও সবজায়গায় আছে,কেউ যখন ভালোর নিখুঁত শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারবে না তেমনি ধনীর দিক থেকেও শতভাগ শ্রেষ্ঠত্ব ঘোষণা যেমন সম্ভব নয় তেমনি এমন ঘোষণা ভালো লক্ষণ নয় একেবারেই।
বাইরে বিড়াল আর ঘরে বাঘ সেজে যাওয়া বাংলাদেশীরা আভ্যন্তরীণ শক্তিশালী গ্রুপ গড়ে তোলার পরিবর্তে খামচাখামচি করে নিজদের যেভাবে ধ্বংস করছে তাতে বহির্শক্তি বাংলাদেশীদের কে অত্যাচারের সুযোগ পেয়ে গেছে সহজেই।
দিনশেষে বাঙ্গালী পরিচয় যাদের কাছে বড় তারা হয়তো আরও সহনশীল হবেন আর বাঙ্গালী পরিচয় যাদের কাছে তুচ্ছ এবং এলাকার পরিচয় বড় তারা আশা করি বিষয়গুলো বুঝে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সোনার বাংলা গড়তে এগিয়ে আসবেন।এটাই আমরা প্রত্যাশা করি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৩৬

ভুয়া মফিজ বলেছেন: একেবারে আমার মনের কথাটাই বলেছেন। স্বাভাবিক ভাবেই সহমত।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৪৪

চির চেনা বলেছেন: এটা দুঃখজনক --- আমরা যদি আমাদের সাথে মিলেমিশে না থাকতে পারি --- তবে অন্য দেশের লোকজন কেন আমাদের দাম দিবে ?

২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:৪০

গেম চেঞ্জার বলেছেন: খুব দুঃখজনক। এটা হয় আসলে ফানের ওপর দিয়েই। কিন্তু সিরিয়াসলি আঞ্চলিক শ্রেষ্টত্ব প্রকাশ করতে যারা লেগে পড়েন তাদের ব্যাপারটা হলো অল্পশিক্ষিতের সাক্ষাত রুপ ছাড়া কিছু না।

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:১৬

চির চেনা বলেছেন: অল্পশিক্ষিত কথাটির সাথে একমত --- তবে কিছু শিক্ষিত নামের অশিক্ষিত মানুষগুলোও এর সাথে তাল মিলায় ---- এটা আরও বিরূপ আকারে ধারণ করে ---
বরিশাল ও আমার,নোয়াখালীও আমার,সিলেটও আমার,ময়মনসিংহও আমার,সমুদ্রের এক ফোঁটা জল সে ও তো আমার --- তবে বিভাজনটা কীসে !!! কেউ কি আসলেই কারো চেয়ে শ্রেষ্ঠ !!! তার চেয়ে শ্রেষ্ঠ পরিচয় আমি বাংলাদেশী এটা হতে পারে না !!!

৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ৩:২০

গেম চেঞ্জার বলেছেন: সত্য হলো- আমার ঘরের কেউ যদি পিএইচডি ধারী হয়, সেটা তাঁর শ্রেষ্টত্ব। আমার নয়। তার পিএইচডি দিয়ে আমার ঘরের/অঞ্চলের শ্রেষ্টত্ব নির্ধারিত হয় না।

আঞ্চলিক শ্রেষ্টত্ব/বড়ত্ব ব্যাপারটা আসলে ফেইক। এটা অবাস্তব।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.