![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুখ দেখে কি যায় মানুষ চেনা
মুখ দেখে বল যায় !
মুখের তো আর নেই ক্ষমতা
মন দেখাবে আয়নায়।
মনের ভিতর মানুষ ঘুরে
মাথার ভিতর বৈঠা
মুখের মাঝে ভান ঘুরে
কে বুঝবে কার টা !
দেহের দ্বারে মুখ বসে রয়
ভিতর ছবি অন্য
একসাথে কিছু পথটা চলো
বুঝবে কতক ভিন্ন!
কর্মে যাহা ছাপ রেখে যায়
সেই তো তাহার পরিচয়
কত কথাই মুখ বলে যায়
তাহা শুধুই শূন্যময়।
০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৯
চির চেনা বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪০
মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন। কথাগুলো চমৎকার।
ভালোলাগা রইল।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর