![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙ্গালী আমি বড়,বাংলাদেশী
লাড়ে লাপ্পা দেশপ্রেম,
বড়ই ভালোবাসি।
লুঙ্গী আমার ভাল্লাগে না,
সেন্ডু বড়ই ক্ষেত
থ্রি কোয়ার্টারে ইস্মার্ট লাগে
দেশীর নাই বাজেট।
শাড়ি আজকাল পড়ে নাকি
সালোয়ারে ধেৎ।
প্যান্ট আর শার্টের মধ্যে
পিয়ার মহব্বেত।
বাংলায় কইবা কথা তুমি?
দুরে গিয়া খাড়াও
গাইয়া ভুতের স্থান নাইক্কা
ধইরা সবাই পাড়াও।
উল্টা সিধা টান মাইরা
ইংলিশ কইতে পারো?
হিন্দিটা হইলে সাথে
তুমি বাবু হিরো।
পুড়ি আর সিঙ্গারাতে
আর চলে না আড্ডা
বার্গার,পিজ্জা না হইলে
বাজবে বারোডা।
সালাম,আদাব দিছস যদি
খাইয়া তোরে ফেলছি
হাই,হ্যালো কি পারস না রে!
কি তোরে শিখাইছি ?
বাংলা ভাষায় লিখা পড়া?
গরীব কাঙ্গাল যায়।
ইংরেজ হইলো জানের জান
বড় ভালা পায়।
ঘুরতে যাইবা রাঙ্গামাটি!
এসব কিসের রুচি!
সামর্থ্য কম থাকলে পড়ে
অন্তত যাও কোচি।
বাংলা নাটক মদনায় দেখে
মুভি চোখের বিষ ।
হিন্দি বড় জিগিরি দোস্ত
ইংলিশে পায় আশিস।
চাইনিজ হবে,ফাস্টফুড হবে
ভাত ডালে মন নাই।
দেশী সবই কেমন যেন
ক্ষেত ক্ষেত গন্ধ পাই।
হিপোক্রেটের বাঙ্গাল শালার
হিন্দি,ইংলিশ পুজে
ফেব্রুয়ারির একুশ আইলে
চেতনার সং সাজে।
জাতের গায়ে লাথি মেরে
বিদেশ পূজায় ব্যাস্ত
দেশীর বেলায় প্রেম শুধু
মুরগীতে করে ন্যাস্ত।
"তাইতো আমি,বলি আমি"
বাঙ্গালী বড় আমি,বাংলাদেশী।
লাড়ে লাপ্পা দেশপ্রেম
বড়ই ভালোবাসি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
চির চেনা বলেছেন: এগুলো অবশ্যই আমাদের জন্য দুঃখজনক।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৬
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: ভাল লিখেছেন শুভেচ্ছা রইল।।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
চির চেনা বলেছেন: বাংলাদেশ সত্যিকারভাবে আমাদের অহংকার হউক।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১০
সচেতনহ্যাপী বলেছেন: এই নিয়েই আমরা আছি!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
চির চেনা বলেছেন: ওই যে বললাম --- আমরা হিপোক্রেট ---
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৫
মলাসইলমুইনা বলেছেন: ভেতো মেছো দেশি আমপাবলিককে এতো নির্দয় ধোলাই দিলেন !
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৮
মাকার মাহিতা বলেছেন: এটা মিলে নাই। অন্যভাবে লেখতেন? কিছু মনে করবেন না...
---------------------------------
শাড়ি আজকাল পড়ে নাকি
সালোয়ারে ধেৎ।
প্যান্ট আর শার্টের মধ্যে পিয়ার মহব্বেত।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৭
চির চেনা বলেছেন: আসলে শখে লিখি তো,ধন্যবাদ,কেমন হতে পারে একটু ধারনা দিতে পারবেন? আমিও ভাববো একটু --- আর মাইন্ড করা ? অবশ্যই না,আমি মানুষ,সর্ব জ্ঞানী এবং ত্রুটি মুক্ত না অবশ্যই ---
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
এম আর তালুকদার বলেছেন: ২০১৪ তে এক বকৃতায় বলেছিলাম বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার Mother একুশেতে বাংলা use অন৽দিনে other.
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
চির চেনা বলেছেন: চমৎকার বলেছেন তো ----- অনেক তাৎপর্যপূর্ণ।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১৩
সোহাগ সালেহ বলেছেন: বাস্তব কথন। রম্য এবং শিক্ষামূলক। ভালো লাগলো। ধন্যবাদ। আপনার লেখার হাত আরো প্রসারিত হোক।