![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম একধরনের নেশা।
সিগারেট,মদ যেমন নেশা প্রেম ও তাই।বিয়ের পূর্বে প্রেম মানেই কাছে পাওয়ার তীব্র নেশা।রসগোল্লার মত মিষ্টি আর সবকিছুতে মনে হয় প্রিয় এর কাছে ছুটে যাওয়াই সম্ভবত সবচেয়ে শান্তি।
বিয়ে হয়ে যাওয়ার পর উল্টো পালিয়ে যাওয়ার যে আকুতি থাকে তা ভুক্তভোগী মাত্রই বুঝতে পারে।
প্লুটো প্রেমকে মানসিক ব্যাধি বলেছে
আর বার্নাড শ বলেছেন -
"প্রেম হলো সিগারেটের মতো, জার আরম্ভ
হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে।"
হল.রুক.জ্যাকসন এর মতে প্রেম হল স্বার্থ সিদ্ধির এক চরম অভিব্যাক্তি।
টমাস ফুলার তো বলেই দিয়েছেন,
"ঘৃণা অন্ধ,প্রেমের মতই"
মানব মানবীর যত প্রেম সব কিছুর মধ্যে একটা মাতাল মাতাল আর নেশাখোর নেশাখোর ভাব আছে।থাকলে একের পর এক চুমুক দেয়ার নেশা আর না থাকলে পকেট ছিঁড়ে পয়সা বের করে নতুন প্যাকেট কিনার ভুত মাথায় চাপা।
দুই চাপের কোন চাপই যখন সহ্য হয় না তখন আত্মহত্যা চলে আসে আত্মভোলা হয়ে।
প্রেমে অভিনয় থাকে,থাকে গল্প আর টুইস্ট।তাই চাঁদ ও আসে,শাট সমুদ্র ও ভেসে বেড়ায় আপন ভুবনে।ইমপ্রেস করার প্রাণান্তকর চেষ্টাই প্রেমের মুল টনিক কিন্তু জীবনের বিষাক্ত দাওয়াই।
তাই বিয়ের পর দেখা যায় এক সময়ের "তাকে ছাড়া বাঁচবো না প্রেমিক/প্রেমিকা" "তার সাথে বাঁচা অসম্ভব" সাপ-নেউল হয়ে যায়।
সত্যিকার অর্থে প্রেম একটা স্টেজ,এটা প্রেম পর্যন্ত সীমাবদ্ধ রাখাতেই সমস্ত সার্থকতা লুকিয়ে আছে,তাকে বিয়ে পর্যন্ত টেনে আনা মানে বিষাক্ত করে ফেলা।
তবে প্রেম নয়,বিয়েই প্রাকৃতিক ধারা।অসুস্থ,মানসিক ভারসাম্যহীন পাগল জাতি তৈরিতে প্রেমের বিকল্প নাই।
©somewhere in net ltd.