![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাথি মারি তোর শিক্ষার গায়ে
লাথি মারি তোর সনদে
আমার মত আমি বাঁচতে চাই যে
একটু আমায় বাঁচতে দে।
কাঁধের ভারে হাঁটতে আমার
জান যায় যায় করে
গদ বাঁধা সব পড়া গুলো
লাভ কি,মুখস্ত করে !
আমার মনে কত পাখি উড়ে
আমি হতে চাই সে মতন
পাশের মানুষ কান ভারী করে
শুনতেই হবে তাদের কথন!
শীলে পাটার ঘষাঘষি করে
আমি কে কোথাকার!
লাথি মারি তোর শিক্ষার গায়ে
বাঁচার শিক্ষা দরকার।
নাম্বার যদি শিক্ষা কয়
চাকরী করস কার ঘরে
বড় বড় সব চাকরী দাতা
এক আধটুই পাশ করে।
ঝাঁটা মারি সব ঘৃণা ভরে
বেশরমের সকল মনদে
লাথি মারি তোর শিক্ষার গায়ে
লাথি মারি তোর সনদে।
২| ২৮ শে জুলাই, ২০১৭ ভোর ৪:০০
চাঁদগাজী বলেছেন:
সুইসাইডের নোট লেখক, ও তার পরিবার মোটামুটি ইডিয়ট
২৮ শে জুলাই, ২০১৭ ভোর ৪:১১
চির চেনা বলেছেন: সমাজে ইডিয়ট ই দিন দিন বাড়ছে
৩| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:০৯
প্রাইমারি স্কুল বলেছেন: সমস্যা শিক্ষার পদ্ধতি
০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:১১
চির চেনা বলেছেন: ঠিক
৪| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা
০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:১১
চির চেনা বলেছেন: ধন্যবাদ
৫| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৭
প্রোলার্ড বলেছেন: পাশের হার বাড়লেও শিক্ষার মান বাড়েনি । বেশী বেশী পাশ করানোয় পরীক্ষা দিতে বসলেই পাশ/জিপিএ পাঁচ - এরকম একটা থিম চলে এসেছিল। মানুষ ভুলেই গিয়েছিল যে ফেল বলতে কিছু আছে। আমাদের সময় পাশ করতে খবর হয়ে যেত । বিশেষ করে অংক ও ইংরেজীতে । বাংলায় ৫০ এর উপরে পাওয়া মানে সে খুবই ভাল লিখেছে।
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৫
চির চেনা বলেছেন: সেগুলো এখন শায়েস্তা খানের আমলের চালের মত হয়ে গেছে --- পোলাপান --- আমাদের রেজাল্টে তাদের তুলনা করে বহুত জ্ঞানী মনে করে ---
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৭ রাত ৩:৪৬
চির চেনা বলেছেন: কুমিল্লা বোর্ডের মৃত ১১জনের মধ্যে একজনের সুইসাইড নোটঃ
"আগামি বছর আবার পরীক্ষা দিবো।মা, বাবাকে বুঝাইছি। সবাই স্বাভাবিক ছিলো, আমিও।
কিন্তু একের পর এক প্রতিবেশী সহপার্ঠীরা মিষ্টি আর কথার খোঁচা নিয়ে হাজির হতে লাগলো। আমার মায়ের মাথা খারাপ হয়ে গেলো।। বাবা ও আমাকে গালিগালাজ করলো।
যে মা বাবা গতকাল আমার মাথায় হাত রেখে বলছিলো চিন্তা করিস না, বুড়ো হয়ে যাস নাই। সামনের বার আবার পরীক্ষা দিস, বছর যাইতে কয়দিন।
.
অথচ, প্রতিবেশীদের মিষ্টি পেয়ে সেই বাবা মা আমাকে জুতা দিয়ে পিঠলো, শুধু তাই নয়, আমার উপর রাগ করে বাবা পাতের ভাত লাথি মেরে ফেলে দিলো।
অনেক চেষ্টা করেছি লুকিয়ে থাকার, পারলাম না।
প্রতিবেশীরা এক হাত জিহ্ববা বের করে অনুশোচনা করলো, শুধু অনুশোচনা নয়, আমার জন্য নাকি আমার মা দায়ী। মায়ের আস্কারা পেয়ে আমি নষ্ট হয়ে গেছি।
তাদের কৈপিয়ত পেয়ে আমার বাবা মা কে উঠানে প্রচুর মেরেছে। মা এখনো বেহুঁশ।
মার জ্ঞান ফিরার আগেই পৃথিবীকে বিদায় জানালাম।
ভালো থাকবেন প্রতিবেশীরা
ভালো থেকো সহপাঠী বন্ধুরা।।"